Entertainment overloaded

Entertainment overloaded funny and entertainment videos

26/11/2023
25/11/2023

নিয়মিত নামাজ মানুষের রিজিক বৃদ্ধি করে।
আলহামদুলিল্লাহ

24/11/2023

বৃদ্ধাশ্রমে জান্নাত রেখে রোজা,দান,যাকাত,দিয়ে জান্নাতে যাওয়ার সপ্ন দেখো না!🫶

24/11/2023

- বন্ধু খারাপ হোক বা ভালো।
❤️

- বন্ধু ধনী হোক বা গরীব বন্ধু তো বন্ধুই হয়।🙂🥀

04/10/2023

বৃহস্পতিবার দিবাগত রাতের আমলটি যারা বুঝেননি তারা দয়াকরে দেখুন আশাকরি বুঝতে পারবেন।

১১ বার ইস্তেগফার ১১ বার দুরুদ শরীফ ১১ বার আয়াতুল কুরসি ও পুনরায় ১১ বার দুরুদ শরীফ পাঠ করে, ১০০০ হাজার বার ইয়া-সামীউ আল্লাহর এই পবিত্র গুণবাচক নামটি পাঠ করবেন। এর ফজরের আজান দেওয়ার সাথে সাথেই ফজরের দু রাকাআত সুন্নত আদায় করে ১১ বার দুরুদ শরীফ ১১ বার আয়াতুল কুরসি ও পুনরায় ১১ বার দুরুদ শরীফ পাঠ করে ফজরের দু রাকাআত ফরজ নামাজ আদায় করে মুনাজাত দিয়ে মনের দুঃখ গুলো আল্লাহ কে বলুন। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে এভাবে টানা ১১ দিন করবেন। যেকোনো হাজত এর জন্য আমলটি করতে পারবেন।

শর্ত হলো এই ১১ দিন তাহাজ্জুদ নামাজ বাধ্যতামুলক আদায় করা অপরিহার্য অবশ্যই দু চার রাকাআত তাহাজ্জুদ নামাজ আদায় করতে হবে। তাহলে অতি দ্রুত ফল পাবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন।

খুবই পরিক্ষিত একটি আমল আলহামদুলিল্লাহ এই পর্যন্ত অনেকেই আমলটি করে ১১ দিনের আগেই ফল পাইছেন আশাকরি আপনি ও পাবেন ইনশাআল্লাহ।

আমলটির কোন অংশ না বুঝলে মেসেজ দিন এই পেইজে

👇👇👇👇👇👇

09/09/2023

আমার রব চেয়েছেন বলেই আমি অনেক কিছু হারিয়েছি, পাওয়ার সময় হলে তিনিই দিবেন! ❤️

02/09/2023

ক্যাপশনে লিখে দিন:
দোয়াটি হলো— اَللّٰهُمَّ غَارَتِ النُّجُوْمُ، وَهَدَأَتِ الْعُيُوْنُ، وَأَنْتَ حَيٌّ قَيُّوْمٌ، لاَ تَأْخُذُكَ سِنَةٌ وَّلاَ نَوْمٌ يَا حَيُّ يَا قَيُّوْمُ أَهْدِئْ لَيْلِيْ، وَأَنِمْ عَيْنِيْ ‘আল্লা-হুম্মা গা-রাতিন নুজুম, ওয়া হাদাআতিল উ’য়ুন, ওয়া আনতা ‘হাইয়ুন ক্বাইয়ুম, লা তাঅ্খুযুকা সিনাতুউ ওয়ালা নাওম, ইয়া ‘হাইয়ু ইয়া ক্বাইয়ুম, আহদিঅ্ লাইলী ওয়া আনিম ‘আইনি।’ অর্থ: ‘হে আল্লাহ! তারকারাজি নিভে গেছে; (মানুষের) চোখগুলো (ঘুমে) শান্ত হয়ে গেছে; আর আপনি তো চিরঞ্জীব-চিরস্থায়ী—তন্দ্রা ও নিদ্রা যাকে স্পর্শ করতে পারে না। হে চিরঞ্জীব! হে চিরস্থায়ী! আমার রাতকে শান্তিময় করুন এবং আমার চোখে ঘুম দিন।’

জায়েদ ইবনু সাবিত (রা.) বলেছেন, তিনি আল্লাহর রাসুল (স.)-এর কাছে তাঁর দীর্ঘদিনের অনিদ্রা রোগের ব্যাপারে অভিযোগ করলে নবীজি (স.) তাঁকে উপরোক্ত দোয়াটি পড়তে বলেন। জায়েদ (রা.) বলেন, আমি এটি বললাম এবং মহামহিম আল্লাহ আমার সমস্যা দূর করে দিলেন। (বুসিরি, ইতহাফুল খিয়ারাহ: ৬/৪৬২; হাদিসটি দুর্বল, তবে আমলযোগ্য)

শুভ সকাল আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর, সুবহানাল্লাহী ওয়াবিহামদীহি আস্তাগফিরুল্লাহী ওয়াতুবুইলাইহী।
01/09/2023

শুভ সকাল
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর, সুবহানাল্লাহী ওয়াবিহামদীহি আস্তাগফিরুল্লাহী ওয়াতুবুইলাইহী।

  Everyone please support me
27/08/2023


Everyone please support me

03/08/2023

৪০ দিনে জীবন পরিবর্তনের ২০টি চ্যালেঞ্জ-

১. ঘুমানোর আগে তাহাজ্জুদ পড়ার নিয়ত করা।
২. ঘুম থেকে উঠার পর দোয়া পড়া, মেসওয়াক করা।
৩. ওযুর করার পড়ে কালেমায়ে শাহাদাত পাঠ করা।
৪. রাতে তাহাজ্জুদ নামাজ পড়া।
৫. গোসল ফরজ হলে ফযরের আগে গোসল করা।
৬. আযান শোনা ও আযানের উত্তর দেওয়া।
৭.ফযরের সুন্নত ও ফরজ আদায় করা।
৮. সূর্যোদ্বয়ের আগে কোরআন তিলাওয়াত করা।
৯. সূর্যোদ্বয়ের পরে ইশরাকের নামাজ আদায় করা।
১০. প্রতিদিন ১২ রাকাত সুন্নাত নামাজ আদায় করা।
১১. সালাতুল দোহা আদায় করা।
১২. সময়মতো ফযর, যোহর, আছর,
মাগরিব ও এশার নামাজ আদায় করা।
১৩. প্রতি ফরয নামাজের পর আয়াতুল কুরসি, ৩ কুল পাঠ করা।
১৪.প্রতি সোম ও বৃহস্পতিবার সুন্নত রোজা রাখা।
১৫. প্রতিমাসে আইয়ামে বীজের রোজা রাখা।
১৬. প্রতি শুক্রবার সূরা কাহাফ তিলাওয়াত করা।
১৭. প্রতিদিন সূরা ওয়াকিয়াহ ও সূরা ইয়াসিন তিলাওয়াত করা।
১৮. প্রতিরাতে ঘুমানোর আগে সূরা মূলক ও
সূরা বাক্কারার শেষ ২ আয়াত তিলাওয়াত করা।
১৯.প্রতিরাতে ঘুমানোর আগে আল্লাহর কাছে
ক্ষমা চাওয়া। আর সবাইকে ক্ষমা করে দেওয়া।
২০. দিনে অন্তত ৭০ বার ইস্তেগফার করা।

আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন এবং সবাইকে
বেশি বেশি আমল করার তৌফিক দান করুন।
আ-মীন

03/08/2023

জীবন টাকে নিজের মত করে। অন্য কারো জন্য না। কে কি বলল কে কি করলো সেটা ম্যাটার করে না। তুমি কি করবে সেটাই most important 🫰। life is beautiful 💗

29/07/2023

সব সময় মনে রাখবেন একটি সুন্দর দিনের জন্য অনেকগুলি খারাপ দিনের সাথে লড়াই করতে হয়।

19/07/2023

দে লারা চিনি ছারা |

15/07/2023

True Friends Are like Diamonds 😍

Bright beautiful Valuable, And always in Style 😎

Take Love All Brothers🖤

Address

Cumilla

Telephone

+8801552123456

Website

Alerts

Be the first to know and let us send you an email when Entertainment overloaded posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Entertainment overloaded:

Videos

Share