Frince Akill

Frince Akill Follow Me my page��

06/01/2021

সব ডিপ্রেশন এর কারণ প্রেম হয় না.!!
- কিছু ডিপ্রেশন এর কারণ টাকা,ফ্যামিলি আর ফিউচার ও হয়.! 😇

- যে কোন দরনের এডিট এর জন্য inbox করুন📱- সর্বোচ্ছ একদিন এর বিতর ডেলিবারি করা হয়😱- আমরা দিচ্ছি আপনার ছবি কে সুন্দর ও উজ্জ...
19/10/2020

- যে কোন দরনের এডিট এর জন্য inbox করুন📱
- সর্বোচ্ছ একদিন এর বিতর ডেলিবারি করা হয়😱
- আমরা দিচ্ছি আপনার ছবি কে সুন্দর ও উজ্জল করে!👀
- 5 টা করলে একটা প্রি💵
- 01310097202__imo+what's app+instagram 📱

11/09/2020

কীভাবে বুঝবেন গ্যাসলাইন ছিদ্র, সমাধানে যা করতে হবে!
রাজধানীর মধ্য বাসাবোর বাসিন্দা মো. সেলিম মিয়া বাসায় ঢুকতে কয়েক দিন গ্যাসের গন্ধ পাচ্ছিলেন। তবে তেমন আমলে নেননি। এর মধ্যে নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে (৪ সেপ্টেম্বর) মুসল্লিরা মারা যাওয়ার পর তিনি সতর্ক হন। গত সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় তিতাস গ্যাস অফিসে যোগাযোগ করেন।
তিতাস অফিস সেলিম মিয়াকে জানায়, এই মুহূর্তে তাদের জরুরি সেবা দেওয়ার টিম নেই। রাতে পাঠানো হবে। এদিকে সেলিম মিয়া মধ্য বাসাবোর যে ভবনে থাকেন, সে ভবন ও তার চারপাশের ভবনের মানুষের উৎকণ্ঠা শেষ হয় না। চুলা জ্বালানো বন্ধ। অবশেষে সোমবারই রাত নয়টার দিকে তিতাসের একটি দল এল ঘটনাস্থলে। বিষয়টি পরীক্ষা–নিরীক্ষা করে জানাল, পাইপ লিকেজ বা ছিদ্র থাকায় গ্যাস বের হচ্ছে। কিন্তু এটি তারা সারতে পারবে না।
এবার সেলিম মিয়া আরও বিপাকে পড়লেন। তিতাসের লোকজন জানালেন, মাটির ওপর একটি অংশ থাকে, যা রাইজার নামে পরিচিত—এ পর্যন্ত কোনো সমস্যা হলে তা মেরামত করে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। কিন্তু রাইজারের পরে যদি ছিদ্রসহ কোনো ধরনের ত্রুটি দেখা দেয়, তাহলে তা ওই গ্রাহকের নিজের দায়িত্বে মেরামত করে নিতে হয়। সেলিম মিয়া যে ভবনে থাকেন, সেখানকার গ্যাস পাইপলাইনে যে ছিদ্র হয়েছে, তা রাইজারের পরে, ফলে এটি তাদের তত্ত্বাবধানেই মেরামত করতে হবে। অবশ্য তিতাস গ্যাসের লোকজন যাওয়ার আগে রাইজার বন্ধ করে গ্যাস–সংযোগটি বিচ্ছিন্ন করে দিলেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। পরে সেলিম মিয়ারা ওই গ্যাসলাইন নিজেদের তত্ত্বাবধানে ঠিক করে নিয়েছেন।
ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহসহ দেশের ১২টি জেলায় গ্যাস বিতরণ করে থাকে। এই ১২ জেলায় তিতাসের প্রায় সাড়ে ২৮ লাখ গ্রাহক রয়েছে। এসব গ্রাহকের বড় অংশই জানেন না পাইপলাইন বা গ্যাস ব্যবহারের কোনো সমস্যা দেখা দিলে কী করতে হবে, কোথায় ফোন দিতে হবে। এ নিয়ে তিতাস গ্যাসেরও বড় রকম কোনো প্রচার প্রচারণাও নেই।
তিতাস গ্যাস ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নরসিংদী, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলায় গ্যাস সরবরাহ করছে।
কীভাবে বুঝবেন গ্যাস বের হচ্ছে
দেশের পাইপলাইনে যে গ্যাস সরবরাহ করা হয়, তা নাকে গেলে হালকা গন্ধ পাওয়া যায়। পাইপলাইন ছিদ্র হওয়া ছাড়াও গ্যাস নানাভাবে বের হয়ে আসতে পারে। এর মধ্যে একটি হলো নিম

07/07/2020

ওস্তাদের মার🔫😈
শেষ রাতে😎😉

টিকটক নিষিদ্ধের কথা ভাবছে যুক্তরাষ্ট্র-!
07/07/2020

টিকটক নিষিদ্ধের কথা ভাবছে যুক্তরাষ্ট্র-!

পবিত্র হজে স্পর্শ করা যাবে না কাবা.!করোনা সংক্রমণ এড়াতে চলতি বছর পবিত্র হজে সৌদি আরবের বাইরের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আ...
07/07/2020

পবিত্র হজে স্পর্শ করা যাবে না কাবা.!

করোনা সংক্রমণ এড়াতে চলতি বছর পবিত্র হজে সৌদি আরবের বাইরের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বেশ আগেই। এবার দেশের যাঁরা হজে অংশ নেবেন, তাঁদের ক্ষেত্রের বেশ কিছু নিষেধাজ্ঞা দেওয়া হলো। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি গতকাল সোমবার জানিয়েছে, হজ পালনের সময় কাবা স্পর্শ করতে পারবেন না হাজিরা।
এ ছাড়া সব ধরনের সমাবেশ ও সভা নিষিদ্ধ করা হয়েছে।
কাবা শরিফ তাওয়াফের সময়ও দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে। মাস্ক পরা বাধ্যতামূলক।
সীমিতসংখ্যক হাজি মিনা, মুজদালিফা ও আরাফাতে যাওয়ার অনুমতি পাবেন।
১৯ জুলাই থেকে শুরু হয়ে ২ আগস্ট পর্যন্ত চলবে এবারের হজ।

এশিয়া কাপ হলেই তামিমরা অনুশীলনে.👌‘ঈদের পর তাহলে শুরু হচ্ছে আমাদের অনুশীলন?’ মুঠোফোনে কাল বেশ কৌতূহল নিয়ে প্রশ্নটা করলেন ...
07/07/2020

এশিয়া কাপ হলেই তামিমরা অনুশীলনে.👌
‘ঈদের পর তাহলে শুরু হচ্ছে আমাদের অনুশীলন?’ মুঠোফোনে কাল বেশ কৌতূহল নিয়ে প্রশ্নটা করলেন বাংলাদেশ দলের এক পেসার। বিসিবি অবশ্য এখনই এ প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দিতে পারছে না। অনুশীলন শুরুর আগে তারা যে কটি ‘যদি’, ‘কিন্তু’র দিকে তাকিয়ে, তার মধ্যে এশিয়া কাপ থাকছে সবার আগে।

করোনাধাক্কায় এ বছর স্থগিত হয়ে গেছে বাংলাদেশের চারটি দ্বিপক্ষীয় সিরিজ। এই চার সিরিজে ছিল আটটি টেস্ট খেলার সুযোগ। বাংলাদেশের সামনে এখন অবশিষ্ট আছে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য যেমন অনিশ্চয়তার সুতোয় ঝুলছে, একইভাবে অনিশ্চিত সেপ্টেম্বরের এশিয়া কাপও। দুটি টুর্নামেন্টের ভবিষ্যৎই হয়তো জানা যাবে এ মাসে। আইসিসি ও এসিসির এ দুই টুর্নামেন্টের গতিবিধি বুঝেই বিসিবি ঠিক করতে চায় তামিম ইকবালদের মাঠে নামানোর সময়।

সেপ্টেম্বরে এশিয়া কাপ না হলে ক্রিকেটারদের মাঠে ফেরাতে বিসিবি তাড়াহুড়া করতে চায় না। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী কাল প্রথম আলোকে সেই ইঙ্গিতই দিলেন, ‘আমরা তাকিয়ে আছি আইসিসি ও এসিসির টুর্নামেন্ট দুটির দিকে। এ দুটি টুর্নামেন্টের আগে-পরে আমাদের আর কোনো আন্তর্জাতিক সিরিজ নেই। এ মুহূর্তে পরবর্তী টুর্নামেন্টটির (এশিয়া কাপ) দিকে তাকিয়ে আছি। এটা হলে এক রকম, না হলে আরও কিছুদিন অপেক্ষা করব।’ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানও বললেন একই কথা, ‘সামনের এসিসি সভায় কী হয়, আমরা এখন সেটির দিকেই তাকিয়ে।’

গত মাসে এসিসির নির্বাহী সভায় এশিয়া কাপ নিয়ে আশাবাদী হওয়ার মতো আলোচনা হলেও ধীরে ধীরে কমে আসছে এ টুর্নামেন্টের সম্ভাবনা। ভারতের করোনা পরিস্থিতি জটিল হচ্ছে ক্রমেই। টুর্নামেন্ট আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কা যেখানেই হোক, এ পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কোথাও দল পাঠাতে আগ্রহী নয়। ভারত অংশ না নিলে ২০২০ এশিয়া কাপের ভবিষ্যৎ কী, সেটি না বললেও চলে।

এশিয়া কাপ না হলে হয়তো রয়েসয়ে এগোবে বিসিবি। তবে একেবারে হাত-পা গুটিয়েও বসে থাকবে না। বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প শুরুর পরিকল্পনা অনেক দিন ধরেই। আকরাম খান বলেছেন, ‘পরিস্থিতি বুঝতে আমরা আরও দশ-পনেরো দিন অপেক্ষা করতে চাইছি। পরিস্থিতি ভালো হলে ঈদের পর অনুশীলন শুরু হতে পারে।’

বিসিবির প্রধান নির্বাহীও বলছেন, করোনা পরিস্থিতির অবনতি না.

করোনায় কোন ওষুধ কার্যকর, জানা যাবে ২ সপ্তাহে!--করোনাভাইরাস সংক্রমণের চিকিৎসায় কার্যকর ওষুধ কোনটি, শিগগিরই তা জানা যেতে প...
05/07/2020

করোনায় কোন ওষুধ কার্যকর, জানা যাবে ২ সপ্তাহে!--
করোনাভাইরাস সংক্রমণের চিকিৎসায় কার্যকর ওষুধ কোনটি, শিগগিরই তা জানা যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এমনই ইঙ্গিত দিয়েছে। সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, পরীক্ষাধীন সম্ভাব্য ওষুধগুলোর কার্যকারিতা দুই সপ্তাহের মধ্যে জানা যাবে বলে তাঁরা আশা করছেন।

সুইজারল্যান্ডের জেনেভায় গত শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সেই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা মহামারি মোকাবিলায় বিশ্বের সব দেশকে জেগে ওঠার আহ্বান জানিয়েছে। বিশেষ করে যেসব দেশে মহামারির বিস্তার ব্যাপকভাবে ছড়িয়েছে, সেসব দেশকে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে পদক্ষেপ নিতে বলেছে সংস্থাটি।

তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, ‘৩৯টি দেশে প্রায় সাড়ে ৫ হাজার রোগী বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষা কার্যক্রমে অংশ নিয়েছেন। আমরা এসব পরীক্ষার অন্তর্বর্তী ফলাফল দুই সপ্তাহের মধ্যে আশা করছি।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষা চলছে পাঁচটি ভাগে। প্রথম ভাগে শুধু মানসম্পন্ন চিকিৎসার মাধ্যমে রোগীদের অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে। দ্বিতীয় ভাগে পরীক্ষা চলছে অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির নিয়ে। এই ওষুধ নিয়ে বিশ্বজুড়েই আশার সঞ্চার হয়েছে। তৃতীয় ভাগে পরীক্ষাধীন রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উল্লেখিত ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন। চতুর্থ ধাপে পরীক্ষা চলছে এইডসের ওষুধ লোপিনাভির বা রিটোনাভির নিয়ে। আর পঞ্চম ধাপে এইডসের ওষুধের সঙ্গে ইন্টারফেরন প্রোটিন মিলিয়ে প্রয়োগ করে দেখা হচ্ছে।

অবশ্য সম্প্রতি হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে পরীক্ষা কার্যক্রম স্থগিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ওষুধ করোনার চিকিৎসায় তেমন কাজের না বলে একটি গবেষণায় উঠে আসার পর ওই পদক্ষেপ নেয় সংস্থাটি। তবে ওষুধটি করোনা প্রতিরোধে কার্যকর কি না, তা যাচাইয়ের কাজ চলছে এখনো।

করোনাভাইরাস মহামারির বিস্তারের ছয় মাস পেরিয়ে গেছে। কার্যকর চিকিৎসা পদ্ধতি ও টিকা উদ্ভাবনে শুরু থেকেই দিনরাত কাজ করে যাচ্ছেন বিজ্ঞানীরা। এখন পর্যন্ত ১৮টি সম্ভাব্য টিকা মানুষের ওপর পরীক্ষার পর্যায়ে রয়েছে।

রয়টার্স জানায়, ওই অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সৌম্য স্বামিনাথান বলেছেন, তাঁর সংস্থার সংগৃহীত করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স বা.

ফেসবুকে অন্য অ্যাপ বন্ধ করবেন যেভাবে.?আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে যদি অন্য কোনো ওয়েবসাইট বা অ্যাপে সাইন ইন করে থ...
04/07/2020

ফেসবুকে অন্য অ্যাপ বন্ধ করবেন যেভাবে.?
আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে যদি অন্য কোনো ওয়েবসাইট বা অ্যাপে সাইন ইন করে থাকেন তবে তা শিগগিরই কিছু সিকিউরিটি সেটিংস হালনাগাদ করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফেসবুক সম্প্রতি স্বীকার করেছে যে বেশ কিছু অ্যাপ ফেসবুকের স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিচ্ছে। ৯০ দিন কোনো অ্যাপ ব্যবহার না করার ফলে স্বয়ংক্রিয়ভাবে মুছে গেলে বা তা ব্যবহারকারী তা সরিয়ে দিলেও তা অগোচরে ফেসবুকের তথ্য সংগ্রহ করতে পারে।ফেসবুকের ব্লগ পোস্টে সম্প্রতি এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়টি নিয়ে এখন তাই সতর্ক থাকতে হবে।

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, বিশেষ নিরাপত্তা ত্রুটি বা বাগের কারণে এ সমস্যা সৃষ্টি হয়েছিল। এ নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে সাইবার দুর্বৃত্তরা ফেসবুক থেকে তথ্য হাতিয়ে নিতে পারে। তবে ফেসবুক ওই নিরাপত্তা ত্রুটি হালনাগাদ করে ফেলেছে। ফেসবুক দাবি করেছে, কোনো তথ্য বেহাত হয়নি।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে লগইন করা যায়—এমন অ্যাপ যদি ব্যবহারের প্রয়োজন না পড়ে, তবে তা দ্রুত সরিয়ে ফেলা উচিত। এতে নিরাপদে থাকা যাবে।

থার্ড-পার্টি এসব অ্যাপ থেকে ফেসবুক সরাবেন যেভাবে আইওএস বা অ্যান্ড্রয়েড থেকে ফেসবুক অ্যাপ চালু করুন বা ব্রাউজার থেকে ফেসবুক ডটকমে যান। সেখান থেকে সেটিংস মেনুতে গিয়ে 'অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটস' ক্লিক করুন। এতে নতুন একটি মেনু পাবেন। সেখানে ফেসবুক ব্যবহার করে সাইন ইন করা সকল থার্ড পার্টি অ্যাপ ও ওয়েবসাইটের তালিকা পাবেন। যেসব অ্যাপে আর ফেসবুকের সংযোগ চান না সেটি সরিয়ে দিন। যদি কোনো অ্যাপের তালিকা না পান, তবে আপনি ফেসবুক ব্যবহার করে কোনো অ্যাপে লগইন করেননি। অথবা ফেসবুক আগেই তা সরিয়ে ফেলেছে।

ফেসবুক সাধারণত কোনো অ্যাপ ৯০ দিন ব্যবহার না করলে তা সরিয়ে ফেলে। মুছে দেওয়া অ্যাপে আগে সংগ্রহ করা তথ্য থেকে গেলেও নতুন করে আপনার ওপর নজরদারি করবে না। অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটস মেন থেকে অ্যাকাউন্টের ডিফল্ট ইন্টারঅ্যাকশন সম্পাদনা করাও সুবিধা পাবেন। এডিট বাটনটি থেকে অ্যাপস, ওয়েবসাইটস ও গেম প্যানেল চালু ও বন্ধ করার সুবিধাও পাওয়া যাবে। এটি বন্ধ করে দিলে অ্যাপস, ওয়েবসাইটস ও গেম সব বাইরের অ্যাপের সঙ্গে অ্যাকাউন্টের সংযোগ বন্ধ করে দেবে। এতে অন্য অ্যাপের বা সাইটের কনটেন্টের সঙ্গে ফেসবুকের যুক্ত হওয়ার সুবিধা কমে যাবে। তবে, এতে আপনার কার্যক্রম অন্য কোনো

মাশরাফি আবার করোনা পজেটিভ...!করোনা পরীক্ষায় আবার পজেটিভ হয়েছেন মাশরাফি বিন মুর্তজা।করোনাভাইরাস ধরা পড়েছে ১৪ দিন হয়ে গে...
04/07/2020

মাশরাফি আবার করোনা পজেটিভ...!
করোনা পরীক্ষায় আবার পজেটিভ হয়েছেন মাশরাফি বিন মুর্তজা।
করোনাভাইরাস ধরা পড়েছে ১৪ দিন হয়ে গেল। এই কয়দিন বাসাতেই চিকিৎসা নিয়েছেন মাশরফি বিন মুর্তজা। কিন্তু এখনও করোনা থেকে ,মুক্তি পাননি তিনি।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করেও করোনা পজেটিভ হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও নড়াইল–২ আসনের সংসদ সদস্য মাশরাফি। পরে মাশরাফিও প্রথম আলোকে নিশ্চিত করেছেন, তাঁর নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসেনি।
গত ২০ জুন মাশরাফির শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। মাশরাফির পর তাঁর ছোট ভাই মোরসালিন বিন মুর্তজাও করোনা আক্রান্ত হয়েছেন। তবে তাদের শারীরিক অবস্থা ভালো বলেই জানা গেছে।

ভারতের বিপক্ষে আবারও গোল চান সাদ.বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের একমাত্র গোলটি করেন সাদ উদ্দিন। কলকাতার সল্টল...
04/07/2020

ভারতের বিপক্ষে আবারও গোল চান সাদ.
বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের একমাত্র গোলটি করেন সাদ উদ্দিন। কলকাতার সল্টলেকে গত বছর ১৫ অক্টোবর ভারতীয় দর্শকদের স্তব্ধ করে দেয় বাংলাদেশ।
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ড্র করে এক পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। সামনে আরও চারটি ম্যাচ খেলতে হবে জামাল ভূঁইয়া, সাদ উদ্দিনদের। করোনার কারণে পিছিয়ে যাওয়া এই ম্যাচগুলো অক্টোবর ও নভেম্বরে হওয়ার কথা। জাতীয় দলের কোচ জেমি ডে কিছুদিন আগেই বলেছেন, ‘এই ম্যাচগুলো থেকে আমি আরও পয়েন্ট পেতে চাই।’ এবার কোচের সঙ্গে সুর মিলিয়ে জাতীয় দলের ফুটবলার সাদ উদ্দিনও বললেন একই কথা।

গত বছর ১৫ অক্টোবর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অসাধারণ এক গোল করেছিলেন সাদ উদ্দিন। ওই এক গোলেই বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখছিল। যদিও শেষ মুহূর্তের গোলে বাংলাদেশকে জয় বঞ্চিত করেন ভারতের আদিল খান। কিন্তু এবার ভারতের বিপক্ষে জয়ের আশাই করছেন আবাহনীর উইঙ্গার, ‘ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচে আমাদের দলটা বেশ ভালো ছিল। ওদের দলটাও সেরা ছিল। যদি আমরা আগের দলটা নিয়ে নামতে পারি এবং পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারি তাহলে ভারতকে হারাতে পারব। যদিও জানি লড়াইটা কঠিন হবে, কিন্তু আমরা ঘরের মাঠের সুবিধাটা কাজে লাগাতে চাই।’
ভারতের বিপক্ষে ওই ম্যাচে করা গোলটাকে এবার প্রেরণা হিসেবে নিচ্ছেন সাদ, ‘ঘরের মাঠের সব ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভারতের বিপক্ষে ম্যাচটা আরও বেশি রোমাঞ্চকর হবে। এই ম্যাচের আগে আমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আমরা জেতার চেষ্টা করবো এবং ভারতের সঙ্গে আমি আবারও গোল করতে চাইব। ভারতের ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতে চাই আমরা।’
করোনায় ম্যাচ স্থগিত হওয়ার পর নতুন সূচি অনুসারে ৮ অক্টোবর বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ১৩ অক্টোবরের প্রতিপক্ষ কাতার। ১২ নভেম্বর হবে ভারত-বাংলাদেশ ম্যাচ। এরপর শেষ ম্যাচটি ওমানের বিপক্ষে বাংলাদেশ খেলবে ১৭ নভেম্বর। এর আগে প্রথম লেগে আফগানিস্তানের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। কাতারের বিপক্ষে হার ২-০ গোলের। কিন্তু ভারতের সঙ্গে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে বাংলাদেশ।

টিকটকসহ ৫৯ চীনা অ্যাপ বন্ধ করল ভারত-!.টিকটক, উইচ্যাটসহ চীনা ৫৯টি অ্যাপ ভারতে বন্ধ করে দিয়েছে সে দেশের সরকার। এসব অ্যাপ দ...
30/06/2020

টিকটকসহ ৫৯ চীনা অ্যাপ বন্ধ করল ভারত-!.
টিকটক, উইচ্যাটসহ চীনা ৫৯টি অ্যাপ ভারতে বন্ধ করে দিয়েছে সে দেশের সরকার। এসব অ্যাপ দেশের জন্য বিপজ্জনক বলে অভিযোগ তুলে তা বন্ধ করা হয়েছে বলে আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়। ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব অ্যাপ ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, ভারতের প্রতিরক্ষা, রাষ্ট্রীয় সুরক্ষা ও জনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ক্ষতিকর।

ভারত যেসব অ্যাপ বন্ধ করেছে, এর মধ্যে ভারতে জনপ্রিয় অ্যাপ উইচ্যাটও রয়েছে। অ্যাপ বন্ধ করার ঘটনায় সীমান্ত নিয়ে বিবাদে থাকা দুই দেশের উত্তেজনা আরও বাড়বে।

১৫ জুন লাদাখে সীমান্ত–সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত হওয়ার পর চলতি সপ্তাহে উত্তেজনা আরও বেড়েছে। চীন ও ভারত উভয় দেশই সীমান্তে সৈন্য জড়ো করেছে। কৃত্রিম উপগ্রহে তোলা ছবিতে দেখা গেছে, সীমান্তে নতুন অবকাঠামো তৈরি করছে চীন।

ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বলেছে, তারা ৫৯টি চীনা অ্যাপ বন্ধ করাছে, কারণ বিভিন্ন সূত্র থেকে তারা অভিযোগ পাচ্ছে। এসব অ্যাপ তথ্য চুরি করে তা স্থানান্তর করছে।

টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্মের প্রধান কার্যালয় বেইজিংয়ে এবং এটি চীনে জনপ্রিয় হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এর জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে সমালোচনাও বেড়েছে। টিকটকের সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটির কয়েকজন সিনেটর এর বিরুদ্ধে তদন্ত করার আহ্বান জানিয়েছেন। এসব অভিযোগ তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে টিকটক।

ভারতের বন্ধ করার অ্যাপের তালিকায় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েবু, গেম ক্লাস অব কিংস, আলিবাবার ইউসি ব্রাউজার, ই-কমার্স অ্যাপ ক্লাব ফ্যাক্টরি প্রভৃতি রয়েছে।

ভারতের টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে বলেছে, সীমান্ত উত্তেজনা নিরসেন কমান্ডার পর্যায়ে চীন ও ভারতের মধ্যে তৃতীয় দফা বৈঠকের এক দিন আগেই ভারতের পক্ষ থেকে ৫৯টি অ্যাপ বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটল।

ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বলেছে, তারা ভারতীয় সাইবার ক্রাইম কো–অর্ডিনেশন সেন্টার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুপারিশ পেয়েছিল।

অ্যাপ বন্ধ ছাড়াও ভারত সরকার দেশে চীনা কোম্পানির ফোরজি নেটওয়ার্ক হালনাগাদ ও রেলওয়ে নেটওয়ার্কের চুক্তি বাতিল করেছে। এ ছাড়া ই-কমার্স প্ল্যাটফর্মগুলোয় চীনা পণ্য বিক্রি বন্ধ করতে নির্দেশ দিয়েছে।

ভারতের বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপ নিষেধাজ্ঞা চীনের ডিজিটাল সিল্ক রুটের উচ্চাভিলাষের পক্ষে একটি বড়?

লঞ্চ দুর্ঘটনায় সান্ত্বনার ভাষা পাচ্ছেন না সাকিব-!কাল ভয়ংকর এক দুর্ঘটনা থমকে দিয়েছে দেশকে। সোমবার সকালে সদরঘাটের কাছে ফরা...
30/06/2020

লঞ্চ দুর্ঘটনায় সান্ত্বনার ভাষা পাচ্ছেন না সাকিব-!
কাল ভয়ংকর এক দুর্ঘটনা থমকে দিয়েছে দেশকে। সোমবার সকালে সদরঘাটের কাছে ফরাশগঞ্জ ঘাট এলাকায় আরেক লঞ্চের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী মর্নিং বার্ড নামের এক লঞ্চ ডুবে যায়। এখন পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ভয়াবহ এই বিপর্যয় আর অনাহূত মৃত্যুতে হতবাক সাকিব আল হাসান। গতকাল রাতেই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাকিব।

করোনাভাইরাসের প্রকোপে বিশ্বে মৃত্যুর মিছিল লেগেছে। বাংলাদেশেও দিন দিন সংক্রমণের সংখ্যা বাড়ছে। এমন এক ক্রান্তিকালে এমন দুর্ঘটনা ভাবাচ্ছে সাকিবকে। এমন ঘটনায় নিজেকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারছেন না সাবেক বিশ্ব সেরা অলরাউন্ডার, 'প্রতিটি শোক সংবাদ হতাশার, বেদনার। গত চারমাস ধরে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই মানুষ চলে যাচ্ছে না ফেরার দেশে। এর মধ্যে আজ আবার বুড়িগঙ্গা নদীর তীরে লঞ্চ ডুবে এখন পর্যন্ত ৩২ জন মানুষের প্রাণহানী এবং এখন পর্যন্ত বেশ কিছু যাত্রী নিঁখোজ রয়েছে। তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ। সত্যি বলতে আমি কোনো ভাবেই নিজেকে সান্ত্বনা দিতে পারছি না।'

এই দুর্ঘটনা চাইলেই এড়ানো যেত। দুর্ঘটনার ভিডিও দেখে একে হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। যেখানে করোনা ভাইরাসের মতো এক অণুজীবের সঙ্গে লড়াইয়ে সর্বস্ব দিয়ে চেষ্টা করেও জীবন বাঁচানো যাচ্ছে না, সেখানে এমন অনাহূত মৃত্যুর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না সাকিব, 'পুরো পৃথিবীর এই ভয়ংকার ক্রান্তিকালে এমন দূর্ঘটনার কোন সান্ত্বনা বা ব্যাখ্যা আমার জানা নেই। ভবিষ্যতে এমন অনাকাঙ্খিত দূর্ঘটনা আর একটি যেন না হয় এমন বাংলাদেশ দেখবার প্রত্যাশা করি। করোনাসহ সব সকল দূর্যোগ কেটে যাবে ইনশাআল্লাহ। মাত্র ৩০ সেকেন্ড দূরের পথে থেকেও, সারাজীবনের জন্য পরপারে পাড়ি জমানো সকল আত্মার প্রতি শান্তি ও সৃষ্টিকর্তার নিকট জান্নাত কামনা করছি।'

মেসির সঙ্গে মনোমালিন্য স্বাভাবিক মনে হচ্ছে কোচের.সপ্তাহের শুরুর ম্যাচের একটিও ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে...
30/06/2020

মেসির সঙ্গে মনোমালিন্য স্বাভাবিক মনে হচ্ছে কোচের.
সপ্তাহের শুরুর ম্যাচের একটিও ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নতুন সৃষ্ট পানি পানের বিরতিতে খেলোয়াড়দের কৌশল বোঝাচ্ছিলেন সহকারী কোচ এদের সারাবিয়া। কিন্তু লিওনেল মেসি তাঁকে পাত্তা না দিয়ে আশপাশে ঘুরে বেড়িয়েছেন। সুয়ারেজ ডাকলেও অবজ্ঞার হাসি হেসে চলে গেছেন দূরে। এ ঘটনায় কোচিং স্টাফের সঙ্গে মেসির দূরত্বের গুঞ্জন ছড়িয়েছে ভালোভাবেই। যদিও কোচ কিকে সেতিয়েন সেটা স্বীকার করতে রাজি নন।

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল বার্সেলোনা। ম্যাচের পর ড্রেসিংরুমে তর্কাতর্কির খবরও এসেছে। গতকাল এ নিয়ে কথা বলতেই হয়েছে সেতিয়েনকে। কোচ বলছেন এমন বিতর্ক খেলারই অংশ, 'বাস্তব জীবনে সব সময়ই বিতর্ক জন্মায়। আর পার্থক্য থাকবে এটাই তো স্বাভাবিক। কিন্তু এটা বরাবরই হয়ে আসছে। আমি নিজেও সহজ খেলোয়াড়(কোচদের জন্য) ছিলাম না। আমরা চেষ্টা করি সবাইকে একটি নির্দিষ্ট ব্যাপারে ঐক্যমত্যে আনার।'

ড্রেসিংরুমে তর্ক বিতর্ক হলেও সেটা খুব একটা গুরুত্ব পাচ্ছে না সেতিয়েনের কাছে। তাঁর ধারণা, মাঠের পারফরম্যান্সে উন্নতি হলেই সব ঠিক হয়ে যাবে, 'আমি এটাকে স্বাভাবিক মনে করি। এটা ভালো যে মত বিনিময় হচ্ছে। এটাকে বাড়তি গুরুত্ব দিতে চাই না। যখন কোনো জয় পান, সবাই একটু উদ্বিগ্ন থাকে। সবার সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক। হ্যা, কিছু সময়ে হয়তো আমরা একমত হই না। গতকাল আমরা অনেক কিছু নিয়েই কথা বলেছি, কিন্তু আলোচনা ফুটবল নিয়েই ছিল। আমাদের আরও ভালো করতে হবে, উন্নতি করতে হবে।'

প্রতিপক্ষের মাঠে বাজে পারফরম্যান্সের কারণটা জানেন সেতিয়েন। এখন সেখান থেকে বের হওয়ার উপায় খুঁজছেন বার্সেলোনা কোচ, 'আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, দাপট দেখিয়েও গোল পাচ্ছি না; এটা হতাশ করছে আমাদের। কিন্তু এটা স্বাভাবিক, আমরা এটাকে বদলাতে পারি।'

25/06/2020

বড় মহেশখালী, জাগিরাঘোনা ৭ নং
(ওয়ার্ড) অএ এলাকার- আবু জাফর
প্রকাশ=(সেক্রটারি) এর বাডিতে ২৪ তারিক দিবাগত রাএে এক নির্মম হত্যা। কান্ড ছলে যায় = সামান্য রাস্তার সুএ দরে। আবু জাফর এর বাসায় নির্মম হত্যা কান্ড চালায়। এমতা অবাস্হায় (আবু জাফর) এর পুএ, মোঃ = (রুবেল) কে অএ এলাকার বিভিন্ন সন্তাসী ও মাদক ব্যাবসায়ী ৫ থেকে ১০জন মীলে নির্মম হত্যা চালায়
-- এখন রোগি (রুবেল) কক্সবাজার সদর হাসপাতালে বর্তি অবাস্হায় আছেন--- { তথ্য সুএে জানা গেছে রক্ত সুন্যতা হয়ে মারা গেছেন---} মারা গেছে কি না। আমি Siure হলে Comment এ জানিয়ে দিব #
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ✌
[ প্রশাসনের দ্রিস্টি আকর্ষণ জানাচ্ছি ]

18/06/2020

করোনা, দুর্জোগ এ🌍 মানুষের কস্ট এবং অবাভ দুর করতে 👍
বিভিন্ন ভাবে মানুষ কে সাহাজ্যের হাত✋
বাডিয়ে মানুষ কে সাহাজ্য করতেছে👀
কিন্তু আমাদের এলাকা (জাগিরাঘোনা)
বিভিন্ন চেয়ারম্যান দের দেওয়া✌
ত্রান এর( কার্ড)গুলা চুরি করতেছে কিছু জানোয়ার এর বাচ্ছারা😈
জরুরি বিওিতে এগুলা {তদন্ত }
করা হুক-।

16/06/2020

আর কতো দেকব?.... হীরামনি, তনু, নুসরাত ,ঢাবীর. ছাথী -- ইত্যাদি✌
ধন্যবাদ👏 স্বপন আহমেদ বাই💜
এরকম একটা বিডিও এডিট👌
করার জন্য.{আসুন সবাই সাবধান হই}
like👍 & Follow Me plzz👏

বিশ্বসেরা ক্রিকেট বোর্ড হতে চায় পিসিবি.!বিশ্বসেরাদের কাতারে পৌঁছাতে পাঁচশালা পরিকল্পনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (প...
16/06/2020

বিশ্বসেরা ক্রিকেট বোর্ড হতে চায় পিসিবি.!

বিশ্বসেরাদের কাতারে পৌঁছাতে পাঁচশালা পরিকল্পনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)
বিশ্বসেরা হওয়ার স্বাদ সেই ১৯৯২ সালেই প্রথম পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। ইমরান খানের নেতৃত্বে অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ডে হওয়া ওয়ানডে বিশ্বকাপটা জিতেছিল পাকিস্তানিরা। ১৭ বছর পর আরেক খান, ইউনিস খানের নেতৃত্বে টি–টোয়েন্টি বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়েও একবার দুই সপ্তাহের জন্য বিশ্বের এক নম্বর দল হয়েছিল পাকিস্তান। সেই দলটির ক্রিকেট বোর্ড এবার পাখির চোখ করেছে সংগঠন হিসেবেও ক্রিকেট বিশ্বের সেরা হওয়াতে।

আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাঁচশালা এক লিখিত পরিকল্পনা ঘোষণা করেছে। যে পরিকল্পনার মূল সুর ‘বিশ্বের সবচেয়ে কার্যকর ও বিশ্বস্ত’ সংগঠন হিসেবে নিজেদের চেনানো। পিসিবি জানিয়েছে বোর্ডের পরিচালনা পর্ষদ কর্মপরিকল্পনা অনুমোদন দিয়েছে। যে পরিকল্পনায় জবাবদিহিতা, স্বচ্ছতা, নৈতিকতা ও পেশাদারিকে মূলমন্ত্র করা হয়েছে।

‘আমাদের জাতিকে অনুপ্রাণিত ও ঐক্যবদ্ধ করার পাঁচশালা পরিকল্পনা’—বাহারি এই শিরোনামের ঘোষণায় পাকিস্তানের পুরুষ ও নারী জাতীয় দল এবং বয়সভিত্তিক দলগুলোর উন্নতি ও তৃণমূল পর্যায়ের ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়নে জোর দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। তবে কীভাবে পরিকল্পনার বাস্তবায়ন করা হবে সেটির বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে এক বিবৃতিতে পিসিবি বলেছে পরিকল্পনার পুরো সময়জুড়ে প্রতি মাসেই অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে।

পাঁচশালা পরিকল্পনা উন্মোচন করতে গিয়ে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান জানিয়েছেন গত বছরই কাজ শুরু করেছিলেন তাঁরা, ‘আমরা ২০১৯ সালে পাঁচশালা পরিকল্পনা বানানোর পর পরিচালনা পর্ষদের অনুমোদনের অপেক্ষায় ছিলাম। ফেব্রুয়ারিতে সেই অনুমোদন পাওয়া গেছে। আর এখন আমাদের মনে হয়েছে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার সময় এসেছে।’

ওয়াসিম জানান ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে নিয়েই পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় পিসিবি, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সরল, রোমাঞ্চকর ও অর্জনযোগ্য একটি পথরেখা সাজানোর যাতে স্বচ্ছতার সঙ্গে লক্ষ্যে পৌঁছানো যায়। লক্ষ্যটা শুধু পিসিবির কর্মচারিদের জন্যই নয়, এটি সমর্থক ও ক্রিকেট সংশ্লিষ্ট সবার জন্যই করা।’

২০১৯ থেকে ২০২৩, এই পাঁচ বছরের জন্যই পরিকল্পনা সাজিয়েছে পিসিবি। যে পরিকল্পনায় আছে বিশ্বে পাকিস্তানের ভাবমূর্তি উজ্জ্বল করা, পাকি

সেরাদের আলোচনায় সাকলায়েনের মুখে বুদ্ধিমান সাকিবের নামফিঙ্গার স্পিনারদের বড় এক অস্ত্র সরবরাহ করেছেন সাকলায়েন মুশতাক। আধুন...
15/06/2020

সেরাদের আলোচনায় সাকলায়েনের মুখে বুদ্ধিমান সাকিবের নাম
ফিঙ্গার স্পিনারদের বড় এক অস্ত্র সরবরাহ করেছেন সাকলায়েন মুশতাক। আধুনিক ক্রিকেটে টিকে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ হল বোলিংয়ে বৈচিত্র্য থাকা। দুসরা আবিস্কার করে অফ স্পিনারদের বড় বাঁচা বাঁচিয়েছেন সাবেক এই পাকিস্তানি তারকা। কোচ হিসেবে বিশ্বের নানা প্রান্তে তাই কদর তাঁর। সেই সাকলায়েন যখন বর্তমানে সেরা স্পিনারদের তালিকা বানান, সেটা গুরুত্ব পেতে বাধ্য।

ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে টেস্ট ও ওয়ানডেতে নিজের প্রিয় স্পিনারদের নিয়ে কথা বলেছেন, 'বড় দৈর্ঘ্যের ম্যাচে বিশ্বের সেরা স্পিনার নাথান লায়ন। কারোন সব বড় দল, এমনকি ভারত ও পাকিস্তানের বিপক্ষেও সে ভালো করেছে। অশ্বিনও ভালো বোলার কিন্তু শুধু ঘরের মাঠে। সীমিত ওভারের ক্রিকেটে কুলদীপ যাদব খুবই ভালো স্পিনার। ক্রিকেটীয় দিক থেকেও সে শিক্ষিত।'
এর পরই এসেছে সাকিব আল হাসানের প্রসঙ্গ। কুলদীপস্তুতি শেষ করেই সাকিবের বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন সাকলায়েন, 'বাংলাদেশের সঙ্গে যখন কাজ করেছি, তখন সাকিব আল হাসানকে কাছ থেকে দেখেছি। সে খুবই বুদ্ধিমান বোলার।'

সেরাদের আলোচনায় পাকিস্তানের কেউ নেই? সাকলায়েন অতটা নিষ্ঠুর হতে পারেননি তাঁর দেশের প্রতি। পাকিস্তান থেকে দুজন লেগ স্পিনার বেছে নিয়েছেন সাকলায়েন, 'পাকিস্তানে শাদাব (খান) অনেক প্রতিশ্রুতিশীল এবং আমার মনে হয় টেস্টেও সে ভালো করতে পারে। আর রেকর্ডই বলে ইয়াসির শাহ বিশ্বমানের স্পিনার।'

Address

Cox's Bazar

Telephone

+8801310097202

Website

Alerts

Be the first to know and let us send you an email when Frince Akill posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category


Other Video Creators in Cox's Bazar

Show All