A K J Vlogs

A K J Vlogs Amazing Video Creator সাবেক কার্যনির্বাহী সদস্য,
বাংলাদেশ ছাত্রলীগ,
কক্সবাজার জেলা শাখা।
(2)

.রাজশাহীতে জনসভায়      প্রধানমন্ত্রী শেখ হাসিনা
30/01/2023

.
রাজশাহীতে জনসভায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কাজ করো বুদ্ধি দিয়েজীবন যাপন করো শুদ্ধ ভাবে।
31/12/2022

কাজ করো বুদ্ধি দিয়ে
জীবন যাপন করো শুদ্ধ ভাবে।

28/12/2022
আওয়ামী লীগ গণমানুষের দল। বাংলাদেশের জন্ম থেকে মধ্যম আয়ের দেশে উন্নতি সবই হয়েছে আওয়ামী লীগের হাত ধরে।  #আওয়ামীলীগ  #বাংলা...
25/12/2022

আওয়ামী লীগ গণমানুষের দল।
বাংলাদেশের জন্ম থেকে মধ্যম আয়ের দেশে উন্নতি
সবই হয়েছে আওয়ামী লীগের হাত ধরে।

#আওয়ামীলীগ #বাংলাদেশ

বিএনপি - জামাতের দুঃশাসন                                              মনে পড়ে সেই সময়ের বাংলাদেশ ???????????
08/12/2022

বিএনপি - জামাতের দুঃশাসন মনে পড়ে সেই সময়ের বাংলাদেশ ???????????

সাধারণ রোগীদের মতো ১০ টাকার টিকেট কেটে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখ দেখালেন প্রধানমন্ত্রী।------- বঙ্গ...
29/11/2022

সাধারণ রোগীদের মতো ১০ টাকার টিকেট কেটে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখ দেখালেন প্রধানমন্ত্রী।
-------
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার (২৯ নভেম্বর ২০২২) সকাল ৮টায় রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নিচতলায় বহিঃবিভাগের টিকেট কাউন্টারে সাধারণ রোগীর মতো ১০ টাকায় টিকেট কেটে চোখের ডাক্তার দেখান।

এসময় প্রধানমন্ত্রীকে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী হাসপাতাল ত্যাগ করার সময় বহিঃবিভাগের নার্স, রোগী ও হাসপাতলে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন , চিকিৎসা বিষয়ক খোঁজ খবর নেন ও তাদের সঙ্গে ছবি তোলেন।

26/11/2022

অভিনন্দন…
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নবনির্বাচিত
সভাপতি-মেহের আফরোজ চুমকি এমপি
সাধারণ সম্পাদক-শাবনাজ জাহান শিলা

যশোরে দেশরত্ন শেখ হাসিনার জনসভা যখন জনসমুদ্রে পরিনত।।।
24/11/2022

যশোরে দেশরত্ন শেখ হাসিনার জনসভা যখন জনসমুদ্রে পরিনত।।।

জননেত্রী শেখ হাসিনার আরেকটি যুগান্তকারী উদ্যোগ মেট্রোরেল চালু হতে যাচ্ছে আগামী ১৬ ই ডিসেম্বর ।
20/11/2022

জননেত্রী শেখ হাসিনার আরেকটি যুগান্তকারী উদ্যোগ মেট্রোরেল চালু হতে যাচ্ছে আগামী ১৬ ই ডিসেম্বর ।


গুজবে কান দিবেন না
13/11/2022

গুজবে কান দিবেন না

সবুজ শ্যামল বাংলার মাটিতে আগুন সন্ত্রাস আর চাই না।
06/11/2022

সবুজ শ্যামল বাংলার মাটিতে আগুন সন্ত্রাস আর চাই না।

একজন নারী,একজন মা,একজন বিশ্বনেতা॥আপা 💛
28/10/2022

একজন নারী,একজন মা,একজন বিশ্বনেতা॥
আপা 💛

"আন্দোলনের সময় বাসের ক্ষতি হলে তা অন্য কেউ দেয় না মালিককেই ক্ষতিপূরণ গুণতে হয়।"- শিবলী বিশ্বাসকার্যকরী সভাপতি, খুলনা ...
23/10/2022

"আন্দোলনের সময় বাসের ক্ষতি হলে তা অন্য কেউ দেয় না মালিককেই ক্ষতিপূরণ গুণতে হয়।"
- শিবলী বিশ্বাস
কার্যকরী সভাপতি, খুলনা মটর বাস মালিক সমিতি

বিএনপি'র ভাঙচুরের ভয়ে বাস বন্ধ রেখেছিল খুলনার বাস মালিকরা। বিএনপিপন্থী মিডিয়া দোষ চাপালো আওয়ামী লীগের ওপর।তারা ভুলে গেছে ২০১৩-২০১৫!

“No one compensate us if busses got damaged during BNP rally.”
- Shibli Biswas, Executive president of Khulna Motor Bus Owners Association.

Bus owners in Khulna stopped service fearing BNP's vandalism. BNP-backed media tried to blame it on Awami League. Perhaps they have forgotten 2013-15.

#বাংলাদেশ #আওয়ামীলীগ #রাজনীতি #বিএনপি

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন...
07/10/2022

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেছেন।

প্রধানমন্ত্রী আজ সকালে তাঁর ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে ফাতেহা পাঠ করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মম হত্যাকান্ডের শিকার বঙ্গবন্ধু এবং অন্যান্য শহীদদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করে মোনাজাতে যোগ দেন।

শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে প্রতি লিটার ১৭৮ টাকা নির্ধারণ, কাল থেকে কার্যকর।যারা দাম বাড়লে প্রচার করেন, আশা র...
03/10/2022

বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে প্রতি লিটার ১৭৮ টাকা নির্ধারণ, কাল থেকে কার্যকর।

যারা দাম বাড়লে প্রচার করেন, আশা রাখি তার এখনও
প্রচার করবে।

শুভ জন্মদিন আপা১৬ কোটি মানুষের স্বপ্নের সারথি গরীব ,মেহনতি,খেটে খাওয়া মানুষের ভরসার একমাত্র জায়গাআধুনিক বাংলাদেশ এর রুপক...
27/09/2022

শুভ জন্মদিন আপা
১৬ কোটি মানুষের স্বপ্নের সারথি
গরীব ,মেহনতি,খেটে খাওয়া মানুষের ভরসার একমাত্র জায়গা
আধুনিক বাংলাদেশ এর রুপকার,বহু তরুন উদ্যোক্তার স্বপ্ন বাস্থবায়নের নিপুণ কারিগর জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা।

মরিয়মের মাকে পাওয়া গেছে। ময়মনসিংহে এক নারীর গলিত লাশ উদ্ধারের পর এই তরুণী দাবি করেছিল, লাশটি তার মায়ের। তার নিখুঁত অভিনয়...
25/09/2022

মরিয়মের মাকে পাওয়া গেছে।
ময়মনসিংহে এক নারীর গলিত লাশ উদ্ধারের পর এই তরুণী দাবি করেছিল, লাশটি তার মায়ের। তার নিখুঁত অভিনয় আর মায়াকান্নায় পরাস্ত হয়েছিল সাংবাদিকেরাও! হয়তো এজন্যই মায়ের 'লাশ উদ্ধারের' নিউজটি গতকাল প্রথম আলো বিশাল করে ছেপেছিল। তবে আজ সমকাল সেই মাকে জীবিত উদ্ধারের নিউজ ছেপেছে।
খুলনার মরিয়ম দাবি করে আসছিলেন, তার মা অপহৃত হয়োছেন। এজন্য মামলাও হয়েছে। পুলিশ সাতজনকে গ্রেপ্তারও করেছিল!
বলে রাখা ভালো, এই মরিয়মই কোটাবিরোধী আন্দোলনে রাজপথ কাঁপানো কর্মী। তখন তিনি, ছাত্রলীগ ও পুলিশের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলে অলোচনায় এসেছিলেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ সেপ্টম্বর ২০২২ ৭৭ তম জাতিসংঘ সাধারন অধিবেশন  শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে...
25/09/2022

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ সেপ্টম্বর ২০২২ ৭৭ তম জাতিসংঘ সাধারন অধিবেশন শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। ছবি : বাসস/সাইফুল ইসলাম কল্লোল।

বকুল ফুলের মতো আমাকেও কুরিয়ে নিতে পারেন 🙃প্রয়োজন শেষে ছুড়ে ফেলে দিয়েন…
24/09/2022

বকুল ফুলের মতো আমাকেও কুরিয়ে নিতে পারেন 🙃
প্রয়োজন শেষে ছুড়ে ফেলে দিয়েন…

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাঁর সহধর্মিণী জিল বাইডেন এর সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
22/09/2022

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাঁর সহধর্মিণী জিল বাইডেন এর সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রীদেশরত্ন শেখ হাসিনা আপা জাতিসংঘ কর্তৃক  ঘোষিতবিশ্বের ২য় সেরা প্রধানমন্ত্রী
22/09/2022

অভিনন্দন
মাননীয় প্রধানমন্ত্রী
দেশরত্ন শেখ হাসিনা আপা
জাতিসংঘ কর্তৃক ঘোষিত
বিশ্বের ২য় সেরা প্রধানমন্ত্রী

সাফ জয়ী নারী ফুটবলারদের বরণ করে নিতে প্রস্তুত ছাদ খোলা বাস। এখন শুধু বাঘিনীদের আগমনের অপেক্ষায়…..
21/09/2022

সাফ জয়ী নারী ফুটবলারদের বরণ করে নিতে প্রস্তুত ছাদ খোলা বাস।
এখন শুধু বাঘিনীদের আগমনের অপেক্ষায়…..

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (২০ সেপ্টেম্বর ১০২২) স্থানীয় সময় বিকেলে জাতিসংঘ সদরদপ্তরে ‘ট্র্যান্সফরমেটিভ ...
20/09/2022

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (২০ সেপ্টেম্বর ১০২২) স্থানীয় সময় বিকেলে জাতিসংঘ সদরদপ্তরে ‘ট্র্যান্সফরমেটিভ সলুশন্স বাই উইমেন লিডারস টু টুডেইজ ইন্টারলিংকড চ্যালেঞ্জেস’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ছবি : সাইফুল ইসলাম কল্লোল.

20/09/2022
অভিনন্দন….বাংলাদেশ নারী ফুটবল দলসাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন।
19/09/2022

অভিনন্দন….
বাংলাদেশ নারী ফুটবল দল

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন।

আলহামদুলিল্লাহ! মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা  নিরাপদে যুক্ত রাজ্যে পৌঁছেছেন। তাঁর সফর সফল হোক।
15/09/2022

আলহামদুলিল্লাহ!
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নিরাপদে যুক্ত রাজ্যে পৌঁছেছেন। তাঁর সফর সফল হোক।

14/09/2022

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া দাখিল ও এস.এস.সি পরীক্ষা ২০২২ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর জন্য দু'আ ও শুভকামনা রইলো।

12/09/2022

সম্মানিত ৫নং পালংখালী ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের আমার আত্মার আত্মাীয় দুঃসময়ের সাথীরা সবাইকে আসসালামু আলাইকুম।
বিগত কিছু দিন ধরে কিছু মাদক চোরাকারবারির সাঙ্গ পাঙ্গরা,নিজেদের কুকর্ম ঢাকতে,সোশ্যাল মিডিয়া,অনলাইন পোর্টাল সহ যে সকল নিউজ করে আমার সম্মান হানীর চেষ্টা করে ছিলো আজ তার উপযুক্ত প্রমানসহ ষড়যন্ত কারীদের মুখোশ উম্মোচিত করলাম।আপনারা ধৈর্য ধারন করুন।সত্য সবসময় সুন্দর।আল্লাহ সহায়।নিচের ভিডিও টি শুনলে বুজতে পারবেন কারা আসল মাদককারবারি।

অভিনন্দন মাহমুদুল হাসান রিপন ভাই❤️ সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ। গাইবান্ধা-৫ আসনে উপ নির্বাচনের নৌকার মাঝি।
10/09/2022

অভিনন্দন মাহমুদুল হাসান রিপন ভাই❤️
সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ।
গাইবান্ধা-৫ আসনে উপ নির্বাচনের নৌকার মাঝি।

"এতো বড় উপহার আর কখনো আমি পাইনি"-চুনারুঘাটের চা-শ্রমিকদের পক্ষ থেকে ২০১২ সালে  উপহার পাওয়া নিজের হাতে পরা সেই বালা দেখিয়...
03/09/2022

"এতো বড় উপহার আর কখনো আমি পাইনি"-
চুনারুঘাটের চা-শ্রমিকদের পক্ষ থেকে ২০১২ সালে উপহার পাওয়া নিজের হাতে পরা সেই বালা দেখিয়ে আজ চা-শ্রমিকদের কাছে অনুভূতি প্রকাশ করলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

জ্বালানী তেলের মূল্য আন্তর্জাতিক বাজারে না কমলেও দাম কমিয়েছে সরকারমূল্য সমন্বয়ের পর বাংলাদেশে জ্বালানী তেলের মূল্যপেট্রো...
29/08/2022

জ্বালানী তেলের মূল্য আন্তর্জাতিক বাজারে না কমলেও দাম কমিয়েছে সরকার

মূল্য সমন্বয়ের পর বাংলাদেশে জ্বালানী তেলের মূল্য
পেট্রোল ১২৫ টাকা/ লিটার
ডিজেল ১০৯ টাকা/ লিটার
অকটেন ১৩০ টাকা/ লিটার
কেরোসিন ১০৯ টাকা/ লিটার

ডিজেলের আমদানি মূল্য ১২৮.৬১ টাকা/লিটার
বিপিসির লোকসান প্রতি লিটারে ২০টাকা

#মূল্যসমন্বয়

বিনম্র শ্রদ্ধা হে মহানায়ক
14/08/2022

বিনম্র শ্রদ্ধা হে মহানায়ক

07/08/2022

এ মাস থেকেই লোডশেডিং কমিয়ে আনার চেষ্টা করছে সরকার। গ্রাম পর্যায়ে একটু বেশি লোডশেডিং হলেও তা ১-২ ঘণ্টার মধ্যে রাখার চেষ্টা করা হবে। শহরে আধা ঘণ্টা রাখার চেষ্টা করছে সরকার।
- নসরুল হামিদ বিপু, মাননীয় প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

Address

Cox's Bazar
4750

Alerts

Be the first to know and let us send you an email when A K J Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A K J Vlogs:

Videos

Share


Other Digital creator in Cox's Bazar

Show All