মফিজ ভাই

মফিজ ভাই জীবনে যা কিছু ঘটুক || সবকিছু জন্য আলহামদুলিল্লাহ || ♥️

30/01/2025

ফেইসবুকে কীভাবে সফল হবেন।

ফেইসবুকে সবাই টাকা ইনকাম করতে চায়। কিন্তু পর্যাপ্ত কঠোর পরিশ্রম করতে রাজি নয়। লোকজনের মিলিয়ন ফলোয়ার আর মিলিয়ন ভিও দ...
28/01/2025

ফেইসবুকে সবাই টাকা ইনকাম করতে চায়। কিন্তু পর্যাপ্ত কঠোর পরিশ্রম করতে রাজি নয়। লোকজনের মিলিয়ন ফলোয়ার আর মিলিয়ন ভিও দেখে, হাই হাই আফসোস করে! আসলে এদের কি আলাদা কোনো চুম্বক শক্তি আছে! ভিডিও আপলোড করলে ভাইরাল। সফলতা দেখে হাসছেন আর তালি দিচ্ছেন। প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটর একটা অন্ধকার জগত আছে। কেউ খোলামেলা প্রকাশ করে কেউ করে না।

প্রথম পেইজে ক্রিয়েট করার পর লম্বা ইতিহাস। প্রোফাইলে পরিচিত লোকজন ইনভাইট ম্যাসেজ পাঠালে তা গ্রহণ করে না। পরিচিত লোকজন কেউ চায় না, ফেইসবুকে সফলতা অর্জন করে, এদের চেয়ে বেশি পরিচিত হোন। সবাই চায় তাদের মতো জীবনযাপন করতে। বড় হতে হলে আপনার অবস্থান কমফোর্ট জোন হতে বের হতে হবে। প্রথমে দৃষ্টি ভঙ্গি বদলাতে হবে। কারো কাছে কোনো প্রকার দয়া ভিক্ষা করা যাবে না।

ফেইসবুকে সফল হতে প্রোফাইল হতে সফল হওয়া যাবে না। পরিচিত লোকজন একটা ভিডিও দেখার পর পরবর্তী ভিডিও দেখে না। এতে ফেইসবুক আলগারিদম দ্বিতীয় ভিডিও ফলোয়ার কাছে আর পৌঁছায় না। ভিডিও ফলোয়ার কাছে না গেলে ভিডিওতে ভিও হবে না। তাই ফেইসবুকে সফলতা চাইলে পেইজ হতে কার্যক্রম চালাতে হবে। অপরিচিত লোক ভিডিও দেখবে আর কমেন্ট করলে ঝড়ের গতিতে রিচ এ্যাগেজমেন্ট বাড়বে।

একটা কথা মনে রাখবে, রিচ এ্যাগেজমেন্ট বাঁড়া মানে ভিডিও ভাইরাল হবার রাস্তায় উঠে গেছে। এতে ফলোয়ার কম হলেও একসময় একটা ভিডিও ভাইরাল হবে। এতে ফলোয়ার আর ভিও ঝড়ের গতিতে বাড়বে। যারা ফেইসবুকে সফল হতে চান, ফলোয়ার কম তাতে কোনো চিন্তা না করে নিয়মিত ভিডিও আপলোড করে যান। ভিডিও গুলো অরজিনাল ক্রিয়েটিভ হলে ফেইসবুক নিজ থেকে ভাইরাল করবে। সেই জন্য ফলোয়ার আর ভিও চিন্তা বাদ দিয়ে নিয়মিত অরজিনাল ভিডিও আপলোড করে যান। এমনিতেই ফেইসবুকে সফল হতে পারবে।

ফেইসবুকে সফলতার আসল রহস্য হলো ধৈর্য সহকারে নিয়মিত ভিডিও আপলোড করা। কমদামি মোবাইল সমস্যা নেই, সেটা দিয়ে ভিডিও বানান। মানুষের প্রথম প্রথম অনেক কিছু থাকে না। যা আছে যে অবস্থানে আছেন, সেখান হতে ভিডিও বানানো শুরু করুন। শুরুটা একটু ঝুঁকিপূর্ণ হলেও সমাপ্তি সবার সুন্দর হয়। জীবনে ঝুঁকি নিতে পারলে আপনি সবার কাছে নিজেকে উপস্থাপন করতে পারবে। না হলে দশজনের মতো, তারই মাঝে একজন হয়ে বাঁচতে হবে।

দামি জুতা পায়ে পরলে বিল গেটস হওয়া যায় না। তোমার অবস্থান দেখানোর জন্য দামী জুতা কিনতে হবে না। তুমি তোমার পরিচয়। টাকা ...
28/01/2025

দামি জুতা পায়ে পরলে বিল গেটস হওয়া যায় না। তোমার অবস্থান দেখানোর জন্য দামী জুতা কিনতে হবে না। তুমি তোমার পরিচয়।
টাকা দিয়ে সবকিছু অর্জন করা যায়-
শুধু টাকা অর্জন করা যায় না
শিক্ষা
জ্ঞান
আর common sens.

Pricila

অনেক পেইজে কমেন্ট করে মফিজ ভাই আগের মতো ভিডিও ভাইরাল হয় না। আমার একি প্রশ্ন ভিডিও আগের মতো ভিও হয় না। তাই আজ ব্যাপারটা...
27/01/2025

অনেক পেইজে কমেন্ট করে মফিজ ভাই আগের মতো ভিডিও ভাইরাল হয় না। আমার একি প্রশ্ন ভিডিও আগের মতো ভিও হয় না। তাই আজ ব্যাপারটা পরিষ্কার ভাবে জানাব। আপনি কেন ফেইসবুকে ব্যর্থ, তা আগে আলোচনা করি। আপনি কেন ব্যর্থ, এটা জানতে জ্যোতিষ হওয়া লাগে না। একটু অভিজ্ঞতা যথেষ্ট।

একটা পেইজ খুলে নিয়মিত ভিডিও আপলোড করছেন না। কয়েক দিন ভিডিও আপলোড করার দুই দিন পর আবার ভিডিও আপলোড করলেন। এতে পেইজে রিচ এ্যাগেজমেন্ট কমে যায়। আর পেইজ তিন মাস আর একশত ফলোয়ার না হলে লাইভ করার সুযোগ পাবেন না। এমনও হতে পারে, অনেক আগে খোলা পেইজ রিচ ডাউন হবার কারণে ভিডিও গুলো ফর ইউতে যাচ্ছে না।

মানুষের ভিডিও মিউজিক আপলোড করলে মনিটাইজেসন পেলে পেইজে ইস্যু চলে আসে। পেইজে কোনো ইস্যু আসলে রিচ এ্যাগেজমেন্ট কমে যায়। একসময় পেইজের আশা ছেড়ে দেয়। ফেইসবুকে ফলোয়ার ভিও না বাড়ার একমাত্র কারণ নিয়মিত নিজের বানানো ভিডিও আপলোড না করা। এটা হলো একজন কন্টেন্ট ক্রিয়েটর ব্যর্থ হবার মুল কারন।

এখন পেইজের ভিডিও ভাইরাল আর ফর ইউতে না যাবার কারন খোলামেলা আলোচনা করছি। এই পেইজ ২০২৩ সালে জুলাই মাসে ক্রিয়েট করা। কম ফলোয়ার নিয়ে গতবছর আগষ্ট মাসে ads on reels মনিটাইজেসন পাই। ইতিপূর্বে ছয়শো বার ডলার ইনকাম হয়। কিন্তু গতবছর ১১ আগষ্ট পেইজে flagged for bihevier Restrictions চলে আসে। ইতিপূর্বে ফেইসবুকের সাথে অনেক যোগাযোগ রিভিউ পাঠানো হলো ইস্যুটি তুলে নেয় নি।

সেই কারণে পেইজে ভিডিও আপলোড করলে রিচ এ্যাগেজমেন্ট কমে গেছে। ইতিপূর্বে অনেক লাইভ করেছি। তাতে কাজের কাজ কোনো কিছু হয়নি। একটা অভিজ্ঞতা শেয়ার করি, ফেইসবুকে যদি flagged for bihevier ইস্যু দিলে যতই রিভিউ আবেদন লাইভ করেন, তাতে কখনও ইস্যু তুলে নেবে না। ফেইসবুক সদয় হলে Restrictions তুলে নেবে। তাই কারো এই ইস্যু এলে ফেইসবুকে কোনো আবেদন বা লাইভ করে সময় অপচয় করতে যাবেন না।

Flagged for bihevier Restrictions পেইজে এলে করনীয় কি? করনীয় হলো আগের মতো নিয়মিত ভিডিও আপলোড করা। সেই সাথে আরো একটা পেইজ নতুন করে ক্রিয়েট করা। এতে সুবিধা হলো, ইস্যুকৃত পেইজ মনিটাইজেসন ফিরে না পাওয়া পর্যন্ত এই পেইজে ভিডিও আপলোড করলে অনেক Grow হয়ে যাবে। তাই কারো পেইজে flagged for bihevier ইস্যু এলে নতুন করে ক্রিয়েট করুন।

আর একটা কথা শেয়ার করি। পেইজে কোনো ইস্যু এলে ইনকামকৃত ডলার ব্যাংক একাউন্টে পেমেন্ট করবে না। ব্যাপারটা নিয়ে খুবই দোটানা অবস্থায় ছিলাম। কিন্তু নিজেই ভুক্তভোগী, সেই জন্য ডলার ব্যাংক একাউন্টে পেমেন্ট না দিলে হতাশ হবেন না। পেইজে ইস্যু ফেইসবুক তুলে নিলে ঠিকই ডলার ব্যাংক একাউন্টে পেমেন্ট করা হবে।

ফেইসবুকে সফল হতে চাইলে নিয়মিত ভিডিও আপলোড করার সাথে সাথে প্রতিদিন ভিডিও আপলোড করুন। কেননা, নিয়মিত ভিডিও আপলোড না করলে পেইজে রিচ এ্যাগেজমেন্ট কমে যাবে। একবার রিচ এ্যাগেজমেন্ট কমে গেলে উপরে তুলে আনা অনেক সময় লাগে। তাই ফেইসবুকে সফল হতে চাইলে নিয়মিত অরজিনাল ভিডিও আপলোড করুন। নিয়মিত নিজের ভিডিও আপলোড করা ছাড়া ফেইসবুকে সফলতার কোনো বিকল্প পথ নেই

কতবার ব্যর্থ হয়েছেন তার উপর সফলতা নির্ভর করে না || ব্যর্থ হবার পর কতবার চেষ্টা করেছেন, তার উপর সফলতা নির্ভর করে ||
27/01/2025

কতবার ব্যর্থ হয়েছেন তার উপর সফলতা নির্ভর করে না || ব্যর্থ হবার পর কতবার চেষ্টা করেছেন, তার উপর সফলতা নির্ভর করে ||

যারা ফেইসবুক হতে টাকাকড়ি কামানো স্বপ্ন দেখেন। শুধু লেখাটা তাদের জন্য। বাকিরা না পড়ে এড়িয়ে গেলে চলবে। অনেক ভাবে ফেইসব...
26/01/2025

যারা ফেইসবুক হতে টাকাকড়ি কামানো স্বপ্ন দেখেন। শুধু লেখাটা তাদের জন্য। বাকিরা না পড়ে এড়িয়ে গেলে চলবে। অনেক ভাবে ফেইসবুকে টাকা উড়ে। আমরা কেন ধরতে পারি না, আর ভিডিও ছাড়লে ভিডিও ভিও কম। আমারই একই প্রশ্ন। তবে ফেইসবুকে পেছনে ফিরে যাই। কিন্তু পেইজ টা ২০২৩ সালে জুলাই মাসে ক্রিয়েট করা। হাঁটাহাঁটি পা পা করে অনেক পথ এসেছি।

একটা ব্যাপার লক্ষ্য করেছি। ফেইসবুকে টাকা ইনকাম করতে হলে আপনাকে অনেক অভিজ্ঞতা অর্জন করা লাগবে। নিজের মোবাইল দিয়ে ভিডিও বানাতে হবে। প্রতিদিন কমপক্ষে ৩টি ভিডিও আপলোড করতে হবে। সকালে একটা দুপুর সময় একটা রাত আটটার আগে একটা। এভাবে আপনাকে তিনমাস ভিডিও আপলোড করতে হবে। তারি মাঝে কখনও ভিডিও আপলোড বাদ দেয়া যাবে না। প্রতিদিন ভিডিও আপলোড না করলে রিচ এ্যাগেজমেন্ট কমে যাবে।

আরো পরিষ্কার ভাবে বলতে গেলে কারো মিউজিক কোনো টোন ব্যাকগ্ৰাউন্ড মিউজিক ব্যবহার করা যাবে না। কারো ভিডিও সরাসরি পেইজে আপলোড করা হতে বিরত থাকতে হবে। কারো ভিডিও মিউজিক ব্যবহার করলে পেইজ মনিটাইজেসন পেলে কপিরাইট ক্লেইম চলে আসবে। সেই জন্য প্রথম হতে অরজিনাল ভিডিও আপলোড করলে ভিডিও অতি তাড়াতাড়ি ফরইতে যাবে। মানে আপনার ভিডিও ভাইরাল হবে, আরো পরিষ্কার করে বললে, ভিডিও সবার কাছে পৌঁছবে।

ফেইসবুকে সফল হবার সহজ পথ হলো, অরজিনাল ভিডিও আপলোড করা। সঠিক সময়ে প্রতিদিন ভিডিও আপলোড করা। এ ছাড়া ফেইসবুকে সফলতার বিকল্প কোনো পথ নেই।

চলবে,

তোমার ভালবাসা যাদের প্রাপ্য, তাদের দাও। বাকি সবাই তোমার সময়ের অপচয়।
16/01/2025

তোমার ভালবাসা যাদের প্রাপ্য, তাদের দাও। বাকি সবাই তোমার সময়ের অপচয়।

অভাবী হইও, তবুও নিচু স্বভাবী হইও না।
15/01/2025

অভাবী হইও, তবুও নিচু স্বভাবী হইও না।

পেইজে flagged for bihevier ইস্যু থাকার কারণে ইনকাম গুলো ব্যাংক একাউন্টে paid হচ্ছে না। তাই পেইজে লাইক ফলো করে সাথে থাকুন...
10/01/2025

পেইজে flagged for bihevier ইস্যু থাকার কারণে ইনকাম গুলো ব্যাংক একাউন্টে paid হচ্ছে না। তাই পেইজে লাইক ফলো করে সাথে থাকুন।

10/01/2025

ফেইসবুকে মিলিয়ন ভিও পেতে হলে অরজিনাল ভিডিও আপলোড করতে হবে।

25/12/2024
আলহামদুলিল্লাহ || পেইজে Reach এর পাশে সবুজ সংকেত দিয়ে পেইজ Grow হবার সম্ভাবনা দেখা যাচ্ছে ||
20/12/2024

আলহামদুলিল্লাহ || পেইজে Reach এর পাশে সবুজ সংকেত দিয়ে পেইজ Grow হবার সম্ভাবনা দেখা যাচ্ছে ||

ভিডিও মিলিয়ন ভিও পাওয়া পেইজ flagged for bihevier ইস্যু এলে কার না মন ভালো থাকে!
19/12/2024

ভিডিও মিলিয়ন ভিও পাওয়া পেইজ flagged for bihevier ইস্যু এলে কার না মন ভালো থাকে!

19/12/2024

পেইজে কোনো ইস্যু থাকলে রিচ এ্যাগেজমেন্ট কমে যায়।

11/12/2024

ফেইসবুকে নিয়মিত ভিডিও আপলোড করলে আপনি সফল।

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when মফিজ ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মফিজ ভাই:

Videos

Share