29/06/2022
ফ্রিলান্সার হিসেবে যাত্রা শুরু আমার বেশ আগে থেকেই, সেই ২০১৩ সালে! নিজেকে ফ্রিলান্সার হিসেবে প্রতিষ্ঠিত করাই ছিলো ঐ সময়ে আমার জীবনের মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্য কে সামনে রেখে আমি কম্পিউটারের বেসিক নলেজ গুলো শিখলাম,এর মধ্যে বিভিন্ন বিষয়ের উপর দু একটা শর্ট ও লং-টার্ম কোর্স ও সম্পূর্ণ করেছিলাম। বায়ারদের সাথে সাবলীলভাবে কথোপকথন করার উদ্দেশ্য স্পোকেন ইংলিশ কোর্স ও সম্পূর্ণ করতে লাগলাম সাথে।এর মধ্যে যতোগুলো সরকারি প্রোগ্রাম অনুষ্ঠিত হতো আইটি বিষয়ক মোটামুটি চেষ্টা করতাম সেসব প্রোগ্রামে জয়েন করার জন্য। করেছি ও অনেক। মাঝখানে সক্রিয় হলাম রাজনীতিতে, ভাটা পড়লো ফ্রিলান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সপ্ন। অবশ্য রাজনীতিতে নিজেকে জড়ানো আমার এক সময়ের সপ্ন ছিলো বৈকি!পূর্বের সপ্ন কে বাস্তবে রুপ দিতে রাজনৈতিক অঙ্গনে নিজেকে কর্মব্যস্ত রাখার চেষ্টা অব্যহত রাখলাম।প্রতিটি মিছিল, মিটিং আর স্লোগানে রাজপথ মুখরিত রাখলাম সুদীর্ঘ ১০ বছর ধরে। অসংখ্য মানুষের পাশে দাঁড়ালাম সেবার মনোভাব নিয়ে। নিজেকে রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করলাম।২০১৬ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের এপ্রিলের ১৭ তারিখ পর্যন্ত একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে কক্সবাজার জেলা পরিষদে সদস্য ও প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলাম।এর মধ্যে দায়িত্ব ও শেষ করলাম।দায়িত্ব শেষ হওয়ার পর পর আমি সিদ্ধান্ত নিলাম আর দেরি নয় আমার ভেতর লুকিয়ে থাকা আমার লালিত সপ্ন কে আবার নতুন উদ্যমে প্রতিষ্ঠিত করবো,আমি নিজেকে সমাজে প্রতিষ্ঠিত একজন ফ্রিলান্সার হিসেবে দেখতে পুরোদমে কাজ শুরু করলাম।গত দুই মাস ধরে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছি। ফ্রিলান্সিং করার পূর্ব শর্ত নিজেকে যেকোনো বিষয়ে দক্ষ করে তারপর কাজে নেমে পড়া এবং সফলতা না আসা পর্যন্ত লেগে থাকা,এখন আমি সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, আপতত দুটো বিষয়ে নিজের এক্সপার্ট করার জন্য কাজ শিখছি, আলহামদুলিল্লাহ যেহেতু পূর্বে এর উপর কোর্স করেছিলাম তাই সহজে বিষয় গুলো বেশ আয়ত্তে আনতে পারছি বলে মনে হচ্ছে। আমি আপাতত ডিজিটাল মার্কেটিং এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করছি। মহান আল্লাহ যদি চান তাহলে ইনশাআল্লাহ আমি একজন মুক্ত পেশার মানুষ হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করে দেশের অগ্রযাত্রায় অংশগ্রহণ করতে পারবো।