![যশোরের বড় বাজারের বিক্রেতা আগড় আলীর সবজির মধ্যে সবচেয়ে কম দামেরটি গাজর, কেজি ৩৫ টাকা, সিম ৯০, টমেটো ৫০, আলু ৩৫, ফুলকপি ...](https://img3.medioq.com/926/735/795657009267350.jpg)
02/02/2024
যশোরের বড় বাজারের বিক্রেতা আগড় আলীর সবজির মধ্যে সবচেয়ে কম দামেরটি গাজর, কেজি ৩৫ টাকা, সিম ৯০, টমেটো ৫০, আলু ৩৫, ফুলকপি ৪০ টাকা কেজি। মাছের মধ্যে কোরাল ৫৮০ টাকা কেজি, কাচকি পোয়া ১৮০ অর্থাৎ ৭২০ টাকা কেজি,পটকা মাছের কেজি ২২০, যশোরেই দেখলাম এই পটকা মাছের চাহিদা আছে, চেউয়া মাছ ৪৫০, ব্রয়লার ২০০, ডিম পিস ১১.৫০ টাকা। সবকিছুর দামই বেশি। বাজারে দামের সাথে বাস্তব চাহিদা ও যোগানের সম্পর্ক নেই বলেই মনে হয়। বাংলাদেশের বাজার ব্যবস্থায় অর্থনীতির জনক Adam Smith সাহেবের অদৃশ্য হস্তের পরিবর্তে দেশীয় মধ্যস্বত্ত্ব ভোগীদের অশুভ অদৃশ্য হস্তের মাধ্যমে দাম নির্ধারিত হয় বিধায় সাধারণ মানুষের সঞ্চয়তো দূরের কথা; তাদের নিত্যকার সামগ্রী কেনার ক্ষমতা ধীরে ধীরে হারিয়ে ফেলছে, যার ফলে দীর্ঘ মেয়াদে এই চক্রই যদি বাজার নিয়ন্ত্রণ করতেই থাকে তাহলে গরিবের দুর্ভোগের সীমা থাকবে না।