26/11/2022
গল্প,,,,
শুনলাম আর্জেন্টিনার খেলা,,,
স্কুল থেকে বাসায় আসার পর প্রতিদিনের রুটিন অনুযায়ী দুপুরে ঘুমানোর কথা🛌। কিন্তু আজ আমি কোন ভাবেই ভুলেও ঘুমাবোনা।কেননা আমার বন্ধুরা বলেছে আজ নাকি আর্জেন্টিনার খেলা⛹️♂️।যদিও আমি এইসব খেলার কিছুই বুঝিনা।কিন্তু আমি ওই দলের একজন খেলোয়ার মেসির নাম জেনে নিয়েছি।কেননা আমাকে তো একটু বন্ধুদের মাঝে ভাব নিতেই হবে👸।যতই ক্লাস টুতে পড়ি,,, বন্ধুদের মাঝে একটা সম্মানের ব্যপার আছেতো🧚♀️।আর এইদিকে না ঘুমানোর কথা আম্মুকে কোনভাবেই বলতে পারবোনা।যাইহোক, না ঘুমানোর জন্য অনেক চিন্তা করে আম্মুকে বললাম,
আমিঃ আম্মু ও আম্মু তুমি আমাকে আজ অনেক,,, সুন্দর করে একটা গল্প শোনাওনা,,,।আজকে তোমার গল্প শুনতে,,,,শুনতে,,,,বাকিটুকু আর বললাম না,,,
আম্মুঃ হুম বুঝতে পারছি তুমি গল্প শুনতে শুনতে,,,,,
আমিঃ আম্মু বাকি টুকু আর বললো না কেন👼???যাই হোক এখন আম্মু তার বানানো আবোল তাবোল গল্প বলা মনে হচ্ছে শুরু করবে।
আম্মুঃ শোন বাবা তুমি কিন্তু হাসবানা,,,
আমিঃ না আম্মু আমি একদমই হাসবোনা🤫। এমনকি একটা প্রশ্নও করবোনা🤫।।
আম্মুঃ ঠিক আছে তাহলে বলছি।
আম্মুঃ লাল আর সবুজ।সম্পর্কে তারা দুজন বন্ধু👬।
আমিঃ শুরুতেই না হেসে আর পারলাম না😃,,,,,এতো নাম থাকতে, লাল আর সবুজ...ও মা এ আবার কেমন,,,, যাইহোক আচ্ছা আম্মু ওই দুজন বন্ধু কি পতাকা,,,,
আম্মুঃ (মৃদু জোরে)বাবা,,,,এমন করলে কিভাবে গল্প বলবো🤨?এমনিতে আমি ভুলে যাই,,
আমিঃ আচ্ছা ঠিক আছে বলো।আমি আর কথা বলবো না। এই আমি চুপ🫢 ।
আম্মুঃ সেই সুবাধে বন্ধুত্বের জায়গা থেকে তাদের দুজনের মধ্যে অনেক... ভাব👯♀️।
আমিঃ হুম,,, বুজছি, যেমন আমার আর মাতোয়ারার👭। আম্মুঃ বাবা,,,যাইহোক আগে শোন,,,
সখিপুর গ্রামে তাদের বাড়ি।
আমিঃ কিন্তু আমাদের বাড়ি তো সিকদার মোড়ে,,,🤔
আম্মুঃ (মৃদু জোড়ে)বাবা,,,,,,,শোন,
লালের বাড়ি থেকে সবুজে বাড়ি খানিকটা দুরে। কিন্তু একই স্কুলে পড়ার কারনে দুজনের দেখা সাক্ষাৎ প্রতিদিনই হতো।
আমিঃ হুম আমাদের ও তো দেখা প্রতিদিন স্কুলে যাওয়ার পরে হয়।
আম্মুঃ ক্লাসের একই সিটে বসা,প্রাইভেট পড়া, টিফিন খাওয়া,স্কুল ফাঁকি দিয়ে ডানগুলি খেলা,সব কিছু যেন এক সাথে মিলে করা তাদের অভ্যাসে পরিনত হয়ে গিয়েছিল।
আমিঃ কিন্তু আমরা ক্লাস ফাঁকি দিয়েতো ডান গুলি খেলিনা,শুধু ক্যন্টিনে গিয়ে বাঁকিতে মিলে খাই।আমরা আরও একটা কাজ করি,সেটি হচ্ছে আমাদের স্কুল বাসের ড্রাইভার আঙ্কেল যখন গাড়ির জ্যামে আটকে থাকে তখন মাঝে মধ্যে আঙ্কেলের কানের কাছে গিয়ে জোরে বাঁশিতে ফুল দিয়ে চুপ করে বসে থাকি।আর তখন আঙ্কেল নিরুপায় চোখে পিছনে ফিরে খুজঁতে থাকে,,😥
আমিঃ আম্মু দাড়াও দাড়াও মনে হচ্ছে তুমি ভুল করে আমাদের কাহিনি বলে ফেলছো।
আম্মুঃ ও আল্লাহ,,তুমি এমন করলে কিভাবে তোমাকে গল্প শোনাবো???তোমাকে ঘুমানোর জন্য আর গল্প শুনতে হবেনা।তার চেয়ে ভালো তোমার বন্ধুরা বাইরে কিসব ফুটবল খেলা দেখার আয়োজন করছে তুমি ওইখানে গিয়ে একটু সময় দাও।
আমিঃ আমাকে আর কিচ্ছু বলতে হলো না...শুধু মনে হচ্ছে আম্মু আজ আমাদের বাসের সেই ড্রাইভার আন্কেল,, 🥰🥰
চলমান,,,,,,