কক্স নিউজ ২৪

কক্স নিউজ ২৪ সত্যের সন্ধানে সর্বদা নিয়োজিত

10/08/2024
বিএনপি যুবদল ছাত্রদলের সাইনবোর্ডধারী ডাকাতেরা ডাকাতি লুটপাট ধ্বংস লীলা চালানোর পর বর্তমান আমার পেকুয়া চৌমুহনী নিহার এন্ট...
10/08/2024

বিএনপি যুবদল ছাত্রদলের সাইনবোর্ডধারী ডাকাতেরা ডাকাতি লুটপাট ধ্বংস লীলা চালানোর পর বর্তমান আমার পেকুয়া চৌমুহনী নিহার এন্টারপ্রাইজ দোকানের ধ্বংসযজ্ঞ।"

মাননীয় সরকার বাহাদুর, সম্মানিত আইনশৃঙ্খলা বাহিনী, পেকুয়া উপজেলা সহ পূরোদেশবাসী আসসালামু আলাইকুম,এ ডাকাতি লুটপাট ধ্বংস লীলার বিচার আপনাদের উপর ছেড়ে দিলাম।

গত ৫ই আগস্ট'২৪, পেকুয়ার বিএনপি যুবদল ছাত্রদলের সাইনবোর্ডধারী ডাকাতেরা আমার পেকুয়া চৌমুহনী নিহার এন্টারপ্রাইজ দোকানের সমস্ত জিনিসপত্র ডাকাতি লুটপাট করে নিয়ে গিয়ে ধ্বংসস্তুুপে পরিণত করে ১০ লক্ষ্য
টাকার জিনিস ডাকাতি করে নিয়ে যায় এমনকি
টেবিল, স্টাম্প ,নগত টাকা,৫ টি কম্পিউটার, ফটোস্ট্যাট মিশিন, আই পি এস,ব্যাটারী,ভিবিন্ন কাগছ পত্রসহ ইসরায়েলের স্টাইলে পুড়িয়ে দিয়েছে।

প্রকাশ্যে উল্লাস করে করে ব্যাপক ধ্বংস লীলা চালায়।

তারা আমাকে খুন করার হুমকি দিচ্ছে।

26/05/2024

ঘূর্ণিঝড় রেমালের বর্তমান অবস্থা...
বর্তমানে বাংলাদেশের উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে...

"ব্লা'ড ব'ক্স অ'ফ বাংলাদেশ'' ফ্রী'তে ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি পা'ল'ন।রক্তদানে নাহি ভয়,                     নতুন সম্পর...
25/05/2024

"ব্লা'ড ব'ক্স অ'ফ বাংলাদেশ'' ফ্রী'তে ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি পা'ল'ন।

রক্তদানে নাহি ভয়,
নতুন সম্পর্ক সৃষ্টি হয়।

এই স্লোগানে ২৫ই মে ২৪ইং তারিখে শনিবার মহেশখালী
দারুল কোরআন সুন্নিয়া দাখিল মাদ্রাসায় ব্লাড বক্স অফ বাংলাদেশ এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেন।

এতে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার প্রধান সুপার আব্দুল মজিদ ও সহ সুপার সিরাজুল হক রাশেল এবং মাদ্রাসার শিক্ষক, হুজুর, ছাত্র-ছাত্রী বৃন্দ।

আরো উপস্থিত ছিলেন, ব্লাড বক্স অফ বাংলাদেশ (BBOB) এর মো: আবদুল হামিদ ( সভাপতি), সাহাব উদ্দিন শরীফ (সাধারণ সম্পাদক), শফিকুল ইসলাম (সহ সাধারণ সম্পাদক ), সাজ্জাদ শরিফ (প্রচার সম্পাদক) আব্দুর রহিম( অর্থ সম্পাদক), মো :সারোয়ার : (উন্নয়ন ও প্রশিক্ষণ সম্পাদক ), মো: খালেক : (কার্যকারী সদস্য)
সাহিন আক্তার : কার্যকারী সদস্য, মো: সাহাজান : সহ কার্যকারী সদস্য, মো: আশিক সহ - কার্যকারী সদস্য, মো: শাহিন : সহ- কার্যকারী সদস্য, মো: রাফি: সদস্য, নূরী আক্তার সদস্যসহ প্রমূখ।

টেকনিশিয়ান হিসেবে ছিলেন, মোঃ রিদুয়ান হোসেন, মনজুর আলম, জাহিদুল ইসলাম আকিব ভাই সহ আরো অনেকেই৷

আব্দুল হামিদ সভাপতি বলেন, আমাদের প্রচেষ্টায় গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থেকে মানুষের হাসি খুশি দেখতে চান এবং সমাজে যারা বিত্তশালী মানুষ আছেন ওনারা যেন অসহায় মানুষের পাশে দাঁড়ান এটাই প্রত্যাশা আমাদের। আমাদের প্রিয় বাংলাদেশ কে একটি সুন্দর দেশ ও মানবিক দেশ হিসেবে গড়ে তুলার লক্ষ্যে আমরা সবসময় বিভিন্ন মানবিক কাজকর্ম দিন রাত এক করে অসহায় মানুষের সেবা নিয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ।

16/12/2023

কক্সবাজার-ঢাকা ট্রেনের টিকেট

কয়েক মিনিটেই হাওয়া,
যাত্রীদের ক্ষোভ প্রকাশ...

পেকুয়ায় সড়কের দু’কিলোমিটারে ইট, বালি দিলেন সৈনিক লীগ নেতা পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা...
17/08/2023

পেকুয়ায় সড়কের দু’কিলোমিটারে ইট, বালি দিলেন সৈনিক লীগ নেতা

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতার দৃষ্টিভঙ্গিতে পাল্টে গেল একটি বিধ্বস্ত সড়কের চিত্র। গ্রামীণ অবকাঠামোর গুরুত্বপূর্ণ সড়ক সংষ্কার করলেন ব্যক্তিগত উদ্যোগে। তার নিজ অর্থায়নে জনগুরুত্বপূর্ন একটি সড়কের দুই কিলোমিটারে বাস্তবায়ন হয়েছে পুন:সংষ্কার কাজ। প্রবল বর্ষণ ও নদীর পানির ¯স্রোতে সড়ক ঝুঁকিপূর্ণ হয়েছে। ঝুঁকিপূর্ণ সড়কটি পুন:সংষ্কারের উদ্যোগ নেন বঙ্গবন্ধু সৈনিক লীগ রাজাখালী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ফোরকান। গত দুই দিন ধরে ওই সড়কে চলছে সংষ্কার কাজ।
স্থানীয়রা জানান, রাজাখালী ইউনিয়নের পূর্ব অংশে নোয়াখালী ব্রীজ থেকে মফিজ উল্লাহর নাশি পর্যন্ত দুই কিলোমিটার সড়ক অংশে সংষ্কার কাজ চলমান আছে। নোয়াখালী ব্রীজ থেকে টেকঘোনা পর্যন্ত ওই সড়কটি বিগত ১৫ বছর পূর্বে ব্রীক সলিন দ্বারা সংষ্কার কাজ বাস্তবায়ন হয়। ওই সময় থেকে সড়কটিতে আর কোন পুন:সংষ্কারকাজ বাস্তবায়ন হয়নি। সড়কটি অতিগুরুত্বপূর্র্ণ। নতুনঘোনা, নোয়াখালী ব্রীজ, দশের ঘোনা, মাঝিরপাড়াসহ রাজাখালী ইউনিয়নের পূর্ব অংশের মানুষের যোগাযোগের অন্যতম প্রধান স্তম্ভ। টেকঘোনা থেকে ওই সড়কটি লালজানপাড়া, রব্বতআলী পাড়া হয়ে আরবশাহ বাজার পর্যন্ত বিস্তৃত। সম্প্রতি পেকুয়ায় প্রবল বর্ষণ হয়েছে। বর্ষার মধ্যে রাস্তাটি খানা খন্দকে ভরপুর হয়েছে। গাড়ী চলাচল বন্ধ হয়ে যায়। এমনকি পায়ে হেঁটেও যাওয়া যায় না। রাজাখালী ইউনিয়ন সৈনিক লীগে সভাপতি মোহাম্মদ ফোরকান নিজ অর্থায়ন থেকে ইট, বালি ও কংক্রিট দিয়ে দুই কিলোমিটারে চলছে সংষ্কার কাজ। অপরদিকে বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি মো: ফোরকান সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত ২শ পরিবারকে ব্যক্তিগত উদ্যোগে খাদ্যশস্য তুলে দিয়েছেন। টেকঘোনার হতদরিদ্র ২শ পরিবারের মাঝে বন্যার পর চাল বিলি করেন। প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল বিলি করা হয়। আলী হোসেন জানান, সড়ক সংষ্কারে কাজ করেছে ৩২ জন। প্রত্যেক জনকে সর্বোচ্চ মজুরী দেয়া হচ্ছে। হামিদা ইয়াসমিন, সানজিদা, খালেদা, পাতিল বেগম, রেণুআরা, ফাতেমা, আরজু মেহের, রেজাউল করিম, আবদুল মালেকসহ অনেকে জানান, আমরা ফোরকানের অনুদান পেয়েছি। মূলত এটি ত্রাণ নয়। তিনি আমাদেরকে উপহার সামগ্রী দিয়েছেন। আমরা তার এমন মানবিক গুণাবলী দৃষ্টিভঙ্গিতে উপকৃত হয়েছি। রাস্তায় ইট,বালি দেয়ায় ঠিকভাবে যাতায়াতও করতে পারব।

দেশে মোট ১ কোটি ৪১ হাজার ৮১২ টি গবাদি পশু কোরবানি হয়েছে ঈদুল আজহায়এ বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট এক কোটি ৪১ হাজার ...
30/06/2023

দেশে মোট ১ কোটি ৪১ হাজার ৮১২ টি গবাদি পশু কোরবানি হয়েছে ঈদুল আজহায়

এ বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট এক কোটি ৪১ হাজার ৮১২ টি গবাদি পশু কোরবানি হয়েছে। এবার সারাদেশে কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা ছিল ১ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৩৩৩ টি। গত বছর ঈদুল আজহায় সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি গবাদি পশু কোরবানি হয়।

শুক্রবার (৩০ জুন) এ তথ্য জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন।

ইফতেখার হোসেন জানান, এ বছর ঈদুল আজহায় সারাদেশে এক কোটি ৪১ হাজার ৮১২ টি গবাদি পশু কোরবানি হয়েছে। গত বছর সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি গবাদি পশু কোরবানি হয়। ২০২১ সালে এ সংখ্যা ছিল ৯০ লাখ ৯৩ হাজার ২৪২ টি। গত বছরের তুলনায় এবার ৯১ হাজার ৪৯ টি গবাদি পশু বেশি কোরবানি হয়েছে। এ বছর সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে।

মাঠপর্যায় থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ঢাকা বিভাগে ২৫ লাখ ৪৮ হাজার ১৮৪ টি, চট্টগ্রাম বিভাগে ২০ লাখ ৫১ হাজার ৭৭৭ টি, রাজশাহী বিভাগে ২১ লাখ ৩২ হাজার ৪৬৯ টি, খুলনা বিভাগে ৯ লাখ ৪৯ হাজার ৫৮১ টি, বরিশাল বিভাগে ৪ লাখ ৩০ হাজার৬৭৩ টি, সিলেট বিভাগে ৩ লাখ ৯৪ হাজার ৩৯ টি, রংপুর বিভাগে ১১ লাখ ৪৯ হাজার ১৮৭ টি ও ময়মনসিংহ বিভাগে ৩লাখ ৮৫ হাজার ৯০২ টি গবাদি পশু কোরবানি হয়েছে।

কোরবানি হওয়া গবাদি পশুর মধ্যে ৪৫ লাখ ৮১ হাজার ৬০ টি গরু, ১ লাখ ৭ হাজার ৮৭৫ টি মহিষ, ৪৮ লাখ ৪৯ হাজার ৩২৮টি ছাগল, ৫ লাখ ২ হাজার ৩০৭ টি ভেড়া ও এক হাজার ২৪২ টি অন্যান্য পশু।

এর মধ্যে ঢাকা বিভাগে ১১ লাখ ৭১ হাজার ২১৭ টি গরু, ৬ হাজার ৪৮০ টি মহিষ, ১২ লাখ ৬৭ হাজার ৫৯৫ টি ছাগল, এক লাখ দুই হাজার ১৬ টি ভেড়া ও অন্যান্য ৮৭৬ টি পশু। চট্টগ্রাম বিভাগে ১২ লাখ ২৯ হাজার ৬২ টি গরু, ৮৭ হাজার ২১৪ টি মহিষ, ৬ লাখ ৪১ হাজার ৯৭৮ টি ছাগল, ৯৩ হাজার ১৮১ টি ভেড়া ও অন্যান্য ৩৪২ টি পশু। রাজশাহী বিভাগে ৭ লাখ ১১ হাজার গরু, ৯ হাজার ৪৬৯ মহিষ ও ১২ লাখ ৩১ হাজার ছাগল ও এক লাখ ৮১ হাজার ভেড়া। খুলনা বিভাগে ২ লাখ ৭০ হাজার ২১৯ টি গরু, এক হাজার ৪৯২ টি মহিষ, ৬ লাখ ৫২ হাজার ৭৩১ টি ছাগল, ২৫ হাজার ১২৩ টি ভেড়া ও অন্যান্য ১৬ টি পশু। বরিশাল বিভাগে ২ লাখ ৭৬ হাজার ৬৩৫ টি গরু, ৯৮৯ টি মহিষ, এক লাখ ৫১ হাজার ৫৬৪ টি ছাগল ও এক হাজার ৪৮৫ টি ভেড়া। সিলেট বিভাগে এক লাখ ৯৯হাজার ১৭২ টি গরু, এক হাজার ১৫৩ টি মহিষ, এক লাখ ৭২ হাজার ৭৪ টি ছাগল ও ২১ হাজার ৬৪০ টি ভেড়া। রংপুর বিভাগে ৫ লাখ ৩৬ হাজার ৭২০ টি গরু, ২৬৯ টি মহিষ, ৫ লাখ ৪৬ হাজার ৩৫৭ টি ছাগল ও ৬৫ হাজার ৮৩৩ টি ভেড়া। ময়মনসিংহ বিভাগে এক লাখ ৮৭ হাজার ৩৫ টি গরু, ৮০৯ টি মহিষ, এক লাখ ৮৬ হাজার ২৯ টি ছাগল ও ১২ হাজার ২৯ টি ভেড়া কোরবানি হয়েছে।

এ বছর সারাদেশে কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা ছিল ১ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৩৩৩ টি।

ঘুষের টাকা ভাগবাটোয়ারা হয় প্রতি বৃহস্পতিবার...
30/06/2023

ঘুষের টাকা ভাগবাটোয়ারা হয় প্রতি বৃহস্পতিবার...

পেকুয়া মগনামার সোনালী বাজারে ঝুঁকিপূর্ণ স্লুইস গেইটে পূর্ণ জোয়ারের পানির কারণে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে...যেকোন মুহুর্তে...
21/04/2023

পেকুয়া মগনামার সোনালী বাজারে ঝুঁকিপূর্ণ স্লুইস গেইটে পূর্ণ জোয়ারের পানির কারণে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে...

যেকোন মুহুর্তে পেকুয়ার সাথে উজানটিয়া-মগনামার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে।

এতে দুই ইউনিয়নের জনসাধারণ চরম আতংকে রয়েছে। দ্রুত সংষ্কারে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)'র কর্মকর্তাদের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকার জনসাধারণ।

ইউক্রেন সফরে ন্যাটোর মহাসচিবকক্স নিউজ ডেক্সঃ ন্যাটো মহাসচিব জেন্স স্টলেনবার্গ ইউক্রেন সফরে গেছেন। গত বছর রাশিয়া ইউক্রেন...
21/04/2023

ইউক্রেন সফরে ন্যাটোর মহাসচিব

কক্স নিউজ ডেক্সঃ

ন্যাটো মহাসচিব জেন্স স্টলেনবার্গ ইউক্রেন সফরে গেছেন। গত বছর রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরুর ন্যাটো মহাসচিবের এটি প্রথম কিয়েভ সফর।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ এপ্রিল) স্টলেনবার্গ ইউক্রেন সফরে যান।

তার সফরের সময়, রয়টার্সের একজন ফটোগ্রাফার বলেছেন যে, স্টলটেনবার্গ যুদ্ধে নিহত ইউক্রেনীয় সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

একইসঙ্গে ক্ষতিগ্রস্ত রাশিয়ান সামরিক সরঞ্জাম পর্যালোচনা করেছেন।
যুদ্ধের শুরু থেকে ন্যাটো জোট ইউক্রেনকে সমর্থন করেছে।

অনেকগুলো সদস্য রাষ্ট্র ইউক্রেন বিভিন্ন সামরিক সহায়তাও প্রদান করছে।
গত বছর ন্যাটোতে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করে ইউক্রেন। বিষয়টি জোটের মধ্যে হতাশা ও মতানৈক্যের জন্ম দেয়।

যদিও বেশিরভাগ মিত্ররা একমত যে ইউক্রেন এই মুহূর্তে ন্যাটোর অংশ হতে পারবে না। তবে কিছু মিত্র দেশ (পশ্চিমা) চাপ দিচ্ছেন, যেন কিয়েভকে অন্তত একটি ইঙ্গিত দেওয়া হয়।

সূত্র: বাংলানিউজ২৪

ছবির এই শিশুটির নাম রিদুয়ান, বয়স ১০ বছর! বাবার নাম আলী আহম্মদ। বাড়ি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামে। শিশু...
17/03/2023



ছবির এই শিশুটির নাম রিদুয়ান, বয়স ১০ বছর! বাবার নাম আলী আহম্মদ। বাড়ি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামে। শিশুটি গত ৪ দিন ধরে নিখোঁজ। যদি কোনো হৃদয়বান ব্যাক্তি যদি তার খোঁজ পেয়ে থাকলে 01825128922 নাম্বারটিতে যোগাযোগ করার অনুরোধ রইল। শিশুটির সন্ধান পেতে পোস্টটি শেয়ার করে সহযোগিতা করুন।

23/02/2023
পেকুয়ায় সাংবাদিকের জমি দখলে নিতে অস্ত্রের মহড়া  বাধা দিতে গেলে প্রাণে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ নিজস্ব প্রতিবেদক,চকরিয়...
03/01/2023

পেকুয়ায় সাংবাদিকের জমি দখলে নিতে অস্ত্রের মহড়া
বাধা দিতে গেলে প্রাণে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,চকরিয়াঃ

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা এলাকায় সাংবাদিকের জমি দখলে নিতে অস্ত্রের মহড়া দিচ্ছে স্থানীয় দাপুটে দখলবাজ চক্র। এমনকি গতকাল মঙ্গলবার সকালে জমি দখলে বাঁধা দিতে গেলে উল্টো জমি মালিক সাংবাদিক শহিদুল ইসলাম হিরুকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে হামলার চেপে করেছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই সাংবাদিক ও তার পরিবার। এব্যাপারে গতকাল পেকুয়া থানায় এজাহার জমা দিয়ে ভুক্তভোগী জমি মালিক সাংবাদিক হিরু।

ভুক্তভোগী সাংবাদিক শহিদুল ইসলাম হিরু অভিযোগ করে বলেন, মহড়ার সময় ভীতি ও আতংক ছড়াতে দেশীয় তৈরী ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে দুবৃর্ত্তরা সেখানে শক্তি প্রর্দশন করে। তার আগের রাতে অভিযুক্তরা হানা দিয়ে সাংবাদিকের জায়গায় ঘেড়াবেড়া দেওয়ার চেষ্টা চালায়। খবর পেয়ে পরদিন সকালে তিনি ( সাংবাদিক শহিদুল ইসলাম) ওই স্থানে গেলে তাকে দেখামাত্র দুবৃর্ত্তর ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে তাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে হামলার চেষ্টা করে।

পেকুয়া উপকুলীয় প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু সৈনিকলীগ পেকুয়া উপজেলার সভাপতি শহিদুল ইসলাম হিরু আশঙ্কা করছেন, হামলাকারী দুবৃর্ত্তরা যে কোন সময় আমাকে হত্যা করতে পারে। আমার জায়গা দখলে নিতে পারে। বর্তমানে হামলাকারীরা আমার ৫০ শতক জায়গা দখলে নিতে সেখানে অবৈধ অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, জানান, পেকুয়া সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা চৈরভাঙ্গা এলাকায় ৫০ শতক জমি নিয়ে সাংবাদিক শহিদুল ইসলাম হিরুর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জায়গাটি সরকারের ১ নং খাস খতিয়ানভূক্ত ছিল। ২০১১-১২ অর্থবছরে বন্দোবস্ত দলিলমুলে পেকুয়া সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা (মছন্যাকাটার) মৃত এমদাদ মিয়ার ছেলে সাংবাদিক শহিদুল ইসলাম হিরুর নামে দলিল সৃজিত হয়েছে। যার বন্দোবস্ত মামলা নং ৪৭/২০১১-১২।

কক্সবাজারের জেলা প্রশাসক সাংবাদিক শহিদুল ইসলাম হিরুর অনুকুলে বন্দেবস্ত দেয়ার পর পরবর্তীতে ভোগ দখলে থাকা অবস্থায় ওই জমিতে বিএস সৃজিত হয়। যার খতিয়ান নং ২০৬৫। বিএস দাগ নং ২৫৯৫, বাট্টা ০১। জমির পরিমাণ ৫০ শতক। সেইথেকে ওই জমি লাগিযত দিয়ে সাংবাদিক শহিদুল ইসলাম হিরু প্রতিসনে ফসল উৎপাদন করছিলেন।

সাংবাদিক শহিদুল ইসলাম হিরু অভিযোগ করে বলেন, সর্বশেষ সোমবার রাতে পেকুয়া সদর ইউনিয়নের চৈরভাঙ্গার বাদশাহ মিয়ার ছেলে একাধিক মামলার আসামী রমিজ উদ্দিনের নেতৃত্বে তার অনুগত ১০/১২ জনের দুবৃর্ত্তরা দেশীয় অস্ত্র শস্ত্র নিযে সাংবাদিকের জমিতে হানা দেয়।

এ সময় তারা ওই জমি জবর দখলে নিতে বাঁশের টেংরা দিয়ে ঘেরা দিতে প্রচেষ্টা চালায়। ঘটনাটি জানতে পেরে গতকাল মঙ্গলবার সকালে সাংবাদিক শহিদুল ইসলাম হিরু সেখানে গেলে জবর দখলকারীরা তাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে হামলার চেষ্টা চালায়।

এঘটনায় পেকুয়া উপকুলীয় প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম হিরু বাদী হয়ে গতকাল পেকুয়া থানায় লিখিত অভিযোগ করেছেন । এ ব্যাপারে সাংবাদিক শহিদুল ইসলাম হিরু জানান, জায়গাটি আমার ভোগ দখলীয়। বন্দোবস্তীমূলে আমাকে রাষ্ট্রপক্ষ দলিল হস্তান্তর করেন। জমাভাগ খতিয়ান সৃজন আছে। প্রতি বছর আমি ভূমি উন্নয়ন কর পরিশোধ করে আসছি।

পেকুয়া থানার ওসি (তদন্ত) তাজ উদ্দিন বলেন , সাংবাদিকের জায়গা দখলের চেষ্টার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে তদন্কপুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য একজন উপপরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে।

পেকুয়ায় অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ চুরি পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে...
25/12/2022

পেকুয়ায় অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ চুরি

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ২৪ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত ৮ টার যে কোন সময়ের মধ্যে উপজেলার সদর ইউনিয়নের সাবেকগুলদি এলাকায় চুরির এ ঘটনা সংঘটিত হয়েছে। খবর পেয়ে পেকুয়া থানার ওসি ওমর হায়দারসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান, ওই দিন সন্ধ্যা মাগরিবের পর থেকে রাত ৮ টার মধ্যে সদর ইউনিয়নের সাবেকগুলদি এলাকায় ১ টি বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। আক্রান্ত হওয়া বাড়িটির মালিক ছিলেন পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রয়াত অধ্যক্ষ রেজাউল করিম চৌধুরী। ওই দিন প্রয়াত রেজাউল করিমের স্ত্রী পেকুয়া সাবেকগুলদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবিনা নাছরিন খানম পিতার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। পেকুয়ার বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমদ শিক্ষিকা সাবিনা নাসরিনের পিতা। ২৩ ডিসেম্বর টইটংয়ের রমিজপাড়ায় রমিজ উদ্দিন জামে মসজিদের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক সভা ও দোয়া মাহফিলের জন্য বাড়তি আয়োজন করে থাকে মুক্তিযোদ্ধা পরিবারে। পরের দিন ২৪ ডিসেম্বর মাহফিল উপলক্ষে পিতার বাড়িতে রমিজপাড়ায় গিয়েছিলেন শিক্ষিকা সাবিনা নাছরিন খানম। যাওয়ার সময় বাড়িটি দেখ ভালর দায়িত্ব দিয়েছিলেন তেলিয়াকাটার আবু ছৈয়দের ছেলে মনিরুল ইসলামকে। বিল্ডিং বাড়িটি তালা বদ্ধ ছিল। ছাবি ছিল শিক্ষিকার নিয়ন্ত্রনে। তবে বসতবাড়ির পাশে আরেকটি ঘরে থাকতো কেয়ারটেকার মনিরুল ইসলাম।
মাগরিবের পর থেকে রাত ৮ টার মধ্যে চোরের দল বাড়িতে হানা দেয়। এ সময় বসতবাড়ির প্রধান ফটকের লোহার দরজার দুটি তালা কেটে ভিতরে প্রবেশ করে। এ সময় নগদ ২ লক্ষ ২০ হাজার টাকা, সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার, মূল্যবান কাপড় ছোপড়সহ আনুমানিক ৬ লক্ষাধিক টাকা লুট করে। চুরির বিষয়টি কেয়ারটেকার মনিরুল ইসলাম মুঠোফোনে বাড়ির মালিক শিক্ষিকা সাবিনা নাসরিন খানমকে জানিয়েছিলেন। এ সময় দ্রæত ওই নারী টইটংয়ের রমিজপাড়া পিতার বাড়ি থেকে নিজ বাড়িতে ছুটে আসে। খবর পেয়ে পেকুয়া থানার পুলিশ দু’দফা ঘটনাস্থলে গিয়েছেন। ওসি ওমর হায়দার ও পরবর্তীতে এস,আই মফিজুর রহমানসহ পুলিশ ফোর্স সেখানে যান। কেয়ারটেকার মনিরুল ইসলাম জানান, বাড়ির চাবি ছিল মালিকের হাতে। আমি দেখভাল করছিলাম। মাগরিবের পর আমি বাড়িতে গিয়েছিলাম ভাত খাওয়ার জন্য। রাত ৮ টার দিকে এসে দরজার তালা ভাঙ্গা দেখেছি। সাথে সাথে ঘরের মালিককে ফোনে বিষয়টি জানাই। শিক্ষিকা সাবিনা নাছরিন খানম জানান, আমার স্বামী আনোয়ারুল উলুম মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ। তিনি ২০১৫ সালে মারা যান। আমার ৪ মেয়ে আছে। ছেলে নেই। বাড়িতে আমি থাকি। ওই দিন আমি পিতার বাড়িতে গিয়েছিলাম। কিন্তু বাড়িটি চুরি হয়ে যায়। নগদ ২ লক্ষ ২০ হাজার টাকা ও সাড়ে ৩ ভরি স্বর্ণ নিয়ে গেছে। বীর মুক্তিযোদ্ধা ও টইটং ইউপির সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন আহমদ জানান, আমি শুনে খুবই ব্যথিত হয়েছি। থানার আধা কিলোমিটারের মধ্যে এ ধরনের চুরির ঘটনা খুবই মর্মান্তিক। আমার মেয়েটি অনেকটা এতিমের মত। স্বামী মারা গেছে। ছেলে সন্তান নেই। ৪ জন মেয়ে সন্তান। এরই মধ্যে এ ধরনের অনাকাংখিত ঘটনা। আমি পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা আইনী সহায়তায় এগিয়ে এসেছে। থানায় এজাহার দিতে বলেছেন। আমরা এজাহার পাঠাব। ইউএনও ম্যাডামকেও বিষয়টি জানিয়েছি। পেকুয়া থানার এস,আই মফিজুর রহমান জানান, এজাহার দিতে পরামর্শ দেওয়া হয়েছে। এরপর আইনগত ব্যবস্থার জন্য পুলিশ অত্যন্ত আন্তরিক ও সজাগ থাকবে।

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তিকম্পিউটার অপারেটর আবশ্যক, যোগ্যতাঃ MS Office Programme , ADOBE Photoshop, Internet Browsing, etc.বে...
13/12/2022

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

কম্পিউটার অপারেটর আবশ্যক,

যোগ্যতাঃ MS Office Programme , ADOBE Photoshop, Internet Browsing, etc.

বেতনঃ ১০,০০০/- (মাসিক)

যোগাযোগঃ
সুন্দরবন কুরিয়ার সার্ভিস, পেকুয়া চৌমুহনী,
মোবাইল নংঃ ০১৮৫৩-৪১৩১৫৩

পেকুয়ায় মহেশখালীর ছেলেকে জিম্মি করে টাকা, পঁয়সা, স্বর্ণলংকার হাতিয়ে নেওয়ায় থানায় অভিযোগ নিজস্ব প্রতিবেদক (পেকুয়া): কক্সব...
07/12/2022

পেকুয়ায় মহেশখালীর ছেলেকে জিম্মি করে টাকা, পঁয়সা, স্বর্ণলংকার হাতিয়ে নেওয়ায় থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক (পেকুয়া):

কক্সবাজারের পেকুয়ায় মহেশখালীর মোহাম্মদ আরফাত (২৩) নামের ছেলেকে জিম্মি করে টাকা, পঁয়সা, স্বর্ণলংকার হাতিয়ে নেওয়ায় থানায় অভিযোগ করেছেন তার মা।

স্থানীয় সুত্রে জানা যায়, মহেশখালী শাপলাপুর বারিয়াছড়ি নুরুল ইসলামের ছেলে প্রবাসী মোহাম্মদ আরফাত (২৩) কে পেকুয়া মিয়াপাড়ার মোহাম্মদ কালুর মেয়ে হাসিনা বেগম(৪৮) মোবাইল ফোনে যোগাযোগ করে আসতেছে। এক পর্যায়ে কুট-কৌশলে মোহাম্মদ আরফাতকে প্রবাস থেকে এনে টাকা, পঁয়সা, স্বর্ণলংকার হাতিয়ে নেয় এবং জিম্মি করে রাখে।

মোহাম্মদ আরফাতের মা মিজান আরা বেগম(৩৭) জানান, আমি জমি বিক্রি ও হাওলাদি টাকা নিয়ে আমার বড় ছেলে মোহাম্মদ আরফাত (২৩) কে বিগত ০৩ বছর পূর্বে সৌদি আরবে পাঠায়। হাসিনা বেগম(৪৮) একাধিক তালাকপ্রাপ্ত মহিলা হয়। সে সু-কৌশলে আমার ছেলের সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে আসতেছিল। গত- ০২/০৩/২০২২ইং তারিখ সে লোভে বশবর্তী হয়ে আমার ছেলেকে ফুসলাইয়া আমার অজান্তে আমার ছেলেকে সৌদি আরব থেকে তার বাড়ীতে নিয়া আসে এবং আসার সময় আমার ছেলে আনা টাকা, পঁয়সা, স্বর্ণলংকারসহ সবকিছু হাসিনা বেগম(৪৮) লুট করে কুট-কৌশলে জিম্মি করে রাখে। আমার ছেলেকে বিদেশে যাওয়ার সময় নেওয়া ঋণের টাকা অদ্যাবধি পরিশোধ করতে পারি নাই। সে বর্তমানে আমার ছেলের টাকা পয়সা আত্মসাৎ করে আমার ছেলেকে জিম্মি করে রেখেছে। আমি বারং বার তার ঘরে আমার ছেলেকে খুঁজতে গেলে সে অজ্ঞাতনামা ব্যক্তিগণ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ মারধর করে রক্তাক্ত জখম করে।
সে পূর্বেও আমার ছেলের মত কুট-কৌশলে টাকা পয়সা আত্মসাৎ করে অনেক জনকে হত্যা করছে। আমার সন্দেহ হচ্ছে যে, সে আমার ছেলেকে যে কোন মুহুর্ত্বে হত্যার মত ঘটনা ঘটাবে। আমি এর সুষ্টু বিচার দাবি করছি।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ জানান, আমরা অভিযোগ পেয়েছি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পেকুয়ায় বিমানবন্দর থেকে স্বর্ণ নিয়ে পালানো সেই চক্রকে খোঁজছে পুলিশ পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় বিমানবন্দর থেকে...
07/11/2022

পেকুয়ায় বিমানবন্দর থেকে স্বর্ণ নিয়ে পালানো সেই চক্রকে খোঁজছে পুলিশ

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় বিমানবন্দর থেকে স্বর্ণ নিয়ে পালানো সেই চক্রকে খোঁজছে পুলিশ। প্রায় ৩ সপ্তাহ পেরিয়ে গেছে তবে এখনো অধরা থেকে গেছে স্বর্ণ নিয়ে পালানো দুর্ধর্ষ প্রতারকচক্র। স্বর্ণ খোয়ানো ক্ষতিগ্রস্ত প্রবাসী বিচারিক আদালতে আশ্রয় নিয়েছে। নালিশি অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) কে এর তদন্তভার ন্যস্ত করা হয়। পিবিআই কক্সবাজারের একটি টীম মাঠে কাজ করছে। স্বর্ণ ভর্তি সুটকেস নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পালানো সেই চক্রের সদস্যদের খোঁজতে পিবিআই মাঠে নেমেছে। এদের বাড়ি ঘরে অভিযান পরিচালিত হয়েছে। তবে দুর্দান্ত প্রতারকচক্রের হোতারা পুলিশের ধরপাকড় ও জিজ্ঞাসাবাদ এড়াতে তারা বার বার স্থান বদল করছে। নিজদের ব্যবহৃত মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন রাখে। কৌশল পাল্টাতে তারা একেক সময় একেক স্থানে অবস্থান করছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, চলতি ২০২২ সালের ১৩ অক্টোবর সকাল ১০ টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি সুটকেস খোয়া গেছে। ওই দিন সকাল সাড়ে ৭ টার দিকে দুবাই থেকে একটি বিমানযোগে পেকুয়ার ২ জন যাত্রী শাহ আমানত বিমান বন্দরে নামেন। পেকুয়া সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আলেকদিয়াকাটার মো: নুরুল কবিরের পুত্র হাফেজ রাশেদুল করিম আবুধাবি থেকে দেশে ফিরছিলেন। একই বিমানে পেকুয়ার শিলখালী সিকদারপাড়ার শামশুল আলমের পুত্র আবদুল হামিদও বিমানযাত্রী ছিলেন। আবদুল হামিদ দুই মাস পূর্বে ট্যুরিস্ট ভিসা নিয়ে আবুধাবিতে পৌছেন। এক মাস ধরে আবদুল হামিদ হাফেজ রাশেদুল করিমের বাসায় থাকছিলেন। রাশেদুল করিম ৫ বছর ধরে দুবাই আছেন। তিনি সেখানে বোরকার ব্যবসার পাশাপাশি সেখানকার একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে ছিলেন। এ ছাড়াও রাশেদ সেখানে বাঙ্গালী ছেলে-মেয়েদেরকে প্রাইভেট পড়াতেন। ১৩ অক্টোবর রাশেদ ও আবদুল হামিদ বাংলাদেশে আসেন। রাশেদের স্ত্রীর জন্য স্বর্ণালংকারসহ অতিরিক্ত ৩০ ভরি স্বর্ণালংকার, ল্যাপটপ, বিদেশী মোবাইল সেটসহ ব্যাগ নিয়ে দেশে ফিরছিলেন। দুবাই থেকে যাত্রীরা ১০ ভরি পরিমাণ স্বর্ণ আনতে পারেন। এর অতিরিক্ত হয়ে থাকলে সরকারকে শুল্ককর দিতে হয়। ওই দিন যাত্রী নিয়ে আরব আমিরাতের একটি বিমান সকাল সাড়ে ৭ টার দিকে চট্টগ্রাম বিমান বন্দরে অবতরণ করে। সকাল ১০ টার দিকে হাফেজ রাশেদুল করিম স্বর্ণ বহনের শুল্ককর পরিশোধ করতে সোনালী ব্যাংকের বিমানবন্দর শাখায় যান। তবে সুটকেসটি তার সহযাত্রী আবদুল হামিদের হেফাজতে রেখে গেছেন। আধঘন্টা লাইনে দাঁড়ান। এরপর কর পরিশোধ করে। ওই সময়ের মধ্যে রেখে যাওয়া স্বর্ণসহ সুটকেস নিয়ে পালান বিমানযাত্রী আবদুল হামিদ। টার্মিনালে এসে দেখেন রাশেদুল করিমের সঙ্গে থাকা বিমানযাত্রী আবদুল হামিদ সেখানে নেই। এরপর সেখান থেকে রাশেদ চট্টগ্রামে আসেন। আবদুল হামিদের ঘনিষ্ট আবদুল আজিজের বাসা চট্টগ্রাম শহরে। সেখানে তার খোঁজ নেওয়া হয়। এরপর কক্সবাজার শহরে সাইফুর রহমান মানিকের বাসায় গিয়েছিলেন।

সুত্র জানায়, আবদুল হামিদ ও সাইফুর রহমান মানিকসহ একটি চক্র দীর্ঘদিন আগে থেকে দুর্দান্ত প্রতারনায় জড়িত। একটি চক্রের মাধ্যমে তারা এ ধরনের জঘন্য কাজে লিপ্ত আছে। বিশেষ করে আবদুল হামিদ ট্যুরিস্ট ভিসা দুবাই গমনের দৃষ্টিভঙ্গি প্রতারণার উদ্দেশ্য। এ দিকে ৩০ ভরি স্বর্ণসহ সুটকেস উদ্ধারের জন্য হাফেজ রাশেদুল করিম চকরিয়া সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ২৬ অক্টোবর নালিশি অভিযোগ রুজু করেন। যার নং ১৭৯০/২২।

বিচারিক আদালত এর তদন্তভার পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআইকে) ন্যস্ত করেন।

হাফেজ রাশেদুল করিম জানান, আবদুল হামিদ দুই মাস আগে ট্যুরিস্ট ভিসা নিয়ে দুবাই গিয়েছিল। তার বাড়ি শিলখালী আমার বাড়ি পেকুয়া সদরে। আমরা কাছাকাছি এলাকার মানুষ। আমি তাকে আমার বাসায় রাখছিলাম। আসার সময় বিমানের টিকেট আমি করিয়ে দিয়েছি। সুটকেস তার হাতে দিয়ে আমি বিমানবন্দরের সোনালী ব্যাংক শাখায় স্বর্ণের কর দিতে গিয়েছিলাম। আমি এসে দেখি সে পালিয়ে গেছে। চারজনের মোবাইল বন্ধ রয়েছে। জিজ্ঞাসাবাদ করলে এর রহস্য বের হবে। পিবিআই কক্সবাজারের এস,আই জাহিদুল আলম জানান, আমরা এর ক্লু উদঘাটনের কাজ করছি। তবে অভিযুক্তদের কাউকে পাওয়া যাচ্ছে না। তারা মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে রাখে। পিবিআই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছি।

Address

Pekua
Cox's Bazar
4770

Alerts

Be the first to know and let us send you an email when কক্স নিউজ ২৪ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কক্স নিউজ ২৪:

Videos

Share