popy's world

popy's world Everything is possible if Allah wants

12/12/2024

"সমাজ থেকে প্রায় হারিয়ে যাওয়া নবীজির(সা) কিছু সুন্নাত"(পর্ব--২)

১।ওসিয়ত লিখে যাওয়া

২।রাতে তাড়াতাড়ি ঘুমানো

এশার নামাজের পর বিলম্ব না করে দ্রুত ঘুমাতে যাওয়া।মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি, তোমাদের জন্য রাত্রিকে করেছি আবরণস্বরূপ আর দিনকে বানিয়েছি তোমাদের কাজের জন্য। ’ (সুরা : নাবা, আয়াত : ৯-১১)

৩।এশার নামাজ কিছুটা দেরি করে পড়া।

আবূ বারযা (রাযি.) বলেন, ’ইশার সালাত একটু বিলম্বে আদায় করাকে রাসূল (সা) পছন্দ করতেন'(সহিহ বুখারি)

৪।সম্মানিত ৪ মাসের সম্মান দেওয়া

সম্মানিত ৪ মাস গুলো হল- জ্বিলকদ, জ্বিলহজ্জ, মহররম এবং রজব। এই মাসগুলোতে রুটিন আমলগুলো আরো গুরুত্ব সহকারে করা এবং গুনাহের কাজ থেকে বিরত থাকার জন্য আলাদা চেষ্টা করা। নেক আমল বেশি বেশি করা।

৫।মুহররম মাসে নফল রোজা

রাসূলুল্লাহ(সা)বলেছেন,'রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে- আল্লাহর মাস ‘মুহররম’ এর রোজা।' (সহিহ মুসলিম)

আসুন ভাই ও বোনেরা নবীজির(সা) এই সকল সুন্নত গুলোকে আমরা সবাই সমাজে জাগ্রত করার চেষ্টা করি.....

02/12/2024

কে কে এই ভয়ংকর কাশির অপেক্ষায় ছিলেন 😆😄😃
#

09/11/2024

কার উসিলায় কখন কিভাবে দোয়া কবুল হয় তা বলা যায় না। সকলের কাছে দোয়া চাই । দোয়া করবেন যেন আমার মনের আশাটা পূরন হয়।
সবাই ৩ বার করে দোয়া ইউনুস পড়ে দিবেন প্লিজ। আমিও‌‌ সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবার মনের নেক আশা গুলো পূরণ করেন । আমিন �

বিসমিল্লাহির রহমানির রহিম
উচ্চারণ : লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্ জোয়ালিমীন.

27/10/2024

আল্লাহুর কাছে অসম্ভব কিছু চেয়েছি, আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নাই,, আল্লাহ তো সর্ব শক্তিমান, আল্লাহ তো সর্ব ক্ষমতার মালিক তাই আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন অসম্ভবকে সম্ভব করে সেই জিনিস টা দান করে আমায়, আল্লাহ যেন আমার দোয়া কবুল করে, আমিন 🤲

25/10/2024

🌻গোপনে মোনাজাতে যা কিছু চেয়েছিলেন..!সবকিছু আপনার হোক..! দোয়া কবুলের আনন্দে হৃদয় ভরে উঠুক..!!🖤🖤

"আমিন "🤲🤲"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক"
অর্থ: হে আল্লাহ, আপনি আমার ভাগ্যকে খুলে দিন।❤️🌻

23/10/2024
হে আল্লাহ্ আমাদের সকলকে আপনার প্রিয় রাসুল (সা:)এর মতোন চলার তৌফিক দান করুন,, আমিন🤲🤲
09/10/2024

হে আল্লাহ্ আমাদের সকলকে আপনার প্রিয় রাসুল (সা:)এর মতোন চলার তৌফিক দান করুন,, আমিন🤲🤲

08/10/2024

আমি আমার জামাই কে reels পাঠাই,
কি ভাবে বউকে সারপ্রাইজ দেয়।🫣
তারপর কাপল ব্লগ গুলো,
জামা কাপড় এমন আরো কত কি।
আমার জামাই ও আমাকে reels পাঠায়।🫢
কি ভাবে দিনাজপুরের জরিনা মুরগী খামার দিয়ে লাভবান হয়েছে।,☹️
থানকুনি পাতা দিয়ে কি কি ঔষুধ বানানো যায় এই সব।🫤

আমার গুলো আমার জামাই দেখে না।😒
আমি ও তার গুলো দেখি না।🫢
এভাবে কাটছে দিন।🥱

06/10/2024

চিংড়ি মাছের মালাই কারি❤️🥰🌸
#

30/09/2024

জীবনে যতই খারাপ সময় আসুক না কেন;
just smile and say: Alhamdulillah.. 🤍🌸

শুভ জন্মদিন প্রিয় নেত্রী 🎂আরও এক হাজার বছর বেচে থাকুন আমাদের মাঝে। আজ লক্ষ বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বাংলাদেশের কেবলমাত্র এ...
28/09/2024

শুভ জন্মদিন প্রিয় নেত্রী 🎂
আরও এক হাজার বছর বেচে থাকুন আমাদের মাঝে। আজ লক্ষ বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বাংলাদেশের কেবলমাত্র একমাত্র শতভাগ বিশুদ্ধ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। যিনি আন্তর্জাতিক ভাবে বিভিন্ন সম্মানিত পদে ভূষিত! নিম্নে তা কিছু অংশ তুলে ধরার চেষ্টা করলাম।
🗣মাদার্স অব হিউম্যানিটি
🗣মাদার্স অব বাঙ্গালী
🗣মাদারী অব কওমী
🗣মাদার্স অব রোহিঙ্গা
🗣মাদার্স অব উন্নয়ন
🗣পদ্মাসেতু নির্মাতা
🗣শেয়ার বাজারের নিরাপত্তা দাতা
🗣হলমার্কের নিরাপত্তা দান কারী
🗣ব্যাংকের অর্থের নিরাপত্তা দান কারী
🗣৫-ই মে হেফাজতকে নিরাপত্তা দান কারী
🗣ঘুম-খুনহীন বাংলাদেশ দান করা
🗣 দুর্নীতিহীন দেশ পরিচালনা কারী
🗣 ছাত্রলীগ কর্তৃক মেয়েদের ধর্ষণের নিরাপত্তা দানকারী।
🗣কয়লা,গ্যাস, চামড়া, ইলিশ, বিদ্যুৎ সহ এমন হাজারোও দেশীয় সম্পদের নিরাপত্তা দান কারী মাননীয় প্রধানমন্ত্রীর আজ জন্মদিন।
এমন মহান একজন রাষ্ট্রনায়ককে তার জন্মদিনে একরাশ লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। ভালোবাসা নিবেন সব সময় প্রিয় হে নেত্রী 😇❤☑

27/09/2024

হে আমার রব, আমি জানি না কিভাবে ডাকলে আপনি আমার ডাকে সাড়া দিবেন।

আমি জানি না কিভাবে চাইলে আমার চাওয়া পূরন করবেন। কিভাবে হাত উঠালে আমার হাত ভরে দিবেন, কিভাবে দোয়া করলে আমার দোয়া আপনি কবুল করবেন, কিন্তু আপনি তো আপনার গুনাহগার বান্দার মনের কথা জানেন।

ইয়া রব আপনি তো বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিবো, তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূরন করবো। আপনি তো বলেছেন খালি হাত ফিরে দিতে আপনি লজ্জাবোদ করেন।

ইয়া মালিক আমি অযোগ্য আমার যোগ্যতার বাইরে আপনি অনেক কিছুই দান করেছেন। আমি বিশ্বাস করি আপনি কখনও নিরাশ করবেন না।

ইয়া আল্লাহ আমি জানি আমি ছাড়া আপনার দুনিয়াতে বান্দার অভাব নাই, কিন্তু আপনি ছাড়া আমার আর দ্বিতীয় কোনো রব নাই, আমার আবদার করার মতো, ডাকার মতো, আমার চাওয়ার মতো আপনি ছাড়া আর কেউ নাই।
ইয়া রব আপনি আমার ধৈর্যর পরিক্ষা নিবেন না আমি অনেক দুর্বল, আমি তার উপযুক্ত নই, আমার জন্য পরিক্ষা সহজ করে দিন। আপনি আমার ডাকে সারা দিন, আমার চাওয়া গুলো পূরন করে দিন ইয়া মালিক। আমার খালি হাত আপনার রহমত দিয়ে পরিপূর্ণ করে দিন। আমিন ইয়া রব।

26/09/2024

ধৈর্যের পরিক্ষা ,,
দেখি কোন মুসলমান পুরোটা পড়ার সাহস রাখে।
১.📿সুবাহানআল্লাহ
২.📿আলহামদুলিল্লাহ
৩.📿লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
৪.📿আল্লাহু আকবর
৫.📿আল্লাহুমা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ
৬.📿আস্তাগফিরুল্লাহ
৭. 📿সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
৮. 📿লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
৯. 📿আল্লাহুমাগফিরলি
১০.📿আল্লাহুম্মা আজিরনি মিনান্নার
১১.📿ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আসতাগিস
১২. 📿ইয়া জাল জালালি ওয়াল ইকরাম
১৩.📿জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু
১৪. 📿আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া
১৫. 📿আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম
১৬.📿লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন
১৭.📿 ইয়া হালালাল মুশকিলাত
১৮.📿আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল
১৯.📿ইয়া আরহামার রাহিমীন
২০.📿ইয়্যা কানাহ'বুদু ওয়া ইয়্যা কানাসতাঈন
২১.📿 আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খ তিমাহ
২২.📿 আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাক
২৩.📿আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আ'উযু বিকা মিনান্নার
২৪.📿আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াস সাদাত আস সাবুর
২৫.📿লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু আহাদান ছমাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ
২৬.📿লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির
২৭.📿ওয়াল্লাজিনা ইয়াকুলুনা রাব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আই নিউ ওয়াজ আলনা লিল মুত্তাকীনা ইমামা
২৮.📿ইয়া ওয়াদুদু
২৯.📿 রাব্বি হাবলি মিনাস সলিহিন
৩০.📿ইন্নামা আশকু বাছহি অ হুজনি ইলাল্লাহ
৩১.📿ইন্নাল্লাহা মাআ সবেরীন
৩২.📿হাসবুনাল্লাহু ওয়ানি'মাল ওয়াকিল
৩৩. 📿ইয়া রাব্বিগ ফিরলি
৩৪. 📿সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
৩৫.📿আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম

পড়া শেষে সবাই আলহামদুলিল্লাহ

Address

Notun Bahar Chora
Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when popy's world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share