Alija's Love Family

Alija's Love Family Always Smile. These videos are made for entertainment purpose.
(5)

আমি সর্বদা নিজের মধ্যে একজনকে খুঁজি, সে হচ্ছেন, আমার মা,,,,। আর এখনো ঘুমের মাঝে আব্বুকে খুঁজে বিরক্ত করি হা হা।আমার এই ছোট্ট পৃথিবী বলতে এই দুজন ব্যক্তি।যাদেরকে ছাড়া আমি একদম একা,,,,,

18/12/2022

আজ আমি অনেক অনেক অনেক খুশি,,,, আজ এই খুশিতে সম্মান জানাই আমার খুব প্রিয় স্যারকে,,,,,

07/12/2022

নতুন নতুন বা সৃজনশীলতার বিকাশের একাংশ,,,,,,

07/12/2022

নিজেকে সময় দেওয়া,,,

07/12/2022

একটু একটু করে চেষ্টা করে যাচ্ছি,,,,

06/12/2022

বাবা,,
(আমজাদ স্যার)
মানুষের জীবনে কেউ না কেউ কাউকে আইডল করে রাখে বা থাকে।তেমনি আমার চোখে একজন আইডল হচ্ছেন আমাদের সবার প্রিয় আমজাদ স্যার।যাকে অন্তর থেকে খুব শ্রদ্ধার সাথে বাবা ডাকতে ইচ্ছে করে।
পরিবারে, বাইরে, অফিসের কাজের মধ্যে প্রতিদিনের মতো আপনার কিছু স্মৃতি আমাকে মনে করিয়ে দেয়, যখন আমি আমার কলিগদের সাথে কথা বলি,, তখন কেন জানি আপনার কিছু কথা অনুকরণ করে ফেলি,,আর সেই জায়গা থেকে মনে হয়, আমি আপনাকে সব সময় দেখছি। আর যার কারনে কখনও মনে হয়নি-(আপনার সাথে অনেক দিন দেখা বা যোগাযোগ হয়নি)সব সময় মনে হয়েছে আপনি আমাদেরকে দেখছেন। ঠিক বাবা যেমন তার সন্তানদেরকে চোখে চোখে রাখে।
বাবা আজ রাতে ঘুমের মধ্যে আপনাকে অনেক কান্না করতে দেখেছি। আপনার দুচোখে শুধু হাজারো না বলা কষ্ট দেখেছি।ঠিক বাবা যেমন তার সন্তানরা কেমন আছে জানার জন্য ছটফট করে আমি আপনাকে সেই রুপে দেখেছি,,,বাবা সত্যি কথা বলতে আমরাও ভালো নেই,অনেক না বলা কথা কাউকে বোঝাতে পারছিনা।(বাবা) জিনিসটা যে কি কখনো বুঝিনি।আর যতটুকু বুঝেছি আমাদের মাঝে আপনাকে পেয়ে বুঝেছি। আপনাকে নিয়ে দুকলম লেখার ক্ষমতা জানি আমার নেই। তবুও হাজারো স্মৃতির মধ্যে কিছু স্মৃতি এতো বেশি নাড়া দেয়,,,,,
বাবা আপনার মনে আছে,
আমরা তখন রাজবাড়ী মেসে থাকতাম।আমরা খেতে চেয়েছিলাম বলে আপনি আমাদের জন্য পিঠা মাংস নিয়ে ভোরে রেলস্টেশনে দাঁড়িয়েছিলেন।আমরা ট্রেনের জানালা দিয়ে খাবারগুলো নিয়েছিলাম।আমাদের প্রতি আপনার এই স্নেহের ভালোবাসা,, যেটা শুধু অনুভব করা যায়,
২০১৩ সালের রোজার মাসের ঘটনা আপনার মনে আছে,, আমরা রোজার মাসে মেস থেকে ঈদের ছুটি কাটাতে অনেক ভরসা আর আনন্দ নিয়ে সেফহোমে থাকার জন্য আসি।আর তখন ফেইজ আউট গার্ল বলে আপনার সুপারভাইজারের নির্দেশনায় কথাকথিতো কড়া নিয়মের কারনে বিকেলে আমাদেরকে ইফতারের আগ মুহূর্তে বের হয়ে যেতে হয়েছিল। আর তখন রাস্তায় দাড়িয়ে আমরা কেউ কারোর চোখের দিকে তাকিয়ে থাকতে পারিনি।এখন আমরা কোথায় যাবো?মেস বন্ধ, থাকার জায়গা নেই ওই সময় লজ্জা,কষ্টে আমার মধ্যে অনেক ভয়ানক সিদ্ধান্ত ঘুরপাক খাচ্ছিলো। এমন সময় আপনার ফোন,(বাবারা তোমরা আমার বাসায় যাও বাসায় তোমাদের আন্টি আছে)। ফোনে শোনার পর আমাদের মধ্যে অনুভূতি জানি আজও বলে বোঝাতে পারবোনা।অশ্রুানন্দে তখন আপনার বাসায় গিয়ে আপনার হাতে বানানো সরবত খেয়ে ইফতার করেছিলাম।আপনার ঔদিনের আমাদেরকে দেওয়া আশ্রয়ে আজ আমি আমরা এখানে।।।।বাবা,আপনার অফিসের কাজের টাইমের ঘন্টার হিসাবের বাইরেও আপনার
আমাদের পাশে থাকার গল্পের হিসাব হাজারো গুন বেশি। আপনার পরিবারের সদস্যদের সাথে সময় কাটিয়ে বুঝেছি পরিবার।আপনার পরিবারে থেকে দেখেছি সমাজ।
বাবা আপনার কাজগুলো খুব কাছ থেকে দেখার সুভাগ্য আমার হয়েছিল। আর সেই সুযোগ টা আপনার মাধ্যমেই আমাদের প্রথম হয়েছিলো।আপনার কলিগ হয়ে আপনার পাসে বসার মতো সুযোগ নয়,বরং যোগ্য করে তুলেছিলেন। আমি আপনাকে দেখেছি,
অসম্মান, ঘৃনা নয় বরং আমাদের মায়ের হাতের মাখানো ভাত আপনি অবলীলায় মুখে তুলে নিয়েছেন।
আমি দেখেছি,
আপনার মেয়ে (প্রত্যাশা) ফোন করে বলেছিলো বাবা আমার জন্য ডালিম নিয়ে আসবা,আপনি বলেছিলেন ঠিক আছে আনবো,,,তার কিছুক্ষন পরেই আমাদের একটি মেয়ে আপনাকে ফোন করে।আপনি তার সাথে কথা বলে জানতে পারেন তার মেয়ের জন্য দুধ আর ঔষধের প্রয়োজন। তখন আপনি ডালিম কেনার বিষয়টি বাদ রেখে দুধ আর ঔষধ কেনার টাকা তাকে দেওয়ার ব্যবস্থা করলেন।
বাবা,, এরকম হাজারো কাহিনি বলেও শেষ করতে পারবোনা।
শুধু এইটুকু বলবো,আপনি আমাদের ছায়া,,,,,আপনি আপনার ছায়ায় আমাদেরকে আগলে রেখেছিলেন।আমরা কেউ ছুটিতে গেলে আপনি সবসময় আমাদের নিরাপত্তার কথা চিন্তা করতেন।নিরাপত্তার ক্ষেত্রে আপনি কখনো কাউকে কোন রকম ছাড় দেয়া, বা বিশ্বাস করতেন না।আজ বুঝতে পেরেছি,আয়াতের মতো এক সন্তানকে আমরা আগলে রাখতে পারিনা,এক সন্তানকে নিয়ে এতো টেনশন করি।আর আপনি এতো গুলো বিভিন্ন বয়সি মেয়েকে কিভাবে সামলিয়েছেন।পরিশেষে বলবো আপনাকে বোঝার মতো ক্ষমতা,সম্মান করার মতো যোগ্যতা অনেকের নেই।চাকরি করার আমাদের মতো অনেক মানুষ আছে,কিন্তু কাজের শেষে সাফল্যের তৃপ্তির হাসি আমাদের ক'জনের আছে??? কিন্তু আমাদের সাফল্যের পেছনের গল্পে আপনি আছেন।
বাবা,আমরা আপনাকে অনেক সম্মান করি,,ভালোবাসি।আপনি সেই ব্যক্তি যিনি আমাদের কান্না,মনের কষ্টের কথা শুনতে পান।।।।বাবা না বুঝে আপনাকে আমরা অনেক কষ্ট দিয়েছি আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন🙏

04/12/2022

কে???

04/12/2022

ফাইনাল পরিক্ষার শেষে আমি,,,,,,উড়ে ঘুরে বেড়াচ্ছি🥰🥰
আর সব সময় আমার সাথে,পাশে,খুব কাছে আছে আমার,আব্বু,আম্মু,,,😍😍

28/11/2022

আম্মু আব্বু বলেছিলেন চেষ্টা আর পরিশ্রমে কোন লজ্জা নয়,,,, কেননা চেষ্টা হচ্ছে মানুষের সাফল্যের দুয়ারে পৌঁছাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সহায়ক। তাই চেষ্টা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

26/11/2022

গল্প,,,,

শুনলাম আর্জেন্টিনার খেলা,,,

স্কুল থেকে বাসায় আসার পর প্রতিদিনের রুটিন অনুযায়ী দুপুরে ঘুমানোর কথা🛌। কিন্তু আজ আমি কোন ভাবেই ভুলেও ঘুমাবোনা।কেননা আমার বন্ধুরা বলেছে আজ নাকি আর্জেন্টিনার খেলা⛹️‍♂️।যদিও আমি এইসব খেলার কিছুই বুঝিনা।কিন্তু আমি ওই দলের একজন খেলোয়ার মেসির নাম জেনে নিয়েছি।কেননা আমাকে তো একটু বন্ধুদের মাঝে ভাব নিতেই হবে👸।যতই ক্লাস টুতে পড়ি,,, বন্ধুদের মাঝে একটা সম্মানের ব্যপার আছেতো🧚‍♀️।আর এইদিকে না ঘুমানোর কথা আম্মুকে কোনভাবেই বলতে পারবোনা।যাইহোক, না ঘুমানোর জন্য অনেক চিন্তা করে আম্মুকে বললাম,

আমিঃ আম্মু ও আম্মু তুমি আমাকে আজ অনেক,,, সুন্দর করে একটা গল্প শোনাওনা,,,।আজকে তোমার গল্প শুনতে,,,,শুনতে,,,,বাকিটুকু আর বললাম না,,,
আম্মুঃ হুম বুঝতে পারছি তুমি গল্প শুনতে শুনতে,,,,,
আমিঃ আম্মু বাকি টুকু আর বললো না কেন👼???যাই হোক এখন আম্মু তার বানানো আবোল তাবোল গল্প বলা মনে হচ্ছে শুরু করবে।
আম্মুঃ শোন বাবা তুমি কিন্তু হাসবানা,,,
আমিঃ না আম্মু আমি একদমই হাসবোনা🤫। এমনকি একটা প্রশ্নও করবোনা🤫।।
আম্মুঃ ঠিক আছে তাহলে বলছি।

আম্মুঃ লাল আর সবুজ।সম্পর্কে তারা দুজন বন্ধু👬।
আমিঃ শুরুতেই না হেসে আর পারলাম না😃,,,,,এতো নাম থাকতে, লাল আর সবুজ...ও মা এ আবার কেমন,,,, যাইহোক আচ্ছা আম্মু ওই দুজন বন্ধু কি পতাকা,,,,
আম্মুঃ (মৃদু জোরে)বাবা,,,,এমন করলে কিভাবে গল্প বলবো🤨?এমনিতে আমি ভুলে যাই,,
আমিঃ আচ্ছা ঠিক আছে বলো।আমি আর কথা বলবো না। এই আমি চুপ🫢 ।
আম্মুঃ সেই সুবাধে বন্ধুত্বের জায়গা থেকে তাদের দুজনের মধ্যে অনেক... ভাব👯‍♀️।
আমিঃ হুম,,, বুজছি, যেমন আমার আর মাতোয়ারার👭। আম্মুঃ বাবা,,,যাইহোক আগে শোন,,,
সখিপুর গ্রামে তাদের বাড়ি।
আমিঃ কিন্তু আমাদের বাড়ি তো সিকদার মোড়ে,,,🤔
আম্মুঃ (মৃদু জোড়ে)বাবা,,,,,,,শোন,
লালের বাড়ি থেকে সবুজে বাড়ি খানিকটা দুরে। কিন্তু একই স্কুলে পড়ার কারনে দুজনের দেখা সাক্ষাৎ প্রতিদিনই হতো।
আমিঃ হুম আমাদের ও তো দেখা প্রতিদিন স্কুলে যাওয়ার পরে হয়।
আম্মুঃ ক্লাসের একই সিটে বসা,প্রাইভেট পড়া, টিফিন খাওয়া,স্কুল ফাঁকি দিয়ে ডানগুলি খেলা,সব কিছু যেন এক সাথে মিলে করা তাদের অভ্যাসে পরিনত হয়ে গিয়েছিল।
আমিঃ কিন্তু আমরা ক্লাস ফাঁকি দিয়েতো ডান গুলি খেলিনা,শুধু ক্যন্টিনে গিয়ে বাঁকিতে মিলে খাই।আমরা আরও একটা কাজ করি,সেটি হচ্ছে আমাদের স্কুল বাসের ড্রাইভার আঙ্কেল যখন গাড়ির জ্যামে আটকে থাকে তখন মাঝে মধ্যে আঙ্কেলের কানের কাছে গিয়ে জোরে বাঁশিতে ফুল দিয়ে চুপ করে বসে থাকি।আর তখন আঙ্কেল নিরুপায় চোখে পিছনে ফিরে খুজঁতে থাকে,,😥
আমিঃ আম্মু দাড়াও দাড়াও মনে হচ্ছে তুমি ভুল করে আমাদের কাহিনি বলে ফেলছো।
আম্মুঃ ও আল্লাহ,,তুমি এমন করলে কিভাবে তোমাকে গল্প শোনাবো???তোমাকে ঘুমানোর জন্য আর গল্প শুনতে হবেনা।তার চেয়ে ভালো তোমার বন্ধুরা বাইরে কিসব ফুটবল খেলা দেখার আয়োজন করছে তুমি ওইখানে গিয়ে একটু সময় দাও।
আমিঃ আমাকে আর কিচ্ছু বলতে হলো না...শুধু মনে হচ্ছে আম্মু আজ আমাদের বাসের সেই ড্রাইভার আন্কেল,, 🥰🥰
চলমান,,,,,,

20/11/2022

গল্প,,,,
একটা বিষয় মাথায় ঘুরছে.... 🤯
তাই হাজারো গল্পের মাঝে একটি গল্প বলি,,,,

এক দেশে এক আম্মু ছিলো ,আর এক দেশে এক আব্বু ছিলো, না না এ কেমন হলো দুজন দুদেশে🤔তুক্কু হয়নি।আবার ও বলি,

এক বাসায় এক আব্বু ছিলো সাথে এক আম্মু ও ছিলো যেখানে আমিও ছিলাম🥰ছিলাম নাতো,, আবারও ভুল🫣আছি। আমি প্রায় এমন এলোমেলো,বড়সড়,টুকটাক,ছোটখাটো একট্টু ভুল করে ফেলি।তাতে আবার সমস্যা কিসের ??এই ভুল থেকেই তো আবার গল্প বানিয়ে ফেলি,,,এই যা... যে গল্পটা বলবো বলে মাথায় ঘুরছিলো সেটাই বলতে ভুলে গেলাম,,,,,,।এখন মনে হচ্ছে হরলিক্স কোম্পানির শেয়ারের বাজার বেড়ে যাবে।যাই হোক,, এটা নিয়ে আমার আবার কোন মাথা ব্যথা নেই।কেননা,আমাকে আমার ভুলে যাওয়া বিষয় গুলো প্রতিদিন এইভাবে মনে করিয়ে দেয়,,,,,

আম্মুঃ (মৃদু উচ্চস্বরে)লাবিবা,,, এতো সকাল হয়ে গেছে আর তুমি এখনো ঘুমিয়ে আছো?তুমি কি ভুলে গেছো তোমার স্কুলের সময় হয়ে যাচ্ছে???
আমিঃ হুম,,,,,আরে আম্মু এতো সকাল হয়ে গেছে আর তুমি আমাকে ডাকবা না???
আব্বুঃ তোমাকে তো অনেক সময় ধরে ডাকা হচ্ছে মা, যাইহোক,,,,মামনি, ব্রাশ করতে ভুলে যেওনা,ভালো করে হাত মুখ ধুয়ে নাও।
এরপর শুরু হয় আম্মু আব্বুর সকালের কাজের যুদ্ধ। দুজনে মিলে সকালের খাবার রান্না,টিফিন তৈরী। আমাকে স্কুলের জন্য রেডি করা,আর আমাকে কাজের ফাঁকে ফাঁকে মনে করে দিয়ে বলা,
মাঃ আম্মু তোমার টিফিনের খাবার মনে করে খেয়ে নিবা,,আর এই পানির বোতল যেন খালি না থাকে,,আর শোন,কেউ স্কুলের বাইরে ডাকলে??
আমিঃ যাবো না।
মাঃ অপরিচিত কেউ খাবার দিলে?
আমিঃ খাবো না।
মাঃ একা একা কোন গাড়িতে?
আমিঃ উঠবো না,,,
প্রতিদিনের মায়ের এই ইন্টারভিউ শেষে আব্বুর হাত ধরে নিশ্চিন্তে মাথা দুলিয়ে স্কুলের উদ্দেশ্য রওনা দেই।আর রাস্তার মাঝে ঘটে আমার কাছে আব্বুর ইন্টারভিউয়ের পালা..........☺️☺️☺️(চলমান)....

11/11/2022

চারটি ভাষায় কথা বলার চেষ্টা,,,,,(বাংলা,হিন্দি,চাটগাঁইয়া,ইংরেজি),,,,

05/11/2022
05/11/2022

কোন প্রকার খরচ ও ঝামেলা ছাড়াই,,,,,,,,

03/11/2022

আলিজার চুলের গোপন রহস্য,,,,,

Address

Cox's Bazar
4750

Telephone

+8801882245318

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alija's Love Family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alija's Love Family:

Videos

Share

Category


Other Video Creators in Cox's Bazar

Show All

You may also like