The Bangla Creation.

The Bangla Creation. It’s an Entertaining website.

Permanently closed.
08/02/2022

পর্দা সম্পর্কে জান্নাতি নারী ও দেশীয় নারীর চিন্তা ধারণা।

08/02/2022

নিত্যদিনের প্রয়োজনীয় প্রশ্নউত্তর ইসলামিক শরিয়া অনুসারে, শায়েখ আহমদুল্লাহ।

30/01/2022

নামাজ রত ব্যক্তির সামনে যদি সুতরা না থাকে তাহলে কি করবেন??
নামাজ পড়া ব্যক্তির সামনে হাটা চলা করা যাবে কিনা?? ~শায়েখ আহমাদুল্লাহ।

29/01/2022

এই প্রশ্নোত্তর গুলো আপনার অনেক ভুল ভেঙে দিবে! মিস করবেন নাহ!

23/01/2022

নবীজির জীবনী ||| আব্দুল্লাহ আল-আমিন.

22/01/2022

বছরের সেরা একটি প্রশ্নউত্তর পর্ব।

19/01/2022
18/01/2022

Attitude😍

18/01/2022

সেরা মূহুর্ত সেরা ওয়াজ | যার ওয়াজ শুনে শায়খ আহামাদুল্লাহ মুগ্ধ | abdul hai muhammad saifullah |

18/01/2022

জীবন বদলে দিবে এই ওয়াজটি ইনশাআল্লাহ !! 😍💝🕋
মাওলানা তারিক জামিল ❤️

16/01/2022
15/01/2022

Confidence Label.

আপনি কি একজন ইন্ট্রোভার্ট? একজন অন্তর্মুখী(Introvert) মানুষকে চিনবেন কিভাবে?১. ফোনের রিং শুনে আসতে আসতে লাইন কেটে গেলে এ...
15/01/2022

আপনি কি একজন ইন্ট্রোভার্ট? একজন অন্তর্মুখী(Introvert) মানুষকে চিনবেন কিভাবে?

১. ফোনের রিং শুনে আসতে আসতে লাইন কেটে গেলে এঁরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।

২. রি-ইউনিয়ন বা গেট টুগেদারে এঁদের তেমন একটা দেখতে পাওয়া যায় না।

৩. বন্ধুর সংখ্যা নিতান্তই সীমিত।

৪. কথা বলার চেয়ে শুনতে বেশি পছন্দ করেন। এঁরা বেশ ভালো মানের শ্রোতা।

৫. ভালো পর্যবেক্ষক হয়ে থাকেন।

৬. নিজের আবেগ-অনুভূতি প্রকাশের ক্ষেত্রে এঁদের রাজ্যের সংকোচ।

৭. মানুষের চোখে চোখ রেখে কথা বলতে অস্বস্তি বোধ করেন।

৮. অকারণ আড্ডা এঁদের পোষায় না। তবে পছন্দের বিষয়ে কথা বলতে দিলে এঁরা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিয়ে যেতে পারেন।

৯. এঁদের পছন্দকারী মানুষের সংখ্যা অনেক সময় তুলনামূলকভাবে কম হয়। অন্তর্মুখী স্বভাবের জন্য অনেকেই অহংকারী ভেবে বসতে পারে।

১০. প্রতিবেশীরা এঁদের নাম না-ও জানতে পারেন।

১১. ঋণ নিতে কুন্ঠিত বোধ করেন। একান্ত বাধ্য হয়ে নিলেও যতটা দ্রুত সম্ভব পরিশোধের ব্যবস্থা করেন। উদ্দেশ্য - মানুষের সাথে যোগাযোগ কম রাখা।

১২. কারো দৃষ্টি আকর্ষণ করতে আগ্রহী নন। স্পটলাইট থেকে সর্বোচ্চ দূরত্ব বজায় রাখেন।

১৩. এঁদের রাগের তুলনায় অভিমানের মাত্রাটা একটু বেশি-ই হয়ে থাকে।

১৪. সাধারণত ঘরকুনো। পৃথিবী ঘুরে বেড়ানোর চেয়ে বৃষ্টির দিনে লেপ মুড়ি দিয়ে নন-ফিকশন পড়া এঁদের কাছে অনেক বেশি আনন্দের।

১৫. এঁদের জন্মদিনের তারিখ খুব কম মানুষ-ই জানে।

১৬. অনেক সময় আনস্মার্ট হিসেবে পরিচিতি লাভ করেন।

১৭. খুব কাছের মানুষ বাদে এঁদের বিশেষ দক্ষতা বা দুর্বলতাগুলো সম্পর্কেও তেমন কেউ জানে না।

১৮. মানুষের অঙ্গভঙ্গি বা বডি ল্যাংগুয়েজ সাধারণত এক্সট্রোভার্টদের তুলনায় বেশি বিশ্লেষণের ক্ষমতা রাখেন।

১৯. অন্যের ব্যক্তিগত বিষয়ে কৌতূহল কম থাকে, বা থাকলেও সেভাবে প্রকাশ করেন না।

২০. এঁদের নিজস্ব কল্পনার জগৎ থাকে। আর তা আপনার ধারণার চেয়েও বহুদূর বিস্তৃত।

২১. অতিথিরা বেশিরভাগ সময় বাড়িতে এঁদের উপস্থিতি টের পান না।

২২. খুব পরিচিত কিছু মানুষ ব্যতিত কারো মেসেজের রিপ্লাই দিতে তুলনামূলকভাবে বেশি সময় নেন। এঁদের অনেকেই আবার বেশ গুছিয়ে কথা বলতে বা লিখতে সক্ষম।

২৩. বাসের সবচাইতে কোণার সিটখানা বা ক্লাসের শেষের দিকে বেঞ্চগুলোই এঁদের বেশি প্রিয়।

২৪. নিজেকে কারো পছন্দের যোগ্য বলে ভাবতে ভয় পান।

২৫.রাস্তায় হঠাৎ কোনো পরিচিতকে দেখতে পেলে এগিয়ে গিয়ে কথা বলার চেয়ে ছাতা দিয়ে মুখ ঢেকে পাশ কাটিয়ে যাওয়া বা টুক করে পাশের গলিতে ঢুকে পড়ার কাজটাই বেশি করে থাকেন।

মনোবিজ্ঞান

15/01/2022
আপনার স্থানীয় ভাষায় এটাকে কি বলে?
15/01/2022

আপনার স্থানীয় ভাষায় এটাকে কি বলে?

সৃজনশীল প্রতিভা❤️
15/01/2022

সৃজনশীল প্রতিভা❤️

14/01/2022

দিলদার আর হুমায়ূন ফরিদী দুই জনেই ভক্তদের ছেড়ে চলে গেছে, কিন্তু ভক্তদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন।❤

14/01/2022
13/01/2022
13/01/2022
13/01/2022

Address

Teknaf, Sadar, Cox's Bazar
Cox's Bazar

Telephone

+8801880954048

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Bangla Creation. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Video Creators in Cox's Bazar

Show All