Asha Moni

Asha Moni I am a Digital creator

সবাই কে শুভ সকালের শুভেচ্ছা রইলো বন্ধুরা ❣️🥰
16/01/2025

সবাই কে শুভ সকালের শুভেচ্ছা রইলো বন্ধুরা ❣️🥰

কাছের ভেবে কাছাকাছি গিয়ে দেখি মানুষ আসলে কাছের হয় না,মানুষ হয় কাঁচের,ধরতে গেলে,ছুতে গেলেই কুয়াশার মতো ঝাপসা হয়েশিখি...
16/01/2025

কাছের ভেবে কাছাকাছি গিয়ে দেখি
মানুষ আসলে কাছের হয় না,
মানুষ হয় কাঁচের,
ধরতে গেলে,ছুতে গেলেই
কুয়াশার মতো ঝাপসা হয়ে
শিখিয়ে দেয় বাস্তবতা,
মুখের উপর বলে দেয়
আবেগ দিয়ে জীবন চলে না।
মানুষ নিজেই নিজের ,
কেউ কারো হয় না।
❣️🥰

আপনি যাকে ঠকাবেন, স্রষ্টা তাকে কোন না কোন দিক দিয়ে  জিতিয়ে দিবেন নিশ্চিত! আপনি ঠকিয়ে যতটা না জয়ের আনন্দ পাবেন, স্রষ্...
16/01/2025

আপনি যাকে ঠকাবেন, স্রষ্টা তাকে কোন না কোন দিক দিয়ে জিতিয়ে দিবেন নিশ্চিত!

আপনি ঠকিয়ে যতটা না জয়ের আনন্দ পাবেন, স্রষ্টা তাকে অলৌকিকভাবে পুরস্কৃত করবেন বহু দিক দিয়ে। আপনি এইভাবে আনন্দে থাকবেন যে আপনি জিতে গেছেন। দিন যাবে,মাস যাবে, বছর যাবে হঠাৎ একদিন দেখবেন আপনি পিছিয়ে গেছেন। সে আপনার থেকে বহু দূর এগিয়ে গেছে।

ঠকালে ঠকতে হয়, একদিন আগে অথবা পরে! আর ঠকে গিয়ে সবর করলে জয় আসবেই আজ অথবা কদিন পরেই। 🤍

নিজেকে বর্ণনা করতে গিয়ে দেখি, আমার সমস্তটা জুড়ে শুধুই শূন্যতা!প্রকৃতির সাথে হোক দারুণ সখ্যতা, দূর হয়ে যাক তবে হৃদয়ের রু...
16/01/2025

নিজেকে বর্ণনা করতে গিয়ে দেখি, আমার সমস্তটা জুড়ে শুধুই শূন্যতা!
প্রকৃতির সাথে হোক দারুণ সখ্যতা, দূর হয়ে যাক তবে হৃদয়ের রুক্ষতা!

নিরবতা সবসময় সম্মতির লক্ষণ হয় না। অনেক সময় নিরবতা ক্লান্তির লক্ষণ, অসহায় আত্নসমর্পণের লক্ষণ, প্রচন্ড ক্রোধে কিছু করতে না...
16/01/2025

নিরবতা সবসময় সম্মতির লক্ষণ হয় না।
অনেক সময় নিরবতা ক্লান্তির লক্ষণ, অসহায় আত্নসমর্পণের লক্ষণ, প্রচন্ড ক্রোধে কিছু করতে না পারার লক্ষণ, বহু অপেক্ষার পরও না পাওয়ার লক্ষণ হয়।

ভালোবাসা হইলো 'ফিল' করানোর জিনিস..!মুখে একশো বার 'আই লাভ ইউ! আই মিস ইউ! আমি তোমাকে ভালোবাসি' বললেই ভালোবাসা প্রমাণ করা য...
16/01/2025

ভালোবাসা হইলো 'ফিল' করানোর জিনিস..!

মুখে একশো বার 'আই লাভ ইউ! আই মিস ইউ! আমি তোমাকে ভালোবাসি' বললেই ভালোবাসা প্রমাণ করা যায়না।

আপনি যাকে ভালোবাসেন, সেই মানুষ টা কে আপনার আচার আচরণ, কথাবার্তায়, প্রায়োরিটি, এটেনশন দিয়ে 'ফিল' করাইতে হবে আপনি তাকে ভালোবাসেন!"

এর বাইরে ভালোবাসা প্রমানের আর কোনো উপায় নাই! মুখে এক কোটি বার 'আই লাভ ইউ' বললেও লাভ নাই!❤️‍🩹🌸

তুমি যাবে আরেকজন আসবে বিষয়টা এমন না তুমি থাকবে বাকিরা দেখবে বিষয়টা এমন হোক🥰💖
16/01/2025

তুমি যাবে আরেকজন আসবে বিষয়টা এমন না তুমি থাকবে বাকিরা দেখবে বিষয়টা এমন হোক🥰💖

এখন পর্যন্ত কাশবন, শাপলা বিল, গোলাপ গ্রাম, সূর্যমুখীর বাগান কোথাও না যাওয়া আমি!🙂
16/01/2025

এখন পর্যন্ত কাশবন, শাপলা বিল, গোলাপ গ্রাম, সূর্যমুখীর বাগান কোথাও না যাওয়া আমি!🙂

বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না।
16/01/2025

বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না।

আসেন পরিচিত হ‌ই ❣️পরিচয় থেকে বন্ধুত্ব সিনিয়র জুনিয়র ব্যাপার না 🥰মিশতে জানলে সবাই বন্ধু ধন্যবাদ💓
16/01/2025

আসেন পরিচিত হ‌ই ❣️
পরিচয় থেকে বন্ধুত্ব সিনিয়র জুনিয়র ব্যাপার না 🥰মিশতে জানলে সবাই বন্ধু ধন্যবাদ💓

কোনোভাবে একটা স্টোরি দিতে পারলেই হইছে, নিজের টা দেখতে দেখতে অন্যের টা দেখার সময় পাই না।
16/01/2025

কোনোভাবে একটা স্টোরি দিতে পারলেই হইছে, নিজের টা দেখতে দেখতে অন্যের টা দেখার সময় পাই না।

♥️♥️ আমার সমস্ত ফেসবুক বন্ধুদের কে জানাই শুভ সকালের শুভেচ্ছা ও ভালোবাসা ❤️❤️সকলের দিনটি ভালো কাটুক
16/01/2025

♥️♥️ আমার সমস্ত ফেসবুক বন্ধুদের কে জানাই শুভ সকালের শুভেচ্ছা ও ভালোবাসা ❤️❤️
সকলের দিনটি ভালো কাটুক








ভালোবাসলে সবটা দিয়েই বাসতে হয়, তার মুখের দাগ কিংবা কথা বলতে গেলে তাঁর আঁকাবাঁকা দাত ... সব নিয়েই স্বচ্ছতা থাকা উচিত। প্র...
16/01/2025

ভালোবাসলে সবটা দিয়েই বাসতে হয়,
তার মুখের দাগ কিংবা কথা বলতে গেলে তাঁর আঁকাবাঁকা দাত ... সব নিয়েই স্বচ্ছতা থাকা উচিত।
প্রথমেই যে আপনাকে মন থেকে মেনে নেয় আর - আপনি কেমন জেনে আপনাকে ভালোবাসে সেখানে অসুন্দর কিছু স্হায়ী হয় না।

তাকেই ভালোবাসো,যে লক্ষ মানুষের সামনেও তোমার পরিচয় দিতে লজ্জাবোধ করবে না!

সবাই তো সুখের সময় বন্ধু হয় তুমি না হয় তোমার দুঃখের সময় আমাকে বন্ধু বানিও   রাতে যখন খুব একা লাগবে কারো সাথে মেসেজ কর...
16/01/2025

সবাই তো সুখের সময় বন্ধু হয় তুমি না হয় তোমার দুঃখের সময় আমাকে বন্ধু বানিও
রাতে যখন খুব একা লাগবে কারো সাথে মেসেজ করে সময় কাটাতে ইচ্ছে করবে তখন আমাকে না হয় মেসেজ দিও
দিনের বেলায় অনেকেই তোর পাশে থাকবে রাতে না হয় এই বন্ধুকে তোমার পাশে রেখো
আমি তো একা ই থাকি নেই কোন বন্ধু নেই কোন জি এফ নেই কারো ছেড়ে যাবার চিন্তা

আসেন পরিচিত হ‌ই ❣️পরিচয় থেকে বন্ধুত্ব সিনিয়র জুনিয়র ব্যাপার না 🥰মিশতে জানলে সবাই বন্ধু ধন্যবাদ💓সবাই কে শুভ রাত্রি শুভ...
16/01/2025

আসেন পরিচিত হ‌ই ❣️
পরিচয় থেকে বন্ধুত্ব সিনিয়র জুনিয়র ব্যাপার না 🥰মিশতে জানলে সবাই বন্ধু ধন্যবাদ💓
সবাই কে শুভ রাত্রি শুভেচ্ছা রইল বন্ধুরা ❣️🥰

ব্যাপারটা হচ্ছে, আপনি যখন একা থাকতে চাইবেন, তখন মানুষ আপনার প্রতি আগ্রহ দেখাবে। তবে আপনার যখন কারো প্রতি আগ্রহ জন্মাবে, ...
16/01/2025

ব্যাপারটা হচ্ছে, আপনি যখন একা থাকতে চাইবেন, তখন মানুষ আপনার প্রতি আগ্রহ দেখাবে। তবে আপনার যখন কারো প্রতি আগ্রহ জন্মাবে, ঠিক তখন আপনি একা হয়ে যাবেন-একদম একা!

Address

Coxs Bazar
Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when Asha Moni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share