21/08/2024
খুব ইচ্ছে একজনকে হালাল করে পাওয়ার।
জানিনা আল্লাহ তায়ালা তাকে আমার জন্য লিখেছে কিনা। তবুও চাই আল্লাহ যেন তাকে আমার কাছে ফিরিয়ে দেয়।তাকে যেনো দুনিয়া ও আখেরাতে আমার জন্য কল্যানকর করে দেন আল্লাহ । সবাই আমার জন্য দোয়া করবেন।মনের ইচ্ছা পূরণ করার তীব্র ইচ্ছা নিয়ে বলছি আমি যেনো আমার প্রিয় মানুষ টাকে হালাল ভাবে একান্ত নিজের করে পাই । আমিও দোয়া করি আল্লাহ পাক যেনো আপনাদের মনের নেক ইচ্ছা পূরণ করেন।
রাসুল (ﷺ) বলেন—
কোন মুসলিম অপর মুসলিমের জন্য খাছ মনে দু'আ করলে দু'আ কবুল হয়। সেখানে একজন ফেরেশতা নিযুক্ত থাকেন। যখনই ঐ ব্যক্তি তার মুসলিম ভাই বোনদের জন্য দু'আ করে তক্ষণই ঐ ফেরেশতা “আমীন” “আমীন” বলেন এবং বলেন, "তোমার জন্যও অনুরূপ হোক"। (মুসলিম, মিশকাত : ২২২৮, দোয়া অধ্যায়, অধ্যায় : ৯)
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আংতাল মান্নানু,বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জালজালালি ওয়াল ইকরাম,ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম।