Cook with Elaichi

Cook with Elaichi A single mistake in my kitchen can create a new dish!

13/02/2025

পিঁয়াজ পাতা // পিঁয়াজ কলি এভাবে রান্না করে খেলে স্বাদ মুখে লেগে থাকবে 🤤👌

11/02/2025

খেজুরের গুড়ের পায়েস বানালাম 💖💖

#পায়েস

28/01/2025

এই ঠান্ডায় কোরিয়ান স্পাইসি রামেন নুডুলস খেতে ভীষন মজা 🥰🥰

26/01/2025

এভাবে ঝাল চিতই বানালে খাওয়ার জন্য এর সাথে আর কিছুই লাগবে না 😘😘

17/01/2025

এই ভর্তা টা থাকলে ভাত একটু বেশিই লাগবে 😍😍

#ভর্তা #রেসিপি

দুঃখ হলো বিরাট এক সম্পদ...!! দুঃখ পেলে ইবাদতের স্বাদ বাড়ে,,আল্লাহর কাছাকাছি হওয়া যায় 🍂🍂Follow 👉 Cook with Elaichi
13/01/2025

দুঃখ হলো বিরাট এক সম্পদ...!!
দুঃখ পেলে ইবাদতের স্বাদ বাড়ে,,
আল্লাহর কাছাকাছি হওয়া যায় 🍂🍂

Follow 👉 Cook with Elaichi

ইলিশ মাছের পানি খোলা ‼️খেতে ভীষণ মজার 🥰🥰Follow 👉 Cook with Elaichi
12/01/2025

ইলিশ মাছের পানি খোলা ‼️
খেতে ভীষণ মজার 🥰🥰

Follow 👉 Cook with Elaichi

আজকে সন্ধ্যার নাস্তায় ছিল চিকেন পাকোড়া 🍗🌶️🌿🍁Follow 👉 Cook with Elaichi
10/01/2025

আজকে সন্ধ্যার নাস্তায় ছিল চিকেন পাকোড়া 🍗🌶️🌿🍁

Follow 👉 Cook with Elaichi

যিনি দুধ চা আবিস্কার করেছে তাকে শান্তিতে নোবেল দেওয়া হোক 🫶♥️😃
07/01/2025

যিনি দুধ চা আবিস্কার করেছে তাকে শান্তিতে নোবেল দেওয়া হোক 🫶♥️😃

06/01/2025

রূপচাঁদা মাছের ফ্রাই // Pomfret Fish Fry ♥️♥️

27/12/2024

শীতের সন্ধ্যায় এমন ভাজা-পোড়া খেতে মন চায় 🍂🍂

21/12/2024

গরম ভাতের সাথে একবারে জমে যাওয়ায় মত একটা ভর্তা বানিয়ে নিলাম 🍂🍂

অভিনেতা হুমায়ূন ফরীদি এবং তাঁর প্রথম স্ত্রী মিনুর সংসার ছিল সর্বসাকুল্যে ৪ বছরের। সেই সংসারে ফুটফুটে এক মেয়েরও জন্ম হয়েছ...
12/12/2024

অভিনেতা হুমায়ূন ফরীদি এবং তাঁর প্রথম স্ত্রী মিনুর সংসার ছিল সর্বসাকুল্যে ৪ বছরের। সেই সংসারে ফুটফুটে এক মেয়েরও জন্ম হয়েছিল। কিন্তু ১৯৮৪ সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের। সেই বছরেই হুমায়ূন ফরীদি অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে বিয়ে করে নতুন সংসার সাজিয়ে বসেন। এই দৃশ্যটি দূর থেকে দেখার কষ্ট সহ্য করতে হয় মিনুকে। সন্দেহ নেই, পৃথিবীর ভয়াবহতম কষ্টগুলোর একটি হলো নিজের প্রিয়জনকে অন্যের হতে দেখা।

পৃথিবী মানুষের পাওনা বুঝিয়ে দিতে পছন্দ করে। যে কষ্ট হুমায়ূন ফরীদি তাঁর প্রথম স্ত্রী মিনুকে দিয়ে এসেছিলেন, সেই একই কষ্ট ফিরে পেতে দুই যুগের বেশি সময় অপেক্ষা করতে হলো না তাঁর। ২০০৮ সালে ফরীদিকে ছেড়ে দিয়ে নিজের চেয়ে চৌদ্দ বছরের ছোটো বদরুল আনাম সৌদকে বিয়ে করে ফেললেন সুবর্ণা মুস্তাফা। এই দৃশ্যটি ফরীদিকে দেখতে হলো দূর থেকে, অনেক বছর আগে যেমনটি দেখেছিলেন তাঁর প্রথম স্ত্রী মিনু।

বাংলাদেশের কোনো এক জেলায় সংঘটিত হওয়া একটি ঘটনা শুনে শিউরে উঠেছিলাম। বাবাকে হত্যার দায়ে ছেলেকে গ্রেফতার করা হয়েছে। হত্যা করার সময় সে ছিল মাতাল৷ এক কোপে শরীর থেকে মাথা আলাদা করে ফেলেছে ছেলে। পুলিশ তদন্তের পর জানা গেল আরেক ভয়ঙ্কর তথ্য। যে বাবাকে হত্যা করা হয়েছে, সেই ব্যক্তি অনেক বছর আগে তার নিজের মাকে খুন করেছিল। প্রকৃতি তার প্রাপ্য বুঝিয়ে দিয়েছে কড়ায়-গণ্ডায়। একটুও কৃপণতা করেনি।

প্রকৃতির এই প্রতিশোধের বিষয়টি স্থান পেয়েছে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে নিয়ে শিল্প-সাহিত্যেও। হিন্দুদের কোনো এক ধর্মগ্রন্থে একজন রাজার কথা উল্লেখ করা হয়েছে৷ এক যুদ্ধে তার ৫ ছেলের সবাই নিহত হলো। তখন তিনি কেঁদে কেঁদে ঈশ্বরকে বললেন, 'ঈশ্বর! আমার সঙ্গে তুমি এমন নিষ্ঠুরতা কেন করলে?' ঈশ্বর জবাব দিলেন, 'খুব ছোটোবেলায় তুমি ৫টি প্রজাপতি মেরেছিলে, মনে পড়ে?' রাজা বললেন, 'আমি তো ওটা খেলাচ্ছলে করেছিলাম।' ঈশ্বর জবাব দিলেন, 'আমিও এটা খেলাচ্ছলে করলাম।' উল্লেখ্য, এটি রূপকথা হলেও উদাহরণটি কিন্তু সিগনিফিকেন্ট!

হুমায়ূন আহমেদের একটি খুব জনপ্রিয় ছোটোগল্পের নাম 'পিঁপড়া'৷ এই গল্পে দেখা যায়—মকবুল নামে এক ধনী গৃহস্থকে সারাক্ষণই পিঁপড়া তাড়া করে। এর থেকে বাঁচার জন্য এহেন কোনো ব্যবস্থা নেই, যা সে করে না। রাতে ঘুমানোর আয়োজনেও আনে বিশেষত্ব। খাটের চার পায়ার নিচে পানির পাত্র রাখার ব্যবস্থা রাখে, যেন পিঁপড়া না ওঠে। কিন্তু কিছুতেই কোনো লাভ হয় না। সর্বশেষ এক চিকিৎসকের কাছে সে খুলে বলে তার বৃত্তান্ত। তার বাড়িতে থাকা দুঃসম্পর্কের এক কিশোরী আত্মীয়াকে ধর্ষণের পর হত্যা করেছিল সে। তার লাশে ওঠা পিঁপড়াই প্রথম পিছু নেয় তার। সেই থেকে চলছে...।

মানুষের চূড়ান্ত বিচারের জন্য আল্লাহ পরকালের ব্যবস্থা রেখেছেন। কিন্তু অনেক পাপের শাস্তি তিনি দুনিয়াতেও দিয়ে থাকেন। আধুনিক সমাজ যেটাকে 'Revenge of nature' বলে থাকে। এটা সত্য, কোনো অংশেই মিথ্যে নয়। আমরা আজ অন্যায়ভাবে কাউকে কষ্ট দিলে কাল হয়তো অন্য কেউ একই কষ্টটা আমাদের দেবে। পৃথিবীটা এভাবেই ফাংশন করে। কাজেই নিজের ব্যাপারে সতর্ক থাকাটা প্রয়োজন সবচেয়ে বেশি।

কবিগুরু লিখে গেছেন অনেক বছর আগে…..

'প্রত্যেক সামান্য ত্রুটি, ক্ষুদ্র অপরাধ/ ক্রমে টানে পাপ পথে, ঘটায় প্রমাদ।'

কপি পোস্ট

11/12/2024

এই ছোলার ডালের বরফির রেসিপিটি আমার বড় খালার কাছ থেকে শেখা ♥️♥️

রিজিকের মালিক আল্লাহ , নিরাপত্তা ও হেফাজতের মালিক ও আল্লাহ্ । যে রিজিক আমার জন্য লেখা আছে সেটা আমাকে ছেড়ে কখনও যাবে না ...
09/12/2024

রিজিকের মালিক আল্লাহ , নিরাপত্তা ও হেফাজতের মালিক ও আল্লাহ্ । যে রিজিক আমার জন্য লেখা আছে সেটা আমাকে ছেড়ে কখনও যাবে না ।
যে দুর্ভোগ আমার জন্য লেখা আছে সেটা কখনও আমি এড়াতে পারবো না।

যে সম্মান আমার জন্য বরাদ্দ আছে সেটা যেভাবেই হোক আমার কাছে আসবে। ভয় যদি করতেই হয় তাহলে আল্লাহ্কে করি । অবস্থার উত্তরণ যদি চাইতে হয় তবে আল্লাহর কাছেই চাই।

নিশ্চয় আল্লাহ ছাড়া আমাদের কোন আশ্রয়দাতা নেই🍁🍁

পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধটা মানুষে মানুষে নয়,,!! নিজের সাথে নিজের...!! Me vs Me -- Head vs Heart...!! নিজের সাথে নফস এর...
08/12/2024

পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধটা মানুষে মানুষে নয়,,!! নিজের সাথে নিজের...!! Me vs Me -- Head vs Heart...!! নিজের সাথে নফস এর যুদ্ধ, প্রতিদিন হারতে হয় আবার উঠে দাঁড়াতে হয় ।

কেউ জানে না বা কেউ বুঝে না, নীরবে নিজের সাথে কত যুদ্ধ চালিয়ে যাচ্ছে কত মানুষ প্রতিনিয়ত 🍂🍂

Follow 👉👉 Cook with Elaichi

যত কম কথা বলা হবে ততই গীবত করা থেকে রক্ষা পাওয়া যাবে, তাছাড়া চুপ থাকাটাও এক ধরনের ইবাদত। এজন্য বলা হয় ,কম  ঘুমাও, কম ...
03/12/2024

যত কম কথা বলা হবে ততই গীবত করা থেকে রক্ষা পাওয়া যাবে, তাছাড়া চুপ থাকাটাও এক ধরনের ইবাদত। এজন্য বলা হয় ,কম ঘুমাও, কম খাও,কম কথা বলো!
বেশি কথা বলে গীবতের দরজা তো খুলেই, পাশাপাশি নিজের বিপদ ও টেনে আনে 🍂🍂

Follow 👉👉 Cook with Elaichi

02/12/2024

সুপার ডেলিসিয়াস গাজরের এই লাড্ডু টা ♥️ একবার হইলেও ট্রাই করে দেখবেন 🍁🍁

Address

Cox's Bazar
4700

Telephone

+8801612968964

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cook with Elaichi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cook with Elaichi:

Videos

Share

Category