Nurul Hoque ICS

Nurul Hoque ICS আমার পরিচয়: আমি মুসলমান।
আমার নেতা: মোহাম্মাদ (স)
সংবিধান: আল-কোরআন।
সকল ধর্মের মানুষকে করি সম্মান।

অফিসে সারা দিন কম্পিউটারে কাজ করতে করতে ক্লান্ত হয়ে বাসায় এসে আবারও রিলাক্সে কম্পিউটারে ফেইসবুক চালানোকে এখন আমি বিশ্রম ...
12/03/2024

অফিসে সারা দিন কম্পিউটারে কাজ করতে করতে ক্লান্ত হয়ে বাসায় এসে আবারও রিলাক্সে কম্পিউটারে ফেইসবুক চালানোকে এখন আমি বিশ্রম মনে করি।
করার কিছু নাই পরিস্থীর স্বীকার।

আসসালামু আলাইকুম আমার টাইমলাইনে যুক্ত থাকা  সকল বন্ধুমহল  ,শুভাকাঙ্খী এবং পরিচিত মহলকে খুবই দুখের সঙ্গে জানাচ্ছি যে, গত ...
10/03/2024

আসসালামু আলাইকুম
আমার টাইমলাইনে যুক্ত থাকা সকল বন্ধুমহল ,শুভাকাঙ্খী এবং পরিচিত মহলকে খুবই দুখের সঙ্গে জানাচ্ছি যে,

গত ০৯/০৩/২০২৪ ইং টেকনাফ সফরে আমার ব্যবহৃত মোবাইলটি সাগরের পানিতে পডে নষ্ট হয়ে যাওয়ার কারণে অনলাইনে সাময়িক ভাবে যোগাযোগ বন্ধ এমনকি সকল নাম্বার গোগুলে মামার কাছে জমা থাকায় অফলাইনেও যোগাযোগ বিছিন্ন সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি ।
আল্লাহ সবকিছু সহজ করুক (আমিন)।

শিবির যদি ব্যর্থ হয় আগামীর বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে শিবির মানুষ গড়ার কারখানা। এই কারখানার আমিও একজন আল্লাহ ভিরু প্রোডাক...
16/07/2023

শিবির যদি ব্যর্থ হয় আগামীর বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে
শিবির মানুষ গড়ার কারখানা।
এই কারখানার আমিও একজন আল্লাহ ভিরু প্রোডাক্ট
আলহামদুলিল্লাহ।

জামায়াতে ইসলামী উপমহাদেশের প্রাচীনতম ইসলামী রাজনৈতিক দল। দলটি বেশ কিছু ইতিবাচক কাজ করেছে। এর মধ্যে রয়েছে—  ১। তারা প্র...
10/07/2023

জামায়াতে ইসলামী উপমহাদেশের প্রাচীনতম ইসলামী রাজনৈতিক দল। দলটি বেশ কিছু ইতিবাচক কাজ করেছে। এর মধ্যে রয়েছে—

১। তারা প্রমাণ করেছে যে ইসলাম একটি সম্পূর্ণ জীবন বিধান, এটি একটি বাস্তব ব্যবস্থা এবং এটি সর্বোত্তম জীবন ব্যবস্থা।

২। তারা নিজেদেরকে যুবক-যুবতীদের এবং শিক্ষিত লোকদেরকে ইসলাম সম্পর্কে এই সত্যগুলি বোঝার জন্য সক্ষম করেছে।

৩। তারা মূলত ইসলামী অর্থনীতি, শিক্ষা ইত্যাদির জন্য মানুষকে অনুপ্রাণিত করেছে।

৪। তারা সমাজে বিদ্যমান কুসংস্কার, যেমন- ব্যক্তি, পীর, কবর পূজার বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে সফল হয়েছে।

— ড. খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর (রহ.)

শক্তি এবং সাহস দুটাই আল্লাহ প্রদত্ত বড় নেয়ামত কাল কিয়ামতের ময়দানে এটার হিসাবও নিবেদন সেই দিন সকলের হিসাব সহজ হউক।
04/06/2023

শক্তি এবং সাহস দুটাই আল্লাহ প্রদত্ত বড় নেয়ামত
কাল কিয়ামতের ময়দানে এটার হিসাবও নিবেদন
সেই দিন সকলের হিসাব সহজ হউক।

ভালোবাসার মানুষ গুলো।
16/03/2023

ভালোবাসার মানুষ গুলো।

হাসির চেয়ে সুন্দর আর কিছুই নেই ,অথচ মানুষ গায়ের রঙ দিয়ে সৌন্দর্য বর্ণনা করে।❤
11/12/2022

হাসির চেয়ে সুন্দর আর
কিছুই নেই ,অথচ মানুষ গায়ের রঙ দিয়ে সৌন্দর্য বর্ণনা করে।❤

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Nurul Hoque ICS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nurul Hoque ICS:

Share

Nearby media companies


Other Digital creator in Cox's Bazar

Show All