World History

World History We Published a world Unknown History.

সদ্য শেষ হওয়া উইন্টার ট্রান্সফার উইন্ডোর কিছু উল্লেখযোগ্য ট্রান্সফার লিস্ট:✅ Enzo Fernández (বেনফিকা ➡️ চেলসি)✅ Mykhaylo...
01/02/2023

সদ্য শেষ হওয়া উইন্টার ট্রান্সফার উইন্ডোর কিছু উল্লেখযোগ্য ট্রান্সফার লিস্ট:

✅ Enzo Fernández (বেনফিকা ➡️ চেলসি)
✅ Mykhaylo Mudryk (শাখতার ➡️ চেলসি)
✅ João Cancelo (ম্যান সিটি ➡️ বায়ার্ন মিউনিখ)
✅ Cody Gakpo (পিএসভি ➡️ লিভারপুল)
✅ João Félix (অ্যাটলেটিকো ➡️ চেলসি)
✅ Jorginho (চেলসি ➡️ আর্সেনাল)
✅ Leandro Trossard (ব্রাইটন ➡️ আর্সেনাল)
✅ Pedro Porro (স্পোর্টিং সিপি ➡️ টটেনহ্যাম)
✅ Marcel Sabitzer (বায়ার্ন ➡️ ম্যান ইউনাইটেড)
✅ Memphis Depay (বার্সেলোনা ➡️ অ্যাটলেটিকো)
✅ Anthony Gordon (এভারটন ➡️ নিউক্যাসল)
✅ Noni Madueke (পিএসভি ➡️ চেলসি)
✅ Gonçalo Guedes (উলভস ➡️ বেনফিকা)
✅ Weston McKennie (জুভেন্টাস ➡️ লিডস)
✅ Wout Weghorst (বেসিক্তাস ➡️ ম্যানইউনাইটেড)
✅ Keylor Navas ( পিএসজি ➡️ নটিংহ্যাম ফরেস্ট)
✅ Danilo (পালমেইরাস ➡️ নটিংহ্যাম ফরেস্ট)
✅ Andrey Santos (ভাস্কো দা গামা ➡️ চেলসি)
✅ João Gomes (ফ্লামেঙ্গো ➡️ উলভস)
✅ Danny Ings (এস্টন ভিলা ➡️ ওয়েস্টহ্যাম)

🚫যে ডিলগুলা হইয়াও হয় নাই-

❌ইস্কো➡️ইউনিয়ন বার্লিন ডিল বাতিল হইছে ফিনালসিয়াল জটিলতার জন্য।
❌হাকিম জিয়েখ ➡️ পিএসজি ডিল আটকে গেছে চেলসি সময়মতো ডকুমেন্ট না পাঠানোর জন্য।।

ক্লাব ও ন্যাশনালে মেসি যাদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিলো, মোটামুটি তাদের সবার সাথেই মেসির কম্পিটিটিভ ম্যাচ...
31/01/2023

ক্লাব ও ন্যাশনালে মেসি যাদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিলো, মোটামুটি তাদের সবার সাথেই মেসির কম্পিটিটিভ ম্যাচেই ডাইরেক্ট রিভেঞ্জের রেকর্ড না থাকলেও জয়ের রেকর্ড আছে। এই রিভেঞ্জ নেওয়া অর জিতা মোস্ট অফ দ্যা ম্যাচে গোল-এসিস্ট আছে।

মেসি ক্লাবে ইউসিএল থেকে বাদ পড়সে চেলসি, লিভারপুল, ইউনাইটেড, ইন্টার, এটিএম, জুভেন্টাস, রোমা, বায়ার্ন, পিএসজি, রিয়ালের কাছে হেরে। এদেরমধ্যে মেসির ডাইরেক্ট গোল/এসিস্ট আছে এরকম ম্যাচে ইউসিএল থেকে বিদায় হইসে এরকম লিস্টে আছে ইউনাইটেড, চেলসি, রিয়াল, পিএসজি, বায়ার্ন। ইন্টার, রোমার সাথে মেসির গ্রুপ রাউন্ডে জয় - ইন্টারের সাথে কোনো গোল নাই জাস্ট। এটিএমকে ইউসিএলে আর না পেলেও লীগে অনেকবার গোল-এসিস্ট করে হারানো হয়েছে। রিয়ালের সাথে এনকাউন্টার অনেকবার, লাস্ট টাইম হারলেও ইউসিএলে প্রথম দেখায় জয় মেসিরই ছিলো।

সুপার কোপা ধরলে বিলবাওর সাথেও রিভেঞ্জ আছে ডাইরেক্ট।

,

ন্যাশনালে মেসির বিদায় হয় জার্মানি, ব্রাজিল, উরুগুয়ে, চিলি, ফ্রান্সের কাছে হেরে। বিদায় নাহলেও হারার লিস্টে কলম্বিয়া, ক্রোয়েশিয়াও ছিলো।

২০১১ তে কোপাতে উরুগুয়ের কাছে হারার পর ২০১৫ আর ২০২১ এ উরুগুয়েকে হারানো হয়। চিলির কাছে দুইবার ফাইনাল হার, কোপাতে এদেরকে আর হারাতে না পারলেও কোয়ালিফায়ারে ঠিকিই হারানো হয়েছে মেসির। ব্রাজিলের সাথে দুইবার হার কোপাতে, এইটার রিভেঞ্জ ২০২১ কোপা ফাইনালে। কলম্বিয়ার সাথেও রিভেঞ্জটা এই ২০২১ এই, যদিওবা এদের সাথে আরোও কয়েকবার জয় আছে।

২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়া আর ফ্রান্সের কাছে হার। ২০২২ এ এসে দুইদলের সাথেই জয়, দুইটাতেই গোল-এসিস্ট আছে।

,
,

মেসি নেক্সট সিজনে কই খেলবে এখনো কনফার্ম না। খেললেও সামনের ১-২ সিজনে লিভারপুলের সাথে দেখা হবে কিনা কনফিউজড। কেননা লিভারপুল এইবারেই ইউসিএল কোয়ালিফাই নিয়ে প্যারায় আছে।

মেসির ক্যারিয়ার এখন অলমোস্ট শেষদিকে। ২০২৪ কোপা আমেরিকা খেলবে, বাট ২০২৬ বিশ্বকাপ অনেক দূরের পথ। জার্মানির সাথে আর কোনো কম্পিটিটিভ ম্যাচে দেখা হবে কিনা সন্দেহ।

লিভারপুল আর জার্মানি - এই দুইটা অপোনেন্টই হয়তোবা ক্লাব আর ন্যাশনালের প্রতিযোগিতামূলক ম্যাচে মেসির ক্যারিয়ারের না জিতা দুইটা বড় অপোনেন্ট হয়ে থাকবে।
©

বিশ্বকাপ ফুটবলের নতুন বল (রিহলা) পাবলিশ করেছে 'ADIDAS' সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ খেলা হবে এই বল দিয়ে।
12/12/2022

বিশ্বকাপ ফুটবলের নতুন বল (রিহলা) পাবলিশ করেছে 'ADIDAS' সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ খেলা হবে এই বল দিয়ে।

10/12/2022

আর্জেন্টাইন বাজপাখি মার্টিনেজ এর হাতেই অবিশ্বাস্য জয় আর্জেন্টিনার।

09/12/2022

Never Give Up |Big Congretulation to Croatia| Sad Luck for Brazil||

05/12/2022

knowing World History 🔥

Address

Cumilla
3515

Website

Alerts

Be the first to know and let us send you an email when World History posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category