কবি

কবি আসসালামু আলাইকুম
আমাদের পেইজে লাইক দিয়ে সাথে থাকুন।

29/12/2024

একটা পোস্ট দেখলাম ''বাংলাদেশের মধ্যে চট্টগ্রামের মানুষ বেশি লাকী যারা ৫০ টাকা খরচ করলে সমুদ্র দেখতে পারে।''

আসলেই চিটাগাং এর মানুষ লাকি। এদের সমুদ্র দেখতেও বেশি টাকা খরচ করা লাগেনা, পাহাড় দেখতেও বেশি খরচ করা লাগেনা! এক সাইডে গেলে সমুদ্র,আরেক সাইডে গেলে পাহাড়! চিটাগাং এর মানুষ সুখী না হয়ে যাবে কই?!❤️

29/12/2024

মধ্যবিত্ত পরিবারের মেয়ে/ছেলেকে বিয়ে করা এক বিশুদ্ধ সৌন্দর্য এবং আশীর্বাদ। তারা অর্থের মূল্য বোঝে, তারা হাই-ফাই রেস্তোরাঁর ডেট বা উপহারের দাবি করে না, তারা ছোট ছোট জিনিস নিয়ে কীভাবে খুশি থাকতে হয় তা জানে, তারা সম্পর্ক এবং বন্ধুত্বের গুরুত্ব বোঝে, তারা পারিবারিক সমস্যা সম্পর্কে বোঝে, তারা ত্যাগ স্বীকার করতে বোঝে, তারা বেঁচে থাকে। তারা সহজে হাল ছাড়ে না।❤

29/12/2024

২০২৫ সালে একটা 'নতুন আমি' কেই আমি দেখবো ইনশাআল্লাহ! যেই আমি টা হবে মেন্টালি অনেক বেশি স্ট্রং! যে ভুল করবে কম,যার কাছের মানুষ থাকবে খুব কম ❤️

29/12/2024

মা একটি বর্ণের আর দুটি বর্ণের খুব ছোট একটি শব্দ বাবা; কিন্তু বাস্তবতায় তার গভীরতা আর বিশালতা সীমাহীন। আদর-শাসন, স্নেহ-মায়া-মমতা, সন্তানকে ভালো রাখতে নিজের তাজা প্রাণটুকুও যিনি দিতে প্রস্তুত থাকেন তিনি বাবা। প্রতিটি বাবার মাধ্যমেই তাঁর সন্তানের জীবনের শুরু, যার ঋণ পরিমাপ করার ক্ষমতা সন্তানদের হয়তো প্রকৃতি দেননি। বিশ্বের সব বাবা-মা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আল্লাহর দরবারে প্রার্থনা; তিনি আমাদের প্রিয় বাবা-মাকে দীর্ঘায়ু দান করুন, সুস্থ রাখুন।

দীর্ঘজীবী হোক পৃথিবীর সকল বাবা-মা..

29/12/2024

নিখুঁত দাগহীন গাল! দাগহীন ত্বক! ঝরঝরে সোজা স্ট্রেট চুল দেখে যার প্রেমে পড়েছেন! সেটা আসলে ভালো লাগা! ভালবাসা নয়!

ভালবাসা মানে- তুমি কালোতেও সুন্দর, তুমি সাদা ফর্সাতেও সুন্দর। তুমি সাজলেও সুন্দর, না সাজলেও সুন্দর। তুমি হাসলেও সুন্দর, না হাসলেও সুন্দর। গালে ডিম্পল থাকলেও সুন্দর, না থাকলেও সুন্দর।

সৌন্দর্য কোনো বিশেষ ইন্টারনেট প্যাকেজ না। সৌন্দর্য হচ্ছে ব্যক্তিত্বে, বিদ্যায়, বুদ্ধিতে, জ্ঞানে, কৌতুকে, যুক্তিতে আবেদনময় হয়ে ওঠা।💙

27/12/2024

পুরুষের যৌনতাকে সম্মান কর।

পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি দুনিয়ার মুখ দেখতে পেরেছো। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তার কাছে তুমি এত স্পেশাল। আকর্ষণ আছে বলেই তুমি এত পাত্তা পাও, প্রায়োরিটি পাও। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি রাস্তায় সেজেগুজে বের হও, যাতে পুরুষরা তোমায় দেখে মুগ্ধ হয়। তুমি মুখে অস্বীকার করলেও তোমার অবচেতন মন এটাই চায়। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি বিপদে পড়লে বহু পুরুষ এগিয়ে আসে সাহায্যের জন্য।

পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই সারাদিন খেটে তোমার পছন্দের শাড়ি নিয়ে বাড়ি ফেরে। দুলাইনের ছন্দ লিখে অথবা কয়টা সেলফি দিয়ে যে শতশত রিয়্যাক্ট পাও, সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই। সাদা চামড়াকে পুঁজি করে স্বল্পবসনা হয়ে যে সেলিব্রেটি বনে যাও, সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই। যৌন আকর্ষণ আছে বলেই সৃষ্টির শ্রেষ্ঠ বুদ্ধিমান ও মানবকূলের সেরা শক্তিশালী প্রাণী পুরুষ তোমার দুর্বলতাকে বিদ্রূপ না করে ভালবাসার চাদরে ঢেকে দেয়। যৌন আকর্ষণ আছে বলেই পুরুষ তোমাকে ভালবাসে, সমীহ করে চলে।

পুরুষের যৌন আকর্ষণ না থাকলে সাদা বিড়াল রাস্তা দিয়ে হেঁটে গেলে যেমন কারো ভ্রূক্ষেপ হয় না, তোমার বেলাতেও তেমন ঘটতো। যৌন আকর্ষণ না থাকলে পুরুষ এতোটাই ডমিনেটিং হতো যে নারীজাতি তথা মানবজাতি বিলুপ্ত হয়ে যেতো। যৌন আকর্ষণ না থাকলে প্রতিটি পুরুষ হতো নারীবিদ্বেষী।

সুতরাং, ঢালাওভাবে পুরুষের যৌনতাকে দায়ী না করে নিজেদের ত্রুটিগুলোও শুধরে নিতে শেখো। স্থান-কাল-পরিস্থিতিভেদে যৌনতা নিয়ন্ত্রণের শতভাগ ক্ষমতা পুরুষকে দেওয়া হয়নি।

27/12/2024

সাইকোলজি বলে আপনার প্রিয় মানুষের কাছ থেকে কষ্ট পাওয়ার পরে, আপনার মস্তিষ্কে যে পরিমাণ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, এটা মানব দেহের দশটা হাড় ভাঙ্গার সমান।
💙

27/12/2024

শুধু মাত্র ঝামেলা পছন্দ না বলে, অনেকের অনেক কথার ই উত্তর দেওয়া হয় না। এটাকেও মানুষ দুর্বলতা ভাবে।😅

26/12/2024

কেউ একজন অভিমান নিয়ে জিজ্ঞেস করুক - "সারাদিন কোথায় ছিলা, কোনো টেক্সট করো নাই কেন?"🖤

26/12/2024

ভেবেছিলাম বিদেশ গিয়ে টাকা পয়সা কামাবো। কিন্তু, বিদেশে এসে টাকার চেয়ে ক*ষ্ট বেশী কামালাম।৷ 😔🛫

26/12/2024

ভালো দিন আসবে, অবশ্যই আসবে, আর তখন সব ইচ্ছে পূরন হবে, প্রিয়মানুষগুলো কাছে থাকবে, মা বাবা খুশি থাকবে, খারাপ কিছু হলেও সেটা আর গায়ে লাগবে না, মনখারাপ হলেও সেটাকে পাত্তা দিবে না। যা কিছুই হোক, সেটা তোমার পক্ষেই আসবে, অনেক অনেক বাজে সময় কাটানোর পর ফাইনালি মনে হবে, Ya, it's My Time.❤️

26/12/2024

মাঝে মাঝে আমি আমার সাথে কথা বলি।
পরে আমরা দুজনেই হাসি।

26/12/2024

রাসূল (সাঃ) বলেছেন তুমি যখন সেজদা দাও, তখন তোমার কপাল টা জায়নামাজের উপর পড়ে না, পড়ে আল্লাহ তায়ালার কুদরতির পায়ের উপর। সুবহান-আল্লাহ। ❤️🌸

26/12/2024

আজ থেকে যতদিন পর, তোমাকে আমি ভুলে যাব।
ঠিক আজ থেকে ততদিন পর; তুমি আমাকে মনে করবে।

প্রকৃতি তার হিসেব মিটিয়ে দেয়।🖤

26/12/2024

সময় থাকতে যে প্রপোজ করতাছো না, ঠাস কইরা বিয়ে কইরা ফেললে কিন্তু পরে আফসোস কইরো না😒

26/12/2024

লোভে পাপ, পাপে মৃ'ত্যু, মৃ'ত্যুতে মিলাদ, মিলাদে মিষ্টি, মিষ্টিতে ডায়াবেটিস, ডায়বেটিসে মৃ'ত্যু🙂

26/12/2024

তোমাকে নিয়ে শীত উপভোগ করা বাকি। তোমার শাল এর ভিতরে ঢুকা বাকি। তোমাকে নিয়ে ব্যাডমিন্টন খেলা বাকি! ভোরের কুয়াশা উপভোগ করা বাকি! খেজুরের রস খাওয়া বাকি! শীতের সন্ধ্যায় চা খাওয়া বাকি! তোমাকে পাওয়া বাকি! ❤️

26/12/2024

পুরুষ যতই ধনী হোক, যত বড় নেতা হোক, তাকে শ্বশুরবাড়িতে চিনে নারীর পরিচয়ে, শারমিনের জামাই!

Address

Cox's Bazar

Telephone

+8801718975117

Website

Alerts

Be the first to know and let us send you an email when কবি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কবি:

Videos

Share