Asmaul Hosna -Seo expert & digital marketer

Asmaul Hosna -Seo expert & digital marketer I'm an expert on SEO(Search Engine Optimization) and Digital Marketing. I can do digital marketing and SEO or create height quality backlinks. Our service
1.

Welcome to my profile

I am an expert on Search Engine Optimization(SEO) and Digital Marketing. I ensure all types of website on page and off page SEO and your website promote of millions of people. We can bring any website to the top of Google. I can give a lot of traffic by promoting any product and website on different social sites. if you want to take SEO and Digital Marketing service, you hav

e visited the right place. Digital marketing
2. SEO
3. Google top ranking
4. Professional Business page creating
5. Social media marketing
6. Professional Youtube channel ceating
7. Facebook marketing
8. On page and Off page SEO
9. page like and promotion.
10. keyword research

Unlimited reivisions until you satisfied.

29/06/2022

ফ্রিলান্সার হিসেবে যাত্রা শুরু আমার বেশ আগে থেকেই, সেই ২০১৩ সালে! নিজেকে ফ্রিলান্সার হিসেবে প্রতিষ্ঠিত করাই ছিলো ঐ সময়ে আমার জীবনের মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্য কে সামনে রেখে আমি কম্পিউটারের বেসিক নলেজ গুলো শিখলাম,এর মধ্যে বিভিন্ন বিষয়ের উপর দু একটা শর্ট ও লং-টার্ম কোর্স ও সম্পূর্ণ করেছিলাম। বায়ারদের সাথে সাবলীলভাবে কথোপকথন করার উদ্দেশ্য স্পোকেন ইংলিশ কোর্স ও সম্পূর্ণ করতে লাগলাম সাথে।এর মধ্যে যতোগুলো সরকারি প্রোগ্রাম অনুষ্ঠিত হতো আইটি বিষয়ক মোটামুটি চেষ্টা করতাম সেসব প্রোগ্রামে জয়েন করার জন্য। করেছি ও অনেক। মাঝখানে সক্রিয় হলাম রাজনীতিতে, ভাটা পড়লো ফ্রিলান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সপ্ন। অবশ্য রাজনীতিতে নিজেকে জড়ানো আমার এক সময়ের সপ্ন ছিলো বৈকি!পূর্বের সপ্ন কে বাস্তবে রুপ দিতে রাজনৈতিক অঙ্গনে নিজেকে কর্মব্যস্ত রাখার চেষ্টা অব্যহত রাখলাম।প্রতিটি মিছিল, মিটিং আর স্লোগানে রাজপথ মুখরিত রাখলাম সুদীর্ঘ ১০ বছর ধরে। অসংখ্য মানুষের পাশে দাঁড়ালাম সেবার মনোভাব নিয়ে। নিজেকে রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করলাম।২০১৬ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের এপ্রিলের ১৭ তারিখ পর্যন্ত একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে কক্সবাজার জেলা পরিষদে সদস্য ও প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলাম।এর মধ্যে দায়িত্ব ও শেষ করলাম।দায়িত্ব শেষ হওয়ার পর পর আমি সিদ্ধান্ত নিলাম আর দেরি নয় আমার ভেতর লুকিয়ে থাকা আমার লালিত সপ্ন কে আবার নতুন উদ্যমে প্রতিষ্ঠিত করবো,আমি নিজেকে সমাজে প্রতিষ্ঠিত একজন ফ্রিলান্সার হিসেবে দেখতে পুরোদমে কাজ শুরু করলাম।গত দুই মাস ধরে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছি। ফ্রিলান্সিং করার পূর্ব শর্ত নিজেকে যেকোনো বিষয়ে দক্ষ করে তারপর কাজে নেমে পড়া এবং সফলতা না আসা পর্যন্ত লেগে থাকা,এখন আমি সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, আপতত দুটো বিষয়ে নিজের এক্সপার্ট করার জন্য কাজ শিখছি, আলহামদুলিল্লাহ যেহেতু পূর্বে এর উপর কোর্স করেছিলাম তাই সহজে বিষয় গুলো বেশ আয়ত্তে আনতে পারছি বলে মনে হচ্ছে। আমি আপাতত ডিজিটাল মার্কেটিং এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করছি। মহান আল্লাহ যদি চান তাহলে ইনশাআল্লাহ আমি একজন মুক্ত পেশার মানুষ হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করে দেশের অগ্রযাত্রায় অংশগ্রহণ করতে পারবো।

Address

Chittagong
Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when Asmaul Hosna -Seo expert & digital marketer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asmaul Hosna -Seo expert & digital marketer:

Share


Other Cox's Bazar media companies

Show All