Ruplabonner Bangladesh

Ruplabonner Bangladesh Massage or post me something ..... what u have ... from Bangladesh

And SHARE me .....

কক্সবাজার রেলওয়ে স্টেশনের বর্তমান চিত্র। একমাস আগে এটার যাত্রা হয়েছে আর এরমাঝে অবস্থা এমন!! আমরা বাঙ্গালী অনেক আজিব ক্যা...
21/12/2023

কক্সবাজার রেলওয়ে স্টেশনের বর্তমান চিত্র।
একমাস আগে এটার যাত্রা হয়েছে আর এরমাঝে অবস্থা এমন!!
আমরা বাঙ্গালী অনেক আজিব ক্যারেক্টার।
যিক্কে যাবি ইক্কে বরবাদ গরি ন আইলে তোরার অজম নু অয় ক্যেন?

Photo credit: Rajesh Chakraborty.

অন্ন***বি.সুপকসপ্ন দেখি দু'মুঠো অন্নের,চুরি করা ও দন্ডের.!পেটে খিদা কেন আসে আচ্ছা.?অন্ন যোগাতে দিন রাত্রি এক.!হে প্রভু, ...
20/12/2023

অন্ন
***বি.সুপক

সপ্ন দেখি দু'মুঠো অন্নের,
চুরি করা ও দন্ডের.!

পেটে খিদা কেন আসে আচ্ছা.?
অন্ন যোগাতে দিন রাত্রি এক.!

হে প্রভু,
কেন দিয়াছ দান,এই পেট.?
কে কি করছে,খবর কি রাখো.?
নাকি উপরে বসে শুধু হিসাব রাখ.?
কাউকে বড় লোক,
কাউকে ছোট কেন গড়.?

কারো হাত নেই,কারো পা নেই,
অন্যের কাছেও মান নেই.!

কি ভাব নিজেকে মহা কারিগড়.?
লাভ নেই সেজে ইশ্বর।

খেতে পাই না দু'মুঠো
বলে কিনা খোদা আছে.!
কি আসে যায় আমি না খেলে.!
তুমি তো আছো আপন বেশে।
আমি,দিন রাত্রি এক করি অন্ন যোগাতে।

গীতাঞ্জলি - ১৫২রেলপথে, ২৫ শ্রাবণ, ১৩১৭       সংসারেতে আর-যাহারা              আমায় ভালোবাসে       তারা আমায় ধরে রাখে     ...
20/12/2023

গীতাঞ্জলি - ১৫২
রেলপথে, ২৫ শ্রাবণ, ১৩১৭

সংসারেতে আর-যাহারা
আমায় ভালোবাসে
তারা আমায় ধরে রাখে
বেঁধে কঠিন পাশে।
তোমার প্রেম যে সবার বাড়া
তাই তোমারি নূতন ধারা,
বাঁধ নাকো, লুকিয়ে থাক'
ছেড়েই রাখ দাসে।

আর-সকলে, ভুলি পাছে
তাই রাখে না একা।
দিনের পরে কাটে যে দিন,
তোমারি নেই দেখা।
তোমায় ডাকি নাই বা ডাকি,
যা খুশি তাই নিয়ে থাকি;
তোমার খুশি চেয়ে আছে
আমার খুশির আশে।

দুইটাই কিন্তু বাঘ।১ম টি যিনি বানিয়েছেন তিনিও আর্টিস্ট। ২য় টি যিনি বানিয়েছেন উনিও আর্টিস্ট। এখন চয়েজ আপনার, আপনি কোন ...
04/12/2023

দুইটাই কিন্তু বাঘ।
১ম টি যিনি বানিয়েছেন তিনিও আর্টিস্ট। ২য় টি যিনি বানিয়েছেন উনিও আর্টিস্ট। এখন চয়েজ আপনার, আপনি কোন আর্টিস্ট এর কাছে যাবেন বা কোন বাঘটা আপনার চাই।

তবে এটা মাথায় রাখবেন চিনি যত বেশি দেবেন, ততই শরবত মিষ্টি হবে। ভালো জিনিসের দাম একটু বেশিই হয়। টাকা ঢালবেন না, চাইবেন ১ম বাঘটা, তা কখনই পাবেন না।

বাঘ মাত্র একটা উদাহরন যা দিয়ে সকল কাজকেই বুঝালাম। প্রোডাক্ট যাই হোক কোয়ালিটি ভালো চাইলে তো টাকাটাও সেইরকম ঢালতে হবে এটাই চিরন্তন সত্য।

সুতরাং নিজেদের কষ্টের টাকায় কিছু কেনার আগে অবশ্যই চিন্তা করা উচিৎ 😁

৩০ টাকার জিনিস ৫ টাকা, আর ১০ টাকার জিনিস ৬ টাকায় কখনোই দেয়া পসিবল না🤭
এটা এক শ্রেনীর মানুষ বুঝেনা,এটা আসলে নিজেদের রুচির বিষয়।

01/09/2023
13/08/2023

আমাদেরই চট্টগ্রামে হঠাৎ করে আইফেল টাওয়ার দেখা দিয়েছে 🇧🇩🇧🇩🇧🇩🗼

আমরা যারা ইউরোপে আসার চেষ্টা করি, তাদের মধ্যে সাধারনত ৩ ধরনের মানুষ থাকে-√ ইউরোপে পড়াশুনা করতে আসে, পড়াশুনা শেষ করে দেশে...
23/07/2023

আমরা যারা ইউরোপে আসার চেষ্টা করি, তাদের মধ্যে সাধারনত ৩ ধরনের মানুষ থাকে-
√ ইউরোপে পড়াশুনা করতে আসে, পড়াশুনা শেষ করে দেশে ফেরত যায়।
√ ইউরোপে পড়াশুনা করতে আসে, কিন্তু তাদের আসোল উদ্দেশ্য থাকে স্থায়ীভাবে বসবাস করা।
√ ইউরোপে সহজে আসার জন্য স্টুডেন্ট ভিসায় এপ্লাই করে, এরপর পড়াশুনা কন্টিনিউ না করে এখানে স্থায়ীভাবে বসবাসের জন্য চেষ্টা করে।

যারা ২য়,৩য় নাম্বার শ্রেনীতে পড়েন, তারা অনেকেই জানেন না PORTUGAL 🇵🇹 এ ইউরোপের মধ্যে সবচেয়ে সহজ এবং কম সময়ে রেসিডেন্স পারমিট পাওয়ার পাশাপাশি স্থায়ীভাবে বসবাসের জন্য নাগরিকত্ব পাওয়া যায়। আর PORTUGAL 🇵🇹 এর পাসপোর্ট হয়ে গেলে ইউরোপের যেকোনো দেশে বৈধভাবে থাকা এবং কাজ করা যায়। এছাড়া পৃথিবীর অধিকাংশ দেশে ভিসা মুক্ত ভ্রমনের সুবিধা তো আছেই!

PORTUGAL 🇵🇹 এ সহজে রেসিডেন্স পারমিট পাওয়ার ধাপগুলো নিয়ে ভিডিও আপলোড দিব শীঘ্রই!

পৃথিবীতে সবচেয়ে সুন্দর পেশা হলো শিক্ষকতা ❤️
11/07/2023

পৃথিবীতে সবচেয়ে সুন্দর পেশা হলো শিক্ষকতা ❤️

এক নজরে তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ার।
07/07/2023

এক নজরে তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ার।

চাঁদের পানে চেয়ে চেয়েরাত কেটেছে কত,তাইতে সোনা চাঁদের কণাপেয়েছি মনের মতো।ধনকে নিয়ে বনকে যাবআর করব কী?চুপটি করে বসে ধন...
28/06/2023

চাঁদের পানে চেয়ে চেয়ে
রাত কেটেছে কত,
তাইতে সোনা চাঁদের কণা
পেয়েছি মনের মতো।
ধনকে নিয়ে বনকে যাব
আর করব কী?
চুপটি করে বসে ধনের
মুখটি নিরখি।

কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই!কোথায় গেল লাঙ্গল জোয়াল কোথায় গেল মই।কোথায় গেল গরুর গাড়ি কোথায় গরুর হালকোথায় ...
24/06/2023

কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই!
কোথায় গেল লাঙ্গল জোয়াল কোথায় গেল মই।

কোথায় গেল গরুর গাড়ি কোথায় গরুর হাল
কোথায় গেল রংবেরঙের ডিঙি নায়ের পাল।

কোথায় গেল মাটির কলস
সেই কলসির জল
ঘরের শোভা রঙিন শিখা কোথায় গেল বল!

শকুনরা সব কোথায় গেল কোথায় গেল কাক
কোথায় গেল শিয়াল মামার হুক্কাহুয়া ডাক।

কোথায় গেল শিল আর পাটা পাটার ভাটা ঝাল
কোথায় গেল কাঠের ঢেকি ঢেকির ছাঁটা চাল।

কোথায় গেল পালকি চলার হুনহুনাহুন সুর
ঠেলার গাড়ি হারিয়ে গেল হায়রে কত দূর।

কোথায় গেল রাত্রি জেগে চিঠি লেখার দিন
কোথায় গেল হারিকেন আর কোথায় কেরোসিন।

কোথায় গেল গরুর টানা আঁখ মারানোর কল
কোথায় গেল গ্রামের বাড়ির বাংলা ঘরের ছল।

বিয়েবাড়ির গীতের আসর কোথায় গেল ভাই
কলাপাতায় আহার করার মেজবানিটাও নাই।

কোথায় গেল কাঁচের চুড়ি রেশমী ফিতার সাজ
কোথায় গেল হায় রুমালের সুতার কারুকাজ।

কোথায় গেল মাটির কূপের মিষ্টি স্বাদের জল
কোথায় গেল ডাল মারানোর শিলার যাঁতাকল।

কোথায় গেল কুলুর বলদ বন্ধ যাহার চোখ
কোথায় গেল হুক্কা তামাক হুক্কা টানার লোক।

হারানো সুর খুঁজতে গিয়ে সবচেয়ে ব্যাথা পাই
যখন দেখি কোরআন শিখার মকতব ও আর নাই।

শিরোনাম:- হারানো দিনের স্মৃতি
লেখায় :- ফেরদৌস আহমেদ

#সংগৃহীত_পোস্ট

23/06/2023

বিয়ের পরে স্ত্রীর নাম
ফোনে কি দিয়ে save করবেন?

সম্মানীত বাংলাদেশী জনগন আপনাদের লোডশেডিং এর কথা চিন্তা করে পয়রা কয়লা বিদুৎ কেন্দ্র আবার চালু হচ্ছে .এমএম
20/06/2023

সম্মানীত বাংলাদেশী জনগন আপনাদের লোডশেডিং এর কথা চিন্তা করে পয়রা কয়লা বিদুৎ কেন্দ্র আবার চালু হচ্ছে .এমএম

শাকিরের রোপন করা গাছের সংখ্যা হলো একুশ হাজার পাঁচশত একচল্লিশটি। শাকির গাছের চারা লাগাচ্ছে গত আট বছর ধরে।স্যালুট শাহ সিকা...
16/06/2023

শাকিরের রোপন করা গাছের সংখ্যা হলো একুশ হাজার পাঁচশত একচল্লিশটি। শাকির গাছের চারা লাগাচ্ছে গত আট বছর ধরে।
স্যালুট শাহ সিকান্দার আহমেদ শাকির।
সিলেট পেলো একজন কার্তিক পরামানিককে। আসুন আমরাও গাছ লাগাই।।

সচেতনতা মূলক পোস্ট।

বাংলাদেশের🇧🇩 ভিসা যারা দেখেন নাই তাদের জন্য। ওনেক সুন্দর আমাদের দেশের ভিসা।
13/06/2023

বাংলাদেশের🇧🇩 ভিসা যারা দেখেন নাই তাদের জন্য।
ওনেক সুন্দর আমাদের দেশের ভিসা।

আজ থেকে কয়েক মাস আগের ঘটনা। চোট পেয়ে ভারতীয় দলের বাইরে ছিলেন রবীন্দ্র জাদেজা। সেই সময় তার স্ত্রী রিভাবার হয়ে ভোটের প্রচা...
07/06/2023

আজ থেকে কয়েক মাস আগের ঘটনা। চোট পেয়ে ভারতীয় দলের বাইরে ছিলেন রবীন্দ্র জাদেজা। সেই সময় তার স্ত্রী রিভাবার হয়ে ভোটের প্রচারে রাস্তায় নেমে পড়েছিলেন জাড্ডু। তখন অনেক তির্যক মন্তব্য ভেসে এসেছিল জাদেজার উদ্দেশে। অনেকেই বলেছিলেন, চোট সারানোর নাম-গন্ধ নেই, ভোটের প্রচার করতে ব্যস্ত! আসলে এশিয়া কাপ ও T20 বিশ্বকাপের মতো মঞ্চে তাকে ছাড়া ভারতের খারাপ প্রদর্শনের জন্য অনেকেই ব্যথিত ছিলেন সেই সময়।

তারপর কেটে গেছে প্রায় চার-পাঁচ মাস। বাইশ গজে প্রত্যাবর্তন হয়েছে রবীন্দ্র জাদেজার। বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যাটে-বলে দুর্দান্ত প্রদর্শন করে ভারতকে সিরিজ জিতিয়েছেন। আইপিএল ফাইনালে শেষ 2 বলে 10 রান করে চেন্নাইকেও জিতিয়েছেন। জাদেজা ফিরেছেন, রাজার বেশেই প্রত্যাবর্তন করেছেন এই রাজপুত।

জাদেজার ব্যাটে উইনিং শটটা আসার পর ক্যামেরায় ধরা পড়লেন রিভাবা। তার চোখে তখন আনন্দাশ্রু। মাঠে ঢুকে জড়িয়ে ধরলেন স্বামীকে। মুখে স্বস্তির হাসি। সেদিন ভোটের প্রচারে তার স্বামী তার পাশে ছিলেন, তার জয়ের সাক্ষী ছিলেন। আজ স্বামীর এই জয়ের দিনে প্রাণভরে তাকে আপন করে নিলেন রিভাবা। রবীন্দ্র-রিভাবার আলিঙ্গনের কাছে আজ বলিউড রোমান্সও ফেল! ❤️

কিছু কিছু মানুষ আছে উপরে উপরেঅনেক ভালোবাসা কিন্তুু  বাস্তবে এই অবস্থা.....।
23/05/2023

কিছু কিছু মানুষ আছে উপরে উপরে
অনেক ভালোবাসা
কিন্তুু বাস্তবে এই অবস্থা.....।

শিক্ষনীয় গল্প⁉️এক গ্রামে একজন কৃষক ছিলেন।তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বিক্রি করতেন।  একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি ক...
09/05/2023

শিক্ষনীয় গল্প⁉️
এক গ্রামে একজন কৃষক ছিলেন।
তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বিক্রি করতেন।
একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে।

কৃষক তা বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন।
মাখনগুলো গোল-গোল রোল আকৃতিতে রাখা ছিল।
যার প্রত্যেকটির ওজন ছিল ১ কেজি করে।
শহরে পৌঁছে কৃষক প্রতিবারের ন্যায় পূর্ব নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে,পরিবর্তে চা চিনি তেল ও তার সংসারের প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে আসতেন।

আজ কৃষক চলে যাওয়ার পরে দোকানদার মাখনের রোলগুলো একটা একটা করে ফ্রিজে রাখার সময়
ভাবলেন মাখনের ওজন সঠিক আছে কিনা আজ একবার পরীক্ষা করে দেখা যাক।
মাখনের রোলগুলো ওজন করতেই উনি দেখলেন মাখনের ওজন আসলে ১ কেজি নয় তা প্রতিটা আছে ৯০০ গ্রাম করে।

পরের সপ্তাহে আবার কৃষক উক্ত দোকানে মাখন বিক্রি করতে গেলেন।
দোকানের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বললেন,বেরিয়ে যাও আমার দোকান থেকে।

এবার থেকে কোন বেঈমান চিটিংবাজের সাথে ব্যবসা কর। আমার দোকানে আর কোনদিন পা রাখবে না।
৯০০ গ্রাম মাখন ১ কেজি বলে বিক্রি করা লোকটার মুখ আমি দেখতে চাইনা।”

কৃষক বিনম্রভাবে কম্পিত স্বরে দোকানদারকে বললেন ”দাদা!
দয়া করে রাগ করবেন না।
আসলে আমি খুবই গরিব মানুষ,দাড়িপাল্লার বাটখারা কেনার মতো পয়সা আমার নেই।
তাই আপনার থেকে প্রতিবার যে এক কেজি করে চিনি নিয়ে যেতাম,সেটা দাড়িপাল্লার একপাশে রেখে অন্য পাশে মাখনের রোল মেপে নিয়ে আসতাম!!

শিক্ষণীয় বিষয়:

আপনি অপরকে যেটা দেবেন,সেটা কোন না,কোন ভাবে আপনার কাছে ফিরে আসবেই,?
সেটা সম্মান হোক কিংবা ঘৃণা⁉️

যতক্ষণ কেউ দৃষ্টির আড়ালে চলে না যায়, ততক্ষণ পর্যন্ত কে চেয়ে চেয়ে দাঁড়িয়ে থাকে?
30/04/2023

যতক্ষণ কেউ দৃষ্টির আড়ালে চলে না যায়, ততক্ষণ পর্যন্ত কে চেয়ে চেয়ে দাঁড়িয়ে থাকে?

22/04/2023

💞💞 ঈদ মোবারক 💕💕 💖💖 ঈদ মোবারক 💖💖
প্রিয় দেশবাসী সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

প্রয়োজন না হলেও এদের কাছ থেকে কারন ছাড়া কিছু কিনুন! কারন এরা বাদাম বিক্রি করে বাড়ি বানাবে না, দু-বেলা ভাত খাবে..মানবত...
16/04/2023

প্রয়োজন না হলেও এদের কাছ থেকে কারন ছাড়া কিছু কিনুন! কারন এরা বাদাম বিক্রি করে বাড়ি বানাবে না, দু-বেলা ভাত খাবে..

মানবতার চোখ দিয়ে একটি বার বাচ্চাটার মুখের দিকে তাকান!

উত্তর ২৪ পরগনার মালঞ্চ বলে একটি ছোট্ট শহর আছে।সেখানকার বাজারে বাদাম বিক্রি করে এই ছোট্ট বাচ্চা টি।এই পৃথিবীতে ওর একজন দূর সম্পর্কের কাকা ছাড়া আর কেউ নেই।কাকার কথা না বলাই ভালো।বাচ্চাটির খুব খুব কষ্ট।ভালো করে দুটো খেতে পায় না।আপনাদের অনেক বন্ধু আছেন যারা মালঞ্চ জায়গাটা হয়তো চেনেন।একটু সবাইকে বলবেন যেনো এই বাচ্চাটির কাছ থেকে কিছু বাদাম কেনেন।

মানুষ দুটো ভাতের জন্য কতো কষ্ট করে।এইরকম বাচ্চা আমাদের সমাজে অনেক অনেক ছড়িয়ে আছে।আর কতো দিন আমরা এইভাবে চুপ করে বসে থাকবো।আমরা যদি প্রত্যেক টা দেশের প্রত্যেক টা অঞ্চলে এই রকম দুটো ভাত খাওয়ার জন্য কষ্ট করা এই শিশুদের পাশে এসে দাঁড়াই তবেই তো আমরা চিৎকার করে বলতে পারবো.....

💖💖 💖এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক'রে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।💖💖💖

©

16/04/2023

Pohela Boisak in France 🇫🇷

16/04/2023

Little Bangladesh 🇧🇩 in France 🇫🇷 Paris

দোকানদার ছাড়া দোকান🤔📍রাঙামাটির লুসাই গ্রামে দোকানটির অবস্থান।
10/04/2023

দোকানদার ছাড়া দোকান🤔
📍রাঙামাটির লুসাই গ্রামে দোকানটির অবস্থান।

-কাকে নিয়ে হেটে বেড়াতে চান!.🥰❤️
09/04/2023

-কাকে নিয়ে হেটে বেড়াতে চান!.🥰❤️

১৯৭৪ সালে বাংলাদেশে ভয়াবহ বন্যা হয়েছিলো। বন্যার্তদের সাহায্য করার জন্য পঁচিশে অগাস্ট ঢাকা স্টেডিয়ামে একটা চ্যারিটি ফুটবল...
09/04/2023

১৯৭৪ সালে বাংলাদেশে ভয়াবহ বন্যা হয়েছিলো। বন্যার্তদের সাহায্য করার জন্য পঁচিশে অগাস্ট ঢাকা স্টেডিয়ামে একটা চ্যারিটি ফুটবল ম্যাচ হয়েছিলো। সেটাতে অংশ নিয়েছিলো নায়িকা দল বনাম নায়ক দল। এই খেলা থেকে অর্জিত সকল টাকা জমা দেওয়া হয়েছিলো প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে।

সেই খেলার একটা দৃশ্য এটা। বলে লাথি মারতে গিয়ে মিস করেছেন কবরী। সেই লাথি গিয়ে লেগেছে নায়ক খসরুর পায়ে। আমি নিশ্চিত এর পরেও ফাউল দেওয়া হয়নি। সেদিন খেলার রেফারি ছিলেন সুভাষ দত্ত এবং হাসমত। তবে, উনাদেরকে আগেই চা নাস্তা খাইয়ে নায়িকা দল কিনে নিয়েছিলো হয়তো। ফলে, তাদের বিরুদ্ধে বাঁশি বাজান নাই দুই রেফারি পুরো খেলাতেই। হাত দিয়ে গোল দিলেও গোল ঘোষণা করেছেন তারা।

নির্মল আনন্দ কৌতুকে্র ম্যাচ ছিলো একটা। দর্শকদের আনন্দ দেবার জন্য নানা ধরনের মজা করেছেন নায়ক, নায়িকা এবং কৌতুক অভিনেতারা। কেউ বল হাতে নিয়ে ছুটেছেন, কেউ সিরিয়াস ভঙ্গিতে খেলার ভান করেছে, কেউ অন্যকে ধাক্কা দিয়ে ফেলে দেবার চেষ্টা করেছেন। চ্যারিটি ম্যাচে যা যা প্রয়োজন, তার সবই তারা করেছেন।

আমাদের গ্রাম– বন্দে আলী মিয়াআমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর,থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর৷পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই,এক...
09/04/2023

আমাদের গ্রাম
– বন্দে আলী মিয়া

আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর,
থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর৷
পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই,
এক সাথে খেলি আর পাঠশালে যাই৷
আমাদের ছোট গ্রাম মায়ের সমান,
আলো দিয়ে, বায়ু দিয়ে বাঁচাইয়াছে প্রাণ৷
মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি,
চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি৷
আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় যেন,
মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন৷
সকালে সোনার রবি পুব দিকে ওঠে,
পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে৷

কাই হাভার্টজ 🗣️ — "সব ফুটবলারই বিলাসিতা পছন্দ করেন না৷ উদাহরণস্বরূপ, এন'গোলো কান্তে ১০ বছর ধরে একই ফোন ব্যবহার করছেন৷"গা...
06/04/2023

কাই হাভার্টজ 🗣️ — "সব ফুটবলারই বিলাসিতা পছন্দ করেন না৷ উদাহরণস্বরূপ, এন'গোলো কান্তে ১০ বছর ধরে একই ফোন ব্যবহার করছেন৷

"গাড়ির প্রতি তার কোন আগ্রহ নেই। জামা কাপড়ের প্রতি তার কোন আগ্রহ নেই। তিনি ক্রেতা নন। তিনি বিলাসবহুল জীবনযাপনে আগ্রহী নন। তিনি খুব আলাদা।" ❤️

যেই মানুষ গাছটিকে কেটে ফেলার জন্য পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে অবশেষে ঐ গাছটি তাকে ছায়া দিচ্ছে , ঠিক তেম...
02/04/2023

যেই মানুষ গাছটিকে কেটে ফেলার জন্য পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে অবশেষে ঐ গাছটি তাকে ছায়া দিচ্ছে , ঠিক তেমনি তুমি যার ক্ষতি করার জন্য সব সময় চেষ্টা করছো একদিন হয়তো তুমিই তার ছায়াতলে আশ্রয় নিবে।
গাছটি তার জীবন্ত উদাহরণ!

বাজান দশটা টাহা বাড়াইয়া দিবা?মাইয়াডার লাইগা একটা জামা কিনবার চাই.একজন রিকশাওয়ালা বাবা😭😭
02/04/2023

বাজান দশটা টাহা বাড়াইয়া দিবা?
মাইয়াডার লাইগা একটা জামা কিনবার চাই.
একজন রিকশাওয়ালা বাবা😭😭

খাদ্যের অভাবে 😭
25/03/2023

খাদ্যের অভাবে 😭

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ruplabonner Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Cox's Bazar

Show All

You may also like