আমার দেশ আমার অহংকার

আমার দেশ আমার অহংকার Online service

21/11/2025
21/11/2025
21/11/2025
21/11/2025
21/11/2025
21/11/2025
21/11/2025
21/11/2025
21/11/2025
21/11/2025
যারা ভাবছেন প-লা-ত-ক হাসিনার মৃত্যুদণ্ডের রায় গুরুত্বপূর্ণ না। সে ভাতারের (ভা*র*তের) কোলে বসে আছে,দেশে নাই, উপস্থিত নাই,...
21/11/2025

যারা ভাবছেন প-লা-ত-ক হাসিনার মৃত্যুদণ্ডের রায় গুরুত্বপূর্ণ না। সে ভাতারের (ভা*র*তের) কোলে বসে আছে,দেশে নাই, উপস্থিত নাই, ফাঁসি দিতে পারবে না।

আপনাদের ভাবনা সম্পূর্ণ ভুল!

এই রায়ের বিশেষ কিছু তাৎপর্য আছে।

প্রথমত , ভা*রতে বসে এমুহুর্তে হাসিনা এই রায়ের বিপক্ষে আপিল করতে পারবে না!

মানে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিপক্ষে আপিল করতে হলে আসামীকে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে গ্রেফতার হয়ে আত্মসমর্পণ করতে হবে।

সময়সীমা ৩০ দিন এরপর আপিল করার সুযোগ শেষ হয়ে যাবে।

দ্বিতীয়ত ধরেন, শেখ হাসিনাকে দেশে আনা সম্ভব হলে কিংবা সে নিজ ইচ্ছায় দেশে আসলেই রাতারাতি ফাঁ*সি কার্যকর করতে আইনি কোনো বাঁধা থাকবে না।

যেমন: ২০২০ সালে শেখ মুজিব হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী কলকাতা ফেরত ক্যাপ্টেন মাজেদকে যেভাবে রাতারাতি ফাঁ*সি কার্যকর করেছিলো ঠিক তেমনটাই হবে হাসিনার ক্ষেত্রেও!

সবচেয়ে বড় কথা হইলো শেখ হাসিনা এখন আন্তর্জাতিক ভাবে মৃত্যুদণ্ড প্রাপ্ত দাগি আসামী।

হাসিনা ইচ্ছে করলেই ভা*র*ত কিংবা অন্য কোন দেশে ওপেনলি মুভমেন্ট করতে পারবে না।

তারমানে যতোদিন বেঁচে যাবে বন্দী জীবনই পার করতে হবে।

এদিকে অলরেডি আদালতের রায় ভা*র*ত সহজেই মেনে নিছে। তারা বলেও দিছে ,বাংলাদেশের মানুষের পাশে ভা*র*ত সবসময় থাকবে।

হয়তো হাসিনারে গোপন করে রাখবে নয়তো ফেরত কিংবা অন্য দেশে গোপনে পাঠিয়ে দিবে।

এখন বাকি আছে জাতিসংঘ আর ইন্টারপোলের বিবৃতি। বাইচান্স যদি ইন্টারপোল গ্রেফতারি পরোয়ানার রেড এলার্ট জারি করে।

তাহলে হাসিনারে পৃথিবীর কোন দেশে আশ্রয় দিবে না।

শেষ পর্যন্ত জ্বলেপুড়ে কষ্ট নিয়ে মরতে হবে ভা*র*তেই।

অথচ মানুষ সবকিছু করে জীবনের শেষ সময়ে সামান্য সুখে থাকার জন্য। সেই সুখটাও হাসিনার কপালে লেখে নাই।

এদিকে মাত্র ICT প্রেস রিলিজ দিলো, দণ্ডপ্রাপ্ত আসামির কোন বক্তব্য, কথা, লেখা প্রচার করা বাংলাদেশে দণ্ডনীয় অপরাধ।

তারমানে হাসিনার কোন কথা বাংলাদেশের পত্রিকাতে ছাপানো হবে না। ভিডিও কোন মিডিয়া প্রচার করবে না।

আস্তে আস্তে দেখবেন, দেশে বিদেশে কতো নিষেধাজ্ঞা দিবে। যেটা ফাঁ*সি দিয়ে মেরে ফেলা থেকেও জঘন্যতম কষ্টদায়ক।

সবচেয়ে বড় কথা হইলো মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী দিয়া নির্বাচনে অংশগ্রহণ করা অসম্ভব।

তাই সামনের নির্বাচনে আওয়ামীলীগের অংশগ্রহণ না থাকলেও বিদেশী কোন চাপ থাকবে না।

লীগ অংশগ্রহণ না করলেও কোন আসবে যাবে না কারণ লীগ ছাড়া বিশ্বে নির্বাচনও শতভাগ গ্রহণযোগ্যতা পাবে।

সবচেয়ে বড় কথা হইলো ,এই রায়ের মধ্য দিয়ে অফিসিয়ালি শেখ হাসিনা এবং আওয়ামিলীগের পায়ের তলার মাটি সরে গেলো!!!
writer: Siful Islam

Address

Cox's Bazar
5046

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমার দেশ আমার অহংকার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share