MK Media

MK Media সব ধরণের আপডেট নিউজ পেতে আমাদের সাথে যুক্ত হউন।

09/09/2024

আসছে আগামী
১৬ সেপ্টেম্বর,রোজ সোমবার প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্মদিন
খুশি হয়ে থাকলে আলহামদুলিল্লাহ

04/09/2024

Young can make amazing | D. Younus | One young world

04/09/2024

আমরা সবাই ব্যবসা করি মুনাফার জন্য, কিন্তু ...... | ডঃ ইউনুস

ছবিতে উল্লিখিত চাচার নাম মো.দেলোয়ার হোসেন, পেশায় তিনি একজন রিকশাচালক,আজকে টিএসসিতে নিজের কষ্টার্জিত ২২০০০ টাকা বন্যার্তদ...
26/08/2024

ছবিতে উল্লিখিত চাচার নাম মো.দেলোয়ার হোসেন, পেশায় তিনি একজন রিকশাচালক,আজকে টিএসসিতে নিজের কষ্টার্জিত ২২০০০ টাকা বন্যার্তদের জন্য দান করেছেন।
গণত্রাণে সংগৃহীত প্রত্যেকটা নোটের উল্টোপিঠেই রয়েছে এমন অসংখ্য গল্প আপনাদের সকলকে মনে রাখবে এ দেশ,এ দেশের মানুষ
এদেশ আর মাথানিচু করবে না

26/08/2024

এই প্রজন্মের এত প্রেম কি আটকে রাখা যায়?

26/08/2024
25/08/2024

হে মহান সৃষ্টিকর্তা, তুমি চাইলে এক মুহুর্তে সমগ্র প্রথিবী ধংস করতে পার।
আমরা তোমারইতো বান্ধা, সমগ্র বাংলাদেশে যদি একজন ইমানদার বান্দাও থেকে থাকে তার উচিলায় আমাদের এই দুর্যোগ থেকে মুক্ত করুন।

------ আমিন।

22/08/2024

হে মহান সৃষ্টিকর্তা” ফেনী, নোয়াখালি, কুমিল্লা, মিরসরাই সহ বাংলাদেশের বন্যা কবলিত অঞ্চলগুলিকে হেফাজত করুন। বন্যার পানি মানুষের ঘরবাড়ি, ফসল, সম্পদ সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। মানুষের প্রাণহানি, অনাহারে ও অর্ধাহারে দিন কাটাচ্ছে, শিশুদের কষ্টের কোনো সীমা নেই। প্রিয় আল্লাহ, তুমি তোমার রহমতের দ্বারা এই কঠিন পরিস্থিতি থেকে আমাদের রক্ষা করো। তুমি আমাদের দয়া করো, বন্যার পানি নেমে যাক, মানুষ তার ঘরে ফিরে আসুক। সকলের জন্য খাদ্য, আশ্রয় এবং নিরাপত্তা নিশ্চিত করো। এই বিপদের দিনে আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দাও।

রাসেল ভাইপার (Russell's Viper) হলো একটি অত্যন্ত বিষাক্ত সাপ, যা বিজ্ঞানসম্মত নাম **Daboia russelii** নামে পরিচিত। এটি মূ...
22/06/2024

রাসেল ভাইপার (Russell's Viper) হলো একটি অত্যন্ত বিষাক্ত সাপ, যা বিজ্ঞানসম্মত নাম **Daboia russelii** নামে পরিচিত। এটি মূলত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়। রাসেল ভাইপার সাপের দংশন বেশ মারাত্মক হতে পারে এবং এর বিষ প্রয়োগে গুরুতর শারীরিক ক্ষতি হতে পারে। চলুন রাসেল ভাইপার সম্পর্কে বিস্তারিত জানি।

# # # বৈশিষ্ট্য

**শারীরিক গঠন:**
রাসেল ভাইপার সাপের দেহ মোটা এবং দৈর্ঘ্যে প্রায় ১-১.৫ মিটার পর্যন্ত হতে পারে। এর চামড়ার রং সাধারণত বাদামী বা হলুদাভ এবং দেহে বড় বড় গাঢ় গোলাকার দাগ থাকে, যা সাপটিকে সহজে চেনার উপায়।

**মাথার গঠন:**
এর মাথা ত্রিভুজাকার এবং শরীর থেকে স্পষ্টভাবে পৃথক। চোখ বড় এবং পাতা খাড়া, যা একে রাতের বেলায় শিকার ধরতে সাহায্য করে।

# # # বাসস্থান

রাসেল ভাইপার প্রধানত গ্রীষ্মমন্ডলীয় এবং উপ-গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে পাওয়া যায়। এটি ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বিস্তৃত।

**প্রকৃতিতে অবস্থান:**
রাসেল ভাইপার প্রধানত শুষ্ক ও উষ্ণ অঞ্চলে বসবাস করে। এটি চাষাবাদের জমি, ঝোপঝাড়, খোলা মাঠ, এবং পাথুরে এলাকায় দেখা যায়। শহরাঞ্চলের আশেপাশেও এদের দেখা মেলে।

# # # আচরণ

রাসেল ভাইপার সাধারণত নিশাচর, অর্থাৎ রাতের বেলায় সক্রিয় থাকে। এটি মাটির নিচে গর্তে বা ঝোপঝাড়ের আড়ালে আশ্রয় নেয়। দিনের বেলায় এটি সাধারণত স্থির থাকে এবং রাতের বেলায় শিকার ধরতে বের হয়।

**শিকার:**
রাসেল ভাইপার প্রধানত ইঁদুর, পাখি, টিকটিকি এবং ছোট স্তন্যপায়ী প্রাণী শিকার করে। এটি খুব দ্রুত আক্রমণ করতে পারে এবং শিকার ধরার জন্য বিষ ব্যবহার করে।

# # # বিষ এবং স্বাস্থ্য ঝুঁকি

রাসেল ভাইপারের বিষ অত্যন্ত শক্তিশালী এবং তীব্র। এর বিষের প্রধান উপাদান হলো হেমোটক্সিন, যা রক্তের কোষ ও রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে।

**দংশনের পর প্রাথমিক লক্ষণ:**
- তীব্র ব্যথা
- ফুলে যাওয়া
- রক্তপাত
- মাথা ঘোরা
- বমি বমি ভাব

**প্রতিক্রিয়া ও চিকিৎসা:**
রাসেল ভাইপারের দংশনের পর দ্রুত চিকিৎসা প্রয়োজন। প্রাথমিক চিকিৎসার জন্য দংশনের স্থানকে পরিষ্কার করে এবং দংশিত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়া উচিত। এন্টিভেনম (বিষের প্রতিষেধক) প্রয়োগ এবং উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করলে রোগী সুস্থ হতে পারে।

# # # উপসংহার

রাসেল ভাইপার একটি বিপজ্জনক এবং বিষাক্ত সাপ, যা দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে বিস্তৃত। এটির বিষ অত্যন্ত তীব্র এবং সঠিক চিকিৎসা না পেলে মারাত্মক হতে পারে। সাপটি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন অঞ্চলের মানুষকে রাসেল ভাইপার সম্পর্কে সচেতন করা এবং এর দংশনের পর সঠিক চিকিৎসা ব্যবস্থা গ্রহণের জন্য প্রশিক্ষিত করা অত্যন্ত জরুরি।

17/06/2024

জনমটা কাটাইলাম পরের ঘরে।
মহেশখালীর আঞ্চলিক কণ্ঠশিল্পী সামাদ ভাইয়ের গানের আসর

স্বামীঃ মার্কেট যাচ্ছি। স্ত্রীঃ ওগো, মার্কেট থেকে আমার জন্য কী আনবে? স্বামীঃ আনবো কিছু একটা। স্ত্রীঃ বলো সেটা কী??? স্বা...
31/05/2024

স্বামীঃ মার্কেট যাচ্ছি।
স্ত্রীঃ ওগো, মার্কেট থেকে আমার জন্য কী আনবে?
স্বামীঃ আনবো কিছু একটা।
স্ত্রীঃ বলো সেটা কী???
স্বামীঃ কী চাও তুমি বলো....????
স্ত্রী তখন রসিকতা করে বললো
স্ত্রীঃ চাই তো অনেক কিছুই। সম্ভব হলেতো বলতাম পৃথিবীর সবকিছু নিয়ে এসো।
👇

কিন্তু সেটাতো সম্ভব না।
তখন লোকটা রেগে গম্ভীর হয়ে গেলো।
বউয়ের কথাগুলো তার গায়ে
যেনো লেগে গেছে।
স্বামীঃ আচ্ছা ঠিক আছে। আজ আমি
তোমার জন্য পৃথিবীর সবকিছু নিয়ে আসবো।
হেসে উঠলো স্ত্রী আর বললো....!!!!

স্ত্রীঃ তুমি তো দেখছি পাগল হয়ে গেছো।
পৃথিবীর সবকিছু তুমি আমার
জন্য নিয়ে আসবে কেমন করে.....????
সেই ক্ষমতা তোমার আছে নাকি??
অশিক্ষিত গ্রাম্য হলেও স্বামী
বেচারা স্ত্রীর কথায় তার আঘাত লাগলো।
👇
👇
কিছু সময়ের জন্য হিতাহিত জ্ঞান
হারিয়ে ফেলে বললো....!!!!
স্বামীঃ আজ আমি অবশ্যই তোমার জন্য
পৃথিবীর সবকিছু নিয়ে আসবো।
যদি না পারি, তাহলে তুমি তালাক হয়ে যাবে।
বলেই বেরিয়ে গেলো ঘর থেকে।
ঘন্টা দুয়েক পর, মাথা থেকে যখন
আবেগের ভুত নেমেছে, পড়লো মহা দুর্ভাবনায়।
পৃথিবীর সবকিছু তো সে
জীবনেও কিনে ফেলতে পারবে না
আবার বউকে শর্তসাপেক্ষে তালাকও
বলে এসেছে.....!!!!!
এখন উপায় কী.....?????
বেশকিছু আলেমের সাথে দেখা করলো সে।
সমস্যার সমাধান চাইলো।
সকল আলেমই তাকে জানালেন বউকে আর
ধরে রাখার কোন উপায় নেই।
👇
👇
পৃথিবীর সবকিছু বউকে নিয়ে দেয়া
যেহেতু সম্ভব না।
লোকটি মাথার চুল টানতে টানতে দিশেহারা
হয়ে ঘুরতে লাগলো।

-একলোক তার কাহিনি শুনে বললো
নারে ভাই, আমিও তোমার কোন উপায়
দেখতে পাচ্ছিনা......!!!!
তবে আমি তোমাকে একটি বুদ্ধি দিচ্ছি।
জানি তাতেও লাভ হবে না।
চেষ্টা করে দেখতে পারো তুমি একজন মুফতির
কাছে যেতে পারো।
শুনেছি তিনি মস্তবড় আলেম।
কিছু হলেও হতে পারে।
লোকটি চলে গেলো সেই আলেমের কাছে।
বিস্তারিত শুনার পর আলেম বললেন........!!!!
এতো বড় কথা বলার দরকার
কী ছিলো.......????
স্বামীঃ ভুল হয়ে গেছে হুজুর।
মস্তবড় ভুল হয়ে গেছে।
রাগের মাথায় আবেগের বশে কী বলতে কী বলে
ফেলেছি বুঝতেই পারিনি।
আর কখনো এমন হবে না।
আপনি আমাকে এবারের মতো বাঁচিয়ে দিন।
👇
👇
মুক্তির উপায় বলে দিন।
আমি আল্লাহর ভয় করি,
আবার আমার স্ত্রীকেও ছাড়তে চাইনা।
আমি আমার স্ত্রীকে বড় বেশি ভালোবাসি.....!!!!
সেই আলেমের চেহারায় তখন হাসি
ফুটে উঠলো....!!!!
তিনি বললেন, আর কখনো এমন হবে না তো??
স্বামীঃ জ্বি না হুজুর।
জীবনে এমন কথা ভুলেও উচ্চারণ করব না।
আলেমঃ মনে থাকে যেন।
এখন যাও, কোন লাইব্রেরি থেকে একখানা
কুরআন নিয়ে তোমার স্ত্রীর হাতে ধরিয়ে দাও।
👇
👇
এতবড় জটিল সমস্যার এই সহজ সমাধান পেয়ে
লোকটি অবিশ্বাস্য চোখে তাকাতে লাগলো
আলেমের দিকে।
ব্যাপারটি লক্ষ করে তিনি বললেন তুমি নিশ্চিন্তে এটা করতে পারো।
আমি দায়িত্ব নিয়েই বলছি।
তুমি তোমার স্ত্রীকে বলেছিলে না পৃথিবীর সবকিছু
তাকে দিয়ে দিতে না পারলে
তার উপর তালাক হয়ে যাবে.....?????
পবিত্র কুরআন হচ্ছে এমন এক কিতাব যার
ভিতরে পৃথিবীর সবকিছু আছে।
💎মাশাআল্লাহ💎
★ভালো লাগলে পেজটি ফলো করে রাখবেন★
👇
👇
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার
তৌফিক দান করুন 🤲🤲

কপি

08/05/2024

চেয়ারম্যান পদপ্রার্থী: টুপি মার্কা,
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী: উড়োজাহাজ মার্কা।
বিজয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে।

কক্সবাজার জেলার ৩ উপজেলার নির্বাচনী তথ্য: সকাল দশটার তথ্য অনুযায়ী। ১. মহেশখালীতে ভোট কাস্ট হয়েছে: ৫% ২. কুতুবদিয়া তে ...
08/05/2024

কক্সবাজার জেলার ৩ উপজেলার নির্বাচনী তথ্য: সকাল দশটার তথ্য অনুযায়ী।

১. মহেশখালীতে ভোট কাস্ট হয়েছে: ৫%
২. কুতুবদিয়া তে ভোট কাস্ট হয়েছে: ৯%
৩. কক্সবাজার সদরে ভোট কাস্ট হয়েছে: ৬%

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Robi Alom, Nurul Amin, Abu Taher, Md Salamat Ullah, Md...
05/05/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Robi Alom, Nurul Amin, Abu Taher, Md Salamat Ullah, Md Aman, Md Akram

25/04/2024

আলহামদুলিল্লাহ
কলিকাতার শিব মন্দিরের সভাপতি রাধা রমনশীল।""ইসলাম""গ্রহণ করেছে বর্তমানে তার নাম মোহাম্মদ আমির হোসেন।

বড় মহেশখালীতে র‍্যাবের অভিযানে ৬ টি দেশীয় অস্ত্র ও গোলাবারুদ সহ গ্রেফতার ৩রিপোর্টিং এম.কে মিডিয়া কক্সবাজারের মহেশখালী...
16/04/2024

বড় মহেশখালীতে র‍্যাবের অভিযানে ৬ টি দেশীয় অস্ত্র ও গোলাবারুদ সহ গ্রেফতার ৩

রিপোর্টিং এম.কে মিডিয়া

কক্সবাজারের মহেশখালীস্থ বড় মহেশখালীতে র‍্যাবের বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব৷
সোমবার (১৫ এপ্রিল) র‍্যাব-৭'র একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাকাটা ও বড় ডেইল এলাকায় এই অভিযান পরিচালনা করে ইমতিয়াজ ওয়াসিম ফিরোজ, মোঃ আবু বক্কর সিদ্দিক, মোঃ সুমনকে ৬ টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৮ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম র‍্যাব-৭'র সহকারি পরিচালক মোঃ নূর আবছার আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদের তথ্য সত্য বলে নিশ্চিত করেন।

Address

Bara Maheshkhali, Maheshkhali
Cox's Bazar
4710

Alerts

Be the first to know and let us send you an email when MK Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MK Media:

Videos

Share