Lyrics:
তরে রাঙ্গ দিলো
না সোনা দিলো
ও তুই পরখ কইরে দেখলি না
গুরু তরে কি ধন দিলো
তুই চিনলি না মনা
বলি গুরু তরে কি ধন দিলো
তুই চিনলি না মনা
গুরু দিলো খাঁটি সোনা
রাঙ্গ বইলে তোর জ্ঞান হইলো না
শোনরে মন কানা [২]
ওরে উপাসনা বিনে কি তোর
মিলে রুপা সোনা
গুরু তরে কি ধন দিলো
চিনলি না মনা
তরে রাঙ্গ দিলো
না সোনা দিলো
ও তুই পরখ কইরে দেখলি না
না রে
গুরু তরে কি ধন দিলো
তুই চিনলি না মনা
ওরে চণ্ডিদাস আর রজকিনী
তারাই প্রেমের শিরোমণি
রাঙ্গ কইরাছে সোনা [২]
ও তারা এক মরনে দুই জন মরে
ও দয়াল রে
ও তারা এক মরনে দুই জন মরে
বলো এমন মরে কয় জনা
গুরু তরে কি ধন দিলো
তুই চিনলি না মনা
তরে রাঙ্গ দিলো
না সোনা দিলো
ও তুই পরখ কইরে দেখলি না
গুরু তরে কি ধন দিলো
তরে রাঙ্গ দিলো
না সোনা দিলো
ও তুই পরখ কইরে দেখলি না
গুরু তরে কি ধন দিলো
তুই চিনলি না মনা
বলি গুরু তরে কি ধন দিলো
তুই চিনলি না মনা
ফরাসি তরণী বিয়ে করলেন বাউল সাধক কে
লালন শাহ এর আদর্শে আনুপ্রানিত হয়ে এই ফরাসি তরুণী বিয়ে করলেন এক বাউল কে।
সবাইকে একা করে চলে যাব অন্ধ ঘরে
এই শহর গাড়ী বাড়ি কিছুই যাবে না...
এমন ভাবে লক্ষ ভক্তের মন ভেঙে দিয়ে চির দিনের জন্যে আমাদের ছেড়ে পরপাড়ে চলে গেলেন..
সবার প্রিয় আয়ূব বাচ্চু..
পরপাড়ে ভাল থাকবেন দোয়া করি..
প্রখ্যাত কন্ঠ শিল্পী বারী সিদ্দিকী আর নেই । আজ স্কয়ার হাসপাতালে তিনি পরলোক গমন করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি অসুস্থ হবার পর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও আজ তার বড় ছেলে সাব্বির সিদ্দিকী তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
মরহুমের প্রথম নামাজের জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে হবে, এরপর দ্বিতীয় জানাজা হবে তার কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন ভবনে। এবং তার শেষ জানাজা হবে নেত্রকোনা সরকারি কলেজে। জানাজার পর তার গ্রামের বাড়ি নেত্রকোনার বাউলবাড়িতে দাফন করা হবে।
এর আগে গত শুক্রবার রাতে হার্ট এটাক করলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয় । তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিস ও কিডনির রোগে ভুগছিলেন। ডাক্তাররা জানায় তার দুটো কিডনিই অকার্যকর ছিল ।
কাবা গেলা হাজ্ব করিতে
মানুষের বানাইয়া ঘর,
আসল কাবার রাইখনিরে কেউ খবর,
মনরে আসল কাবার রাইখনিরে কেউ খবর ।।
টাকার জোরে হাজী হইলা
হাজী টাইটেল কিনিয়া লইলা।।
মনে মনে খুশি হইলা টিকেট পাইলা বেহেশ্তর,
ঐ সব হাজীর হাজ্ব লইয়া খোদা নহে তোয়াঙ্গর।
খোদার কাবা আদম কলে
টিপতে জানলে সন্ধান মিলে ।।
বাইতনি নয়নে দেখ আজব কান্ড তার ভিতর,
যেখানে বসিয়া মুছা জ্বালাই ছিল কুহেতর ।।
আশেক নইলে সাধন হয়না,
আশেক যারা তারা ফানা
কাবা কাশি শ্রী বিন্দাবন,
ঐ মানুষের থাকার ঘর ।।
গফুর বলে দিন থাকিতে,
চিনিয়া সেই মুর্শিদ ধর।।
চিনিয়া সেই মুর্শিদ ধর।।
মন আমার গেলো জানা রবে না এ ধন.....
দেখা দেওনা কাছে নেওনা আর
কত থাকি দূরে কেমনে চিনিব তোমারে।
মুর্শিদ ধনহে, কেমনে চিনিব তোমারে।।
♪
মায়া জালে বন্দি হয়ে, আর কত কাল
থাকিব মনে লয় সব ছাড়িয়া, তোমারে
খুঁজে নিব আশা করি আলো পাব, ডুবে
যাই অন্ধকারে কেমনে চিনিব তোমারে।
মুর্শিদ ধনহে ,কেমনে চিনিব তোমারে।।
♪
তন্ত্র-মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই
শাস্ত্র-গ্রন্থ পড়ি যত আরও দূরে সরে যাই
কোন সাগরে খেলতেছ লাই, ভাবতেছি
তাই অন্তরে কেমনে চিনিব তোমারে।
মুর্শিদ ধনহে, কেমনে চিনিব তোমারে।।
♪
বাউল আবদুল করিম বলে দয়া কর
আমারে নতশিরে করজোড়ে বলি তোমার
দরবারে ভক্তের অধীন হও চিরদিন, থাক
ভক্তের অন্তরে, কেমনে চিনিব তোমারে।
মুর্শিদ ধনহে, কেমনে চিনিব তোমারে।।
®
বাউল সম্রাট শাহ আবদুল করিম