16/12/2024
শুভ জন্মদিন আমার ছোট্ট ময়না পাখি❣️❣️❣️।তোমার জীবনে আরো একটা বছর যোগ হলো।আজকের বিজয়ের এই দিনে তুমি আমাদের কোলে এসেছিলে অসীম খুশি ও রহমত নিয়ে নিয়ে।তুমি আসার পর আমাদের পরিবারটি স্বয়ংসম্পূর্ণ হয়ে গেলো।এরচেয়ে বড় বিষয় কি জানো?তুমি আসার পর আমাদের পরিবারের অনেক কিছুই আগের তুলনায় আরো সুন্দর ও মসূণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ।এখন তো তুমি আদো আদো করে কত কথা ই বলো মাশা-আল্লাহ ।আর আমরা তোমার সেই কথাগুলো তে প্রতিনিয়ত আনন্দ খুজেঁ পাই।এভাবে আস্তে আস্তে তুমি আমাদের চোখের সামনে বড় হতে থাকো এই দোয়াই করি মা। তুমি আমার কলিজা পাখি,তোমার পাপ্পার বুড়ি মা,ভাইয়ার আদরের বোন।জীবনে অনেক বড় হও মা।একজন সৎ মানুষ হও।মানুষের প্রতি সহৃদয় হও সবসময়। ❣️❣️❣️
Happy birthday mamoni❤️❤️❤️