Rimu-রিদ্যাংশী

Rimu-রিদ্যাংশী Welcome to the Rimu-রিদ্যাংশী

এই অদ্ভুত ফলটির নাম কী??জানেন!!!ক্যালাবাস বা ডুগডুগি ফল বলে। এ ফলটিকে ‌‌‍‍"বৈষ্ণব বেল" নামেও ডাকা হয়।গাছটির কান্ড থেকে ন...
07/12/2024

এই অদ্ভুত ফলটির নাম কী??

জানেন!!!

ক্যালাবাস বা ডুগডুগি ফল বলে। এ ফলটিকে ‌‌‍‍"বৈষ্ণব বেল" নামেও ডাকা হয়।গাছটির কান্ড থেকে নতুন গাছ জন্মায়। ফুল মূল কান্ডে হয়। সেখান থেকে যে ফল হয়, তার আকার অনেকটা বড়ো। দেখতে অনেকটা বাতাবি লেবু বা কাঁচা বেলের মতো। কিন্তু আকারে ৪/৫ গুন। এখানে ফলটি সম্পূর্ণ অচেনা, তাই ভয়ে কেউ খায় না।
গাছটির আঞ্চলিক নাম ডুগডুগি গাছ ,তানপুরা গাছ,
ইংরেজি নাম- Calabash Tree.
বৈজ্ঞানিক নাম- Crescentia cujete
এটি মূলত আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের ছোট ধরনের গাছ। সেন্ট লুসিয়ার জাতীয় গাছ এটি। ভারতে এটির প্রসার প্রকৃতিগতভাবে ব্যাপক আকারে হয়েছে।গাছটি মাঝারি আকারের চিরসবুজ দেখতে। ফল দেখতে একবারে কাঁচা বেলের মতো। এদের হালকা সবুজ পাতা উপবৃত্তাকার। মাথার দিকে গোলাকার আর গোড়ার দিকে সুচালো। পাতা একেবারে জেঁকে থাকে কাণ্ডের সঙ্গে। একসঙ্গে এই গাছের পাঁচ-ছয়টি পাতা জোট হয়ে থাকে। ফুল হয় কাণ্ডে। ফেটে বের হয়। এরপর ফুল থেকে ফল। ফল পাকতে সময় লাগে প্রায় সাত মাস। পাকা ফলের ভেতর কালোরঙা ছাইয়ের মতো কিছু উপাদান ছাড়া কিছুই পাওয়া যায় না। গ্রীষ্মের শেষে বা জ্যৈষ্ঠ মাসে এ গাছে ফুল ফোটে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত গাছে ফুল ও ফলের দেখা মেলে।

গাছটির অবস্থান: কক্সবাজার জেলার রামু থানা।

11/10/2024

দেবী পক্ষের সপ্তম দিন... 🤍🌼
মায়ের আগমনে চারপাশের সমস্ত অশুভতা ধ্বংস হোক এবং সকলের জীবন সমৃদ্ধি এবং সুখে ভরে উঠুক🥰

মহাসপ্তমীর রাতে সবাই মিলে ঠাকুর দেখতে বের হয়েছিলাম...❤️ 💗

04/10/2024

শিউলি ফোঁটা ভোরে,
উমা এলো ঘরে!!
🌺🌷☘️🌼🌾

💗

24/09/2024

আকাশ-বাতাস কাঁপিয়ে মেঘগর্জন করা ঝুম বৃষ্টি...⛈️🍃
💜

22/09/2024

সকলি তোমারি ইচ্ছা,🙏
ইচ্ছাময়ী তারা তুমি,🌺
তোমার কর্ম তুমি কর মা, 🙏
লোকে বলে করি আমি।🥰

পূজা করতে করতে গানটি আমার মত করে গাওয়ার চেষ্টা করলাম, ভুল ত্রুটি থাকলে নিজ গুনে মার্জনা করবেন।🙏🙏🙏

17/09/2024

বন্ধু তোমার চোখের মাঝে
চিন্তা খেলা করে🌼

Send a message to learn more

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rimu-রিদ্যাংশী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share