13/12/2024
বর্তমানে কাজিন রিলেটেড গল্পের কমন বৈশিষ্ট্য গুলো কী জানেন?দাড়ান বলতেছি,,,,
১,,নায়ক ৬,৭,৮,৯,বছর পর বিদেশ থেকে আসে। নাইকা তাকে ঠিকমতো চিনেও না।
২,,নায়ককে প্রথমবার দেখেই নাইকা ক্রাশ খেয়ে যায়।
৩,,নাইকার লেখাপড়ার দায়িত্ব নায়কের উপরেই পরে।
৪,,নায়কের মায়ের কাছে নাইকা বেশি আদরের, আর নাইকার মায়ের কাছে নায়ক বেশি আদরের।
৫,,নাইকা যখন তার মায়ের গর্ভে ছিলো, তখন থেকেই নায়ক তাকে নিজের বউ দাবি করে বসে থাকে।
৬,,নায়ক নাইকাকে ছোট বেলা থেকেই কোন ছেলের সাথে মিশতে দিতোনা।
৭,,নাইকা নায়কের অবাধ্য হলেই ধুমধাম মাইর।
৮,,এরপর একদিন বেশি মাইর খেয়ে নাইকার জ্বর উঠে যাবে, বা অভিমান হবে তখন নায়ক তা সইতে না পেরে বিদেশ চলে যাবে।
৯,,নায়ক বিদেশে থাকাকালীন নাইকার বড় ভাই অথবা নায়কের বন্ধুরা নাইকার খেয়াল রাখবে।
১০,,অবশেষে নায়ক দেশে আসার পর নাইকা নায়ককে ভালোবেসে ফেলবে। নায়কের পাশে কাউকে তার সহ্য হবেনা। নায়কের সাথে কোন মেয়েকে দেখলেই কেঁদে বন্যা বানিয়ে দিবে।
১১, ,নায়ক যে নাইকাকে ভালোবাসে তা বোঝানোর জন্য মাঝে মাঝে নায়ক এমন কিছু কথা বলবে যা তখন নাইকার মাথার উপর দিয়ে যাবে। তখন নায়ক বলবে তোর এখনো আমার কথা বোঝার বয়স হয়নি।অথচ নাইকা তাকে ভালোবেসে বসে আছে।
১২,,এরপর নাইকা যখন জানতে পারবে নায়ক তাকে সেই ছোট বেলা থেকে ভালোবাসে। তার ভালোর জন্য অনেক কিছু করেছে।এমনকি তার জন্যই নায়ক বিদেশ চলে গিয়েছিলো তখন প্যাচ প্যাচ করে কান্না করবে, আর অবাক হয়ে বলবে একটা মানুষ কিভাবে এতো ভালোবাসতে পারে।
১৩,,নায়ক, নাইকার বাবা চাচারা যখন তাদের ভালোবাসার কথা জেনে যাবে। তখন তাদেরকে একটু জ্বালানোর জন্য বলবে,, কালকে নাইকাকে দেখতে আসবে বা নাইকার জন্য ভালো সম্মন্ধ এসেছে।
১৪,,নাইকাকে দেখতে আসার কথা শুনে নায়ক তান্ডব লাগিয়ে দিবে। এরপর সবাইকে বলে দিবে সে নাইকাকে ভালোবাসে। নাইকাতো ভয়েই শেষ হয়ে যাবে, পরে আবার সাহস করে বলে দিবে, সেও নায়ককে ভালোবাসে।
১৫,,এরপর সবাই তাদের মেনে নিবে, অবশেষে তাদের বিয়ে হবে, এবং সুখে শান্তিতে দিন কাটাতে লাগবে।
কিছু বাদ গেলে আপনারা বলে দিয়েন, আমি হাপিয়ে গেছি।😩😑
(বিঃদ্রঃ আমি যতগুলো কাজিন রিলেটেড গল্প পড়েছি তারমধ্যে বেশিরভাগই এমন 🤧
ToxToxiC PrOOToxiC PrOগল্পের
#গল্পো