Qari Abu Bakar Siddiq official

Qari Abu Bakar Siddiq official This is Qari abu bakar Siddiq. Welcome to my Official page ❤️

Contact No:+8801872883507

বিশ্ব বরেন্য ক্বারি বাংলাদেশের প্রধান ক্বারি ও ইলমে ক্বেরাতের প্রধান পথ প্রদর্শক শায়েখ ক্বারি আহমাদ বিন ইউসুফ আল আযহারি ...
09/05/2025

বিশ্ব বরেন্য ক্বারি বাংলাদেশের প্রধান ক্বারি ও ইলমে ক্বেরাতের প্রধান পথ প্রদর্শক শায়েখ ক্বারি আহমাদ বিন ইউসুফ আল আযহারি হাফিজাহুল্লাহর কুরআনিক সফরে মরক্কো টিভির সাংবাদিকের সাথে সাক্ষাৎকারের কিছু আনন্দময় মূহুর্ত শেয়ার করে ছড়িয়ে দিন।

#ইসলাম #কুরআন #বিশ্ব

09/05/2025

কালক্ষেপণ না করে
ছাত্র-জনতার দাবি মেনে
খুনিদের নিষিদ্ধ ও বিচারে
দ্রুত পদক্ষেপ নিন।

04/05/2025

হাসনাত আব্দুল্লাহর উপর হামলার তীব্র নিন্দা জানাই। সে ইসলামের পক্ষে কথা বলে, এটাই কি তার অপরাধ? জানতে চাইদ...

রাজকীয় বিদায়।❣️বিশ্ববিখ্যাত আরবি সাহিত্যের মহাপুরুষ আল্লামা সুলতান যওক নদভী রহিমাহুল্লাহুর জানাজার নামাজের দৃশ্য।
03/05/2025

রাজকীয় বিদায়।❣️
বিশ্ববিখ্যাত আরবি সাহিত্যের মহাপুরুষ
আল্লামা সুলতান যওক নদভী রহিমাহুল্লাহুর
জানাজার নামাজের দৃশ্য।

আল্লামা সুলতান যওক নদভী রহিমাহুল্লাহ্‌’র জানাযার সময় এবং জানাযায় আগমনকারীদের জন্য অফিসিয়াল নির্দেশনা।জানাযার স্থান: জামে...
03/05/2025

আল্লামা সুলতান যওক নদভী রহিমাহুল্লাহ্‌’র জানাযার সময় এবং জানাযায় আগমনকারীদের জন্য অফিসিয়াল নির্দেশনা।

জানাযার স্থান: জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়া, হাজিরপুল, চট্টগ্রাম। সময়: বিকাল ৪ ঘটিকা।

হাজারো আলেমের ওস্তাদ.প্রিয় রাহবারকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন
03/05/2025

হাজারো আলেমের ওস্তাদ.
প্রিয় রাহবারকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন

কি শুনলাম! জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী ইন্তেকাল করেছেন। ইন্না...
02/05/2025

কি শুনলাম! জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

যেদিন মামুনুল হক সাহেবকে হেনস্তা করা হয়েছিল সেই দিন আপনাদের  অনেকে প্রতিবাদ না করে উল্টা জালিমদের সাথে তাল মিলিয়ে ছিল।...
02/05/2025

যেদিন মামুনুল হক সাহেবকে হেনস্তা করা হয়েছিল সেই দিন আপনাদের অনেকে প্রতিবাদ না করে উল্টা জালিমদের সাথে তাল মিলিয়ে ছিল। সেই দিন যদি আলেমের অপমানে আপনারা সবাই প্রতিবাদ করতেন তাহলে মাওলানা রইস উদ্দিনকে এভাবে অপমান করতে ওরা সাহস পেত না। তাই আসুন মাসলাকগত ভেদাভেদ ভুলে গিয়ে মজলুম আলেমদের পক্ষে আওয়াজ উঠাই। তাহলে কোন জালিম কোন আলিমকে অপমান করার আগে শতবার ভাববে।

ই'জ'রা'য়ে'ল পু'ড়ছে! এখানে হাসির কিছুর নেই। এমন পরিস্থিতিতে একটু মানবিক হোন, সবাই দোয়া করুন। বাকি অংশটুকুও যেন খুব তাড়াত...
02/05/2025

ই'জ'রা'য়ে'ল পু'ড়ছে! এখানে হাসির কিছুর নেই।
এমন পরিস্থিতিতে একটু মানবিক হোন, সবাই দোয়া করুন। বাকি অংশটুকুও যেন খুব তাড়াতাড়ি পুড়ে ছাই হয়ে যাই।

02/05/2025

হেফাজত আসছে
--------------- মুহিব খান

হেফাজত হেফাজত আসছে
রাজপথ রাজপথ কাঁপছে..

মুমিনের বাংলায় ইসলাম রক্ষায় হেফাজত হয়ে গেছে তৈরি।
নাস্তিক মুরতাদ হবে হবে বরবাদ ঈমানের দুশমন বৈরী।

শান্তির ইসলামে যদি সংকট নামে হেফাজত হবে বিক্ষুব্ধ।
লাখো কোটি তৌহিদী জনতাকে সাথে নিয়ে
হবে হবে বিপ্লব যুদ্ধ।

বাংলার ঘরে ঘরে শহরের নগরে ওরে চেয়ে দেখো বিপ্লব ভাসছে..

হেফাজত হেফাজত আসছে
রাজপথ রাজপথ কাঁপছে..

দেশ জাতি মানবতা ইসলাম ধ্বংসের যত কিছু হোক ষড়যন্ত্র-
সব নস্যাৎ হবে, হেফাজত মুখে রবে 'আল্লাহু আকবার' মন্ত্র।

হেফাজত ঝঞ্ঝায় উঠবে কাঁপন ওই কাপুরুষ জালিমের তখতে।
বিপ্লব জিহাদের উড়বে পতাকা ফের
সহস্র শহীদের রক্তে।

কেঁদো না কেঁদো না হায়, জান্নাত দরজায়
ওই দেখো শহীদেরা হাসছে..

হেফাজত হেফাজত আসছে
রাজপথ রাজপথ কাঁপছে..

ফেনীর জামিয়া রশিদিয়া মাদ্রাসায় গেলে দেখবেন সেখানে রুমের ভিতরে রাতে সিট করে থাকার মতো জায়গা নেই। শুবার জন্য বারান্দায় বিছ...
01/05/2025

ফেনীর জামিয়া রশিদিয়া মাদ্রাসায় গেলে দেখবেন সেখানে রুমের ভিতরে রাতে সিট করে থাকার মতো জায়গা নেই। শুবার জন্য বারান্দায় বিছানা করতে হয় ।

উম্মুল মাদারিস খ্যাত হাটহাজারী মাদ্রাসার বোর্ডিং এর ডালের একটা আলাদা পরিচিতি আছে । সেটা হলো এই ডাল দেখলে বুঝার উপায় নাই এটা ডাল নাকি অজুর পানি । খাবার খেতে গিয়ে ভাত আর তরকারির মধ্যে পোকা পাওয়ার ঘটনা তো হরহামেশাই ঘটে থাকে ।

বাংলাদেশে এমন মাদ্রাসার অভাব নেই যেখানে বোর্ডিংয়ে মাসের পর মাস ডাল আর আলু ভর্তা ছাড়া অন্য কিছু রান্না হয়না বলেই চলে । কোন ছাত্রাবাস নাই অথচ সেটা মাস্টার্স সমমানের দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা ।

এই যে বারান্দায় বিছানা করে ঘুমানো......
অথবা পানির থেকেও পাতলা ডাল খাওয়া .....
কিংবা মাদ্রাসার এমদাদী খানার উপর ইকতেফা .....
এগুলোর ফলাফল কি ?????

এগুলোর ফলাফল হলো কিছু অসাধারন রিজাল পাওয়া । ফিকাহ্ বলেন , হাদিস বলেন , খেতাবাত বলেন, ওয়ায়েজ বলেন অথবা অন্য কোন পেশা । খবর নিয়ে দেখুন এরা প্রায় সবাই পানির মতো ডাল আর লাবড়া খেয়ে মানুষ হওয়া ছেলে ।

কোরবানিরে ঈদের দিনে চামড়া টানতে কেমন লাগে সেটা যে টেনেছে শুধু সেই জানে । পরিবার-পরিজন রেখে ঈদ করার অনুভূতি টা সে ছাড়া অন্য কারো পক্ষে বলা সম্ভব না ৷

বসুন্ধরা মাদ্রাসায় ভর্তি ফরমে অনুমোদন সাক্ষর আনতে কয়কঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় । মাথার ঘাম পায়ে পড়ার বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হবেন৷ ক্লাসের সামনের দিকের টেবিলে সিট পেতে সারারাত নির্ঘুম কাটাতে হয় ।

জামিয়া রাহমানিয়ার মরহুম নোমান সাহেব কম্পিউটারের সামনে বসেই দরসে তিরমীযির অনুবাদ করেছিলেন । হাদিস বিশেষজ্ঞ আব্দুল মালেক সাহেবকে মরহুম আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ সাহেব পাকিস্তান থেকে সৌদি আরবে ঢেকে নিয়ে গিয়েছিলেন নিজের খাস শিষ্য বানানোর জন্য । উনারা কেমন মাদ্রাসা পড়ুয়া ছেলে ?? জ্বি ...হ্যা উনারাও পানির মতো ডাল আর লাবড়া খাওয়া কওমি ছাত্র ।

মারকাযুদ্দাওয়া কিংবা আকবর কমপ্লেক্সের মতো জায়গায় ইফতা পড়তে কি পরিমান মেধাবী হতে হয় জানা আছে ? ঢালকানগঢ়ে হাদিস পড়ুয়া, মালিবাগ কিংবা রাহমানিয়ায় তাইসির থেকে দাওরা পর্যন্ত পড়ুয়া ছেলেদের সাথে একটু মিশে দেখবেন । মেধার লেভেলটা বুঝতে পারবেন ।

বেফাক কিংবা হাইআতের পর্রীক্ষার মেধা তালিকা কোনদিন মনোযোগ দিয়ে দেখেছেন ? খেয়াল করলে দেখবেন কতো অল্প নাম্বারের ব্যাবধানে একটা ছাত্র পেছনে পড়ে যায় । যারা টিকে যায় তারা পানির মতো ডাল আর লাবড়া খেয়ে সারারাত মুতাআলা করতে পারবে বলেই টিকে থাকে । নইলে কার ঠেকা পড়েছে কষ্ট করে গিয়ে নিজের জীবনের সব স্বাদ-আস্বাদন বলিদান করতে ? কারো ঠেকা নাই ।

আসলে এই ছাত্রাবাস ছাড়া ক্লাসরুমে ঘুমানো, পানির মতো ডাল, লাবড়া আর আলু ভর্তা আমাদের জন্য আশীর্বাদ । এইটুকু কষ্ট না করলে আমরা উপরে উঠতে পারবো না ।

ধন্যবাদ আমাদেরকে কষ্টের কথাটা স্মরন করিয়ে দেয়ার জন্য :-)
সবাই কষ্ট করতে পারে না । এটা সবার কাজ না । এটা আমাদের কাজ । এই কারণেই আমরা আজ পর্যন্ত স্ব গৌরবে টিকে আছি। এতোদিন পর্যন্ত আমরা নিজেদের অবস্থান নিজেরাই তৈরি করে নিয়েছি । ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ। :-)

01/05/2025

শ্রমিকদের হক যথার্থ আদায় করা প্রতিটি মালিকের আবশ্যিক দায়িত্ব। এতে সামাজিক বন্ধন মজবুত হয়।

Address

Cox’s Bazar
Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Qari Abu Bakar Siddiq official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Qari Abu Bakar Siddiq official:

Share