সাইফুল ইসলাম - Saiful Islam

সাইফুল ইসলাম - Saiful Islam When I travel, take photos & videos, make reels with it & upload. Rqst to keep watching & follow me.
(16)

Today's the best Photo 🌿🥰•🔵Beautiful                             •          Today's Best Photo ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️...
06/11/2023

Today's the best Photo 🌿🥰
•🔵Beautiful


























Today's Best Photo ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ইয়া আল্লাহ ফিলিস্তিনকে ঝুলুম কারিদের থেকে হেফাজত করুন 👏👏
Ya Allah protect Palestine from oppressors 👏👏👏







's Best














Abdus Salam

 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️                    •      
05/11/2023


❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️























মৃন্ময়ী...
11/10/2023

মৃন্ময়ী...

11/09/2023
07/09/2023
বার বি কিউ না ঝাল ফ্রাই...???
04/09/2023

বার বি কিউ না ঝাল ফ্রাই...???

02/09/2023

পাইনি ব’লে আজো তোমায় বাসছি ভালো, রাণি,
মধ্যে সাগর, এ-পার ও-পার করছি কানাকানি!
আমি এ-পার, তুমি ও-পার,
মধ্যে কাঁদে বাধার পাথার
ও-পার হ’তে ছায়া-তরু দাও তুমি হাত্‌ছানি,
আমি মরু, পাইনে তোমার ছায়ার ছোঁওয়াখানি।

নাম-শোনা দুই বন্ধু মোরা, হয়নি পরিচয়!
আমার বুকে কাঁদছে আশা, তোমার বুকে ভয়!
এই-পারী ঢেউ বাদল-বায়ে
আছড়ে পড়ে তোমার পায়ে,
আমার ঢেউ-এর দোলায় তোমার ক’রলো না কূল ক্ষয়,
কূল ভেঙেছে আমার ধারে-তোমার ধারে নয়!

চেনার বন্ধু, পেলাম না ক’ জানার অবসর।
গানের পাখী ব’সেছিলাম দু’দিন শাখার’ পর।
গান ফুরালো যাব যবে
গানের কথাই মনে রবে,
পাখী তখন থাকবো না ক’-থাকবে পাখীর ঘর,
উড়ব আমি,-কাঁদবে তুমি ব্যথার বালুচর!

তোমার পারে বাজল কখন আমার পারের ঢেউ,
অজানিতা! কেউ জানে না, জানবে না ক’ কেউ।
উড়তে গিয়ে পাখা হ’তে
একটি পালক প’ড়লে পথে
ভুলে’ প্রিয় তুলে যেন খোঁপায় গুঁজে নেও!
ভয় কি সখি? আপনি তুমি ফেলবে খুলে এ-ও!

বর্ষা-ঝরা এমনি প্রাতে আমার মত কি
ঝুরবে তুমি একলা মনে, বনের কেতকী?
মনের মনে নিশীথ-রাতে
চুম দেবে কি কল্পনাতে?
স্বপ্ন দেখে উঠবে জেগে, ভাববে কত কি!
মেঘের সাথে কাঁদবে তুমি, আমার চাতকী!

দূরের প্রিয়া! পাইনি তোমায় তাই এ কাঁদন-রোল!
কূল মেলে না,-তাই দরিয়ায় উঠতেছে ঢেউ-দোল!
তোমায় পেলে থামত বাঁশী,
আসত মরণ সর্বনাশী।
পাইনি ক’ তাই ভ’রে আছে আমার বুকের কোল।
বেণুর হিয়া শূন্য ব’লে উঠবে বাঁশীর বোল।

বন্ধু, তুমি হাতের-কাছের সাথের-সাথী নও,
দূরে যত রও এ হিয়ার তত নিকট হও।
থাকবে তুমি ছায়ার সাথে
মায়ার মত চাঁদনী রাতে!
যত গোপন তত মধুর-নাই বা কথা কও!
শয়ন-সাথে রও না তুমি নয়ন-পাতে রও!

ওগো আমার আড়াল-থাকা ওগো স্বপন-চোর!
তুমি আছ আমি আছি এই তো খুশি মোর।
কোথায় আছ কেমনে রাণি
কাজ কি খোঁজে, নাই বা জানি!
ভালোবাসি এই আনন্দে আপনি আছি ভোর!
চাই না জাগা, থাকুক চোখে এমনি ঘুমের ঘোর!

রাত্রে যখন এক্‌লা শোব-চাইবে তোমার বুক,
নিবিড়-ঘন হবে যখন একলা থাকার দুখ,
দুখের সুরায় মস্ত্‌ হ’য়ে
থাকবে এ-প্রাণ তোমায় ল’য়ে,
কল্পনাতে আঁকব তোমার চাঁদ-চুয়ানো মুখ!
ঘুমে জাগায় জড়িয়ে র’বে, সেই তো চরম সুখ!

গাইব আমি, দূরের থেকে শুনবে তুমি গান।
থামবো আমি-গান গাওয়াবে তোমার অভিমান!
শিল্পী আমি, আমি কবি,
তুমি আমার আঁকা ছবি,
আমার লেখা কাব্য তুমি, আমার রচা গান।
চাইব না ক’, পরান ভ’রে ক’রে যাব দান।

তোমার বুকে স্থান কোথা গো এ দূর-বিরহীর,
কাজ কি জেনে?- তল কেবা পায় অতল জলধির।
গোপন তুমি আসলে নেমে
কাব্যে আমার, আমার প্রেমে,
এই-সে সুখে থাকবে বেঁচে, কাজ কি দেখে তীর?
দূরের পাখী-গান গেয়ে যাই, না-ই বাঁধিলাম নীড়!

বিদায় যেদিন নেবো সেদিন নাই-বা পেলাম দান,
মনে আমায় ক’রবে না ক’-সেই তো মনে স্থান!
যে-দিন আমায় ভুলতে গিয়ে
করবে মনে, সে-দিন প্রিয়ে
ভোলার মাঝে উঠবে বেঁচে, সেই তো আমার প্রাণ!
নাই বা পেলাম, চেয়ে গেলাম, গেলে গেলাম গান!

গোপন প্রীয়া (সিন্ধু হিন্দোল)
কাজী নজরুল ইসলাম

30/08/2023

সাইফুল ইসলাম - Saiful Islam

29/08/2023

Malik_Tumi_Jannate...Bangla_Islamic_Song...Moshiur_Rohman...Bangla_Hamd

27/08/2023

Some short tips & tricks of MS Word.

সাইফুল ইসলাম - Saiful Islam

তুমি আমার সকাল বেলার সুরহৃদয় অলস-উদাস করা অশ্রু ভারাতুরতুমি আমার সকাল বেলার সুরভোরের তারার মত তোমার সজল চাওয়াভালবাসার ...
23/08/2023

তুমি আমার সকাল বেলার সুর
হৃদয় অলস-উদাস করা অশ্রু ভারাতুর
তুমি আমার সকাল বেলার সুর
ভোরের তারার মত তোমার সজল চাওয়া
ভালবাসার চেয়ে সে যে কান্না পাওয়া
রাত্রি শেষের চাঁদ তুমি গো বিদায় বিধুর
তুমি আমার সকাল বেলার সুর
তুমি আমার ভোরের ঝরাফুল
শিশির নাওয়া শুভ্র-শুচি পূজারিণীর তুল
তুমি আমার ভোরের ঝরাফুল
অরুণ তুমি, তরুণ তুমি, করুণ তারো চেয়ে
হাসির দেশে তুমি যেন বিষাদ লোকের মেয়ে
তুমি ইন্দ্র সভায় মৌন বীণা, নীরব নূপুর
তুমি আমার সকাল বেলার সুর
হৃদয় অলস-উদাস করা অশ্রু ভারাতুর
তুমি আমার সকাল বেলার সুর
কাজী নজরুল ইসলাম।

22/08/2023

ফলো দিয়ে ফলো ব্যাক না পাওয়া আমি... যতজনকে ফলো দিয়ে থাকি তার ১০% ও ফলো ব্যাক করেনা😪😪😪😪 অথচ সবাই বলে ফলো দিন সাথে সাথে রকেটের গতিতে ব্যাক দিবো। বলি কি ভাই রকেটের গতির দরকার নাই, লোকাল গতিতে দিলেও চলবে। তবুও ফলো পাইলে ফলো ব্যাক দিবেন আশা করি। ধন্যবাদ।

21/08/2023

বেশিরভাগ মানুষ ফলো দিতে চাইনা। শুধু ফলো নিতে চাই। আমরা কেউই বলতে পারিনা ফলো দিয়েছি ব্যাক দিবেন আশা করি। আমরা বলি ফলো দেন ব্যাক দিবো। আরে ভাই আপনি যদি কাউকে বিশ্বাস করে ফলো দিতে না চান তাহলে সে কি ঠ্যাকায় পড়েছে আপনাকে বিশ্বাস করে ফলো দিবে? তাই আসুন আগে নিজে ফলো দেয়ার অভ্যাস করি, এরপর ফলো চাই। আমাকে কমেন্ট করলেই ফলো ব্যাক পাবেন ইনশাআল্লাহ। ব্যাক দেয়া না দেয়া আপনার মানষিকতার বিষয়।

20/08/2023
20/08/2023

Upgradtion post...

প্রচুর খাইতে হবে...Please follow my page সাইফুল ইসলাম - Saiful Islam
18/08/2023

প্রচুর খাইতে হবে...

Please follow my page সাইফুল ইসলাম - Saiful Islam

মিফতাহুল জান্নাত সাইমুম। Please follow my page সাইফুল ইসলাম - Saiful Islam
18/08/2023

মিফতাহুল জান্নাত সাইমুম।

Please follow my page সাইফুল ইসলাম - Saiful Islam

অন্তরটা কেঁপে উঠলো। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ তুমি প্রীয় রাহবারকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান কর...
14/08/2023

অন্তরটা কেঁপে উঠলো। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ তুমি প্রীয় রাহবারকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করো। আমিন।

06/08/2023

Follow please সাইফুল ইসলাম - Saiful Islam

02/08/2023

Please follow... সাইফুল ইসলাম - Saiful Islam

আমরা কি শুধু ফলোয়ার বাড়ানোর কাজ নিয়েই ব্যাস্ত আছি নাকি অন্যের ভিডিও দেখার কাজেও আছি? ফলোয়ারের সাথে সাথে ওয়াচটাইমওতো দরকার। তাই আসুন আমরা প্রত্যেকে প্রত্যেকের ভিডিও দেখার অভ্যাস গড়ে তুলি। প্রয়োজন থাকলেও দেখি প্রয়োজন না থাকলেও দেখি। ভিডিওতে উপকৃত হইলেও দেখি উপকৃত না হইলেও দেখি। মনে রাখতে হবে আমি সবার সাথে যেরকম আচরণ করব আমার সাথেও সেরকম আচরণই করবে অন্যরা। এজন্য ফলো দিয়েই কাজ শেষ মনে না করে ভিডিও দেখে ওয়াচটাইম পূরণের লক্ষ্যে কাজ করি আসুন। একটা ভিডিও বানাতে যে কত কষ্ট করতে হয় তা যিনি বানান তিনিই জানেন। কিন্তু যখন ওটা আপলোড দেয়ার পরে আশানুরুপ ভিউ না আসে তখন অনেক কষ্ট লাগে। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের আশাগুলো পূরন করে দিন। আমিন।

01/08/2023

How is the market value of Motion Graphics?

31/07/2023

ফলো প্লীজ... সাইফুল ইসলাম - Saiful Islam

কপি, পেষ্ট

উচ্চ সিজিপিএ ওয়ালা এক বন্ধুকে পরীক্ষার আগের দিনে একটা চ্যাপ্টার বুঝার জন্য কল দিয়ে তার বাসায় যেতে চেয়েছিলাম। সে জবাবে বলছিলো তুই এখন আসিস না, তুই আসলে আমার পড়ালেখার ক্ষতি হবে।
সেদিন এক কম সিজিপিএ ওয়ালা বন্ধুর বাসায় গিয়ে তার অতিথেয়তায় সত্যিই মুগ্ধ হয়েছিলাম।

বাসার গলিতে ঢুকবার পথে গেইটের সামনে থাকা গার্ড মামাকে প্রথমদিন একটা সালাম দিয়েছিলাম আর জিজ্ঞাসা করছিলাম "মামা ভাল আছেন?"
যাস্ট এতুটুকুই.......
এরপর থেকে ওনি আমাকে যতবার দেখে ততবারই দাঁড়িয়ে সামনে এগিয়ে এসে জিজ্ঞাসা করবে "ভাইয়া ভাল আছেন?"

ভার্সিটিতে পা রেখে প্রথম যেদিন ঘরোয়া রেস্টুরেন্টে যাই, সেদিন এক ওয়েটারের সাথে পরিচয়। এরপর থেকে গেলেই তার টেবিলে বসতাম, সুখ দুঃখের গল্প করতাম। পরের ঈদে বন্ধুরা কয়েকজন মিলে তাকে ভাল অংকের একটা বকশিশ দেই।
সেই ছেলে এখন ওমানে আছে। প্রায়ই ওখান থেকে ফোন দিয়ে বলে স্যার আপনার কিছু লাগলে বলেন পাঠাইয়া দেই।
কিছুই না,অল্প কয়টা টাকা যাস্ট সবাই মিলে দিয়ে বলছিলাম, "বাড়ি যা, ভাল করে ঈদ করিস।"

টং দোকানে একটা কালো কুচকুচে কুকুর সব সময় বসে থাকে। একদিন চা খাওয়ার সময় এটা সামনে এসে লেজ নাড়ছে আর ঘুর ঘুর করছে। শুধু পাঁচ টাকার একটা পাউরুটি কিনে খাওয়াইছিলাম। এখন প্রায়ই মাঝ রাতে চা রুটি খেতে বের হই। আগে ওই সময়টাতে চা খেয়ে সামনের গলিতে যেতে ভয় লাগত। যদি কেউ ধরে বসে। এখন মাঝরাতেও কানে হেড ফোন লাগিয়ে হাটি। ভয় হয় না। কারন ওই কালো কুকুরটা দেখলে তেড়ে আসে। সাথে পা মিলিয়ে হাটে। দুইটা হাত থাকলে হয়তো জড়িয়েও ধরত। তার চোখের ভাষা বলে দেয় " কেউ ধরতে আসলে কইলজা খুইল্লা ফালামু "

উচু শ্রেনীর মানুষদের ডিকশনারিতে কৃতজ্ঞতা শব্দটা প্রায়ই নাই বললেই চলে। অনেক রুই কাতলার জন্য জীবনে অনেক কিছু করেছি। নেগেটিভ গ্রুপের এক ব্যাগ ব্লাড ম্যানেজ করতে সারারাত দৌড়িয়েছি। কিন্তু পরদিন ভোরে জানতেও চায়নি ব্লাডটি কার, কোথা থেকে ম্যানেজ করেছি। কিন্তু সামান্য একটা গার্ড, রাস্তার মুচি, ক্যান্টিনের মামা এমনকি টং দোকানের কুকুরটাকেও যদি একটু এহসান করা হয় তখন পারলে পুরা হার্টটা খুলে দিবে......

মানুষ হইতে টাকা লাগে না।
মন লাগে
ছত্রিশ কিংবা আটত্রিশ স্কয়ার ফিটের না।
বিশাল আকাশের মত বড় একটা মন লাগে......

C.P

30/07/2023

Please follow this page... সাইফুল ইসলাম - Saiful Islam

সকলকে ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আমিও সবাইকে সাপোর্ট করে ফলো দিয়ে যাচ্ছি। আশা করি আমরা সবাই একদিন কাঙ্খিত লক্ষ্যে ...
29/07/2023

সকলকে ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আমিও সবাইকে সাপোর্ট করে ফলো দিয়ে যাচ্ছি। আশা করি আমরা সবাই একদিন কাঙ্খিত লক্ষ্যে পৌছতে সক্ষম হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সততা বজায় রেখে কাজ করার তৌফিক দিন। আমিন।

আসুন আমরা সবাই সবাইকে ফলো করি, নিজের পেজটা বড় করি এবং অন্যদেরও বড় হতে সহযোগীতা করি। আমি নিজ দায়িত্বে সবাইকে ফলো দিয়ে থাকি, তাই আমি আশা রাখি আমার ফলো পাওয়া মাত্রই আমাকেও ফলো ব্যাক দিবেন। কেউ আমাকে ফলো দিলে আমি তাকে সাথে সাথেই ব্যাক দিব ইনশাআল্লাহ।

27/07/2023

যাদের পেজ বড়ো করার জন্য ফলোয়ার লাগবে তারা ফলো দিয়ে কমেন্ট করুন। সাথে সাথেই ব্যাক পাবেন -💯 - ইনশাআল্লাহ।

26/07/2023

পাপ
কাজী নজরুল ইসলাম

সাম্যের গান গাই!-
যত পাপী তাপী সব মোর বোন, সব হয় মোর ভাই।
এ পাপ-মুলুকে পাপ করেনিক’ কে আছে পুরুষ-নারী?
আমরা ত ছার; পাপে পঙ্কিল পাপীদের কাণ্ডারী!
তেত্রিশ কোটি দেবতার পাপে স্বর্গ সে টলমল,
দেবতার পাপ-পথ দিয়া পশে স্বর্গে অসুর দল!
আদম হইতে শুরু ক’রে এই নজরুল তক্‌ সবে
কম-বেশী ক’রে পাপের ছুরিতে পুণ্য করেছে জবেহ্‌ !

বিশ্ব পাপস্থান
অর্ধেক এর ভগবান, আর অর্ধেক শয়তান্‌!
থর্মান্ধরা শোনো,
অন্যের পাপ গনিবার আগে নিজেদের পাপ গোনো!
পাপের পঙ্কে পুণ্য-পদ্ম, ফুলে ফুলে হেথা পাপ!
সুন্দর এই ধরা-ভরা শুধু বঞ্চনা অভিশাপ।
এদের এড়াতে না পারিয়া যত অবতার আদি কেহ
পুণ্যেরে দিলেন আত্মা ও প্রাণ, পাপেরে দিলেন দেহ।
বন্ধু, কহিনি মিছে,
ব্রহ্মা বিষ্ণু শিব হ’তে ধ’রে ক্রমে নেমে এস নীচে-
মানুষের কথা ছেড়ে দাও, যত ধ্যানী মুনি ঋষি যোগী
আত্মা তাঁদের ত্যাগী তপস্বী, দেহ তাঁহাদের ভোগী!
এ-দুনিয়া পাপশালা,
ধর্ম-গাধার পৃষ্ঠে এখানে শূণ্য-পূণ্য-ছালা!
হেথা সবে সম পাপী,
আপন পাপের বাট্‌খারা দিয়ে অন্যের পাপ মাপি!
জবাবদিহির কেন এত ঘটা যদি দেবতাই হও,
টুপি প’রে টিকি রেখে সদা বল যেন তুমি পাপী নও।
পাপী নও যদি কেন এ ভড়ং, ট্রেডমার্কার ধুম?
পুলিশী পোশাক পরিয়া হ’য়েছ পাপের আসামী গুম।

বন্ধু, একটা মজার গল্প শোনো,
একদা অপাপ ফেরেশতা সব স্বর্গ-সভায় কোনো
এই আলোচনা করিতে আছিল বিধির নিয়মে দুষি,’
দিন রাত নাই এত পূজা করি, এত ক’রে তাঁরে তুষি,
তবু তিনি যেন খুশি নন্‌-তাঁর যত স্নেহ দয়া ঝরে
পাপ-আসক্ত কাদা ও মাটির মানুষ জাতির’ পরে!

শুনিলেন সব অন্তর্যামী, হাসিয়া সবারে ক’ন,-
মলিন ধুলার সন্তান ওরা বড় দুর্বল মন,
ফুলে ফুলে সেথা ভুলের বেদনা-নয়নে , অধরে শাপ,
চন্দনে সেথা কামনার জ্বালা, চাঁদে চুম্বন-তাপ!
সেথা কামিনীর নয়নে কাজল, শ্রোনীতে চন্দ্রাহার,
চরণে লাক্ষা, ঠোটে তাম্বুল, দেখে ম’রে আছে মার!

প্রহরী সেখানে চোখা চোখ নিয়ে সুন্দর শয়তান,
বুকে বুকে সেথা বাঁকা ফুল-ধনু, চোখে চোখে ফুল-বাণ।

দেবদুত সব বলে, ‘প্রভু, মোরা দেখিব কেমন ধরা,
কেমনে সেখানে ফুল ফোটে যার শিয়রে মৃত্যু-জরা!’
কহিলেন বিভু-‘তোমাদের মাঝে শ্রেষ্ঠ যে দুইজন
যাক্‌ পৃথিবীতে, দেখুক কি ঘোর ধরণীর প্রলোভন!’

‘হারুত’ ‘মারুত’ ফেরেশতাদের গৌরব রবি-শশী
ধরার ধুলার অংশী হইল মানবের গৃহে পশি’।
কায়ায় কায়ায় মায়া বুলে হেথা ছায়ায় ছায়ায় ফাঁদ,
কমল-দীঘিতে সাতশ’ হয়েছে এই আকাশের চাঁদ!
শব্দ গন্ধ বর্ণ হেথায় পেতেছে অরূপ-ফাঁসী,
ঘাটে ঘাটে হেথা ঘট-ভরা হাসি, মাঠে মাঠে কাঁদে বাঁশী!দুদিনে আতশী ফেরেশতা প্রাণ- ভিজিল মাটির রসে,
শফরী-চোখের চটুল চাতুরী বুকে দাগ কেটে বসে।
ঘাঘরী ঝলকি’ গাগরী ছলকি’ নাগরী ‘জোহরা’ যায়-
স্বর্গের দূত মজিল সে-রূপে, বিকাইল রাঙা পা’য়!
অধর-আনার-রসে ডুবে গেল দোজখের নার-ভীতি,
মাটির সোরাহী মস্তানা হ’ল আঙ্গুরী খুনে তিতি’!

কোথা ভেসে গেল-সংযম-বাঁধ, বারণের বেড়া টুটে,
প্রাণ ভ’রে পিয়ে মাটির মদিরা ওষ্ঠ-পুষ্প-পুটে।
বেহেশ্‌তে সব ফেরেশ্‌তাদের বিধাতা কহেন হাসি’
‘ হারুত মারুতে কি ক’রেছে দেখ ধরণী সর্বনাশী!’

নয়না এখানে যাদু জানে সখা এক আঁখি-ইশারায়
লক্ষ যুগের মহা-তপস্যা কোথায় উবিয়া যায়।
সুন্দরী বসুমতী
চিরযৌবনা, দেবতা ইহার শিব নয়-কাম রতি!

ধন্যবাদ সকলকে যারা আমাকে সাপোর্ট দিয়েছেন। আসুন আমরা প্রত্যেকে প্রত্যেককে সাপোর্ট করি। অন্যদের ফলো দেই এবং প্রত্যেকে যেনো...
26/07/2023

ধন্যবাদ সকলকে যারা আমাকে সাপোর্ট দিয়েছেন। আসুন আমরা প্রত্যেকে প্রত্যেককে সাপোর্ট করি। অন্যদের ফলো দেই এবং প্রত্যেকে যেনো ফলো ব্যাক করি। সম্ভব হলে সবার পেজে গিয়ে রিভিউ দিয়ে আসি। এখোনো অনেক পথ যতে হবে। তাই আরো বেশি ফলো দেয়ার অভ্যাস গড়ে তুলি। ধন্যবাদ। আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।

25/07/2023

সেরাদের সেরা...

25/07/2023

এরা কারা, যারা সিনেমা হলে সিনেমা দেখে বের হয়ে বলে, আলহামদুলিল্লাহ দেখে এলাম, আবার অনেকে কমেন্ট করে বলে মাশা-আল্লাহ।

Address

Cox's Bazar

Telephone

+8801710451777

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাইফুল ইসলাম - Saiful Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Video Creators in Cox's Bazar

Show All

You may also like