মুকুট

মুকুট Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মুকুট, Gaming Video Creator, Badarkhali, Cox's Bazar.

04/01/2025

তুমি বড় ভাগ্যবতি 🌼

03/01/2025
প্রথম বউ ছিলেন কঙ্কা করিম, টিকেছিলো কুড়ি বছর, কঙ্কা করিম বডি সোহেলের ছয় বছরের বড় ছিলেন, সতের বছর বয়সে তেইশ বছরের কঙ্...
01/01/2025

প্রথম বউ ছিলেন কঙ্কা করিম, টিকেছিলো কুড়ি বছর, কঙ্কা করিম বডি সোহেলের ছয় বছরের বড় ছিলেন, সতের বছর বয়সে তেইশ বছরের কঙ্কা করিমকে বিয়ে করেছিলো বডি সোহেল; দ্বিতীয় বউ এক আমেরিকান নারী টিকেছিলো দুই বছর; তৃতীয় বউ এক বুলগেরিয়ান নারী এক বছর দুই মাস টিকেছিলো; চতুর্থ বউ এক কাশ্মীরি কন্যা ঢাকার একটি প্রাইভেট মেডিক্যালের বাইশ বছর বয়সী শিক্ষার্থী, সাত মাসের মতো টিকেছিলো বিয়ে ওই নারীর রানিং স্বামী জেনে যাওয়ায় ডিভোর্স হয়; পঞ্চম বউ এক আমেরিকান ক্যাসিনো গার্ল এই বিয়ে মাত্র দেড় মাসের মতো টিকেছিলো; ষষ্ঠ বউ একজন ঢাকাই বিহারী নারী এই বিয়ে তিনমাস টিকেছিলো, ভেঙে যায় বডি সোহেলের মাদকে আসক্তির কারণে। আর সপ্তম বউ হিসাবে বডি সোহেলের মন রাঙালেন সাতাইশ বছর বয়সী রাগবি খেলোয়াড় এবং জিম ট্রেইনার শাহনাজ পারভীন শিমু; আপাতত বিয়ে পাগলা বডি সোহেলের বউকূলের সাত রমণীর তথ্য পাওয়া গেলো।

পুরো খবরটা বিশ্লেষণ দিলেন রুদ্র সায়ফুল

Sohel Taj

Baba ♥️
31/12/2024

Baba ♥️

30/12/2024

গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেনঃ---শাইখুল হাদিস আল্লামা শায়েখ চিত্রনায়ক অনন্ত জলিল কাসেমী ওয়াল মাদানী ক্বিবলা (দা:বা:) সাহেব। 🤭😆🫢

Cute🥰
30/12/2024

Cute🥰

ছবিতে থাকা নিডেল টি হচ্ছে ডাল ভাত সিজারের জন্য কোমরের মেরুদন্ড ভেদ করে এনেস্থেসিয়া দেয়ার যন্ত্র , এর ভেতরে আরেকটা ইনজেকশ...
30/12/2024

ছবিতে থাকা নিডেল টি হচ্ছে ডাল ভাত সিজারের জন্য কোমরের মেরুদন্ড ভেদ করে এনেস্থেসিয়া দেয়ার যন্ত্র , এর ভেতরে আরেকটা ইনজেকশন এর নিডেল পুশ করে মেডিসিন দেয়।।

এরপর পা থেকে কোমর অবধি একটা ঝাড়া দিয়ে ধীরে ধীরে অবশ হয়ে যায় । এইটা কোনো বিষয় না । সিজারে আর কি কষ্ট পেট কাটে বাচ্চা বের করে , বাচ্চা এইভাবের হইলে তার জন্য না কি মায়াও থাকে না।

৫২ টা হাড্ডির ভাঙ্গার ব্যাথা সিজারেও হয় । সাথে কোমরের মেরুদন্ডটা আজীবনের জন্য ভেঙ্গে যায়।
এই এনেস্থেসিয়ার ডোজ অনেকের দুর্বল শরীরে সহ্য হয় না, হার্ড ব্লক হয়ে মা***রা যায় নয়তো কিডনিতে ইফেক্ট পরে নষ্ট হয়ে যায়।।

এরপরও কিছু কিছু অশিক্ষিত বলবে মায়ের কারনে বাচ্চা অসুস্থ হয়।ভাই এতো কষ্ট করে বাচ্চা পৃথিবীতে আনার পর আমিই বেশি কেয়ারফুল থাকবো বাচ্চার প্রতি,আপনি না।
বাচ্চার যদি পাদতেও কষ্ট হয় আমার দুনিয়া অন্ধকার লাগবে এটাই স্বাভাবিক।🙂
Copy

একজন পুরুষকে চেনা যায়,তার স্ত্রী'র মাতৃত্বকালীন সময়েএই সময়টা নিজেকে সামলানোটাবড়ই কঠিন একজন পুরুষের জন্য!একজন নারী মাত্রা...
29/12/2024

একজন পুরুষকে চেনা যায়,
তার স্ত্রী'র মাতৃত্বকালীন সময়ে
এই সময়টা নিজেকে সামলানোটা
বড়ই কঠিন একজন পুরুষের জন্য!
একজন নারী মাত্রাতিরিক্ত
সুন্দরী থাকলেও–একটা সন্তান
হওয়ার পর চেহারা হয়তো ন*ষ্ট হয়ে যায়,
শরীরের ওজন বেড়ে যায়,
কখনো কখনো চেহারাতেও
পরিবর্তন আসে!

কিন্তু এসব তো তার স্বামীর
কারণেই হয়–নিজে ইচ্ছে করে
তো করে না।স্বামীর সন্তানই সে
এত কষ্ট করে গর্ভে ধারণ করে।

একজন পুরুষের অন্তত
এই দিকটা চিন্তা করে হলেও
স্ত্রীর প্রতি যত্নশীল হওয়া উচিত।
এই সময়ে স্ত্রীর প্রতি আরো
বেশি আন্তরিকতা হওয়া উচিত,
তাকে সময় দেয়া উচিত।
এই সময়ে স্ত্রীর প্রতি উদাসীন
হওয়া মানেই,মানুষটাকে
হতাশার কবলে ফেলে দেওয়া।
সংসার জীবনে চেহারাটা
কোনো মূখ্য বিষয় নয়,সংসারের প্রতি এবং সঙ্গীর
প্রতি যে মানুষটা যত্নশীল
মনোভাবের;সেই সঙ্গী হিসাবে পারফেক্ট।
সন্তান হওয়ার পর স্ত্রীর
আকর্ষনীয় চেহারাটা হয়তো
মলিন হয়ে যাবে,শরীরের ওজন
বেড়ে যাবে,স্ত্রী দেখতে আগের
মতো সুন্দরী থাকবে না!কিন্তু
এতকিছু জেনেও যে মানুষটা
আপনার অনাগত সন্তান গর্ভে
ধারণ করেছে,তাকে ঠকানোটা
নিশ্চয়ই মানুষের কাজ হতে পারে না!

স্ত্রী যেমনই থাক,তেমনই সুন্দর।
তবে মাতৃত্বকালীন সময়ে তারা
আরো বেশি সুন্দর। পৃথিবীতে
এমনও অনেক মানুষ
আছে,যারা একজন পুরুষকে
পিতৃত্বের স্বাদটা দিতে পারে না,
হয়তো সৃষ্টিকর্তা এভাবেই
তাদের ধৈর্যের পরিক্ষা নেন।

স্ত্রী মোটা হোক,কালো হোক,
যেমনই হোক না কেন;
সে কেবল আপনার স্ত্রী,
তাকে তো ফেলে দিতে পারবেন না।
সঙ্গীর প্রতি যত্নশীল হওয়াটা
প্রতিটি মানুষের দায়িত্ব।
আর মাতৃত্বকালীন সময়ে
একজন নারীর প্রতি সদয়
হওয়াটা একজন স্বামীর দায়িত্ব
সেই সাথে কর্তব্যও বটে।

আর এমন যত্নশীল আচরণের
পুরুষ যারা পেয়েছেন,
তারা নিঃসন্দেহে ভাগ্যবতী।
এমন পুরুষ কারো সঙ্গী হলে,
তার ঋণ যে কোনোকিছু
দিয়েই শোধ করা যায় না!

চেহারা যেমনই হোক,
"আমার স্ত্রী সবার থেকে সেরা
সুন্দরী-সুশ্রী" এই মন-মানসিকতা
যখন থেকে মনের ভেতর
লালন করতে পারবেন,
সেদিন থেকেই আপনি একজন
সঠিক পুরুষ হিসাবে নিজেকে
দাবি করতে পারবেন।😑

23/12/2024

বীরপ্রতিক কানুকে জুতার মালা পরানো হলো, এতে অবাক হবার কী আছে?

বঙ্গবন্ধু ও জয় বাংলা- দিয়ে এই দেশের স্বাধীনতা এসেছে। যখন বঙ্গবন্ধুকে, এই দেশের স্থপতিকে অস্বীকার করা শুরু হয়েছে, বিজয় দিবসের র‍্যালি থেকে তাঁকে মাইনাস করে দেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে; উল্টো এই দেশে জিন্নাহর মৃত্যুবার্ষিকী-জনবার্ষিকী পালন করা হচ্ছে;

তখন মুক্তিযোদ্ধাদের এই অবস্থাই তো হবে। মুক্তিযোদ্ধাদের সঙ্গে আরো অনেক কিছুই হবে, হতে পারে। আমাদের অবাক হলে চলবে না, মেনে নেন।

পুরুষ মানুষ কখনো রূপের জন্য কোন নারীকে ত্যাগ করে নাহ, ত্যাগ করে তার আচরণের জন্য 🥲😓
21/12/2024

পুরুষ মানুষ কখনো রূপের জন্য কোন নারীকে ত্যাগ করে নাহ, ত্যাগ করে তার আচরণের জন্য 🥲😓

শূন্যস্থান শূন্য হয়ে থাকুক তবুও ভুল মানুষ জীবনে না আসুক!🌸 🙂
14/12/2024

শূন্যস্থান শূন্য হয়ে থাকুক তবুও ভুল মানুষ জীবনে না আসুক!🌸 🙂

14/12/2024

আপনার খারাপ সময়ে আপনার অনুপস্থিতে যারা আপনার খোঁজ নিলো আপনার সঙ্গ দিলো।ঐ মানুষ গুলাকে সারাজীবন আগলায় রাখবেন।মনে রাখবেন,যত্নে রাখবেন।ভুলবেন না কখনো এদের।এই মানুষ গুলাকে কখনো হারাইতে দিবেন না জীবন থেকে।এই মানুষ গুলাই আপনার শুভাকাক্ষি।এই মানুষ গুলা জীবনে থাকলে আপনার জীবনে যত কঠিন সময়ই আসুক না কেনো।আপনি সেটা কাটিয়ে উঠতে পারবেন খুব সহজে।কারণ এই মানুষ গুলাই আপনাকে শক্তি দিবে,সাহস যোগাবে,আপনাকে নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা দিবে।আপনার বেঁচে থাকার উৎস হবে।

তবে হ্যাঁ আপনার খারাপ সময়ে এসে যে মানুষ গুলা আপনাকে ছেড়ে চলে গেলো।ভুল করেও একবার খোঁজ নিলো নাহ।আপনাকে মৃ`ত্যুর মুখে ঠেলে দিয়ে গিয়ে একবার আফসোস বোধটুকুও করলো না।এক সময় কিন্তু এরাই আপনার খুব কাছের মানুষ ছিলো।আপনাকে ছাড়া যাদের এক মুহুর্ত চলতো না।অথচ সুযোগ বুঝে আপনাকে ছুড়ে ফেলে দিতে এক মুহুর্ত ও ভাবলো নাহ।আপনার বিশ্বাস কে পুজি করে আপনাকে দিনের পর দিন ঠকিয়ে গেলো।

সুতরাং তাদেরকেও মনে রাখবেন।ভুলবেন না কোন দিন।কারণ এই মানুষ গুলাই আপনাকে শিখিয়ে দিয়ে গেছে।কে আসল আর কে নকল।কে আপন আর কে পর।তাই এদের কেও মনে রাখবেন।আপনার দুর্দিনে আসা দুঃসময়ের মতো।কারণ দুঃসময় মনে রাখলে আপনি মানুষ চিনতে ভুল করবেন নাহ আর কখনো!

_রবিউল আলম হৃদয়

Address

Badarkhali
Cox's Bazar
4742

Alerts

Be the first to know and let us send you an email when মুকুট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মুকুট:

Share