11/09/2020
কীভাবে বুঝবেন গ্যাসলাইন ছিদ্র, সমাধানে যা করতে হবে!
রাজধানীর মধ্য বাসাবোর বাসিন্দা মো. সেলিম মিয়া বাসায় ঢুকতে কয়েক দিন গ্যাসের গন্ধ পাচ্ছিলেন। তবে তেমন আমলে নেননি। এর মধ্যে নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে (৪ সেপ্টেম্বর) মুসল্লিরা মারা যাওয়ার পর তিনি সতর্ক হন। গত সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় তিতাস গ্যাস অফিসে যোগাযোগ করেন।
তিতাস অফিস সেলিম মিয়াকে জানায়, এই মুহূর্তে তাদের জরুরি সেবা দেওয়ার টিম নেই। রাতে পাঠানো হবে। এদিকে সেলিম মিয়া মধ্য বাসাবোর যে ভবনে থাকেন, সে ভবন ও তার চারপাশের ভবনের মানুষের উৎকণ্ঠা শেষ হয় না। চুলা জ্বালানো বন্ধ। অবশেষে সোমবারই রাত নয়টার দিকে তিতাসের একটি দল এল ঘটনাস্থলে। বিষয়টি পরীক্ষা–নিরীক্ষা করে জানাল, পাইপ লিকেজ বা ছিদ্র থাকায় গ্যাস বের হচ্ছে। কিন্তু এটি তারা সারতে পারবে না।
এবার সেলিম মিয়া আরও বিপাকে পড়লেন। তিতাসের লোকজন জানালেন, মাটির ওপর একটি অংশ থাকে, যা রাইজার নামে পরিচিত—এ পর্যন্ত কোনো সমস্যা হলে তা মেরামত করে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। কিন্তু রাইজারের পরে যদি ছিদ্রসহ কোনো ধরনের ত্রুটি দেখা দেয়, তাহলে তা ওই গ্রাহকের নিজের দায়িত্বে মেরামত করে নিতে হয়। সেলিম মিয়া যে ভবনে থাকেন, সেখানকার গ্যাস পাইপলাইনে যে ছিদ্র হয়েছে, তা রাইজারের পরে, ফলে এটি তাদের তত্ত্বাবধানেই মেরামত করতে হবে। অবশ্য তিতাস গ্যাসের লোকজন যাওয়ার আগে রাইজার বন্ধ করে গ্যাস–সংযোগটি বিচ্ছিন্ন করে দিলেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। পরে সেলিম মিয়ারা ওই গ্যাসলাইন নিজেদের তত্ত্বাবধানে ঠিক করে নিয়েছেন।
ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহসহ দেশের ১২টি জেলায় গ্যাস বিতরণ করে থাকে। এই ১২ জেলায় তিতাসের প্রায় সাড়ে ২৮ লাখ গ্রাহক রয়েছে। এসব গ্রাহকের বড় অংশই জানেন না পাইপলাইন বা গ্যাস ব্যবহারের কোনো সমস্যা দেখা দিলে কী করতে হবে, কোথায় ফোন দিতে হবে। এ নিয়ে তিতাস গ্যাসেরও বড় রকম কোনো প্রচার প্রচারণাও নেই।
তিতাস গ্যাস ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নরসিংদী, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলায় গ্যাস সরবরাহ করছে।
কীভাবে বুঝবেন গ্যাস বের হচ্ছে
দেশের পাইপলাইনে যে গ্যাস সরবরাহ করা হয়, তা নাকে গেলে হালকা গন্ধ পাওয়া যায়। পাইপলাইন ছিদ্র হওয়া ছাড়াও গ্যাস নানাভাবে বের হয়ে আসতে পারে। এর মধ্যে একটি হলো নিম