13/04/2024
সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়: এত পর্যটক আগে কখনো দেখেনি মাতারবাড়ী...
বার্তা২৪ ডেস্ক::
ঈদের পরদিন হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মাতারবাড়ী সমুদ্র সৈকত। আগামী কয়েক দিন সেখানে ভিড় আরও বাড়বে বলে স্থানীয় সূত্রে জানা যায়। ঈদের ছুটিতে এত পর্যটক কোন বছরে দেখা যায়নি বলে জানান স্থানীয়রা।
সরেজমিন দেখা গেছে, সৈকতের ঝাউবাগানসহ পর্যটন স্পট গুলোতে বিপুল সংখ্যক পর্যটক অবস্থান করছেন। তারা সৈকতে আছড়ে পড়া ঢেউয়ে ভিজে উল্লাসে মেতেছেন। বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখছেন অনেকে। কেউ কেউ সৈকতের ঝাউবাগানে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। তবে পর্যটকদের নিরাপত্তার জন্য কোন ধরনের ব্যবস্থা নেই বলে জানিয়েছেন অনেকই।
নারায়ণগঞ্জ থেকে সৈকতে ঘুরতে আসা পর্যটক শফিকুল ইসলাম বলেন, ‘পরিবার নিয়ে ঈদের ছুটিতে মাতারবাড়ী সৈকতে ঘুরতে এসেছি। সকাল থেকে পুরো সৈকত পর্যটকে মুখর। অনেক লোক এসেছে, বেশ ভালো লাগছে। তবে প্রচণ্ড গরমে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।’
সংশ্লিষ্ট কতৃপক্ষের যথাযথ তদারকি থাকলে, অদূর ভবিষ্যতে কক্সবাজার সমুদ্র সৈকতে চাপ কমাতে পারে সুবিশাল এই সমুদ্র সৈকত।