HUMO যদি কাউকে জানতে চাও, তাহলে আগে তাকে ভালবাসতে শিখ🖤

12/12/2024

Focus on yourself, people come and go.

08/07/2024

বিসিএস ক্যাডার জামাই না চেয়ে একসাথে ক্যাডার হওয়ার স্বপ্ন দেখা শুরু করো এইবার থেকে 🙂

লোকে বলে, “তুমি ভালো নাকি খারাপ এটা চারপাশের মানুষই তোমায় বলে দিবে।” আমি এসব কথায় এক মত হতে পারি না। কারণ নিজের চেয়ে নিজ...
27/06/2024

লোকে বলে, “তুমি ভালো নাকি খারাপ এটা চারপাশের মানুষই তোমায় বলে দিবে।” আমি এসব কথায় এক মত হতে পারি না। কারণ নিজের চেয়ে নিজেকে আর কে বা বেশি চিনে? কেউ নাহ্। কেউ যেমন তোমার ভেতরে থাকা দুঃখগুলো জানতে পারে না কোনোদিন, ঠিক তেমনি তুমি ভালো নাকি খারাপ এটাও তোমার চেহারা দেখে বলে দেওয়ার উপায় থাকে না তাদের হাতে।

বাহ্যিক আচরণ? উঁহু, এটাও ভুল উপায় আসলে। কারণ মানুষ মুখোশ পরতে ভালোবাসে। সে যেমন তার বুকের ক্ষত মুখের হাসি দিয়ে ঢেকে রাখতে পারে, তেমনি ভালো মুখোশ দিয়ে ভেতরের প'শুত্বটাকেও আড়াল করতে পারে। কী লাভ দিনের আলোয় ভালো হয়ে রাতের আধারে কালো হয়ে যাওয়ায়! যে কালোতে সবার ভয়। তাহলে কীভাবে বাহ্যিকতা দিয়ে পুরো মানুষটাকে যাচাই করা যায়? এটা তেমন, যেমন একটা প্রচলিত প্রবাদ আছে, “চকচক করলেই সোনা হয় না।”

“তুমি কেমন?”
এ প্রশ্নের উত্তর তোমার কাছেই আছে। যদি খুঁজে না পাও। তবে আমি বলবো আয়নার সামনে দাঁড়াও ঠান্ডা মাথায়। দীর্ঘ একটা শ্বাস নিয়ে আয়নায় থাকা তুমিটাকে প্রশ্ন করো। যদি মাথা নিচু না হয়, তবে দেখবে প্রশান্তিতে তোমার মুখে হাসি চলে এসেছে। আর যদি নিচু হয়ে যায়, তবে বুঝবে এখনোও অনেক পথ বাকি। যে পথের পুরোটাই নিজেকে শুধরে নেওয়ার যু'দ্ধ করে যেতে হবে তোমায়।
আর যেদিন তুমি এ যুদ্ধে জিতে যাবে সেদিন আপনাআপনি তোমার ঠোঁটেট কোণে এক চিতলে হাসির রেখা স্পষ্ট হবে। ঠিক যেন তুষারের ভেতর ফুটে থাকা একটা লাল গোলাপ!

_ নাবিলা তাসনিম

26/06/2024

পকেট ভর্তি টাকা আর পেট ভর্তি অশিক্ষা ভীষণ বিপজ্জনক কম্বিনেশন!

দুই গোলামের পুত 😊৯৯ রানের জন্য সেঞ্চুরি করতে পারলেন না,
13/06/2024

দুই গোলামের পুত 😊
৯৯ রানের জন্য সেঞ্চুরি করতে পারলেন না,

13/04/2024

Right heart, wrong generation!

03/04/2024

নিজের জীবন নিয়ে যদি একটা উপন্যাস লিখা হতো সেটা পদ্মজা উপন্যাসের চেয়েও কোনদিক দিয়ে কম হতো না 😅

25/03/2024

Reels dekhe o shanti nai duniyar sob sad post cheka khaiya post amr samne ase🙂

15/03/2024

মাবুদ গরীব বানাইলা ভালা কথা রুচি এতো বড়লোকি দিলা কেন?🙂
©

14/03/2024

শোন পদ্ম, কেও আঘাত করলে কাঁদতে নেই। কারণ" মানুষ আঘাত করে কাঁদানোর জন্যই"। আর যখন উদ্দেশ্য সফল হয় তখন তারা শান্তি পায় । যে আঘাত করলো তাকে কেন শান্তি দিবি? শক্ত থাকবি। বুঝিয়ে দিবি তুই এত দুর্বল নয় ।যারে তারে পাত্তা দিস না। হাজার কষ্টেও কাঁদবি না। কান্না সাময়িক সময়ের জন্য মন হালকা করে পুরোপুরি নয়। যে তোকে আঘাত করবে তাকে তুই তোর চাল-চলন দিয়ে ছিন্নভিন্ন... করে দিবি। তখন তার মুখটা দেখে তোর যে শান্তিটা হবে সেটা কান্না করার পর হবে না।

‌~পদ্মজা

12/03/2024

প্রথম ইফতার ডান বলে পোস্ট দিতে ভুলে গেছো নাকি?🥴

08/03/2024

যার ভালো হয় তার সবকিছুই ভালো হয়। আর যে মারা খায় সে সবখানে পুন মারা খায় 😅

04/03/2024

জীবন ছোটো এবং অনিশ্চিত। কারও কোনো ক্ষতি না করে যা যা আনন্দ করতে মন চায় করে নিন। এক্ষেত্রে আপনার নিজের সিদ্ধান্তই হোক চূড়ান্ত। সমাজ জিনিসটা যতটা ভালো, ততোধিক খারাপ। মনের মধ্যে আফসোস পুষে রেখে আপনি পৃথিবী থেকে চলে গেলে কারও কিছুই এসে যাবে না। এ পৃথিবীতে কে কার! মানুষ মানুষকে মনে রাখে দু-দিন মাত্র। আপনার সময়গুলোকে মুহূর্ত বানানোর চেষ্টা করুন, দেরি হয়ে
যাবার আগেই।

~‌ সুশান্ত পাল

01/03/2024

মানুষ কল্পনাতেই সবচেয়ে বেশি সুখী।কিন্তু বাস্তবে সম্পূর্ণ তার বিপরীত 🙂

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when HUMO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share