Mobarak Ullah

Mobarak Ullah Follow here for more update about me!!

'হাশরের ময়দানে বান্দাকে যখন উপস্থিত করা হবে এবং তার হাতে তার আমলনামা দেওয়া হবে, সে দেখবে সেখানে তার নামাজ, রোজা কিছুই লে...
26/11/2024

'হাশরের ময়দানে বান্দাকে যখন উপস্থিত করা হবে এবং তার হাতে তার আমলনামা দেওয়া হবে, সে দেখবে সেখানে তার নামাজ, রোজা কিছুই লেখা নেই। কোনো নেক কাজই আমলনামায় দেখতে পাবে না।

সে তখন বলবে, "ইয়া আল্লাহ! এটা তো মনে হয় অন্য কারও আমলনামা! আমার তো ভালো আমল ছিল, এখানে সেগুলোর উল্লেখ নেই।"

ফেরেশতারা জবাব দেবে, "তোমার রব ভুল করেন না এবং ভুলেও যান না। বরং তোমার আমলগুলো মুছে দেওয়া হয়েছে এজন্য যে, তুমি মানুষের গীবত করতে।'

— প্রখ্যাত তাবেয়ী সাইদ ইবনু যুবাইর (রহ.)
📖 [বাহরুদ দুমুঈ, ১৩৩]

19/09/2024

Joos

31/08/2024

মসজিদে ব্যানার টানিয়ে যে কোনো রাজনৈতিক দলের নামে প্রোগ্রাম না করাই শোভনীয়। এটা অভ্যাসে পরিণত হতে পারে। তখন অনৈসলামিক রাজনৈতিক নেতারাও একই কাজ শুরু করবেন। যা হবে চরম দৃষ্টিকটু। যদিও পতিত স্বৈরাচারের আমলে কোনো কোনো মসজিদে এজাতীয় কাজ করা হয়েছিলো। ফেসবুকে দেখলাম একই কাজ কিছু ভাই এখনও করছেন। তা থেকে বিরত থাকার অনুরোধ করছি। উল্লেখ্য যে, ইসলামি সংগঠনের বিভিন্ন প্রোগ্রাম দলীয় ব্যানার বিহীন মসজিদে অনুষ্ঠিত হওয়াতে কোনো অসুবিধা আছে মনে করি না। ©

06/08/2024আজকে সকাল ৮ টার সংসদ ভবন এলাকা। নতুন বাংলাদেশের প্রত্যাশায় ।
06/08/2024

06/08/2024
আজকে সকাল ৮ টার সংসদ ভবন এলাকা।
নতুন বাংলাদেশের প্রত্যাশায় ।

সোচ্চার হোন
06/08/2024

সোচ্চার হোন

মেধাবীরা কেনো চাকুরি পায় না। দেখেন তার নমুনা...
06/08/2024

মেধাবীরা কেনো চাকুরি পায় না। দেখেন তার নমুনা...

❌আহ্ উম্মাহ আহ্❌🇵🇸গাজায় ইসরাইলের এ যুদ্ধ শিশুদের বিরুদ্ধে।
06/08/2024

❌আহ্ উম্মাহ আহ্❌🇵🇸

গাজায় ইসরাইলের এ যুদ্ধ শিশুদের বিরুদ্ধে।

06/08/2024

ছাত্রদের দেয়া অর্ন্তবর্তীকালীন সরকারের রুপরেখা
=====================================

১. ড. মুহাম্মদ ইউনুস, প্রধান উপদেষ্টা
২. ড. বদিউল আলম মজুমদার
৩. মতিউর রহমান চৌধুরী (মানবজমিন)
৪. ড. আসিফ নজরুল
৫. ড. সলিমুলিলাহ খান
৬. ব্রি. জেনারেল ড. সাখাওয়াত হোসেন
৭. মেজর জেনারেল মুনিরুজজামান
৮. আলোকচিত্র শিল্পী শহিদুল আলম
৯. সৈয়দা রেজওয়ানা হাসান
১০. ⁠ডা: পিনাকী ভট্টাচার্য
১১. ⁠ড. দেবপ্রিয় ভট্টাচার্য
১২. প্রজেশ চাকমা*

- সরকারের মেয়াদ ৩-৬ বছর (সর্বোচ্চ)।

- মেয়াদ শেষের ৩ মাস আগে নির্বাচনের ব্যবস্থা করা।

- পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে আজ ৬ আগস্ট বিকালের মধ্যেই সরকার গঠন।

- প্রধান বিচারপতির অপসারণ/পদত্যাগ এবং দলবাজ বিচারপতিদের অপসারণ।

- আইনশৃঙ্খলাবাহিনীর বিভিন্ন প্রধানদের অবসরে পাঠানো (তিন বাহিনী বাদে)।

- নির্বাচন কমিশন পুনর্গঠন।

- সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থাপনা বাতিল।

- সরকারের সকল চুক্তিভিক্তিক নিয়োগ বাতিল।

- ছাত্র-নাগরিক হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, নিহত ও আহত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান।

- জুলাই মাসকে জাতীয় শোকের মাস ঘোষণা।

- বিগত ১৫ বছরের দুর্নীতির সাথে জড়িতদের বিচারের আওতায় আনা, শ্বেতপত্র প্রকাশ।

- দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন।

17/07/2024

দূর্বিষহ ব্যাচ HSC 2k24

গরুর মাংস অন্য মাংসের চেয়ে বেশি মজা কেন? — কারণ অন্য মাংস রান্না হয় গ্যাস অথবা লাকড়ি জ্বালিয়ে আর গরুর মাংস রান্না হয় শা*...
19/06/2024

গরুর মাংস অন্য মাংসের চেয়ে বেশি মজা কেন?

— কারণ অন্য মাংস রান্না হয় গ্যাস অথবা লাকড়ি জ্বালিয়ে আর গরুর মাংস রান্না হয় শা*হাবাগীদের কলিজা জ্বালিয়ে।

শুভ ঈদুল আযহা!  ত্যাগ ও ভক্তির এই দিনটি আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য আনন্দ এবং তৃপ্তির জীবন নিয়ে যাক। 🖤ঈদ মোবারক 😊 ...
16/06/2024

শুভ ঈদুল আযহা! ত্যাগ ও ভক্তির এই দিনটি আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য আনন্দ এবং তৃপ্তির জীবন নিয়ে যাক। 🖤

ঈদ মোবারক 😊

ফ্যালাসি। "ইহুদি" হওয়ার কারণে কেউ কোক বয়কটের ডাক দেয় নাই। সেটা ভালো ইহুদিই হোক, আর খারাপ ইহুদিই হোক। "ইহুদি" আর "ইসরায়েল...
13/06/2024

ফ্যালাসি। "ইহুদি" হওয়ার কারণে কেউ কোক বয়কটের ডাক দেয় নাই। সেটা ভালো ইহুদিই হোক, আর খারাপ ইহুদিই হোক। "ইহুদি" আর "ইসরায়েল" এক জিনিস না। কোক বয়কট করা শুরু হয়েছিল অবৈধ, দখলদার, গণহত্যাকারী রাষ্ট্রের সাথে তাদের সম্পর্কের কারণে।

অন্য অনেক পণ্যেরও ইসরায়েলের সাথে কানেকশন আছে। যেমন গুগল এবং মাইক্রোসফটের। অথবা ফেসবুকেরও। কিন্তু তারপরেও বয়কটের ডাক দেওয়া বিশ্বের লীডিং অর্গানাইজেশনগুলো কোক, এইচপি, পুমা বয়কট করতে বললেও গুগল-মাইক্রোসফট বা ফেসবুক বয়কট করতে কেন বলে না?

কারণ তারা বলদ না। দুনিয়া বর্তমানে এত বেশি ইন্টারকানেক্টেড, ম্যাক্সিমাম পণ্যের সাথেই কোনো না কোনোভাবে লতায় পাতায় ইসরায়েল, বা ইসরায়েলকে সাপোর্ট করা বা ডোনেশন দেওয়া কোনো ইনভেস্টমেন্ট কোম্পানির কানেকশন পাওয়া যাবে। তাই বলে কি এখন আমাদেরকে সব বয়কট করতে হবে?

না। বয়কট করার সাথে এমন কেনো শর্ত জড়িত নাই যে একটা পণ্য বয়কট করলে আপনাকে দুনিয়ার সব পণ্যই বয়কট করতে হবে। এই যুক্তি যারা তোলে, তারা তাদের আদর্শিক পিতাদেরকে বাঁচানোর জন্যই করে।

বয়কট করা আপনার নৈতিক দায়িত্ব। আপনার যদি মনে হয় আপনার পকেটের টাকার একটা অংশ গণহত্যায় ব্যবহৃত হচ্ছে, তাহলে সেই পণ্য বয়কট করাটা আপনার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু গণহত্যার সাথে লতায়পাতায় জড়িত সব পণ্য আপনার পক্ষে কখনোই সম্ভব হবে না। কাজেই আপনার যেটা ইচ্ছা, আপনার সাধ্যের মধ্যে যেটা সম্ভব, শুধু সেটাই বয়কট করবেন।

অথবা আপনি যদি বয়কটকে স্ট্র্যাটেজিক মুভমেন্ট হিসেবে দেখেন, তাহলে কিছু হিসেব-নিকেশও করতে পারেন। কোন পণ্যের দায় গণহত্যায় বেশি? কোন পণ্য ব্যবহার না করলেও আপনার দিন চলে যাবে? এবং কোন পণ্য বয়কট করলে সেই পণ্যের ক্ষতি করা সম্ভব হবে এবং তাদেরকে একটা ম্যাসেজ দেওয়া সম্ভব হবে।

এগুলো বিবেচনা করলে আপনি দেখবেন, স্ট্র্যাটেজিক্যালি গুগল, মাইক্রোসফট বা ফেসবুক বয়কট করে আপনি তেমন কিছু অর্জন করতে পারবেন না। অন্তত এখনই না। এগুলো এত জায়ান্ট কোম্পানি, বয়কট করে এদের ক্ষতি করা কঠিন। উল্টো এগুলো ব্যবহার না করলে আপনি নিজেই বঞ্চিত হবেন। পিছিয়ে পড়বেন।

গুগল বা ফেসবুক সাধারণ কোম্পানী না। এগুলো একই সাথে ইনফরমেশন ওয়ারফেয়ারের ময়দান। যুদ্ধের টুল। পশ্চিমের একচেটিয়া প্রপাগান্ডাগুলোর বিরুদ্ধে যেটুকু আওয়াজ আসছে, সেটা এই ফেসবুক, টুইটার, টিকটক, ইউটিউবের মধ্য দিয়েই আসছে। কাজেই যতদিন পর্যন্ত না আপনি নিজেই বিকল্প অস্ত্র তৈরি করতে না পারছেন, ততদিন পর্যন্ত এই অস্ত্র বয়কট করার কোনো প্রশ্নই ওঠে না।

সেই তুলনায় কোকাকোলার কোনো উপযোগিতা নাই। এটা এমনিতেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা খাওয়ার মধ্যে আপনার কোনোই উপকারিতা নাই। সেজন্য এটা বয়কট করলেও আপনার কোনো ক্ষতি হবে না।

এই দুইটাকে যারা এক করে এ ধরনের মিম তৈরি করে, তারা নিজেদের সেই সাইডটাই প্রকাশ করে, যেটাকে মোর্শেদ মিশু বলেছেন জেনো সাইড।

ফেসবুক, ইউটিউব, গুগল-সহ প্রতিটা টেক জায়ান্ট গণহত্যায় সহযোগী। ভালো বিকল্প পেলে প্রতিটাই বর্জন করা উচিত হবে। ইনফ্যাক্ট কোকের চেয়েও সেগুলো বর্জন করার দায়টা আরও বেশি হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। বিকল্প না আসা পর্যন্ত সেগুলো বর্জন করাটা হচ্ছে অনেকটা এরকম: প্রতিটা সামরিক অস্ত্রই যেহেতু কোনো না কোনো গণহত্যাকারী রাষ্ট্রের থেকে কিনতে হবে, তাই আমরা কিছুই কিনব না। সব বয়কট করব। এরপর যুদ্ধ লাগলে মারা খাবো। দ্য ওয়ার্ল্ড ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে।

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Mobarak Ullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category