Razib's

Razib's "মনুর্ভব জনয়া দৈব্যং জনম্" - ঋগ্বেদঃ ১০|৫৩|০৬
মানুষ হও এবং অন্যকেও মানুষ হিসেবে গড়ে তুলো।।

16/11/2024
দীপাবলিতে দীপ তো জ্বালাবেন, কিন্তু কেন জ্বালাচ্ছেন সেটা জানা আছে তো?দীপের জ্যোতি যেভাবে অন্ধকারকে দূর করে আলোকিত করে তু...
31/10/2024

দীপাবলিতে দীপ তো জ্বালাবেন, কিন্তু কেন জ্বালাচ্ছেন সেটা জানা আছে তো?
দীপের জ্যোতি যেভাবে অন্ধকারকে দূর করে আলোকিত করে তুলে চারপাশ, সেভাবে আমাদের মনের অবিদ্যারূপ অন্ধকার দূর করার জন্যে জ্ঞানরূপ বিদ্যার জ্যোতি জ্বালাতে হয়। অবিদ্যা অর্থাৎ আমিত্ব বোধ বা অহংকার, আমার আমার ভাব বা এই মায়ামোহ। এই অন্ধকার থেকে আলোতে যাওয়ার জন্য প্রয়োজন হয় চেতনার উন্মেষ। দেবী কালী এই জ্ঞানরূপ চেতনার মূর্ত প্রকাশ। তাই দীপাবলিতে দীপ প্রজ্বলন আসলে অন্তরের অন্ধকারকে দূর করার কামনা।দেবীর কৃপায় আমাদের অবিদ্যা নাশ হয়ে জ্ঞান চক্ষুর উন্মোচন হলে তবেই হয় আসল দীপাবলি।

এখন সে খারাপ মন্তব্য করুক বা কটুক্তি করুক সেটা বিষয় না।  বিষয় হলো তার কোন অভিজ্ঞতা আছে? কোনো বিষয়ে মন্তব্য করার আগে তার ...
29/10/2024

এখন সে খারাপ মন্তব্য করুক বা কটুক্তি করুক সেটা বিষয় না। বিষয় হলো তার কোন অভিজ্ঞতা আছে? কোনো বিষয়ে মন্তব্য করার আগে তার প্রকৃত অর্থ, ইতিহাস এবং মূল ভাবনা সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারাতো ঠিকমতো কথাই বলতে জানেনা! রবিন্দ্র দা আসলেই খারাপ বলে নি।
আগে নিজে শিখুন রাজত্ব করার আগে রাজ্যভার কি, প্রজা কি জিনিষ সেটা। হঠাৎ দুই দিনের রাজত্ব করতে এসে রাজ্যহীন হয়ে যেও না।
রামরাজ্য: রামরাজ্য হলো এমন এক আদর্শ রাষ্ট্রের প্রতিচ্ছবি, যেখানে শাসক ও প্রজার মধ্যে মৈত্রী, ধর্ম এবং ন্যায়ের আধিপত্য বিরাজ করে।
রামরাজত্ব: রামরাজত্ব হলো সেই শাসনব্যবস্থা যেখানে শাসক তাঁর ব্যক্তিগত সুখের পরিবর্তে প্রজাদের কল্যাণকে অগ্রাধিকার দেন। সত্যিকার শাসক হওয়ার অর্থ কেবল ক্ষমতার অধিকারী হওয়া নয়; বরং প্রজাদের প্রতি দায়িত্বশীল, সহানুভূতিশীল এবং ন্যায়পরায়ণ হওয়া।

এই ধরণের শাসন প্রতিষ্ঠা করা সহজ নয়; বরং এটি গভীর জ্ঞান, সংযম এবং কর্তব্যবোধের প্রতিফলন। রামরাজত্ব এই কথাই স্মরণ করিয়ে দেয় যে সত্যিকারের নেতৃত্ব ক্ষমতা নয়, বরং ত্যাগ ও দায়িত্বের পরিচায়ক।
যদি কেউ রামরাজত্বকে স্বৈরাচারী শাসনের সাথে তুলনা করে, তবে এটি হয়ত তাঁর ইতিহাস বা প্রাচীন শাসনব্যবস্থা সম্পর্কে অপূর্ণ জ্ঞান বা ভুল বোঝার প্রতিফলন হতে পারে। রামরাজত্বকে আদর্শ শাসনের উদাহরণ হিসেবে দেখা হয়, যেখানে প্রজাদের সুখ, নিরাপত্তা, এবং ন্যায়বিচারের প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছিল।

স্বৈরাচারী শাসনে ক্ষমতা প্রজাদের উপরে জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়, যেখানে শাসকের সিদ্ধান্তগুলোতে প্রজাদের কল্যাণের চেয়ে নিজের স্বার্থ প্রাধান্য পায়। কিন্তু রামচন্দ্রের রাজত্বে দেখা যায় তিনি নিজেকে প্রজাদের সেবক হিসেবে গণ্য করেছেন এবং প্রজাদের সন্তুষ্টি ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। উদাহরণস্বরূপ, সীতা পরিত্যাগের ঘটনায় তিনি প্রজাদের ভাবনার প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যক্তিগত দুঃখকে ত্যাগ করেছিলেন। প্রজাদের সন্দেহ ও রামের সামাজিক দায়িত্ববোধের কারণে তাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছিল, যা নৈতিকতার প্রশ্ন তুলতে পারে। এই দৃষ্টান্তে অনেকে মনে করেন, রামরাজত্বে ব্যক্তিগত সুখের চেয়ে সামাজিক প্রত্যাশা ও দায়িত্বকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল।

এখানে জ্ঞানের অভাব বা বিষয়টি ঠিকমতো না বোঝার কারণে কেউ রামরাজত্বকে স্বৈরাচারী শাসনের সাথে তুলনা করতে পারেন, কিন্তু প্রকৃতপক্ষে রামরাজত্ব স্বচ্ছ, ন্যায়নিষ্ঠ ও মানবিক শাসনের এক অনন্য উদাহরণ হিসেবে পরিচিত।

If I hadn't been born, how would I know that life is so full of sorrow?
28/10/2024

If I hadn't been born, how would I know that life is so full of sorrow?

26/10/2024

উপলব্ধি...

কম কথা বলার মধ্যেই মূল্য ও শ্রদ্ধা লুকিয়ে থাকে, আর অতিরিক্ত কথা বললে মানুষ তা হারায়।

22/08/2024

পূজার বাজেটের এক অংশ দান করেছেন বন্যা কবলিত অসহায়দের প্রতি।
লিংক কমেন্টে⚠️

Knowledge is easy,  Education is difficult.  Knowledge is in appearance,  Education is in behavior.
21/08/2024

Knowledge is easy,
Education is difficult.
Knowledge is in appearance,
Education is in behavior.

21/08/2024

দৃষ্টিভঙ্গি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস 😔

11/08/2024


জাগো সনাতনী জাগো✊🇧🇩🇧🇩

প্রেমিকার সাথে অর্থনীতি, রাজনীতি, সমাজতন্ত্র, প্রজাতন্ত্র, গণতন্ত্র,  মার্ক্সবাদ, নারীবাদ, শিক্ষা, শিল্প, সাহিত্য, বানিজ...
02/08/2024

প্রেমিকার সাথে অর্থনীতি, রাজনীতি, সমাজতন্ত্র, প্রজাতন্ত্র, গণতন্ত্র, মার্ক্সবাদ, নারীবাদ, শিক্ষা, শিল্প, সাহিত্য, বানিজ্য, ঈশ্বরবাদ, মহাকাশ, সৌরজগত, প্রোগ্রামিং, ধর্ম, অধর্ম, আস্তিক্যবাদ, নাস্তিক্যবাদ, স্বাস্থ্য সচেতনতা, জলবায়ুর পরিবর্তন, ইত্যাদি বিষয় নিয়ে মন খুলে কথা বলা না গেলে, প্রেম করার দরকার নাই।

"শুধু আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো" তিনবেলা নিয়ম করে শোনবার জন্য আর বলবার জন্য প্রেম করা মানে সময়ের অপচয়।

পৃথিবীতে ভালোবাসবার জন্য বহু মানুষ থাকে; মনোযোগ দিয়ে কথা শুনবার মানুষ পাওয়া কঠিন।

- আসাদুজ্জামান জীবন
ছবি: সংগৃহীত

এক অস্থির জেনারেশন তৈরি করছি আমরা। বিলিভ অর নট এই জেনারেশনের স্পেসিফিক কোনো লক্ষ্য নাই। এদের আদর্শিক কোনো এমবিশান নাই। প...
31/07/2024

এক অস্থির জেনারেশন তৈরি করছি আমরা। বিলিভ অর নট এই জেনারেশনের স্পেসিফিক কোনো লক্ষ্য নাই। এদের আদর্শিক কোনো এমবিশান নাই। পবিত্র কোনো মিশন নাই।

এরা বই পড়ে না, নিউজপেপার পড়ে না। আউটডোর খেলাধুলায়ও এদের অনীহা।

এরা রৌদ্রে হাঁটতে পছন্দ করে না। বৃষ্টিতে ভিজতে চায় না। কাঁদামাটি, ঘাস, লতাপাতায় এদের এলার্জি। এরা আধা কিলোমিটার গন্তব্যে যেতে আধা ঘন্টা রিক্সার জন্য অপেক্ষা করে।
এরা অস্থির। প্রচণ্ডরকম অস্থির এক জেনারেশন।

এরা অপরিচিত সিনিয়রদের সালাম দেবে না। পাশ কাটিয়ে হনহন করে চলে যাবে। অথবা গা ঘেষে পা পাড়া দিয়ে চলে যাবে। সরি বলার টেণ্ডেন্সি এদের মধ্যে নাই। এরা অনর্থক তর্ক জুড়ে দেবে। না পাবেন বিনয়ী ভঙ্গি, না পাবেন কৃতজ্ঞতাবোধ। এদের উদ্ধত আচরণ, সদম্ভ চলাফেরায় আপনি ভয়ে কুকড়ে যাবেন। সংযত হওয়ার উপদেশ দিতে চাইলেই বিপদ, নাজেহাল হওয়ার সম্ভাবনা অধিক।

আপনি পাব্লিক বাসে চড়ছেন, দেখবেন খালি সীটটায় জায়গা পেতে সবচেয়ে জুনিয়র ছেলেটা বেশি প্রতিযোগিতা করবে। আপনাকে ধাক্কাটাক্কা দিয়ে সটান বসে পড়বে। তার বয়সের দ্বিগুন এই আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তেমন কিছু করার থাকে না।

বলছিলাম এই জেনারেশনের কথা। সবচেয়ে ভয়াবহ ফিতনার কথা যে মজলিসে এই জেনারেশন দাঁড়িয়ে থাকার কথা, সেই মজলিসে তারা নিজের জন্য চেয়ার খোঁজ করে। যেখানে চুপ থাকার কথা, সেখানে জ্ঞান দিতে চেষ্টা করে।

সারা রাত ধরে অনলাইনে থাকে, সারা সকাল ঘুমায়। এরা সূর্যোদয় দেখে না, সূর্যাস্ত দেখে না। সূর্যোদয়ে বিছানায় থাকে, সূর্যাস্তে মোবাইলে থাকে।

এরা ফার্স্টফুডে আসক্ত।
এরা আউটডোর খেলা অপছন্দ করে। এরা ইনডোরে স্বস্তি পায়। নিদৃষ্ট করে বললে মূলত অনলাইন গেম তাদের ফার্স্ট প্রায়োরিটি।

এরা ইতিহাস পড়ে না। সাহিত্য বুঝে না। এরা নজরুল চিনে না, রবীন্দ্রনাথ চিনে না, ফররুখ চিনে না। সাদী, রুমি, হাফিজ ত বহু অচেনা প্রসঙ্গ। এরা বই বুঝে না, বই পড়ে না, বই কিনে না৷

এরা নন-স্কিলড। এরা হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, গাছে চড়তে জানে না, সাতার কাটতে পারে না। সাগর পাড়ি দেওয়ার সেই দু:সাহসিকতা নাই, পাহাড় কেটে পথ তৈরি করার সেই অদম্য মনোবল নাই। এদের উচ্ছ্বাস নাই। আবেগ নাই। সৎ সাহস নাই। এদের একটাই স্কিল- স্মার্ট ফোন দ্রুত স্ক্রল করতে পারা৷

এদের না আছে মূল্যবোধ, না আছে শ্রদ্ধাবোধ, না আছে শৃঙ্খলাবোধ।
কখন চলতে হবে, কখন থামতে হবে, কখন বলতে হবে, কখন শুনতে হবে এরা জানে না। এরা না বুঝে সিনিয়রিটি, না বুঝে জুনিয়িরিটি।

©

সতর্কতা বার্তাঃবিদ্যুৎ আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিস সেহেতু ন্যায্যা মূল্য পরিশোধ করাও আমাদের কর্তব্য।নিম্নে প্রদর্শিত ছবি...
23/06/2024

সতর্কতা বার্তাঃ
বিদ্যুৎ আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিস সেহেতু ন্যায্যা মূল্য পরিশোধ করাও আমাদের কর্তব্য।
নিম্নে প্রদর্শিত ছবি দুটির ডান পাশের মিটারের যাহা ২৪ইং জুন মাসের ০৯ তারিখে তুলা। যে দিন পল্লী বিদ্যুতায়ন থেকে মিটার রিডিং করতে আসলো সেই দিনের।
উল্লেখিত মিটারে KWh দাড়ায় = ১৬৩০৪ KWh
মিটার রিডার বিদ্যুৎ বিলে উঠাল = ১৬৩২০ Kwh
অতঃপর আরো ১৬ ইউনিট বেশি লিখল
সেহেতু দাড়ায় একটি ইউনিয়নে ৫০০০ ঘরবাড়ি। (বেশি/কম)
৫০০০×১৬ = ৮০,০০০ Kwh (বেশ কম হতে পারে)
৮০০০০Kwh × ৫ taka = ৪,০০০,০০০/- (প্রতি ইউনিট মূল্য সর্বনিম্ন ৫টাকা)
একবারও কি ভেবে দেখেছেন প্রতিমাসে একটি ইউনিয়ন থেকে কত লক্ষ টাকা নিয়ে যায় বেআইনি ভাবে।
ডিমান্ড চার্জ থেকে শুরু করে যত ধরনের চার্জ তো নিতেছেই তার উপর কত টা জুলুমি শুরু করে দিছে ভাবতেছেন কি আপনারা।।
ধন্যবাদ
সবাই সতর্কতা থাকুন মিটার রিডিং আসলে সতর্কতা সহিত খোজ খবর নেন।

শ্রীমদ্ভগবতগীতা❤️বিজ্ঞান যোগসপ্তমোহধ্যায়শ্লোক- ৩-৪
09/05/2024

শ্রীমদ্ভগবতগীতা❤️
বিজ্ঞান যোগ
সপ্তমোহধ্যায়
শ্লোক- ৩-৪

Address

Cox's Bazar
4702

Telephone

+8801999999999

Website

Alerts

Be the first to know and let us send you an email when Razib's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Razib's:

Videos

Share


Other Digital creator in Cox's Bazar

Show All