12/12/2024
"সমাজ থেকে প্রায় হারিয়ে যাওয়া নবীজির(সা) কিছু সুন্নাত"(পর্ব--২)
১।ওসিয়ত লিখে যাওয়া
২।রাতে তাড়াতাড়ি ঘুমানো
এশার নামাজের পর বিলম্ব না করে দ্রুত ঘুমাতে যাওয়া।মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি, তোমাদের জন্য রাত্রিকে করেছি আবরণস্বরূপ আর দিনকে বানিয়েছি তোমাদের কাজের জন্য। ’ (সুরা : নাবা, আয়াত : ৯-১১)
৩।এশার নামাজ কিছুটা দেরি করে পড়া।
আবূ বারযা (রাযি.) বলেন, ’ইশার সালাত একটু বিলম্বে আদায় করাকে রাসূল (সা) পছন্দ করতেন'(সহিহ বুখারি)
৪।সম্মানিত ৪ মাসের সম্মান দেওয়া
সম্মানিত ৪ মাস গুলো হল- জ্বিলকদ, জ্বিলহজ্জ, মহররম এবং রজব। এই মাসগুলোতে রুটিন আমলগুলো আরো গুরুত্ব সহকারে করা এবং গুনাহের কাজ থেকে বিরত থাকার জন্য আলাদা চেষ্টা করা। নেক আমল বেশি বেশি করা।
৫।মুহররম মাসে নফল রোজা
রাসূলুল্লাহ(সা)বলেছেন,'রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে- আল্লাহর মাস ‘মুহররম’ এর রোজা।' (সহিহ মুসলিম)
আসুন ভাই ও বোনেরা নবীজির(সা) এই সকল সুন্নত গুলোকে আমরা সবাই সমাজে জাগ্রত করার চেষ্টা করি.....