The Cox's Bazar Today

The Cox's Bazar Today Expanded from Cox's Bazar The Cox's Bazar To Day_ We are always ready to present the truth Stay with us. Like to get our news first.

সিংড়ায়  আমন ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।সিংড়া (নাটোর)প্রতিনিধিঃনাটোরের সিংড়ায় কৃষি প্রধান অঞ্চলে চলনবিলের মাঠে...
07/11/2024

সিংড়ায় আমন ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

সিংড়া (নাটোর)প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় কৃষি প্রধান অঞ্চলে চলনবিলের মাঠে মাঠে শুরু হয়েছে আগাম জাতের বোনা ও রোপা আমন ধান কাটার ধুম। আমন ধান কাটার এ মৌসুমকে ঘিরেই শুরু হয় বাঙালির চিরায়িত নবান্ন উৎসব। এক বছর পর পর দুইবার বন্যার কারনে বোনা আমনের ফলন কিছুটা কম হলেও রোপা আমনের ফলন ভালো হয়েছে। ধানের বর্তমান বাজার ঠিক থাকলে লাভের মুখ দেখবেন বলে আশা করছেন কৃষক।

বন্যা কবলিত সিংড়া উপজেলায় সাধারনত নীচু এলাকায় বোনা আমন আর কম নীচু এলাকায় রোপা আমন ধান চাষ হয়ে থাকে। উপজেলা কৃষি বিভাগ জানায়, চলনবিল এলাকায় বোনা আমন ধানের চাষ মূলত কৃষকের জন্য লাভজনক ফসল। কেননা এ ফসলে শুধু মাত্র বীজ ছিটিয়ে আসলেই হয়,তেমন কোন পরিশ্রম করতেও হয় না,রাসায়নিক সার ও কীটনাশকের খরচ কম থাকায় কৃষকরা লাভবান হন।

সরেজমিনে উপজেলার সাতপুকুরিয়া, ইন্দ্রাসন, ডাহিয়া, বেড়াবাড়ি, চৌগ্রাম সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় কৃষকরা মনের আনন্দে সরসড়িয়া, দিঘা, সাদা দিঘা, কাজল দিঘাসহ বিভিন্ন জাতের বোনা আমন ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। বন্যা কবলিত এসব এলাকার বেশির ভাগই বোনা আমন ধানের চাষ হয়ে থাকে। এর মধ্যে কিছু এলাকায় বানের পানি নামতে দেরি হওয়ায় নৌকা করে ধান কাটতে হচ্ছে কৃষকদের। এদিকে বোনা আমনের পাশাপাশি রোপা আমন ধানও কাটা শুরু হয়েছে। ইতিমধ্যে রোপা ও বোনা আমন ধান কাটতে স্থানীয় শ্রমিকদের পাশাপাশি পাবনা, রংপুর, রাজশাহী সহ বিভিন্ন জেলা থেকে প্রতি বছরের মত এবছরও অনেক শ্রমিকের দল চলনবিলে এসে ধান কাটছেন।

উপজেলার ছোট খোলবাড়িয়া গ্রামের কৃষক আয়েন উদ্দিন বলেন, আমার ৪০ বিঘা জমিতে রোপা আমন ধান আছে। সবেমাত্র কাটা শুরু করেছি। ১০ বিঘা জমির ধান কেটে ঘরে তুলেছি। প্রতি বিঘায় গড়ে ফলন হয়েছে ৭ থেকে ৮ মণ। গতবছর ফলন পেয়েছিলাম ৮ থেকে ৯ মণ । গতবছরের চেয়ে প্রতি বিঘায় ফলন কমেছে ১ মণ। তিনি জানান পর পর দুইবার বন্যার কারনে এবছর বোনা আমনের ফলন কম হয়েছে। বোনা আমনের পাশাপাশি রোপা আমন ধান কাটাও শুরু করছেন কৃষক। রোপা আমন চাষীরা জানায়, তাদের ফলন গতবছরের চেয়ে ভালো হয়েছে। প্রতি বিঘায় ১২ থেকে ১৪ মণ হারে ফলনের আশা করছেন তারা। এক সপ্তাহ পরে পুরোদমে রোপা আমন কাটা শুরু হবে বলে ওই কৃষকরা জানান।

আয়েশ গ্রামের কৃষক শেখ বাহা উদ্দিন জানান, ইরি ধানের বর্তমান বাজার ১৬৫০ টাকা থেকে ১৭০০ টাকায় বিক্রি হচ্ছে আর আমন ধানের বাজার ১২০০ থেকে ১৩০০ টাকা প্রতি মণ। শেষ পর্যন্ত এই বাজার ঠিক থাকলে আমন ধানে আমরা লাভ করতে পারবো। সাতপুকুরিয়া গ্রামের কৃষক রউচ উদ্দিন ও ডাহিয়া গ্রামের কৃষক আলহাজ জানান, আমাদের জমিতে এখনও বানের পানি থাকায় নৌকা দিয়ে ধান কাটতে হচ্ছে। এতে শ্রমিক খরচ বেশি লাগছে। বিলের নীচু এলাকায় স্থানীয় প্রভাবশালীরা খাল দখল করে বানা ও সোঁতিজাল দিয়ে মাছ ধরায় পানি নামতে দেরি হচ্ছে। এবিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সিংড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফরিদ জানান, উপজেলার এ বছর ২৯ হাজার ২১০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এর মধ্যে রোপা আমনের চাষ হয়েছে ২৩ হাজার ৬১০ হেক্টর আর বোনা আমন চাষ হয়েছে ৫ হাজার ৬০০ হেক্টর জমি। এছর ফলন আর দাম দুটোই ভালো থাকায় কৃষকরা লাভবান হবেন। আমন ধান কেটে ঘরে তোলা পর ওই জমিতে আগামী বোরো চাষের আগের সময়টায় অনেক কৃষক সরিষা সহ বিভিন্ন সবজি চাষ করবেন। কৃষি অফিস থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

_বঙ্গোপসাগরে জলদস্যুর গুলিতে নিহত ১ জেলে, অপহৃত ১৯_বঙ্গোপসাগরের মহেশখালী সোনাদিয়া দ্বীপের পশ্চিমে জলদস্যুদের গুলিতে এক জ...
07/11/2024

_বঙ্গোপসাগরে জলদস্যুর গুলিতে নিহত ১ জেলে, অপহৃত ১৯_

বঙ্গোপসাগরের মহেশখালী সোনাদিয়া দ্বীপের পশ্চিমে জলদস্যুদের গুলিতে এক জেলে নিহত হয়েছে এবং ১৯ জন জেলে অপহৃত হওয়ার খবর পাওয়া গেছে। আল্লাহর দয়া নামের একটি ট্রলার সাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুর কবলে পড়ে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে ঘটনাটি ঘটে বলে জানান কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম।

নিহত জেলে কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার পাড়ার মৃত জাফর আহমদের সন্তান এবং উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের তিন নম্বর ব্লকের নারী ইউপি সদস্য রহিমা বেগমের স্বামী।

স্থানীয় সূত্রে জানা যায়, মহেশখালীর সোনাদিয়ার কাছে এক দফায় মাছ ধরে ফের সাগরে জাল ফেলে মোকাররম মাঝির মাছ ধরার ট্রলারটি। এক পর্যায়ে ট্রলারটি জলদস্যুদের কবলে পড়ে। দস্যুদের উপস্থিতি টের পেয়ে দ্রুত ওই স্থান ত্যাগ করতে চায় মাঝি। দস্যুরা ট্রলারটি লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকলে ট্রলারের মাঝি গুলিবিদ্ধ হয়ে সাগরে পড়ে যায়। পরে অন্য নৌকার জেলেরা তাকে উদ্ধার করে কুতুবদিয়ার মগনামা ঘাট হয়ে চট্টগ্রামে নেওয়ার পথে বাঁশখালী পয়েন্টে তার মৃত্যু হয়।

কক্সবাজার জেলা বোট মলিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, ট্রলারে থাকা মোট ২১ জন মাঝি-মাল্লা ছিলো এতে জলদস্যুর গুলিতে একজন নিহত হয়। বাকিদের অপহরণ করে নিয়ে যায় দস্যুরা।

স্থানীয় এক জেলে জানান, ট্রলারে ডাকাতের আক্রমণ হলে দুইজন পালানোর চেষ্টা করে। এসময় জলদস্যু মঞ্জুর বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে মোকাররম নামে ওই মাঝি ঘটনাস্থলেই নিহত হন এবং একজন আহত হন।ট্রলারটির মালিক বাঁশখালীর বাসিন্দা ইসমাইল।

ট্রলারের মালিক ইসমাঈল জানান, তার ট্রলারটি সাগরে মাছ ধরতে নামে। মাছ ধরতে সমুদ্রে যাওয়ার পরই জলদস্যুরা আক্রমণ চালায়। তারা ট্রলার ও জেলেদের ধরে নিয়ে গেছে এবং ট্রলারে থাকা মাছও লুট করে নিয়ে যায়।

ঘটনাটি কুতুবদিয়ার এরিয়ায় ঘটেনি দাবি করে কুতুবদিয়া থানার ওসি জানান, সোনাদিয়া দ্বীপের কাছাকাছি ঘটনাটি ঘটছে। তবে গুলিবিদ্ধ মোকাররমের বাড়ি কুতুবদিয়ায়। কয়জন জেলেকে ধরে নিয়ে গেছে এখনো জানি না। তবে মরদেহটি এখন বাঁশখালী হাসপাতালে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান- মহেশখালীর গভীর সাগরে গুলিবিদ্ধ হয়ে একজনে লাশ বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল সংগ্রহ করেছে এবং ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Cox's Bazar Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Cox's Bazar Today:

Share