Sumo Apu-সুমু আপু ツ

Sumo Apu-সুমু আপু ツ Alhamdulillah for Everything��

02/01/2024

অনেকেই বলে যে থাকার সে এমনিতেই থাকবে আর যে না থাকার সে এমনি ছেড়ে যাবে, কিন্তু কথাটা একদমই সঠিক না কারণ কাউকে ভালোবাসা, যত্ন, সময়, আর গুরুত্ব না দিলে সে কখনোই থাকবেনা সে মানুষ হোক কিংবা কোনো পশ্য প্রাণী ❤️😌

28/12/2023

- প্রেম একটা শরমের ব্যাপার 🙂

18/12/2023

- প্রতিদিন গরম পানি করতে ঝামেলা লাগে!
-তাই বেশি করে গরম পানি করে ফ্রিজে রাইখা দিছি! 🙂

দুনিয়াতে একটু চালাক না হলে চলা মুশকিল!

16/12/2023

"যারে ভাল্লাগে তারে চোখের আড়াল কইরো না,ধইরা রাখো। নিজের সবটা দিয়া আগলে রাখো। যত্ন নাও, বুকে চাইপা রাখো। সামান্য ঝড়ে ছাইড়ো না। হাত ফসকে গেলে মানুষখান আর হাতে আসে না।
একখান মানুষ হারাইল্যে আর মানুষ পাইবা না।🖤🥺

08/12/2023

একটা জিনিস খুব খেয়াল করে দেখবেন আপনার পছন্দের কিছু আপনার বেশিদিন থাকবে না, হয়তো হারিয়ে যাবে নয়তো পরিবর্তন হয়ে যাবে। 💔🌸

08/12/2023

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট ঘৃণিত মানুষ হচ্ছে অতিরিক্ত ঝগড়াটে ব্যাক্তি। (সহীহ বুখারী, হাদীস নং :৪৫২৩)

08/12/2023

তুমি ভাবছো তোমার আশেপাশের সবাই তোমায় খুব ভালোবাসে? আরে নাহ বসসস!!
"তারা ভালোবাসে, যেভাবে তুমি তাদের হাসিখুশি রাখো, তাদের কাজ করে দাও, তাদের প্রতি effort দাও, যেদিন তুমি তাদের আশা মতো কাজ করবে না, তাদের হাসিখুশি রাখবে না, এই effort দেওয়া বন্ধ করে দেবে, বুঝে যাবে আসল রূপটা, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি!!❤️

07/12/2023

• আমি নিজের হাতে যে...
• জিনিস গুলো নষ্ট করছি তার মধ্যে
• আমার জীবন একটা!!🥲

07/12/2023

আমরা মানুষকে বাহির থেকে দেখে যতটা সুখী ভাবী,
তারা আসলে ভিতর থেকে ততটাও সুখী নয়,
সবার'ই কিছু অপূর্ণতা থেকেই যায়

05/12/2023

আ'বেগের বশে হয়তো কথা অনেকেই দেয়,
কিন্তু শেষ পর্যন্ত সেই কথা সবাই রাখতে পারে না।

05/12/2023
05/12/2023

দুনিয়াতে যার হাসবেন্ড খারাপ তার আর বেচে থাকার ইচ্ছা থাকেনা
সে জীবিত থেকেও মরা।

04/12/2023

একটা মানুষ চেয়েছিলাম,
যে মানুষটা আমাকে ছাড়া কিছুই বুঝবে না!
আমার মন খারাপের মুহূর্তে -
পুরো পৃথিবীকে এক পাশে রেখে আমার-
মন ভালো করা নিয়ে ব্যস্ত থাকবে।
অথচ সে মানুষটাই আজ আমার-
মন খারাপের কারণ।

04/12/2023

- একটা মেয়ে সব দিক থেকে পারফেক্ট না, তারা রা'গ করবে, অ'ভিমান করবে, ঝ'গড়া করবে, তুমি ভালোবেসে সামলে নিতে হবে। তুমি যদি তার দো'ষ ধরো, কথায় কথায় গুনাবলি খুজো সরি ব্রো মে'য়েদের মন বুঝার যোগ্যতা তোমার নাই, কেননা মে'য়েরা লাইব্রেরিতে প্র'কাশিত গাইড নয় যে একের ভিতর সব পাবে।❤️

03/12/2023

আমার নানু বলতো
বদদোয়া কখনো মুখ দিয়ে দেয়া লাগে না।
মন যখন কষ্ট পায়,বদদোয়া শরীরের প্রতিটা লোম কূপ দিয়ে বের হয়,
আর সেটাতে মানুষ ধ্বং'স হয়ে যায়।🙂

02/12/2023

গোপন কথা তোমার গোলাম। ফাঁস করে দিলে তুমি তার গোলাম।

-আরবি প্রবাদ

01/12/2023

লোকে কি বলবে ভেবে নিজের সহধর্মিণীকে তুচ্ছ করো নাহ!

বি.দ্র. ৫ জন লোকের সামনে যদি সহধর্মিণীকে যত্ন করতে নাই পারো তবে তুমি আর যাই হও সহধর হতে পারোনি 💫

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Sumo Apu-সুমু আপু ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sumo Apu-সুমু আপু ツ:

Videos

Share