Md Nurul Absar Nayan

Md Nurul Absar Nayan আসসালামু আলাইকুম
প্রিয় শুভাকাঙ্ক্ষী আপনাকে স্বাগতম �

-তুমি তো চলে যাবে..শেষ বারের মতো একটু হাতটা ধরো,সে.. থর থর করে কাঁপতে থাকা হাতটা আমার হাতের উপর রাখলো।তার হাতের কাঁপুনি ...
13/11/2024

-তুমি তো চলে যাবে..শেষ বারের মতো একটু হাতটা ধরো,
সে.. থর থর করে কাঁপতে থাকা হাতটা আমার হাতের উপর রাখলো।
তার হাতের কাঁপুনি দেখে মনে হলো এই বুঝি শুরু হলে ভূমিকম্পন, মহাপ্রলয়, পৃথিবী ধ্বংস হতে বোধহয় আর কয়েক নেনো সেকেন্ড বাকি।

-তাকে বললাম আমাদের প্রিয় রেস্টুরেন্টে শেষ বারের মতো, সে কোনো আপত্তি করলো না।
খাবার সামনে রেখে সে অনবরত পানি খেতে লাগলো,
যেনো মনে হলো পৃথিবীর সব পানি সে একাই খেয়ে ফেলবে।

-তাকে নিয়ে রিকশায় করে তার বাসায় ফেরা হচ্ছে।
সে এক মুহূর্তের জন্য আমার দিকে তাকায় নি,
আমি লক্ষ করলাম তার চোখ লাল হয়ে টলমল করছে - মনে হচ্ছে এখনই শুরু হবে বর্শার প্রবল বৃষ্টি।

-তার চোখ মুখ যেনো আমাকে কিছু বলতে চায়,
শুধু বলতে চায় বললে ভুল হবে।
আমার মনে হলো যদি আকাশটাকে কাগজ আর সমুদ্রটাকে কালি বানিয়ে তার হাতে তুলে দেই- তা হলেও তার বলা কথা শেষ হতো না।

-আমি অনেকক্ষণ তার দিকে তাকিয়ে থাকার কারণে-
সে মুখ আড়ালে করে নিলো ।
আমি দাঁড়িয়ে আছি সে চলে যাচ্ছে হঠাৎ আচমকা আমাকে জড়িয়ে ধরে হাও'মাও করে কাঁদতে লাগলো।

-আমি তখন দাঁড়িয়ে শক্ত করে দাঁড়িয়ে পাহাড়ের মতো যেনো কোনো প্রলয় আমাকে নড়াতে না পারে।
আমি ভাবছি মনে মনে হাজারটা প্রশ্ন গুনছি,
জানি এসব প্রশ্নের উত্তর জানা নেই তার,
নেই আমারও।

-সব প্রশ্নের উত্তর মানুষ দিতে পারেন না- সৃষ্টিকর্তা ছাড়া।

-এইভাবে শেষ হয় কিছু মানুষের স্বপ্ন, স্বধনা, শখ, আল্লাদ, সকল রাগ অভিমান।
হারিয়ে ফেলতে হয় প্রিয় মানুষটাকে,
হারিয়ে ফেলতে হয় ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা।

11/11/2024

ছুঁয়ে দেখার সাধ্য নাই তাই তো অনুভবে রাখি তোমায়😔
দূরত্ব যতই হোক R ভুলি নি তোমায়😟

সেড সং ইংলিশ টা নাহ,বাংলা টাহ👀

03/11/2024

আমার জীবনে সব থেকে বড় পাওয়া বোধহয় খানিকটা সময় তোমাকে পাওয়া।

আমার পরম সৌভাগ্য যে তুমি আমাকে ভালোবেসেছ।
ভলোবাসার অতল গভীরে কতটা সুখ লুকিয়ে থাকে তা আমি বুঝতাম না,
তা তুমি বুঝিয়েছ।

তুমি বুঝিয়েছ কেউ ছেড়ে গেলে কেউ মরে যায় না, স্মৃতিটুকু আঁকড়ে ধরেও বাঁচা যায়।

তুমি চলে যাওয়ার পর; তোমার বিরহ আমাকে এতো আদর করে, মাঝে মধ্যে মনে হয় প্রেমের কাছে যেনো আমি বিচ্ছেদই চাই.🥰

✍🏼 লেখক : ফাহমিদ হাসান- Fahmid Hasan
কন্ঠে : Rony Mirza,

আমার জীবনে সব থেকে বড় পাওয়া বোধহয় খানিকটা সময় তোমাকে পাওয়া। আমার পরম সৌভাগ্য যে তুমি আমাকে ভালোবেসেছ।ভলোবাসার অতল গভীরে ...
01/11/2024

আমার জীবনে সব থেকে বড় পাওয়া বোধহয় খানিকটা সময় তোমাকে পাওয়া।

আমার পরম সৌভাগ্য যে তুমি আমাকে ভালোবেসেছ।
ভলোবাসার অতল গভীরে কতটা সুখ লুকিয়ে থাকে তা আমি বুঝতাম না, তা তুমি বুঝিয়েছ।

তুমি বুঝিয়েছ কেউ ছেড়ে গেলে কেউ মরে যায় না, স্মৃতিটুকু আঁকড়ে ধরেও বাঁচা যায়।

তুমি চলে যাওয়ার পর; তোমার বিরহ আমাকে এতো আদর করে, মাঝে মধ্যে মনে হয় প্রেমের কাছে যেনো আমি বিচ্ছেদই চাই.🥰

-নুরুল আবচার নয়ন

30/10/2024

মানুষ মৃত্যুর আগ পর্যন্ত কাউকে ভুলতে পারেনা,সময়ের সাথে সাথে স্মৃতির উপর ধুলো পড়ে যায়। 🙂 কিন্তু মুছে যায় না 😅💔

27/11/2023

অভাব কাকে বলে ? 😢😢😥
অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার, রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন,
বলো তো, অভাব কাকে বলে ?

-'অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্খাকে 'অভাব' বলে।'
ছেলেটি উত্তর দিল।

-এটা তো অর্থনীতির ভাষা,
সাধারণ ভাবে অভাব কাকে বলে ? অর্থাৎ 'অভাব' বলতে তুমি ঠিক কি বোঝ ?

ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে।
কি বলবে ভাবছে সে।
স্যার আবার তাড়া দিলেন
'বল' ...

ছেলেটি এবার বলতে শুরু করল।

১। আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে অনেক কষ্টে ২০/৩০ টাকা বের করে দেন,
আর আমি বাড়ি থেকে বের হয়ে ৫/৭ মিনিট পর বাড়িতে ফিরে ভাড়ার টাকাটা মাকে দিয়ে বলি, মা! আজ কলেজে ক্লাস হবে না।
মা তখন বলেন, আগে খবর নিবি না ক্লাস হবে কিনা ?
মায়ের সাথে এই লুকোচুরি হচ্ছে 'অভাব'।

২. মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ে সেলাই দিতে দিতে বলে কাপড়টা অনেক ভাল আরো কিছুদিন পরা যাবে এটাই 'অভাব'।

৩.বন্ধুদের দামী স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি এই লজ্জাই আমার কাছে 'অভাব'।

৪.অভাবী হওয়ায় কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায়,এই দূরে সরে পড়াটাই আমার কাছে 'অভাব'। ....

পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল!
অনেকের চোখে জল!

স্যার ও চোখের জল মুছতে মুছতে ছেলেটিকে কাছে টেনে নিলেন।💝

বস্তুতঃ আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেকেই আছে,
যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকা পায় না।
সব দুঃখ-কষ্টকে আড়াল করে হাসিমুখে দিনের পর দিন পার করে দেয় খেয়ে না খেয়ে!
তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্ট টুকু বুঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না!

এটাই বাস্তব !

16/11/2023

"তোমাকে পাইবা না পাই"
"ভালোবাসতে তো আর মানা নাই"...!🥀💔

06/09/2023

আপনার সন্তানকে ডিসিশন মেকার হিসেবে গড়ে তুলুন।ছোটবেলা থেকে খেলার মাঠে পাঠান,খেলার মাঠ থেকে যে লিডারশিপ, ডিসিশন মেকিং পাওয়ার আর ইমিউনিটি গেইন করবে, আপনি দুইশ বছর হরলিক্স খাওয়াইলেও তা গেইন করবে না।

কোথায় ভদ্র হতে হবে সেটা যেমন শিক্ষা দিবেন, প্রয়োজনে অনেক জায়গায় অভদ্রও যে হতে হবে এটাও শিক্ষা দিবেন।

ইলেক্ট্রিক ডিভাইসের দাস বানিয়ে 'প্রতিবন্ধী মেধাবী' তৈরী করবেন না।

'বাচতে হবে লড়াই করে, মেসের ঢলঢলে ডালের সাথেও মিশে যেতে হবে, ফাইভ স্টারে বসে চামচ ঝনঝনিয়েও নিজের আধিপত্য জানান দিতে হবে।'

শুভকামনা অনাগত অন্ধকারে 🏃

06/09/2023

ফেসবুক ইনবক্সের চ্যাটিং 🙂

n8, w8, f9, m9, r8, os3r 😐

ভাইরে ভাই বলি কি তোদের ইংলিশ কি গণিত স্যারে শিখাইছিলো😒

সেদিন একজন বললো আমি নাকি CNG হইয়া গেছি🙄

বিশ্বাস করেন ২ ঘন্টা পর বুঝতে পারলাম CNG মানে হইলো Change😑

03/09/2023

পরীক্ষার হল

পরীক্ষার হল,
নেই কোলাহল।
হাতে আসে প্রশ্ন,
কেউ খুশি কেউ ক্ষুণ্ন।

কারো হাত খাতায়,
কারো হাত মাথায়।
কেউ লেখে অবিরল,
কারো নামে চোখে জল।

কেউ লিখে পেজ ফুরায়,
কারো আবার মাথা ঘুরায়।
আমার মাথা তাদের পাড়ায়।

অবশেষে ঘন্টা,
কেঁপে উঠে মনটা।
খাতা হয় হাত ছাড়া,
মনে পড়ে সব পড়া

Address

Cox's Bazar

Telephone

+8801846615002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Nurul Absar Nayan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Nurul Absar Nayan:

Videos

Share