BCS preparation

BCS preparation All

02/03/2024

৫-১০+ টি কমন পাবেন #ইনশাআল্লাহ

০১ ) ভাষার মূল উপাদান কি ? ➫ ধ্বনি ।
০২ ) ভাষার মৌলিক অংশ কয়টি ? ➫ ৪ টি ( ধ্বনি , শব্দ , বাক্য , অর্থ ) ।
০৩ ) প্রাকৃত শব্দের শাব্দিক অর্থ কি ? ➫ স্বাভাবিক ।
০৪ ) বাংলা ভাষার মূল উৎস কোনটি ? ➫ প্রাকৃত ভাষা ।
০৫ ) বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে ? ➫ গৌড়ীয় প্রাকৃত ।
০৬ ) বাংলা ভাষা কোন মূল ভাষা গোষ্টীর অর্ন্তভূক্ত ? ➫ ইন্দো -ইউরোপীয় ।
০৭ ) বাংলার আদি জনগোষ্টীর ভাষা কি ? ➫ অস্ট্রিক ।
০৮ ) ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলার উদ্ভব - ➫ গৌড়ীয় প্রাকৃত থেকে ।
০৯ ) ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব হয় - ➫ সপ্তম - দ্বাদশ শতাব্দীতে (৬৫০ - ১২০০ )।
১০ ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভব - ➫ মাগধী প্রাকৃত থেকে ।
১১ ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভব হয় - ➫ দশম - দ্বাদশ শতাব্দীতে ( ৯৫০ - ১২০০ ) ।
১২ ) ভাষার মূল উপকরণ কোনটি ? ➫ বাক্য ।
১৩ ) ভাষার প্রাণ বলা হয় কাকে ? ➫ বাক্য ।
১৪ ) ভাষার একক কোনটি ? ➫ বাক্য ।
১৫ ) বাক্যের মৌলিক উপাদান কোনটি ? ➫ শব্দ ।
১৬ ) বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি ? ➫ শব্দ ।
১৭ ) বাক্যের প্রধান উপাদান কোনটি ? ➫ শব্দ ।
১৮ ) ভাষার মৌলিক উপাদান কোনটি ? ➫ ধ্বনি ।
১৯ ) ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ? ➫ ধ্বনি ।
২০ ) বাংলা ভাষার কয়টি রূপ আছে ? ➫ ২ টি ( সাধু ও চলিত ) ।
২১ ) তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি ? ➫ সাধু রীতি ।
২২ ) সাধুভাষা ও চলিত ভাষার পার্থক্য কোথায় ? ➫ ক্রিয়াপদ ও সর্বনাম পদে ।
২৩ ) ‘ অদ্য ’ - শব্দটি কোন ভাষারীতির ? ➫ সাধুরীতি ।
২৪ ) ভাষার কোন রীতিতে তদ্ভব শব্দ বহুল ? ➫ চলিত রীতি ।
২৫ ) বাংলা সাহিত্যের কথা কার লেখা ? ➫ ড. মুহাম্মদ শহীদুল্লাহ ।
২৬ ) সাধুভাষা সাধারণত কোথায় অনুপযোগী ? ➫ নাটকের সংলাপে ।
২৭ ) ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিত্ত্ব - গ্রন্থের লেখক কে ? ➫ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।
২৮ ) বাংলা ভাষায় প্রথম কে ব্যাকরণ রচনা করেন ? ➫ রাজা রাম মোহন রায় ।
২৯ ) “ The Origin and Development of Bangli Language ” - গ্রন্থের লেখক কে ? ➫ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ।
৩০ ) কে সর্ববপ্রথম বাংলা টাইপ সহকারে বাংলা ব্যাকরণ রচনা করেন ? ➫ ব্রাসি হ্যালহেড ।
৩১ ) বাংলা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন ? ➫ ড. মুহাম্মদ শহীদুল্লাহ ।
৩২ ) প্রথম হিসোরাম বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন কে ? ➫ অশোক মুখ

27/02/2024
সঠিক উত্তর জেনে নিন👍
21/02/2024

সঠিক উত্তর জেনে নিন👍

💙শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এই ১০৪টি ট্রান্সলেশন ঘুরেফিরে আসে (সকলে শেয়ার করে সংগ্রহে রাখুন)
20/02/2024

💙শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এই ১০৪টি ট্রান্সলেশন ঘুরেফিরে আসে (সকলে শেয়ার করে সংগ্রহে রাখুন)

20/02/2024
💯🔥🔥যারা ১৮ তম নিবন্ধন পরীক্ষা দেবেন, শুধু এই প্রশ্ন গুলো বুঝে পড়বেন । আশা করি অনেক কমন পাবেন ইনশাআল্লাহ। শুভকামনা ভবিষ্য...
20/02/2024

💯🔥🔥যারা ১৮ তম নিবন্ধন পরীক্ষা দেবেন, শুধু এই প্রশ্ন গুলো বুঝে পড়বেন । আশা করি অনেক কমন পাবেন ইনশাআল্লাহ।
শুভকামনা ভবিষ্যৎ শিক্ষকদের জন্য।
Collected

লাল নীল দীপাবলি বইটির উপর সুন্দর একটি হ্যান্ডনোটের আংশিক বিশেষ।Collected
20/02/2024

লাল নীল দীপাবলি বইটির উপর সুন্দর একটি হ্যান্ডনোটের আংশিক বিশেষ।
Collected

💯🔥🔥১৮ তম শিক্ষক নিবন্ধন খুবই গুরুত্বপূর্ণ, শেয়ার করে রাখেন যাতে হারিয়ে না যায়।
19/02/2024

💯🔥🔥১৮ তম শিক্ষক নিবন্ধন খুবই গুরুত্বপূর্ণ, শেয়ার করে রাখেন যাতে হারিয়ে না যায়।

17/02/2024

- কত বছর বয়সে জা'নতে পেরেছেন.

- BOOK এর ফু'লফ'র্ম হলো — Bio Optical Organized Knowledge
🙂

09/02/2024

◾যে প্রশ্নগুলো বারবার রিপিট হয়।

•১৯৭১ সালের ২৬ শে মার্চ কি বার ছিল?
- শুক্রবার।
• ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর কি বার ছিল?
- বৃহস্পতিবার।
• বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম সেনাপতি কে ছিলেন?
- এম এ জি ওসমানী।
• বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র জারি করা হয় কবে?
-১৯৭১ সালের ১০ এপ্রিল।
• বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?
-সৈয়দ নজরুল ইসলাম।
• ‘এ দেশের মানুষ চাই না, মাটি চাই’ কার উক্তি?
-ইয়াহিয়া খানের।
• বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?
-২ ও ৩নং সেক্টর।
• বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালির নাগরিক মৃত্যুবরণ করেন। তার নাম কি?
-মাদার মারিও ভেরেনজি।
• মুক্তিযুদ্ধকালীন শেখ মুজিবুর রহমান কে কোথায় বন্দী করে রাখা হয়েছিল?
-পাকিস্তানের করাচি শহরের মিয়াউয়ালি কারাগারে।
• ভারত- বাংলাদেশ যৌথবাহিনী কবে ঘটিত হয়?
-২১ নভেম্বর ১৯৭১।
• কোন জেলা প্রথম শত্রুমুক্ত হয়?
-যশোর
• দেশের একমাত্র পাহাড়ি অধিবাসী বীর বিক্রম কে?
-ইউ কে চিং।
• তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেন?
-১১নং (ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায় )।
• বাংলাদেশের কোন সেক্টরে নিয়মিত কমান্ডার ছিল না?
-১০নং।
• বাংলাদেশ কে স্বীকৃতি দানকারী প্রথম আমেরিকার দেশ কোনটি?
-কানাডা।
• বাংলাদেশ কে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি?
-ইরাক (৮ জুলাই ১৯৭২)।
• ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটি কত লাইনের?
-১৫২ লাইনের (রচয়িতা এলেন গিন্সবার্গ)
-----
১০ জানুয়ারি►বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
১৯ জানুয়ারি►জাতীয় শিক্ষক দিবস।
২০ জানুয়ারি►শহিদ আসাদ দিবস।
১৪ ফেব্রুয়ারি►সুন্দরবন দিবস।
২১ ফেব্রুয়ারি►শহিদ দিবস।
২ মার্চ►জাতীয় পতাকা দিবস।
৮ মার্চ►বিশ্ব নারী দিবস।
১৭ মার্চ►শিশু দিবস।
২১ মার্চ►বিশ্ব বৈষম্য দিবস।
২২ মার্চ►বিশ্ব পানি দিবস।
২৩ মার্চ►বিশ্ব আবহাওয়া দিবস।
২৪ মার্চ►বিশ্ব যক্ষ্মা দিবস।
২৬ মার্চ►স্বাধীনতা দিবস।
৩১ মার্চ►জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।
২ এপ্রিল►জাতীয় প্রতিবন্ধী দিবস।
৭ এপ্রিল►বিশ্ব স্বাস্থ্য দিবস।
১৭ এপ্রিল►মুজিবনগর দিবস।

🔰

09/02/2024

সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স
তথ্যসূত্র: পত্রিকা
০৯-ফেব্রুয়ারী-২০২৪
--------------------------------------------------
বাংলাদেশের মোট জি আই পন্যের সংখ্যা- ২৪টি।

রাজশাহীর মিষ্টি পান বাংলাদেশের সর্বশেষ অর্থাৎ -২৪তম

জিআই পণ্য রাজশাহীর মিষ্টি পান কে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় কবে- ৮ ফেব্রুয়ারি, ২০২৪

উদীয়মান অর্থনৈতিক জোট BRICS সর্বশেষ যোগদানকারী দেশ সংখ্যা -৫টি

BRICS বর্তমান সদস্য সংখ্যা- ১০

তেল রপ্তানিকারক দেশগুলোর জোট OPEC সর্বশেষ যোগদানকারী -দেশ কঙ্গো (০১.০১.২০২৪)

OPEC বর্তমান সদস্য সংখ্যা -১২

বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর আন্তর্জাতিক অর্থনৈতিক জোট- G-20

এর সর্বশেষ যোগদানকারী -আফ্রিকান ইউনিয়ন।

জি-২০ বর্তমান সদস্য সংখ্যা -২১

২০২৩-২৪ অর্থবছরে বিটিসির জ্বালানি তেলের চাহিদার প্রাক্কলন কত?- ৭৮ লাখ টন।

আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে?- জন ভন নিউম্যান। (তিনি ১৯৫৭ সালের ৮ ফেব্রুয়ারি মারা যান)

প্রখ্যাত ঔপন্যাসিক, কবি ও নাট্যকার জুল ভার্ন কোন দেশের নাগরিক ছিলেন? → ফ্রান্স। (তিনি ১৮২৮ সালের ৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন)

আনুষ্ঠানিকভাবে গুগল ম্যাপের যাত্রা শুরু হয় কত সালে? -২০০৫ সালে।

আমেরিকার 'জাতীয় ফুটবল লীগ (এনএফএল)' এর ফাইনাল ম্যাচ কী নামে পরিচিত? -সুপারবোল।

করোনাভাইরাসের নতুন ধরণ JN.1 দ্রুত ছড়িয়ে পড়ায় একে কি বলে চিহ্নিত করা হয়? '-ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট'।

'কাওলিন' কোন দেশের শহর?-মিয়ানমার।

'কোকেন' উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? -কলম্বিয়া। (মোট উৎপাদনের ৬১ শতাংশ, দ্বিতীয় শীর্ষ দেশ পেরু)

গাজায় যুদ্ধবিরতির জন্য 'হামাস' কয়টি শর্ত দেন? -৩টি (প্যারিস বৈঠক এর

মাধ্যমে যুদ্ধ বিরতির প্রস্তাব আসে)। জাতীয় সংসদে কতটি স্থায়ী সংসদীয় কমিটি বিদ্যমান আছে?- ৫০টি।

দেশকে নিরক্ষরতামুক্ত করার প্রত্যয়ে কোন সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়? - ২০০৯ সালে।

পাকিস্তান কত সালে পারমাণবিক অস্ত্রের মালিক হয়? ১৯৯৮ সালে।

পাকিস্তানের কোন সাবেক প্রধানমন্ত্রী 'পাঞ্জাবের সিংহ' নামে পরিচিত?-নওয়াজ শরীফ।

বর্তমান বাংলাদেশে অনুমোদিত সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?- ৫৫টি। (বেসরকারি ১১৪টি)

বর্তমানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) রপ্তানিতে শীর্ষে রয়েছে কোন দেশ?→ মার্কিন যুক্তরাষ্ট্র।

বাংলা সাহিত্যের বিভিন্ন কৌশল
18/01/2024

বাংলা সাহিত্যের বিভিন্ন কৌশল

৪৬তম বি.সি.এস. পরীক্ষা - ২০২৩ এর প্রিলিমিনারি টেস্টের (MCQ Type) সময়সূচিঃ ৯ মার্চ ২০২৪ ইং (সকাল ১০.০০ টা থেকে দুপুর ১২.০...
18/01/2024

৪৬তম বি.সি.এস. পরীক্ষা - ২০২৩ এর প্রিলিমিনারি টেস্টের (MCQ Type) সময়সূচিঃ ৯ মার্চ ২০২৪ ইং (সকাল ১০.০০ টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত)।

09/01/2024

#যে সালগুলো বার বার পরীক্ষায় আসে
১। দ্বৈত শাসন + ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ = ১৭৬৫।
২। ছিয়াত্তরের মন্বন্তর = ১৭৭০।
৩। আমেরিকার স্বাধীনতা লাভ = ১৭৭৬ ।
৪। ফরাসি বিপ্লব = ১৭৮৯।
৫। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা = ১৮০০।
৬ । ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু =১৮০১ ।
৭। ওয়াটার লুর যুদ্ধ = ১৮১৫ ।
৮। লর্ড বেন্টিং কর্তৃক রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় সতীদাহ প্রথা রহিতকরণ + ঢাকা বিভাগ চালু= ১৮২৯।
৯। তিতুমীরের বাঁশের কেল্লা নির্মান = ১৮৩১।
১০ । লর্ড ডাল হৌসি কর্তৃক উপমহাদেশে রেল চালু = ১৮৫৩।
BD Job Preparation
১০। ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজির বাংলা বিজয় > ১২০৪ সালে।
১২। ষাট গম্বুজ মসজিদের প্রতিষ্ঠা > ১৪৫৯।
১৩। কম্ববাসের আমেরিকা আবিষ্কার > ১৪৯২।
১৪। ভাস্কোডা গামার ভারত বর্ষে আসার জলপথ আবিষ্কার = ১৪৯৮ ।
১৫। পানি পথের ১ম যুদ্ধ = ১৫২৬।
১৬। বাংলা সাল গণনা শুরু + পানি পথের ২য় যুদ্ধ+ সম্রাট আকবরের সিংহাসন লাভ= ১৫৫৬।
১৭। সর্বপ্রথম ঢাকা বাংলার রাজধানী > ১৬১০ ।
১৮। পলাশীর যুদ্ধ=১৭৫৭ সালে।
১৯। পানি পথের ৩য় যুদ্ধ = ১৭৬১ ।
২০। বক্সারের যুদ্ধ = ১৭৬৪।
২১। লর্ড ডাল হৌসি কর্তৃক হিন্দু বিধবা আইন পাশ = ১৮৫৬।
২২। বাংলা ভাষার প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল প্রকাশ + সিপাহী বিদ্রোহ + কাগজের মুদ্রা চালু + বাংলাদেশে বাণিজিক ভাবে চা চাষ শুরু =১৮৫৭ সালে।
২৩। নীল বিদ্রোহের অবসান + নীল দর্পন নাটকের প্রকাশ= ১৮৬০।
২৪। রবী ঠাকুরের জন্ম ও মাইকেলের মেঘনাথ বধ কাব্যে প্রকাশ + আমেরিকা গৃহ যুদ্ধ শুরু- ১৮৬১ ।
BD Job Preparation
২৫। বাংলাদেশে রেল চালু = ১৮৬২।
২৬। যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বিলুপ্ত+ মোহামেডান লিটারেরি সোসাইটি + ১৮৬৩ ।
২৭। বাংলা সাহিত্যের ১ম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী প্রকাশিত = ১৮৬৫।
২৮। রোকেয়ার জন্ম= ১৮৮০।
২৯। পৃথিবীতে প্রথম নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার পান= ১৮৯৩ ।
৩০ । আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু = ১৮৯৬ ।
৩১। কাজী নজরুল ও জীবনানন্দের জন্ম= ১৮৯৯ ।
৩২। নোবেল পুরস্কার দেওয়া শুরু > ১৯০১।
৩৩। বঙ্গভঙ্গ শুরু এবং ঢাকা প্রাদেশিক রাজধানী =১৯০৫ সালে।
৩৪। মুসলীম লীগ প্রতিষ্ঠিত=১৯০৬ সালে।
৩৫। চর্যাপদ আবিষ্কৃত=১৯০৭ সালে।
৩৬। শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কৃত=১৯০৯ সালে।
৩৭ । গীতাঞ্জলি প্রকাশ >> ১৯১০।
৩৮। বঙ্গভঙ্গ রদ=১৯১১ সালে।
৩৯। টাইটানিকের ডোবা > ১৯১২ ।
৪০। গীতাঞ্জলির জন্য রবীর

04/01/2024

কনফিউজিং প্রশ্ন:

১. ভাষা ও সাহিত্য - ড. মুহম্মদ শহীদুল্লাহ।

২. বঙ্গভাষা ও সাহিত্য - ড. দীনেশচন্দ্র সেন।

৩.বঙ্গ সাহিত্য পরিচয়- ড. দীনেশচন্দ্র সেন।

৪. বাংলা সাহিত্যের কথা- ড. মুহম্মদ শহীদুল্লাহ।

৫. বাঙ্গালা সাহিত্যের কথা - ড. সুকুমার সেন।

৬. বাংলা সাহিত্যের রূপরেখা - গোপাল হালদার।

৭. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস- ড. সুকুমার সেন।

৮. বাংলা সাহিত্যের ইতিকথা- ভূদেব চৌধুরী।

৯. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত - ড. অসিতকুমার
বন্দ্যোপাধ্যায়।

১০. বাংলা ভাষার ইতিবৃত্ত - ড. মুহম্মদ শহীদুল্লাহ।

১১. বাংলা সাহিত্যের পুরাবৃত্ত - ওয়াকিল আহমেদ।

02/01/2024

সাম্প্রতিক তথ্য জেনে রাখা ভালো....
পদ্মা সেতু:- জেনে রাখা ভাল
১. প্রশ্ন : পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?
উত্তর : পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
২. প্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর : ৬.১৫ কিলোমিটার।
৩. প্রশ্ন : পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তর : ৭২ ফুটের চার লেনের সড়ক।
৪. প্রশ্ন : পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোথায়?
উত্তর : নিচ তলায়।
৫. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?
উত্তর : ৩.১৮ কিলোমিটর।
৬. প্রশ্ন : পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?
উত্তর : দুই প্রান্তে ১৪ কিলোমিটার।
৭. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে কত কিলোমিটার?
উত্তর : দুই পাড়ে ১২ কিলোমিটর।
৮. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত?
উত্তর : মূল সেতুতে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
৯. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় কত?
উত্তর : ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।
১০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?
উত্তর : প্রায় ৪ হাজার।
১১. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?
উত্তর : ৮১টি।
১২. প্রশ্ন : পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?
উত্তর : ৬০ ফুট।
১৩. প্রশ্ন : পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?
উত্তর : ৩৮৩ ফুট।
১৪. প্রশ্ন : প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?
উত্তর : ৬টি।
১৫. প্রশ্ন : পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?
উত্তর : ২৬৪টি।
১৬. প্রশ্ন : পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে কবে?
উওর: ২০২২ সালের ১৬ ডিসেম্বর।
১৭. প্রশ্ন : পদ্মা সেতুতে কী কী থাকবে?
উত্তর : গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।
১৮. প্রশ্ন : পদ্মা সেতুর ধরন কেমন?
উত্তর : দ্বিতলবিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হবে।
১৯. প্রশ্ন : পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?
উত্তর : ৪২টি।
২০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?
উত্তর : চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।

02/01/2024

বর্তমানে জিআই পণ্য ২১ টি ।

নতুন ৪টি জিআই পণ্যের স্বীকৃতি পেল :
১.কুমিল্লার রসমালাই
২.টাঙ্গাইলের চমচম
৩.কুষ্টিয়ার তিলের খাজা
৪. বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল।

ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ৬ সদস্যের একটি গবেষকদল ব্যাকটেরিয়ার একটি নতুন প্রজাতি আবিষ্কার করেছেন। তারা বিশ্বকবি র...
24/12/2023

ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ৬ সদস্যের একটি গবেষকদল ব্যাকটেরিয়ার একটি নতুন প্রজাতি আবিষ্কার করেছেন। তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে এর নাম দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। নতুন প্রজাতির এই ব্যাকটেরিয়া উদ্ভিদের বৃদ্ধিকে পুষ্ট করে।
ঝরিয়া কয়লা খনির মাটি থেকে এই ব্যাকটেরিয়াটিকে আবিষ্কার করা হয়।পটাশিয়াম, নাইট্রোজেন এবং ফসফরাস দ্রবীভূত করতে পারে এই নতুন প্রজাতিটি।

সম্প্রতি ইন্ডিয়ান জার্নাল অফ মাইক্রোবায়োলজিতে এই খবর প্রকাশিত হয়েছে।

তথ্যসূত্র - বাংলাদেশ জার্নাল।

11/12/2023

আজকে অনুষ্ঠিত #প্রাথমিক_সহকারী_শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা বাংলা প্রশ্নের সমাধান।

৪। চর্যাপদ কোন ছন্দে লেখা?
ক. স্বরবৃত্ত খ. নিম্নবৃত্ত
গ. অক্ষরবৃত্ত ঘ. মাত্রাবৃত্ত উ. ঘ
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের ১১৪ পৃষ্ঠা এবং জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্টসাজেশন ও মডেল টেস্ট বইয়ের-৫৩ পৃষ্ঠা
৮। কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়?
ক. কারক খ. সন্ধি
গ. প্রকৃতি ঘ. সমাস উ. ক
সূত্রঃ জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্টসাজেশন ও মডেল টেস্ট বইয়ের-২৭ পৃষ্ঠা
১৪। চাঁদ মুখ এর ব্যাসবাক্য নিচের কোনটি?
ক. চাঁদের মত দেখতে মুখ খ. চাঁদ রূপ মুখ গ. চাঁদ মুখের ন্যায় ঘ. চাঁদ মুখ যার উ.
১৭। ‘কাক নিন্দ্রা’ শব্দটি অর্থ -
ক. অনিষ্ট চিন্তা খ. কপট নিদ্রা গ. অগভীর সতর্ক নিদ্রা ঘ. কাকের নিদ্রার ন্যায় উ.গ
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের ৯২ পৃষ্ঠা এবং জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্টসাজেশন ও মডেল টেস্ট বইয়ের-৪২ পৃষ্ঠা
২০। ‘বেসাতি’ শব্দের প্রকৃত অর্থ কোনটি?
ক. আশ্রয় খ. নির্লজ্জতা গ. কেনাবেচা ঘ. বস্ত্র উ. গ
সূত্রঃ জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্টসাজেশন ও মডেল টেস্ট বইয়ের-৫২ পৃষ্ঠা
২১। বাগাড়ম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ -
ক. বাক্‌ + আড়ম্বর খ. বাগ + অম্বর গ. বাক + অম্বর ঘ. বাগ্‌ + আড়ম্বর উ. ক
সূত্রঃ জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্টসাজেশন ও মডেল টেস্ট বইয়ের-০৬ পৃষ্ঠা
২৩। ‘নন্দিনী ’ এর নিচের প্রতিশব্দ কোনটি?
ক. সুন্দরী খ. ননদিনী গ. তনয়া ঘ. মিনাক্ষী উ. গ
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের ৮১ পৃষ্ঠা এবং জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্টসাজেশন ও মডেল টেস্ট বইয়ের-৩৭ পৃষ্ঠা
২৪। কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা-
ক. তাসের দেশ খ. বসন্ত গ. কালের যাত্রা ঘ. ক্ষণিকা উ. খ
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের ১২৯ পৃষ্ঠা
২৭। ‘দিনের আলো ও সন্ধ্যার মিলন’ এক কথায় বলে-
ক. সন্ধ্যাকাল খ. আলোছায়া
গ. সায়াহ্ন ঘ. গোধূলী উ. ঘ
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের ৮৫ পৃষ্ঠা এবং জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্টসাজেশন ও মডেল টেস্ট বইয়ের-৪০ পৃষ্ঠা
২৮। ‘অর্বাচীন’ শব্দের বিপরীত শব্দটি-
ক. বোকা খ. প্রাচীন
গ. নবীন ঘ

16/11/2023

রবীন্দ্রনাথ ঠাকুর...

[৩৭, ৩৬, ৩৬, ৩৬, ৩৫, ৩৫, ৩৪, ৩৩, ৩১, ৩০, ২৮, ২৭, ২৬, ২৬, ২৫, ২৫, ২৪, ২৪, ২২, ২২, ২২, ২১, ২০, ১৯, ১৮, ১৬, ১৫, ১৩, ১০, ১০ তম বিসিএস]
১। রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতামাতার কততম সন্তান?
উঃ তিনি তাঁর মা বাবার চতুর্দশ সন্তান।
২। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা প্রকাশিত হয়? উঃ তের বছর বয়সে।
৩। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি?
উঃ কবি কাহিনী।
৪। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটকের নাম কি?
উঃ বাল্মীকি প্রতিভা।
৫। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থেউপন্যাসের নাম কি?
উঃ বৌ ঠাকুরাণীর হাট।
৬। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কি?
উঃ ভিখারিনী।
৭। বাংলা ছোট গল্পের জনক বলা হয় কাকে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে।
৮। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি?
উঃ ভানুসিংহ ঠাকুর।
৯। গীতাঞ্জলি কাব্য কত সালে প্রকাশিত হয়?
উঃ ১৯১০ সালে।
১০। গীতাঞ্জলি বা Song Offerings এর ভূমিকা লেখেন কে?
উঃ ইংরেজ কবি ডব্লিউ বি ইয়েটস।
১১। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলো কি কি?
উঃ ভানুসিংহ, গীতাঞ্জলি, , প্রভাত সংগীত, সন্ধ্যা সংগীত , বিচিত্রা, পূরবী,, পত্রপুট, শ্যামলী, মহুয়া, সোনার তরী , খেয়া, হিন্দুমেলার উপহার , ক্ষণিকা, নবজাতক, নৈবেদ্য, জন্মদিন, রোগশয্যা, আরোগ্য , কণিকা, চৈতালি, চিত্রা, মানসী, বনফুল, মায়ার খেলা , ছবি ও গান , বলাকা, সানাই , গীতালি, কল্পনা, কড়ি ও কোমল ও শেষ লেখা।
ছন্দে ছন্দে কাব্যগ্রন্থগুলো মনে রাখা যায়ঃ
ভানুসিংহ গীতাঞ্জলির প্রভাত সংগীত, সন্ধ্যা সংগীত ও বিচিত্রা গাইতে গাইতে পূরবী, পত্রপুট, শ্যামলী ও মহুয়াকে সাথে নিয়ে সোনার তরী খেয়ায় করে হিন্দুমেলার উপহার কিনতে গেল। এদিকে সেদিন ছিলো ভানুসিংহের স্ত্রী ক্ষণিকার নবজাতক নৈবেদ্যর জন্মদিন। ক্ষণিকা রোগশয্যা থেকে আরোগ্য লাভ করার পর তার বোন কণিকা, চৈতালি, চিত্রা ও মানসীদের নিয়ে বনফুলের মিষ্টি খেলো। বাসায় ফেরার আগে তারা বলাকা সিনেমা হলে মায়ার খেলা ছবি ও গান দেখল। ভানু সিংহ তার নবজাতক পুত্রের কথা শুনে সানাই ও গীতালি বাজাতে বাজাতে কল্পনার রাজ্যে হারিয়ে যায় এবং কড়ি ও কোমল নিয়ে বাসায় ফিরে এসে তার বিখ্যাত শেষ লেখাটি পুত্রকে উৎসর্গ করেন।
১২। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো কি কি?
উঃ শেষের কবিতা, যোগাযোগ, চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে ও চার অধ্যায়।
১৩। রবীন্দ্রনাথের ’শেষের কবিতা’

21/10/2023

★ সংবিধানের সংখ্যাসমূহ:
✿➢১. মোট ভাগ - ১১টি
✿➢২.মোট অনুচ্ছেদ -১৫৩ টি
✿➢৩.মোট তফসিল -৭ টি
✿➢৪.মূলনীতি - ৪ টি
✿➢৫.সংবিধান রচনা কমিটির সদস্য -৩৪ জন
✿➢৬.সংরক্ষিত মহিলা আসন -৫০ টি
✿➢৭.সংবিধান সংশোধন -২/৩ অংশ ভোট
✿➢৮.রাষ্ট্রপতির অভিশংসন -২/৩ অংশ ভোট
✿➢৯.এক ব্যক্তি রাষ্ট্রপতি নিয়োগ হবেন -২ বার।
✿➢১০.রাষ্ট্রপতির বয়স -৩৫ বছর
✿➢১১.প্রধানমন্ত্রীর বয়স -২৫ বছর
✿➢১২.সংসদ সদস্যের বয়স - ২৫ বছর
✿➢১৩.শিশুশ্রম নিষিদ্ধ - ১৪ বছরের নিচে
✿➢১৪.প্রধান বিচারপতির অবসরসীমা -৬৭ বছর
✿➢১৫.পিএসসি চেয়ারম্যানের অবসরসীমা -৬৫
✿➢১৬.মহাহিসাব নিরীক্ষকের অবসর সীমা -৬৫ বছর
✿➢১৭.সংসদ অধিবেশন বিরতি - ৬০ দিন
✿➢১৮.সংসদ নির্বাচন -৯০ দিন
✿➢১৯.সাধারণ নির্বাচনের পর সংসদ অধিবেশন আহ্বান -৩০ দিন
✿➢২০.অধ্যাদেশ কার্যকর - ৩০ দিন

৩ মাসের হট কালেকশন। পড়লেই কমন।
15/10/2023

৩ মাসের হট কালেকশন। পড়লেই কমন।

Address

Cumilla

Telephone

+8801789348107

Website

Alerts

Be the first to know and let us send you an email when BCS preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Digital creator in Cumilla

Show All

You may also like