Little bit by Sabu

Little bit by Sabu Alhamdulilah For or Everything ��
(4)

27/01/2025

সেন্টমার্টিনে প্রত্যেক টা জিনিসের অনেক বেশি দাম।

পার্ট_২

26/01/2025

সেন্টমার্টিন যাওয়া মানুষ যতটা সহজ মনে করে আসলে ততটা সহজ নাহ একবার গেলে বুঝবেন।

পার্ট_১

ইন্টারে পড়াকালীন সময়ে অসুস্থতাজনিত কারনে প্রায় ৯ দিন একটানা কলেজে যেতে পারিনি। মোটামুটি একটা পর্যায়ে গিয়ে যেদিন কলেজে গে...
19/01/2025

ইন্টারে পড়াকালীন সময়ে অসুস্থতাজনিত কারনে প্রায় ৯ দিন একটানা কলেজে যেতে পারিনি। মোটামুটি একটা পর্যায়ে গিয়ে যেদিন কলেজে গেলাম, জানিনা সেদিন কলেজে গিয়ে কোনো ভুল করেছিলাম কিনা, কলেজটাকে, প্রিয় ক্লাসটাকে ভালোবাসতাম বলেই আব্বু আম্মুর কথা না শুনেই চলে গেছিলাম, আমাদের ম্যাথের শিক্ষক আমাকে এমনভাবে, এমন সব কথা বলে অপমান করলেন যে ১৬ বছর বয়সী আমিও আমার বন্ধুদের সামনে রাগে দুঃখে ক্ষোভে চোখের পানি আটকাতে পারিনি। স্যার ক্লাস থেকে চলে যাওয়ার পর পরই আমার বন্ধুদের সামনে ছোট বাচ্চার মত কেঁদেছিলাম।

স্যারের কথাগুলো সেদিন পর্যন্তও আমার কানে বাজতো....

১/ আমার আব্বু কৃষিকাজ করতেন, আমরা ৫ ভাই বোন, আমার সিরিয়াল ৪। স্যার বলেছিলেন "তোর বাপ পড়াইতে পারে না, খাওয়াইতে পারে না, তাইলে এতগুলো পয়দা করাইছে কেন???

2/ গোবরে কখনো পদ্মফুল হয় রে পাগল?? ওটা গোবরে পোকার জন্যই বরাদ্দ।

৩/ পড়াশোনা সবার জন্য না, যার স্যারেদের টাকা দিতে ২০০ টাকার টিউশানি করা লাগে, তার পড়াশোনা না করে লাঙল ধরাই ভালো।

৪/ ছোটবেলা থেকে এভাবে বড় হলে সারাজীবন এমন অসুখেই থাকবি, তা আর নতুন কি???

৫/.......
৬/.......
আরো আরো আরো আছে, যেগুলো লেখার যোগ্য নয়। তবে আমার ডায়েরিতে স্পষ্ট করে লেখা আছে।

আমার একটাই সমস্যা ছিলো, সে সমস্যার কথা প্রায় সব স্যারেরাই জানতেন, সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। রসায়নের স্যারের সাহায্য নিয়ে অন্য ইংরেজী, পদার্থ, জীববিজ্ঞান স্যারের কাছে মাসিক ২০০ টাকাতে পড়তে পারলেও, আমি সে স্যারের কাছে যাওয়ার সাহসও কখনো পাইনি। কারন স্যার ৫০০ টাকা করে নিতেন, বিশেষ ক্ষেত্রে (শীট/ সাজেশান)তা বেড়ে ৭০০/৮০০ টাকাও হয়ে যেত। প্যারাময় জীবনের অপর নাম মেডিকেল।আমি যে টাকাটা অন্যান্য স্যারেদের দিতাম সেটাও আমার সস্তা টিউশানির টাকা। অতএব আমি অন্য কলেজের একজনের কাছে পড়তাম, কিন্তু স্যার সেটা জানতে পারায় শেষ পর্যন্ত সেটাও পড়তে পারিনি।

ব্যাপারটা অনেকটা এমন "হয় আমার কাছে, নয়তো কারো কাছেই নয়"। যে মেসে থাকতাম ওই মেসেরই এলাকার এক ভাইয়ের কাছে পড়তাম। এবং এর পরিনতি হচ্ছে আমার প্রাকটিক্যালে ১৭ পাওয়া।

কথায় কথায় স্যারের এক প্রিয় ছাত্রকে বলেছিলাম বুয়েটে পড়ার ইচ্ছে আমার, সেটা নিয়েও ক্লাসে কম কথা শুনতে হয়নি, এবং এমন কাজ করে দিলেন, যাতে বুয়েটে পরীক্ষায় দিতে পারলাম না।

রেজাল্টের পর সব স্যারের সাথে দেখা করলেও উনার সাথে দেখা করিনি ভয়ে, যদি আরো বড় কিছু ক্ষতি করে দেন আমার, তখন বাড়িতে কি বলবো? সেদিনের অপমানের পর আমার বন্ধুরাই বলেছিলো "দোস্ত, চল অন্য কলেজে ভর্তি হই, আমরাও তোর সাথে এই কলেজ ছেড়ে দিবো"। কিন্তু আমি পারিনি কলেজ ছাড়তে, অন্য কলেজে ভর্তি হতেও তো টাকা লাগে, তা আমি কোথায় পাবো???

উপরে যে কথাগুলো বললাম তা আজ থেকে ঠিক ১৩ বছর আগের কথা। ঠিক ঠিক তেরোটা বছর। আজকে বলছি যে তারও একটা কারন আছে। তা পরে বলছি।
সেদিন হাসপাতালে গিয়ে দেখি সিরিয়ালে অনেক রোগী, ৬১ জন। তার মধ্যে আমার সেই স্যার আছেন। স্যারের পাশে গিয়ে বসে দেখি, সেদিনের সেই উজ্জ্বল মুখে বার্ধক্যের ছাপ বেশ ভালোমতই পড়েছে। পরিচয় দিয়ে জিজ্ঞাসা করলাম "স্যার চিনতে পেরেছেন??" আমি আপনার সেই গোবরে পোকা হাসু, ওরফে হিসু।" স্যার চিনতে পেরেছেন বলেই মনে হলো যেভাবে তাকালেন আমার দিকে, সাথে পুরানো সেই কথার টান "তা হাসু কি করো??" বললাম, "স্যার এই চেম্বারে থাকি, রোগী দেখাশোনা করি।" স্যার সেই অটঠাসি দিয়ে বললেন "দেখেছিস, আমার ভবিষ্যতবাণী মিথ্যা হয় না"। বলেই আবার সেই হাসি দিলেন। হা হা হা হা।
জিজ্ঞাসা করলাম "স্যার,আপনার সিরিয়াল কত?? দেখি যদি একটু এগিয়ে দেয়া যায়।" দেখলাম স্যারের সিরিয়াল ৫৪। ডায়বেটিস, আর্থ্রাইটিস সহ একগাদা রোগে ভুগছেন। বললাম "স্যার, আপনিই সবার আগে ঢুকবেন, আমি বলে দিয়েছি"।
আরেকজনকে দিয়ে স্যারকে চেম্বারের মধ্যে ডাকালাম। স্যার ভিতরে ঢুকে আমাকে ডাক্তারের সিটে দেখে সেই যে হা করলেন আর বন্ধ হয়েছে কিনা জানিনা। ডাক্তার আমিই। ডা. আবু হাসমত আলি, এমবিবিএস, এফসিপিএস, এমডি। সংক্ষেপে ডা.এ এইচ আলি।
সব দেখে প্রেসক্রিপশন লিখে দিয়ে বললাম "স্যার, আপনার ভবিষ্যতবাণী সত্য হয়নি." ভিজিট দিতে গেলে নেইনি। "ওটা আপনার কাছেই রেখে দেন, স্যার।" মনে মনে বললাম, "আপনার কাছে আমি চিরঋনী, আপনার উপর জিদ করেই আজ আমি ডাক্তার, ভালো থাকবেন স্যার। আমি ভাল আছি। "

আমি কোনোদিন ফেসবুকে লিখিনি, আজ লিখলাম, না লিখতে পারলে আমার হাসিটা আমি সবার মধ্যে দিতে পারতাম না। দুঃখগুলো নিজের আর সুখগুলো ভাগ করে নিতে অনেক আগেই শিখেছি আমি। সবাইকে ধন্যবাদ 🙂

লেখাঃ ডা. আবু হাসমত আলি (হাসু)

ক‍্যালিফোর্নিয়াতে একেকটা বাড়ির দাম চিন্তাও করতে পারবেন না।  ১ মিলিয়ন ডলারেও একটা মনের মতো বাড়ি মিলে না।  ১ মিলিয়ন ডলার...
09/01/2025

ক‍্যালিফোর্নিয়াতে একেকটা বাড়ির দাম চিন্তাও করতে পারবেন না। ১ মিলিয়ন ডলারেও একটা মনের মতো বাড়ি মিলে না। ১ মিলিয়ন ডলার, প্রায় ১২ কোটি টাকা।

অথচ হলিউড মুভির মতো বাড়িগুলো পুড়ে যাচ্ছে। দাবানলে। একটা ঘর পুড়ে যাওয়া মানে জীবনের কতো কতো বছর পুড়ে যাওয়া। কতো স্মৃতি। কতো শ্রম। কতো স্পর্শের মায়া।

নিমিষেই ছাই।

দাবানলের ধোঁয়া আপনাকে দৌঁড়ের উপর রাখবে।
বহু দূর পর্যন্ত নিঃশ্বাস নেয়ার বিশুদ্ধ বাতাস থাকে না। ধোঁয়া ও ধূলোর কুণ্ডলী চারিদিক।

লজ এঞ্জেলস থেকে ১ লক্ষ মানুষ, ঘর ছেড়ে নিরাপদ আশ্রয় নিয়েছে।
অথচ সে শহরেই অনেক মানুষ ছিলো গৃহহীন—হোমলেস!

কী অদ্ভুত প‍্যারাডক্স—বৈপরিত‍্য!
কোটি টাকার বাড়ির মালিকও আজ হোমলেস!

আমাদের জীবনে খোদা এসে একটা ধাক্কা দেয়। নয়তো প্রকৃতি এসে জ্বালায়। নয়তো ভাগ‍্য এসে মুহূর্তেই শেষ করে দেয় সব।

জীবন এতোই ঠুনকো। এতোই ফ্রেজাইল!

আর এই ঠুনকো জীবনকে আরো বেশি ধ্বংস করে লোভ, ঘৃণা, হিংসা ও ক্রোধ।🙂

- সংগ্রহিত

30/12/2024

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজ্জান কে কে খাবেন।

゚ মেজ্জান হাইলে আইয়ুন

যে মানুষ ফুল ভালবাসে সে মানুষ কে ভালোবাসতে জানে,কত স্নিগ্ধ কত নিষ্পাপ ফুল গুলো।      ゚
28/12/2024

যে মানুষ ফুল ভালবাসে সে মানুষ কে ভালোবাসতে জানে,কত স্নিগ্ধ কত নিষ্পাপ ফুল গুলো।

25/12/2024

শীতকাল মানে শুধুই প্রোগ্রাম।

18/12/2024

জলপাই আচার একদম সহজ উপায়ে বানানো যায়।

একদম ক্রিম ছাড়া কেক।
17/12/2024

একদম ক্রিম ছাড়া কেক।

16/12/2024

ক্রিম ছাড়া কেক খেতে কার কার ভালো লাগে।

Vlog:6

12/12/2024

কক্সবাজার যাওয়ার জন্য মানুষ এত পাগল কেন?

02/12/2024

গ্রামের বিয়ে অনেক দিন পর দেখতে পেলাম।

Vlog:5

01/12/2024

গ্রামের জীবন সবসময় সুন্দর যা শহরের মানুষ উপভোগ করতে পারেনা।

Vlog:4

শান্তির খাবার একদম সতেজ।
01/12/2024

শান্তির খাবার একদম সতেজ।

30/11/2024

প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে।

Vlog:2

29/11/2024

শীত কালে গ্রামের সকাল টা অনেক সুন্দর।


Vlog :1

Address

Muradpur

Telephone

+8801619556183

Website

Alerts

Be the first to know and let us send you an email when Little bit by Sabu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Little bit by Sabu:

Videos

Share