Matarbari Barta24

Matarbari Barta24 অবহেলিত মানুষের কথা বলি Matarbaribarta24 is a multimedia platform for news, views and entertainment from Bangladesh.
(3)

We are committed to bringing a futuristic approach to journalism through writing, making and display. Matarbaribarta24 delivers the latest breaking news and top stories across politics, business, entertainment, sport, innovation, travel, food, life and others.

17/01/2025

পড়ালেখা করতে ইচ্ছুক দরিদ্র পরিবারের সন্তানদের সকল খরচ বহন করার ঘোষণা দিলেন মাতারবাড়ী জ্ঞান অর্জন পরিষদের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী আশেক মাহমুদ।

আগামীকাল শুভ উদ্বোধন হতে যাচ্ছে ইঞ্জিনিয়ার আপন চৌধুরী প্রদত্ত মরহুম সাইফুল কাদের স্মৃতি ফুটবল চ্যাম্পিয়ন ট্রপি...প্রেস ব...
17/01/2025

আগামীকাল শুভ উদ্বোধন হতে যাচ্ছে ইঞ্জিনিয়ার আপন চৌধুরী প্রদত্ত মরহুম সাইফুল কাদের স্মৃতি ফুটবল চ্যাম্পিয়ন ট্রপি...

প্রেস বিজ্ঞপ্তি::
আগামীকাল শুভ উদ্বোধন হতে যাচ্ছে মাতারবাড়ীর ফুটবল ইতিহাসের সর্ববৃহত্তম ফুটবল আসর বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আলী ছিদ্দিক আপন চৌধুরী প্রদত্ত মরহুম সাইফুল কাদের স্মৃতি ফুটবল চ্যাম্পিয়ন ট্রপি ২০২৫।

আগামীকাল শনিবার দুপুর ২টায় মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে উদ্বোধনীয় খেলায় মাতারবাড়ী ফুটবল একাদশের বিপক্ষে মাঠে লড়বে পেকুয়া ফুটবল একাদশ। এতে দেশি-বিদেশি বিভিন্ন খেলোয়াড় অংশগ্রহণ করবে।

17/01/2025

মাতারবাড়ী জ্ঞান অর্জন পরিষদ কতৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মাতারবাড়ী আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার সাখাওয়াত হোছাইন।

মাতারবাড়ির কৃতি সন্তান মোহাম্মদ উচমান গণি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি 'প্রিন্সিপাল শাখা,চট্টগ্রাম এর এজিএম ...
17/01/2025

মাতারবাড়ির কৃতি সন্তান মোহাম্মদ উচমান গণি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি 'প্রিন্সিপাল শাখা,চট্টগ্রাম এর এজিএম পদে পদোন্নতি হওয়ায় অভিনন্দন জানাই। এর পূর্বে তিনি কক্সবাজার ও বান্দরবানে ডিজিএম(ইনচার্জ) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উসমান গণি মাতারবাড়ির ৮নং ওয়ার্ড়ে মগডেইল এলাকার মৃত হাজী শফিউল হক প্রকাশ টুনু সওদাগরের পুত্র। তিনি সকলের দোয়া চেয়েছেন।

17/01/2025

মাতারবাড়ী জ্ঞান অর্জন পরিষদ কতৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন চট্টগ্রাম মহানগর পাঁচলাইশ থানা ছাত্র শিবিরের সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন।

17/01/2025

মাতারবাড়ী জ্ঞান অর্জন পরিষদ কতৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মাতারবাড়ী সর্দার পাড়া মসজিদে কার্পেট উপহার দিলেন বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আপন চৌধুরী....নিজস্ব প্রতিবেদক::ক...
17/01/2025

মাতারবাড়ী সর্দার পাড়া মসজিদে কার্পেট উপহার দিলেন বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আপন চৌধুরী....

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সর্দার পাড়া এলাকার ইবাদতকারীদের ইবাদত পালনে প্রশান্তি ও সহজতার জন্য মসজিদের মুসল্লীদের জন্য কার্পেট উপহার দিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আলী ছিদ্দিক আপন চৌধুরী।

শুক্রবার (১৭ জানুয়ারী) সকালে কার্পেট উপহার গুলো মাদ্রাসা কমিটির হাতে তুলে দেয়া হয়।

মসজিদের মুসল্লীরা এই কাজ অতি প্রসংশনীয় ও সম্মানের কাজ জানিয়ে বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আলী ছিদ্দিক আপন চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চকরিয়ায় স্বামীর ছুরির আঘাতে স্ত্রী নিহত, গুরুতর আহত শ্বশুরি...চকরিয়া প্রতিনিধি::কক্সবাজারের চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ এল...
17/01/2025

চকরিয়ায় স্বামীর ছুরির আঘাতে স্ত্রী নিহত, গুরুতর আহত শ্বশুরি...

চকরিয়া প্রতিনিধি::
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ এলাকায় শ্বশুর বাড়িতে ঢুকে স্ত্রী ও শ্বাশুড়িকে ছুরির আঘাতে করেছে বখাটে স্বামী। ঘটনাস্থলে নিহত স্ত্রী, মুমূর্ষু অবস্থায় শ্বশুড়ি।

নিহত স্ত্রী নিউ মার্কেটের ব্যবসায়ী সাংবাদিক আবদুল হামিদের মেয়ে।

খুনি মেহেদী হাসান (২২) ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আজমুল্লা পাড়ার মরকাজ মসজিদ সংলগ্ন আবুল কাসেমের ছেলে।

খুনী স্বামী মেহেদী হাসান খুন করে পালিয়ে গেছে।মেয়েকে বাঁচাতে গিয়ে আবদুল হামিদের স্ত্রীও ছুরিকাহত হয়ে মারাত্মক ভাবে জখম হয়েছে।

17/01/2025

চকরিয়ায়
স্বামীর ছু'রি'কা'ঘাতে সাংবাদিক আব্দুল হামিদের মেয়ে নি'হ'ত!

17/01/2025

আওয়ামী লীগ নেতা এখন জামায়াতের সভাপতি

শীতকালিন নানা রকম তরকারির পসরা সাজিয়ে বাজার বসেছে মহেশখালীর চালিয়াতলি জনতা বাজারে।
17/01/2025

শীতকালিন নানা রকম তরকারির পসরা সাজিয়ে বাজার বসেছে মহেশখালীর চালিয়াতলি জনতা বাজারে।

17/01/2025

আজ জুমাবার
সকলকে জুমা মোবারক

মহেশখালীতে লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ গঠিত, সভাপতি মোঃ হোবাইব-সাধারণ সম্পাদক ফোরকান-সাংগঠনিক কামাল...প্রেস বিজ্ঞপ...
16/01/2025

মহেশখালীতে লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ গঠিত, সভাপতি মোঃ হোবাইব-সাধারণ সম্পাদক ফোরকান-সাংগঠনিক কামাল...

প্রেস বিজ্ঞপ্তি।
লবণ উৎপাদন বৃদ্ধি ও আমদানী নয়, নায্যামূল্যাসহ রপ্তানির লক্ষে গঠিত হয়েছে কক্সবাজারের মহেশখালীতে লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ। সমিতির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

লবণ চাষিদের এক সভায় ২০২৫-২০২৬ সালের জন্য ২০৯ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষণা করা হয়েছে। এতে হোবাইব সজীবকে সভাপতি ও মোহাম্মদ ফোরকানকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ কামাল উদ্দিন কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

অন্যান্যরা হলেন জাহাঙ্গীর মোঃ জিয়া (সিনিয়র সহ-সভাপতি), লোকমান হাকিম মনু (সহ-সভাপতি), মেম্বার রাশেদুল কামাল (সহ-সভাপতি), শাহাদাত হোসাইন দোয়েল (সহ-সভাপতি), গোলাম কাদের সাবেক মেম্বার (সহ-সভাপতি), আইয়ুব আলী (সহ-সভাপতি), মুহাম্মদ ফোরকান (সাধারণ সম্পাদক), ফুয়াদ মোহাম্মদ সবুজ (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক), সরওয়ার কামাল (যুগ্ম সাধারণ সম্পাদক), সাহাব উদ্দিন উদ্দিন (সহ-সম্পাদক), শামসুল আলম (সহ-সম্পাদক), রেজাউল করিম (সহ-সম্পাদক) বোরহান উদ্দিন রাব্বনী (সহ-সম্পাদক), কলিম উল্লাহ (সহ-সম্পাদক), মোহাম্মদ কামাল (সাংগঠনিক সম্পাদক), নুরে তজল্লী (সহ-সাংগঠনিক সম্পাদক), মোহাম্মদ ইব্রাহিম (অর্থ সম্পাদক), তৌহিদুল ইসলাম মিশুক (দপ্তর সম্পাদক)।

হোসাইন মাসুম (সিনিয়র সদস্য), সালাহউদ্দিন নূরী পিয়ারু, মোজাম্মেল হক, মঈন উদ্দিন।

অন্যান্য সদস্য হলেন, গিয়াস উদ্দিন, মোঃ আনছার, রুবেল, আবছার শুক্কুর, আবিদ, জাহাঙ্গীর আলম, নাছির উদ্দিন, নজরুল ইসলাম, জামাল হোসেন, ছৈয়দ আহমদ, ছৈয়দ আলম, আকতার মিয়া, মোঃ আলম, জয়নাল আবেদীন, মকবুল রহমান, মোঃ হামিদ, নূরে তজল্লি, শাহাব উদ্দিন,আবু উমর, জয়নাল আবেদীন, হোসেন মোঃ তানভীর, ওসমান গনি, আবছার মিয়া, ওসমান গনি, শামসুল আলম, রশিদ আহমদ, সাজ্জাদ হোসেন, মোঃ নয়ন, আমির ইসলাম, আবুল কাশেম, নরুল হোছাইন, সাইফুল ইসলাম, দলিলুর রহমান, তৌহিদুল ইসলাম, সৈয়দ আহমদ, মোঃ মামুন, মোঃ লকিয়ত উল্লাহ, জসিম উদ্দিন, খালিদ বিন ওয়ালিদ, কামাল উদ্দিন, কামাল উদ্দিন, মোঃ রবিউল আলম, আতিকুর রহমান, ফরিদুল আলম, চাঁদ মিয়া, মোঃ কাজল, মোঃ ফলাতন, মোজার মিয়া, কাইছার হামিদ, নুরুল ইসলাম, মোঃ কলিমুল্লাহ, বাকি বিল্লাহ রানা, ইয়াছিন আরাফাত, সাজ্জাদ হোসেন মাসুদ, আশরাফ উদ্দিন, আব্দুল খালেক, রশিদ আহমদ, মিজানুর রহমান, আব্দুল মজিদ, রিয়াজ উদ্দিন, মোঃ ইসহাক, মোঃ রাসেল, মোঃ জুয়েল কাদের, গিয়াস উদ্দিন, জাহাঙ্গীর আলম, কাইছার আলম, আজগর আলী,হারেছ আলম, কাইছার আলম, মোঃ ইকবাল হোসেন, নাছির উদ্দিন, রুহুল আমিন,অভিক ভট্টাচার্য, মোঃ মুসলিম, মোঃ বাবুল, মোঃ সোলাইমান,শফি আলম, জসিম উদ্দিন,রফিক উদ্দিন, শাকের উল্লাহ, মোঃ কাইছার, মোঃ ইসমাইল, মোঃ কাইছার, মোঃ করিম উল্লাহ, মেজবাহ উদ্দিন,

আলী আকবর, মোঃ আলমগীর, সিরাজ মিয়া, করিম বকসু, নাজেম উদ্দিন,মাহাবুল আলম, নাজেম উদ্দিন, মোঃ গিয়াস উদ্দিন, শামসুল আলম, নুরুল আলম, আব্দুল গফুর, নেছারুল ইসলাম, মোঃ রুবেল, মোঃ আলী, সাইফুল ইসলাম, আজিজুর রহমান, আরিফ মাইনুদ্দিন, নাজির হোসেন, মোঃ আব্দুল গফুর, মোঃ ওয়াহিদুল ইসলাম, বোরহান উদ্দিন, সাইফুল ইসলাম, কামাল হোসেন, আব্দুল মজিদ, রেজাউল করিম, এনামুল হক, শাহ্ জাহান, শহীদুল্লাহ, মিজানুর রহমান, জিয়াউল হাসান জিয়া, মোঃ ইউসুফ, সরোয়ার কামাল, নাছির উদ্দিন, জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, শাকের উল্লাহ, নূর মোহাম্মদ, মোঃ নুরুল ইসলাম, আমির হোসাইন, আব্দুল মোনাফ, নুরুল ইসলাম,আবদু শুক্কুর,নেছার উদ্দিন, আব্দুল মন্নান,আবদু রহমান,আবু আহমদ, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ বাবুল, সিরাজুল মোস্তফা, জাফর আলম, মোঃ সনেট মাতাব্বার, নুরুল কাদের, নাজেম উদ্দিন, সাহাব উদ্দিন, মোঃ শহিদ হাসান, জিয়াবুল হাসান কাজল, আজিম সোলতান, মোঃ ইমরান নাজির , মোঃ সাইফুল ইসলাম, জাহাঙ্গীর মোঃ জিয়া, মোঃ রুবেল, মোঃ রিদুয়ান, তানভীরুল ইসলাম জাসেদ, তারেক বিন জিয়াদ, রেজাউল করিম, আবুল নাছের, নেছারুল করিম, মোঃ সালাউদ্দিন, লোকমান সরওয়ার, মোস্তাক আহমেদ,আব্দু শুক্কুর,শাহাব উদ্দিন, মোঃ ফোরকান,আবু বক্কর, জাবের আহমদ, মোঃ আব্দুল গণি, নরুল আলম, উসমান গনি, মোঃ কামাল উদ্দিন, সাইফুল ইসলাম, আজিজুর রহমান, ওয়ালিদ চৌধুরী, আব্দুল মজিদ, মোঃ নেছার, জালাল উদ্দিন, সালাউদ্দিন, মতিউর রহমান,মালাল হোসাইন, গিয়াস উদ্দিন, নুরুল আবছার, মামুনুর রশিদ, রুহুল কাদের বাবুল, নুরুল কাদের, মোজাম্মেল হক, লাইনমঢ রশিদ,নাছির উদ্দিন, মোঃ হাদিস, মোঃ সাইফুল ইসলাম, মোঃ শামসুল আলম, গিয়াস উদ্দিন, মোঃ ইসহাক, মোঃ হাসান, জালাল আহমদ, মোঃ ফোরকান, রোবেল করিম, মোঃ রুবেল, মোঃ সাইফুল ইসলাম সদস্য ।

সমিতির লক্ষ্য হলো চলতি অর্থ বছরে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে লবণ রপ্তানী করে লবণ শিল্পকে গতিশীল রাখা। লবণ চাষীদের স্বার্থে আঘাত হলে প্রত্যেকে যার যার স্থান থেকে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মোকাবেলা করে প্রত্যেকের দায়িত্ব পালন করবেন। সভায় সিদ্ধান্ত হয় সংগঠনকে মজবুত করার জন্য প্রত্যাক ইউনিয়ন ভিত্তিক লবণ চাষীদের মধ্য হতে সদস্য সংগ্রহ করা চলমান।
উল্লেখ্য, ২০২২ সালের ১৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ভেঙে কে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

ক্ষমতায় গেলে নিজেরা চাঁদাবাজি করবো না, কাউকে চাঁদাবাজি করতে দিবো না- আমীর ডা. শফিকুর রহমান...অনলাইন ডেস্ক::জামায়াতে ইসলা...
16/01/2025

ক্ষমতায় গেলে নিজেরা চাঁদাবাজি করবো না, কাউকে চাঁদাবাজি করতে দিবো না- আমীর ডা. শফিকুর রহমান...

অনলাইন ডেস্ক::
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান মাগুরাবাসীর সমর্থন চেয়ে বলেছেন, আমাদের সমর্থন দিন। আমরা আপনাদের সাথে হাতে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে স্বপ্নের মানবিক দেশ গড়বো। তিনি অঙ্গীকার করে বলেন, জুলাই বিপ্লবে শহীদদের আত্মা এবং আহতদের কথা দিচ্ছি, ক্ষমতায় গেলে নিজেরা চাঁদাবাজি করবো না, কাউকে চাঁদাবাজি করতে দিবো না। নিজেরা দখলবাজি করবো না, কাউকে দখলবাজি করতে দেবো না। আপনাদের সাথে নিয়ে স্বপ্নের বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার মাগুরা জেলা জামায়াতে ইসলামী আয়োজিত নোমানী ময়দানে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের সভাপতিত্ব করেন মাগুরা জেলা আমীর এম বি বাকের।

ডা, শফিকুর রহমান বলেন, আজ থেকে এক বছর আগে এমন একটি কর্মী সম্মেলনের স্বপ্নও দেখিনি আমরা। কারণ সেই সময় এমন একটি সরকার ক্ষমতায় ছিল, তারা গায়ের জোরে দেশ চালাচ্ছিল, মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছিল। মানুষ কষ্ট পেলে চিৎকার দিয়ে কাঁদতে পারতো না। ভাল লাগলে হাসতেও পারতো না। একটা ভয়ের সংস্কৃতি বিগত সরকার চালু করেছিল। কেউ তাদের মন্দ কাজের সমালোচনা করলে আস্তে করে জেলে ঢুকিয়ে দিতো।

তিনি বলেন, আজকে শুনি একজন আওয়ামী লীগের নেতা বলেছেন- এখন চালের দাম এতো কেন? তারা তো ২০০৯ সালে ক্ষমতায় আসার আগে বলেছিল ১০ টাকা কেজি দরে চাল খাওয়াবেন। তারা কী সাড়ে ১৫ বছর খাওয়াতে পেরেছেন? মাঠ থেকে উত্তর আসে- না, না। আপানারা দেখেছেন আপনাদের এলাকার এমপি-মন্ত্রী-সচিব হওয়ার আগে তাদের সহায়-সম্পত্তি কেমন ছিল। ১৫ বছরে খেয়ে দেয়ে তারা কেমন মোটা তাজা হয়েছেন তাও আপনারা দেখেছেন। এই চিত্র শুধু মাগুরাতে নয়। এ চিত্র ছিল সারা বাংলাদেশের।

16/01/2025

পেকুয়া
উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত...

চট্টগ্রামের খাগড়াছড়ি বসবে মহেশখালী অনলাইন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভাও শীতকালীন মিলনমেলা...প্রেস বিজ্ঞপ্তি:চট্টগ্রাম...
16/01/2025

চট্টগ্রামের খাগড়াছড়ি বসবে মহেশখালী অনলাইন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভাও শীতকালীন মিলনমেলা...

প্রেস বিজ্ঞপ্তি:
চট্টগ্রামের খাগড়াছড়ি এবার বসতে যাচ্ছে মহেশখালী অনলাইন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও শীতকালীন মিলনমেলা।

আগামীকাল ২০-২১ জানুয়ারী (সোমবার-মঙ্গলবার) দুই দিনের আয়োজনে মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি হোবাইব সজীব ও সম্পাদক আবু বক্কর ছিদ্দিকের এর নেতৃত্বে একদল সাংবাদিক এবারের মিলনমেলায় অংশগ্রহণ করবে।

ব্যস্তময় জীবন থেকে একটু প্রশাস্তির খোঁজে দ্বীপাঞ্চলের সাংবাদিকরা এবার খাগড়াছড়ির পাহাড় ও লেকের বিভিন্ন পর্যটন স্পট ঘুরে ফের ২১ জানুযারী সন্ধ্যায় মহেশখালী ফিরবেন।

Address

Matarbari
Cox's Bazar
4700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Matarbari Barta24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Matarbari Barta24:

Videos

Share

“আমরা অবহেলিত মানুষের কথা বলি”

পেইজটি লাইক দিয়ে আপনিও আমাদের সঙ্গী হোন।