Cox Solution

Cox Solution Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cox Solution, Video Creator, Cox's Bazar.
(1)

★Reviewing the Cox's Bazar hotel and resort in desirable budget.
★Signifying the actual scenario of the whole tourism spots to all.
★To benefit newcomers in economically and physically by informing the actual direction.

04/04/2024

এমন সমুদ্রের সান্নিধ্য পেতেও কপাল লাগে। বৃষ্টি আসার ঠিক আগের মুহূর্তে সমুদ্র এক মোহনীয় রূপ ধারণ করে।

02/04/2024

আহা! কী শান্ত পরিবেশ, একদম নিরিবিলি।
কক্সবাজার সমুদ্র সৈকত।

31/03/2024

Cox Solution আপনাদের সুবিধার্থে নিয়ে আসছে হোটেল ভিত্তিক নাড়িনক্ষত্র ভিডিও, মানে হচ্ছে আপনাদের পছন্দের হোটেলগুলোর সার্বিক রিভিউ। পাশাপাশি Obhibadon অভিবাদন দিচ্ছে সবচেয়ে ভালো রুমগুলোর অগ্রীম নির্ঝঞ্ঝাট বুকিং। তাই, আর দেরি নয়, এখনই বুকিং করে নিন আপনার আকাংকিত রুমগুলো। ঈদের ছুটিতে অভিবাদনের মাধ্যমে সবার আগে ভালো রুমগুলো বুকিং করতে সরাসরি যোগাযোগ করুন 01601250057 এই নাম্বারে।

29/03/2024

প্রিয় ভ্রমণপিয়াসীরা,
"কক্স সলিউশন" ও Obhibadon অভিবাদন " র পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা!

দীর্ঘ বিরতির পর আপনাদের সকলের অনুরোধে আবারও ভিডিও তৈরি ও তথ্য সংগ্রহের কাজ শুরু করেছি, আলহামদুলিল্লাহ।

এবারের ভিডিওটিতে রমজানের সময় কক্সবাজারের হোটেলগুলোর অবস্থা ও ঈদের কতোদিন পরে কক্সবাজার ঘুরতে আসবেন সে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ঈদের ছুটিতে টানা ৫দিন বন্ধ থাকায় এবারে কক্সবাজারে খুব ভীড় হবে। ওইসময় এসে হোটেল বুকিং করতে চাইলেই বিপদে পড়বেন। কক্সবাজারে ঈদের ছুটিতে ঘুরতে চাইলে অবশ্যই অগ্রীম রুম বুকিং দিয়ে আসবেন।

রুম বুকিং করতে সবসময়ই সবচেয়ে নির্ভরযোগ্য ও সহজ সমাধান অভিবাদনে সরাসরি ফোন দিন
+8801601250057 নাম্বারে।

অনাকাঙ্ক্ষিত পারিপার্শ্বিক শব্দের জন্য আন্তরিক দুঃখিত।

বেশ কিছু সময় বিরতির পরে আবারও আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম।https://youtu.be/oRN5fzCWqfc
26/03/2024

বেশ কিছু সময় বিরতির পরে আবারও আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম।
https://youtu.be/oRN5fzCWqfc

22/03/2024
বলতে হবে এমন সুখময় মধুর গালিচা কক্সবাজারের কোন অঞ্চলে বিছিয়ে রয়েছে? পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে কক্সবাজারের ভালো সার্ভিস ও...
18/03/2024

বলতে হবে এমন সুখময় মধুর গালিচা কক্সবাজারের কোন অঞ্চলে বিছিয়ে রয়েছে?

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে কক্সবাজারের ভালো সার্ভিস ও উন্নত মানসম্পন্ন হোটেল বুকিং করে নিতে আপনার প্রথম ও আস্থাশীল মাধ্যম Obhibadon অভিবাদন

আর মাত্র কয়েকটা মিনিট পরেই মিটিয়ে যাবে তৃষ্ণা, হে প্রভু,  আমাদের সকল সুন্দর প্রার্থনা কবুল করুন। সবাইকে মাহে রমজানের শুভ...
16/03/2024

আর মাত্র কয়েকটা মিনিট পরেই মিটিয়ে যাবে তৃষ্ণা,
হে প্রভু, আমাদের সকল সুন্দর প্রার্থনা কবুল করুন।

সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা!

নিরাপদ এবং বাজেটের মধ্যে ভালো হোটেলে রুম বুকিং করতে এখনই Obhibadon অভিবাদন এ যোগাযোগ করতে পারেন।

07/03/2024

রোহিঙ্গা ক্যাম্পে ফুটবল খেলার দর্শক, কক্সবাজারে সবকিছুর দাম এতো বেশি কেনো এবার বুঝে নিন।

বর্ষার সাগর আমার কাছে সবচেয়ে অনন্য মনে হয়। তাই বর্ষায় সময় সাগরে পড়ে থাকি। কক্স সলিউশন বীচ, ইনানী।কক্সবাজারে নিরাপদ এবং ভ...
03/03/2024

বর্ষার সাগর আমার কাছে সবচেয়ে অনন্য মনে হয়। তাই বর্ষায় সময় সাগরে পড়ে থাকি। কক্স সলিউশন বীচ, ইনানী।
কক্সবাজারে নিরাপদ এবং ভালো হোটেল বুকিং করতে চাইলে Obhibadon অভিবাদন সবচেয়ে বেস্ট।

মার্চের ১ তারিখে সমুদ্র দেখা। কক্সবাজার সমুদ্রে আপনাকে Obhibadon অভিবাদন।
01/03/2024

মার্চের ১ তারিখে সমুদ্র দেখা। কক্সবাজার সমুদ্রে আপনাকে Obhibadon অভিবাদন।

এমন জনমানবহীন সমুদ্রে আপনাকে অভিবাদন
22/02/2024

এমন জনমানবহীন সমুদ্রে আপনাকে অভিবাদন

16/02/2024

আসেন আসেন সাগরের পানতে গোসল করে যান, ঘোলা করে যান,দেখে যান, বালি নিয়ে যান।
আজকের কক্সবাজার সমুদ্র সৈকত থেকে।
শুক্রবার বলে কথা।

14/02/2024

সামনে আসছে ২১ ফেব্রুয়ারী।
আপনাদের ট্যুর প্ল্যানের সুবিধার্থে আগাম জানিয়ে রাখলাম কিছু নির্দেশনা :

সরকারি ছুটির সাথে সপ্তাহান্তের দিন যুক্ত হওয়া ছুটির দিনগুলোতে কক্সবাজার ভ্রমণে 'কক্স সলিউশন' সবসময়ই আপনাদের নিরোৎসাহিত করে আসছে দীর্ঘ সময় ধরে। এবারের ছুটির ব্যাপারেও এর ব্যতিক্রম বা ব্যত্যয় হচ্ছে না। আপনারা অনেকেই ইতোমধ্যে পরিলক্ষন করেছেন, প্রথম সারীর অনেক গণমাধ্যমেও কক্সবাজারের অধিকাংশ রুম বুকিং হবার ব্যাপারে নিউজ করেছে। এই বিষয়ে আর লম্বা আলোচনার প্রয়োজন আছে বলে মনে করি না।

যদি নিদেনপক্ষে উক্ত ছুটির সময়ে আসতেই হয়, অবশ্যই কক্সবাজারে পা রাখার আগেই রুম বুকিং করে নিবেন। রুম বুকিং না করে পরিবার পরিজন নিয়ে সাগর ভ্রমণে আসলে যেসকল সমস্যার সম্ভাবনা থাকে তা আমরা অনেকবারই আপনাদের জানিয়েছি। উন্নত সেবা, সুবিধা সম্পন্ন ও নিরাপদ হোটেল গুলোতে ইতোমধ্যে সব রুমই বুকিং হয়ে গেছে। কটেজ জোনে ও ছোট হোটেলে কিছু রুম পেতে পারেন, এসব রুম তারা হাতে রাখে চড়া দামে বিক্রি করবে বলে। আপনারা সচেতন না হলে এসব সিন্ডিকেট চলতেই থাকবে।

আগামী ২৬ ফেব্রুয়ারী হতে কক্সবাজার আবার স্বাভাবিক হয়ে আসবে ও ভীড় কমে যাবে। ভ্রমণ পরিকল্পনা থাকলে ২৬ ফেব্রুয়ারীর পরে করুন।
কক্সবাজারে ভালো হোটেল বুকিং করতে ও ভ্রমণ সংক্রান্ত যেকোনো তথ্য পেতে Obhibadon অভিবাদন র সহায়তা নিতে পারেন।

বলে রাখি, 'কক্স সলিউশন' ও 'অভিবাদন' সবার আগে প্রাধান্য দেয় আপনাদের সুবিধা, নিরাপত্তা ও নির্ঝঞ্ঝাট ভ্রমণকে।
এটা করতে গিয়ে হোটেল ম্যানেজমেন্ট'র অনেকেই আমাদের ভুল বুঝেন এবং মনে করেন আমরা গুজব ছড়াই বা পর্যটকদের অহেতুক ভীতসন্ত্রস্ত করি। আমাদের ব্যাপারে যে যাই ভাববে ভাবুক, আমরা সবসময়ই আপনাদের সুবিধাকেই প্রাধান্য দিবো ইনশাআল্লাহ। বুকে হাত রেখে ও সৎ সাহস নিয়ে বলতে পারি, আল্লাহর রহমতে এ পর্যন্ত কোনো পর্যটককেই আমরা বিভ্রান্ত করিনি ও ভুল পরামর্শ দিইনি।

আপনাদের সকলের সুন্দর জীবন কামনা করি।

09/02/2024

আজকের সুগন্ধা পয়েন্টের বীচ, না বীচ নয় বিশাল জনসভা। এভাবেও রিলাক্সে ভ্রমণ হয় টাকা থাকলে। ইতিমধ্যে যারা আগামী ১৬,১৭, ২১,২২ এবং ২৩ তারিখ আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য বলতে চাই ঠিক এভাবে হবে বরং আরো বেশি ভীড় হবে লিখে রাখেন। কেননা অলমোস্ট ভালো এবং মোটামুটি সব হোটেলের রুম সোল্ড আউট। সুন্দর পরিকল্পনা করে রিলাক্স সময়ে কক্সবাজার আসার আমন্ত্রণ রইলো।
★ কক্সবাজারে নিরাপদ এবং বাজেটের মধ্যে ভালো হোটেল বুকিং করতে চাইলে Obhibadon অভিবাদন এ যোগাযোগ করতে পারেন।
আজকের মতো রাস্তায় রাস্তায় ঘুরার ইচ্ছা হলে রাসের সময়ে ভ্রমণ করুন অথবা ৫০০ টাকার রুম ৭০০০ টাকায় বুকিং করতে চাইলে এসে রুম দেখে বুকিং করুন 🤣।

08/02/2024

প্রিয় শুভাকাঙ্ক্ষী, কিছু সময় নিয়ে কক্সবাজার ভ্রমণ সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য পড়ে নিন। আপনি এবং আপনার পরিবারকে অপ্রীতিকর পরিস্থিতিতে ফেলতে না চাইলে এই লেখাটি অবশ্যই পড়ুন।

১. প্রথমেই আন্তরিক দুঃখ প্রকাশ করছি তাদের প্রতি, যারা ইতোমধ্যে 'অভিবাদনে' অসংখ্যবার কল/যোগাযোগ করেছেন, কিন্তু অধিকাংশ পর্যটককেই আমরা রুম দিতে পারিনি। সবগুলো ভালো হোটেলেই রুম বুকিং হয়ে গেছে। বলতে গেলে কক্সবাজারের মোটামুটি মানের সকল হোটেলেই ৮-৯ তারিখের সব রুম সোল্ড আউট! "অভিবাদন" টিম আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী, চাহিদা থাকা স্বত্বেও পর্যাপ্ত রুমের অভাবে আপনাদের ভ্রমণসঙ্গী হতে পারেনি। রুম বুকিং'র জন্য শুধুমাত্র পর্যটকই নন, অনেক হোটেলের ম্যানেজার ও উচ্চপদস্থ কর্মকর্তাও আমাদের সাথে যোগাযোগ করেছেন রুম দিতে না পেরে। এমন সমস্যা তৈরি হবার পেছনে কারণ কী!!! এই ঝামেলা হতে পরিত্রাণের উপায়ও বা কী!

২. যারা ইতিমধ্যে ৮,৯ তারিখ রুম বুকিং করে ফেলেছেন তাদেরকে কক্সবাজারে স্বাগত জানাই। কিন্তু যারা এখনো রুম বুকিং করেননি বা পারেননি, তড়িঘড়ি না করে ভ্রমণ তারিখ পরিবর্তন করুন। আমাদের অভিজ্ঞতা বলে আগামীকাল আরো প্রচুর মানুষ আসবে এটি নিশ্চিত। অল্প যা রুম খালি আছে (মূলত ছোটখাটো হোটেল গুলো) সেগুলোর দাম আকাশচুম্বী হবে, তাও ঠিকঠাক খালি থাকবে না। সার্ভিসও তেমন পাবেননা, সুযোগ সুবিধাও যথাযথ থাকবে না, কিন্তু টাকা নিবে কাড়িকাড়ি। আপনারা যারা বুকিং না করে আসবেন এখানে এসে বুকিং করবেন সেই টাকা দিয়ে পরবর্তীতে চাইলে রামাদা'র মতো হোটেলে থাকতে পারবেন।

৩. ভ্রমণ আমাদেরকে আনন্দিত করে, আমাদের মনকে করে প্রশান্ত। কক্সবাজার সমুদ্র সৈকত আমাদের আবেগের জায়গা,কক্সবাজার আমাদের সকল দুঃখ ভুলানোর জায়গা, কিন্তু আমাদের ভুল সিদ্ধান্তের কারণে যেনো আমাদের এবং আমাদের পরিবারকে কষ্ট না দিই এই বিষয়টা ভাবার আহবান জানানো হলো। আমাদের ভুল সিদ্ধান্ত ভুল চিন্তা অনেক ক্ষতির কারণও হতে পারে। কক্সবাজার আসবেন সাগর উপভোগ এবং রিলাক্স করার জন্য, কক্সবাজারের জ্যাম, ইট-পাথর, মানুষের ভীড়, হৈচৈয়ের জন্য কেউ কক্সবাজারে আসতে চায় না। শুক্রবার,শনিবার বা সরকারি ছুটিতে কক্সবাজার'কে না বলুন। অভিবাদন অপরিকল্পিত ভ্রমণকে নিরুৎসাহিত করে। অভিবাদন কখনোই চায় না, পর্যটকদের নূন্যতম ঝক্কিও পোহাতে হোক।

ইতোমধ্যে অভিবাদন হতে যারা সার্ভিস নিয়েছেন ও রুম বুকিং করেছেন, সবকিছু মিলিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি বাজেটের মধ্যে সর্বোচ্চ সেবা প্রদান করতে। মহান রবের অপার মহিমায় ও আমাদের সার্বিক প্রচেষ্টায় আমরা ৯৯% গ্রাহককে সর্বোপরি সন্তুষ্ট করতে সক্ষম হয়েছি। অভিবাদনের এই ক্ষুদ্র প্রয়াসে এটা অনেক বড়ো একটি অর্জন বলে মনে করি। আপনাদের পাশে থাকা, আন্তরিকতা ও আমাদের প্রতি বিশ্বাস রাখাটা সর্বোপরি আমাদের পথযাত্রাকে সুগম করছে। যারা বাজেটের মধ্যে বেস্ট সার্ভিস পেয়েছেন তাঁরা আবারও আমাদের উপর আস্থা রেখে পরিবার, বান্ধব, আত্মীয় স্বজনদেরকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য বলছেন। 'অভিবাদন' টিম আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানায়।

বিদ্র: অনকে ছোট ছোট হোটেল বা গেস্ট হাউস বসে আছে কালকে মূরগী ধরার জন্য। আসবেন আর কপ করে ধরবে ৫০০ টাকার রুম ৫০০০-৭০০০ টাকা দিয়ে রুম দিয়ে আপনাদের মুরগী বানাবে। চলুন আমরা নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি। সুন্দর এবং পর্যটকবান্দব নগর গড়ে তুলতে সহয়তা করি। সিন্ডিকেটের মূল নিশ্চিহ্ন করতে সহয়তা করি।

কক্সবাজারে নিরাপদ এবং বাজেটের মধ্যে ভালো হোটেল বুকিং করতে, কক্সবাজারের আনাচে-কানাচে ভ্রমণ সংক্রান্ত যেকোনো বিষয়ে পরামর্শ করতে অবশ্যই ' Obhibadon অভিবাদন এর সাথে থাকুন।

মায়েনমার বাংলাদেশ সীমান্তে উত্তেজনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত। কক্সবাজার থেকে তিনটা শীপ চলাচলের সিদ্ধ...
08/02/2024

মায়েনমার বাংলাদেশ সীমান্তে উত্তেজনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত। কক্সবাজার থেকে তিনটা শীপ চলাচলের সিদ্ধান্ত নিয়েছে। কর্ণফুলী, বার আউলিয়া কক্সবাজার থেকে বে ওয়ান শীপ চলবে চট্টগ্রাম থেকে।

ছবি © টিটিএন

02/02/2024

আজকে আকাশের মন ভালো নেই, আছে ভরপুর পর্যটকদের বাঁধভাঙ্গা উল্লাস।

30/01/2024

ভাই একটু সাইড দেন আমাকেও একটু সমুদ্র দেখার সুযোগ দে। অসময়েও এতো মানুষ শুক্রবার আর শনিবারে হলে কেমন হবে?

27/01/2024

এই ফিরিঙ্গি সাহেব এটি কি জিনিস নিয়ে এলো কক্সবাজার সমুদ্র সৈকতে?

17/01/2024

এই খেলার নাম কি জানেন? পাক্কানি খেলা। রোহিঙ্গা জনগোষ্ঠীর বাচ্চাদের খেলতে দেখে ভিডিও করা।
পৃথিবীরর সবচেয়ে বড় শরনার্থী ক্যাম্প, উখিয়া, কক্সবাজার



আইকনিক রেলস্টেশন থেকে মূল শহরের মধ্যে চলাচল শুরু।
22/12/2023

আইকনিক রেলস্টেশন থেকে মূল শহরের মধ্যে চলাচল শুরু।

21/11/2023

কক্সবাজারের রেলের টিকেট আজকে থেকে বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও কতৃপক্ষ তা আজকে থেকে বিক্রি শুরু করেননি। পরবর্তী টিকেট বিক্রির তারিখ জানিয়ে দেওয়া হবে বলে জানায়। টিকেট অনলাইনে এবং রেলস্টেশন থেকে কাটতে পারবেন।

আগামী ১লা ডিসেম্বর ঢাকা থেকে এখন সরাসরি রেলে করে কক্সবাজার চলে আসতে পারবেন এটি মোটামুটি নিশ্চিত। ঢাকা থেকে রেলে করে কক্স...
14/11/2023

আগামী ১লা ডিসেম্বর ঢাকা থেকে এখন সরাসরি রেলে করে কক্সবাজার চলে আসতে পারবেন এটি মোটামুটি নিশ্চিত। ঢাকা থেকে রেলে করে কক্সবাজার আসতে ভাড়া কতো খরচ হবে এক পলকে দেখে নিতে পারেন।

ছবি:©

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সময়সূচি জেনে নিন।=========আগামী ১ নভেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন ...
17/10/2023

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সময়সূচি জেনে নিন।
=========
আগামী ১ নভেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চলবে নতুন কোরিয়ান কোচ দিয়ে। ঢাকা ছাড়বে রাত ১১:১৫, কক্সবাজার পৌঁছাবে সকাল ৭:১৫।

কক্সবাজার ছাড়বে দুপুর ১টায়, ঢাকা পৌঁছাবে রাত ৯টায়। ওয়াশপিট ও অফডে সার্ভিসিং হবে কক্সবাজারে।

চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ও ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের রুট বর্ধিত করে কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা রুটে চলবে। সকাল ৭:৪৫ এ ঢাকা ছেড়ে কক্সবাজার পৌঁছাবে বিকাল ৪টায়। ফিরতিযাত্রায় কক্সবাজার থেকে রাত ৮:৪৫ ছেড়ে ঢাকা পৌছাবে সকাল ৬টায়।

চট্টগ্রাম-কক্সবাজার রুটে একটি নতুন আন্তঃনগর ট্রেন চালু হবে চট্টলার অবমুক্ত এক রেক দিয়ে। চট্টগ্রাম ছাড়বে সকাল ৬:৩০, কক্সবাজার পৌঁছাবে ১০টায়। কক্সবাজার ছাড়বে সকাল ১০:৩০, চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২:৩০। চট্টগ্রাম ছাড়বে দুপুর ৩:১৫, কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৭টায়। কক্সবাজার ছাড়বে সন্ধ্যা ৭:৩০, চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১টায়।

ট্যুরিস্ট কোচ পাওয়া সাপেক্ষে, কক্সবাজারগামী নতুন দুটো আন্তঃনগর ট্রেনের সময়সূচী চুড়ান্ত করে রাখা হচ্ছে।

ঢাকা-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, ঢাকা ছাড়বে সকাল ১০টায়, কক্সবাজার সন্ধ্যা ৬:৩০, ছাড়বে রাত ১০টায়, ঢাকা পৌছাবে সকাল ৭টায়। সিলেট-কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, সিলেট ছাড়বে সকাল ৭:৩০, কক্সবাজার বিকাল ৫টা, ছাড়বে রাত ৮টায়, সিলেট পৌঁছাবে সকাল ৫:৩০।

মেঘনা এক্সপ্রেস ট্রেনটি রুট বর্ধিত করে চাঁদপুর-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে।

চট্টগ্রাম-দোহাজারীর লোকাল ট্রেনটি শোভন শ্রেণীর কোচ দিয়ে প্রতিস্থাপিত হয়ে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করবে। দোহাজারী কমিউটার কক্সবাজার থেকে ছাড়বে সকাল ৫টায়, চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮:৫০, ছাড়বে সন্ধ্যা ৭:৩০, কক্সবাজার পৌঁছাবে রাত ১১টায়। কক্সবাজার কমিউটার চট্টগ্রাম থেকে ছাড়বে ছাড়বে সকাল ৯:৩০, কক্সবাজার পৌঁছাবে দুপুর ১টায়, ছাড়বে দেড় টায়, চট্টগ্রাম পৌছাবে বিকাল ৫টায়।

©

শুভ সময়,আগামী মাসের অফার নিয়ে আমাদের এই পোস্টটি আপনাকে একটু হলেও সতেজ করবে।বলে রাখি, পুরো সেপ্টেম্বর মাস জুড়েও দুয়েকটি চ...
30/08/2023

শুভ সময়,
আগামী মাসের অফার নিয়ে আমাদের এই পোস্টটি আপনাকে একটু হলেও সতেজ করবে।

বলে রাখি, পুরো সেপ্টেম্বর মাস জুড়েও দুয়েকটি চমকপ্রদ অফার আসবে এটা নিশ্চিত। তবে, অত্যন্ত আকর্ষণীয় বিষয় হলো এবারের অফারের একটি অথবা দুইটি অফার আসবে ইনানী পয়েন্টের হোটেলে।

পর্যটকদের মধ্যে এমন অনেকেই আছেন যারা মেরিন ড্রাইভ সাইডে এবং নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করেন। তাঁদের জন্য এগুলো হতে পারে আদর্শ অফার।

ইনানী বা মেরিন ড্রাইভের দিকে আপনারা অনেকেই ভ্রমণ করেন এবং সন্ধ্যায় মূল শহরতলীতে ফিরে আসতে আসতে ক্লান্ত হয়ে পড়েন। যাতায়াত ও ক্লান্তির ভয়ে অনেকেই মেরিন ড্রাইভে মুভ করেন না। মেরিন ড্রাইভের এই অফারগুলো প্রকৃতি প্রেমিদের জন্য অনন্য সুযোগ। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি হতে মুক্ত হয়ে হারিয়ে যেতে পারেন অনন্য মুগ্ধতায়।

আপনারা যারা লং জার্নি করে আসেন তাঁরা কক্সবাজারে মূল পয়েন্টের অফার টা নিয়ে একদিন বা দুই দিন থেকে ইনানীর অফারটা তে চেক ইন করতে পারেন অথবা প্রথমে সরাসরি ইনানীর অফারটা নিয়ে চেক আউট করে ইনানী থেকে কক্সবাজার এসে থাকতে পারেন।

অফার গুলো নিতে চাইলে আপনাকে Cox's bazar hotel & resort booking এই গ্রুপের পোস্ট থেকে নিতে হবে।

অফার পোস্ট আসবে Cox Solution থেকে।
সেপ্টেম্বর মাসে ও বুকিং রিলেটেড সব তথ্য আপনাকে সহয়তা করবে Obhibadon অভিবাদন থেকে।

24/08/2023

কক্সবাজারে সুইমিংপুল ব্যবহারের রুলস কি? কক্সবাজারে সবচেয়ে সুন্দর পুলে আমরা

কক্সবাজারের সুইমিংপুল নিয়ে বিভিন্নজনের মনে বিভিন্নরকম প্রশ্ন,বিশেষ করে যারা এখনো কক্সে পুল ব্যবহার করেনি তাদের মনে সুইমিংপুল ব্যবহার করার নিয়ম,পুল ব্যবহারের জন্য কতো টাকা নেয়,কোন পুলের কিরকম ভিউ এসব প্রশ্নের উৎপাত ঘটে। ককক্সবাজারের সবচেয়ে দৃষ্টিনন্দন সুইমিংপুলের সন্ধান দিতে আমরা এই ভিডিওটি তৈরি করেছি।
তাছাড়া আমাদের ফেসবুক গ্রুপেও সুইমিংপুল সংক্রান্ত নানান প্রশ্ন আসে।আশা করছি এই ভিডিওটি তাদেরকেই সহায়তা করবে।
কক্সবাজার পর্যটন সম্পর্কে জানতে ও হোটেল বুকিং করতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন।

কক্সবাজার ভ্রমণস্পট ও হোটেল সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন।
দেশকে জানতে ভ্রমণ করুন,অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করুন।

ধন্যবাদ

ভিডিওটি ধারণ করা হয়েছে মেরিন ড্রাইভ হোটেল নিসর্গের সুইমিংপুলে, কলাতলী সার্কেল কক্সবাজার।

Neeshorgo
Neeshorgo Hotel and Resort

Facebook Group

কক্সবাজার হোটেল এবং ভ্রমণ সম্পর্কে যেকোনো ধরনের জিজ্ঞাসা থাকলে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন।

https://www.facebook.com/groups/coxbazar.hotel.resort.booking

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Cox Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Video Creators in Cox's Bazar

Show All

You may also like