Shohag Forhad

Shohag Forhad Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shohag Forhad, Digital creator, Cox's Bazar.

10/06/2024

কোরবানির পশু খোঁজার আগে পাওনাদারকে খুঁজে দেনা পরিশোধ করুন!
এটাই উত্তম ইবাদত।
পরে কোরবানি করুন।

যত দিন যাচ্ছে ট্রাভেল করার জন্য আমাদের আর কোন দেশ ভিসা দিবে কিনা সন্দেহ😔🇧🇩বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের জন্য এখন সব থেক...
07/06/2024

যত দিন যাচ্ছে ট্রাভেল করার জন্য আমাদের আর কোন দেশ ভিসা দিবে কিনা সন্দেহ😔

🇧🇩বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের জন্য এখন সব থেকে সহজ ভিসা কোনটা! আসলে কোন ভিসাই সহজ না।
১: ইন্ডিয়া যাবেন। ৬ মাসের ভিসা পেতে জীবন ক্ষয় হবে, পেলেও আপনার সময় লাগবে ৪ মাস।R
২: মিডলইস্টের সব দেশের টুরিস্ট ভিসা বন্ধ। মানে আপনি টুরিস্ট ভিসা নিয়া সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, জর্ডান যেতে পারবেন না।
৩: আগে আমিরাতের রেসিডেন্সি কার্ড হোল্ডারা কিছু দেশের অন এরাইভাল ভিসা পেত যেমন কিরগিস্থান, জর্জিয়া, আজারবাইজান সহ আরো কিছু দেশ। কিন্তু বাংলাদেশের পাসপোর্ট নিয়ে গেলে ঢুকতে দিচ্ছে না।A
৪: ২০২৩ সালে সেন্ট্রাল এশিয়ার কিছু দেশ আমাদের স্বাগতম জানায়। কিন্তু আমরা এমনভাবে আমন্ত্রন গ্রহন করে তাতে ছেড়ে দে মা কেদে বাচি অবস্থা এইসব দেশের। ফলাফল কাজাখস্তান, কিরগিস্থান ভিসা অফ। বাকি আছে উজবেকিস্তান। এর ই ভিসা পোর্টাল আজকে ৬ দিন যাবত ডাউন। কোন খারাপ খবর আসতে যাচ্ছে।
৫: ২০২৩ এর সালে ভিসার গনজোয়ার বসানো কানাডা ভালভাবেই দরজা বন্ধ করেছে। ভিসা পাওয়ার মত ফাইল ও রিফিউস। ক্যান + এর আন্ডারে যাদের ৭ দিনে ভিসা হইত তাদেরকেও রিফিউস করে দিচ্ছে।B
৬: ইউরোপের দেশ গুলা যাছাই বাছাই করে ১৫% ভিসা দেয়। এর মধ্য ৫% আর ব্যাক করে না।
৭: মালয়েশিয়া, কম্বোডিয়া, লাউস, ইন্দোনেশিয়া তে এখন ভিসা হয়। কিন্তু বাংলাদেশের ৮০% মানুষকে আলাদাভাবে ভিতরের কাউন্টারে নিয়া যায় অথবা আলাদাভাবে ইমিগ্রেশন করে।B
৮: নেপাল গিয়েও কিছু মানুষ আকাম করে। ওই দেশের পাসপোর্ট বানাইয়া নাকি ইউরোপে আবেদন করে! ( আমি ১০০% সিউর না)
৯: অস্ট্রেলিয়ায় চলছে গন রিজেকশন। ৯৫% এপ্লিকেশন কমন রিজনে রিফিউস করতেছে।
১০: ইউকে ভিসা পাবার জন্য যে রকম ব্যাংক স্টেটমেন্ট দরকার আমাদের দেশের ৯০% মানুষ তেমনভাবে করতে পারে না।
১১: সার্বিয়া, বসনিয়ার জংগলে, জাতিসংঘের ক্যাম্পে হাজার হাজার বাংলাদেশি বছরের পর বছর আটকা পরে আছে।
১২: পানামার জংগলে অনেক ব্যাংগালির লাশ পচে মাটির সাথে মিশে গেছে।I
১৩: ব্রাজিল, আর্জেন্টিনায় ও মেক্সিকোতে দেখবেন অনেক ব্যাংগালি বসবাস করে কিন্তু তাদের মধ্য ৯৯% আমেরিকা যাবার ধান্দায় আটকা পরা বাংলাদেশি।
১৪: লিবিয়া থেকে ইতালির কথা আমরা সবাই জানি। এইটা না বললাম।
১৫:বাংগালিদের জন্য সব খোলা আছে আফ্রিকার ভিসা। কিন্তু আমার মনে হয় অইখানে গিয়েও আমরা কিছু না কিছু অকাজ করবই। যেমন মরক্কোর সাথে স্পেনের বর্ডার আছে।এইটা বাংগালিরা জানলেই দেখবেন সবাই মরক্কো লাভার হয়ে যাব আমরা।

আমাদের দেশে অনেকেই মোজাম্বিক নামক দেশের নাম জানে না। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে আফ্রিকার এই দেশের প্রায় ৩০,০০০ বাংলাদেশি আছে।

সর্বশেষে একটা সুখের খবর শুনাই, যেই শ্রীলংকাকে বাংগালীরা দেউলিয়া হয়ে গেছে বলে উপহাস করতো, সেই শ্রীলংকাও বাংলাদেশীদের জন্যে অনএরাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে।

এরকম আরও লেখা পেতে ফলো দিয়ে পাশে থাকবেন।

(Collected)

04/06/2024

একজন বেকারকে কখনও জিজ্ঞাসা করবেন না, আপনি কখন চাকরি করবেন?

একজন প্রবাসীকে জিজ্ঞেস করবেন না, কখন দেশে ফিরে আসবেন?

একজন অবিবাহিত ব্যাক্তিকে জিজ্ঞেস করবেন না, তুমি কবে বিয়ে করছ?

এবং একজন বিবাহিত মেয়েকে কখনোই জিজ্ঞাসা করবেন না, কবে সে একটি বাচ্চা নিবে?

আপনি যদি জেনে থাকেন, মানুষটি কোন জিনিসটা পাওয়ার জন্য প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে, তবে তাকে ঐ প্রসঙ্গে জিজ্ঞাসা করে হতাশার মাঝে ফেলে দিবেন না।

এদের ছেড়ে দিন। রিজিক আল্লাহর হাতে, আপনার হাতে না।

01/06/2024
23/05/2024

বর্তমান দুনিয়াতে ভালো থাকার মূল শর্তই হলো অর্থ বা টাকা, কারণ টাকা ছাড়া মানুষের কাছে দুনিয়াটা যেন হঠাৎ অচল হয়ে পড়ে।

14/05/2024
🍀
04/05/2024

🍀

04/05/2024

জীবন তখনই সুন্দর। যখন আপনি মানসিক শান্তিতে থাকতে পারবেন।

02/05/2024

ভাইদের নিয়ে ছুটি গেলাম লেবু,পেঁপে বাগানে....

23/04/2024

সোনার হরিণ হাতে পেয়ে ,ছুটে গেলাম প্রাণের শহর চট্টগ্রামে।🧡

আমাদের ট্রেন জার্নি 🚃

14/04/2024

ব্রেকিং : “ইরান আ*ক্র*ম*ণ করলো ইসরাইলে”

Jibon Priya Digital দারুণ হয়েছে দাদা ,আশা করি পুরোটা দেখে ভালো লাগবে  সবার 🧡
12/04/2024

Jibon Priya Digital দারুণ হয়েছে দাদা ,আশা করি পুরোটা দেখে ভালো লাগবে সবার 🧡

DUNIYER KHELA। দুনিয়ার খেলা। OFFICIAL TRAILER । JIBON PRIYA DIGITALঈদ উপলক্ষে রাজধানীর মিরপুর, খিলগাঁও, টঙ্গী রেলস্টেশন সহ বিভিন্ন লোকেশনে চিত্....

12/04/2024

নাম্বারের শুরুতে এরকম +99 অথবা +92 নাম্বার থেকে কল আসলে ভুলেও কেউ রিসিভ করবেন না। রিসিভ করলেই পিনকোর্ড পাসওয়ার্ড সব নিয়ে নিবে। নতুন স্ক্যাম!!

03/04/2024

মানবিক ৩৫ জন ভাইবোন চাই .এতিমখানার এতিম বাচ্চাদের পাশে দাড়ানোর জন্য .৪০০/৫০০ টাকা করে দিয়ে এতিম বাচ্চাদের মুখে হাসি ফুটানোর জন্য .

ইনশাআল্লাহ, ঈদের পর পর নতুন নতুন প্রডাক্ট আসবে Bangla Product - বাংলা পণ্য  পেইজে...✅মহেশখালীর অথেনটিক জাতি সুরি শুটকি, ...
31/03/2024

ইনশাআল্লাহ, ঈদের পর পর নতুন নতুন প্রডাক্ট আসবে Bangla Product - বাংলা পণ্য পেইজে...✅

মহেশখালীর অথেনটিক জাতি সুরি শুটকি, লইট্যা শুটকি, ইসা শুটকি, লাক্ষা সুটকি,রুপচাঁদা শুটকি সহ বিভিন্ন ধরনের শুটকি...!

#বাংলা_পণ্য

27/03/2024

মানুষের জীবনে টাকাই অনেক কিছু......

23/03/2024

মন থেকে উঠে গেলে যত
ভালো সম্পর্কই হোক,,,
আগের মত আর টান থাকেনা!

16/03/2024

মসজিদে বসে মজা-দুষ্টমি করা ছেলেটিও এখন সেই মসজিদে বসে মোনাজাতে কান্না করে...!

12/03/2024

"সেহরী করেই নামাজ আবার ইফতার করেও নামাজ! 🌼

- ব্যাপারটা আসলেই সুন্দর; আলহামদুলিল্লাহ!" 🤍

11/03/2024

হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সো:) ইরশাদ করেছেন, যে ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাস ও পর্যালোচনাসহ রমজান মাসের সিয়াম পালন করবে, তার পূর্ববর্তী ও পরবর্তী গুণাহ মাফ করে দেওয়া হবে। (সহীহ বুখারী: ৩৮, সহীহ মুসলিম: ৭৬০)

11/03/2024

Late upload 🙏

আমাদের সবার প্রিয় রাসেল ভাইয়ের বিয়েতে 🧡

05/03/2024

কড়া ফ্লেভার থাকলেই ঘি' অথেনটিক হয় না!
আসলে যেসব ঘি'য়ে কড়া ঘ্রাণ পান, সেগুলোতে এক্সট্রা ফ্লেভার এড করা হয় যা শরীরের জন্য মোটেও ভালো নয়।
তাই আগে থেকেই বলে দিচ্ছি আমাদের ঘিয়ে এমন তীব্র কোনো সুঘ্রাণ নেই তবে ঢাকনা খুললে সবসময় স্মুথ এবং অথেনটিক একটা ফ্লেভার পাবেন।🥰💖
✅ খাটি ঘি লাগলে ইনবক্স করবেন।

☎️ অর্ডার করতে আমাদের পেইজে ইনবক্স করতে পারেন অথবা ফোন করুনঃ 01306-468811 নাম্বারে।
✈️ প্রবাসে থেকে পরিবারের জন্য অর্ডার করতে whatsapp করুন-
https://wa.me/01306-468811

05/03/2024

বাটার তৈরি প্রনালী এবং ব্যবহার:
বাটার একটি দুগ্ধজাত বা দুধের পণ্য, যা সাধারণ দুধ বা দুধের প্রক্রিয়াজাত দুগ্ধ ক্রীম থেকে তৈরি করা হয়। এটি সাধারণত কোন খাবারে মেখে খাওয়া হয়। এছাড়া রান্না করতে যেমন, কিছু ভাঁজতে, সস তৈরিতে অথবা খাবারে বিশেষ সুঘ্রান আনতে বাটার ব্যবহৃত হয়। বাটারে চর্বি, পানি এবং দুগ্ধ প্রটিন থাকে ।

পুষ্টির ভাণ্ডার মাখন​ মাখন তৈরি হয় দুধ থেকে। ...
২. ক্যানসারের আশঙ্কা কমায়​ ​ওয়েবমেড জানাচ্ছে, মাখনে রয়েছে অনেকটা পরিমাণে বিটা ক্যারোটিন। ...
৩. চোখ ও ত্বকের জন্য উপকারী মাখন কিন্তু চোখের জন্যও অত্যন্ত উপকারী। ...
৪. হাড় শক্ত করে হাড়ের খেয়াল আপনাকে রাখতেই হবে। ...
৫. সমস্যার আশঙ্কাও রয়েছে​

অনেকেই ভাবে লবণ, চিনি ছাড়া বাটার খেতে কেমন লাগে!!🤔
আসলে এটা আনসল্টেড বাটার তাই এখানে লবণ, চিনিজাতীয় কোনোকিছুই এড কিরা হয় না।
তবে এই আনসল্টেড বাটার মাল্টি পারপাসে ইউজ করতে পারবেন। ব্রেড দিয়ে যেমন খাওয়া যায়, তেমনি রান্নায়, ডেজার্ট তৈরীতে এবং কেক, চকলেট, পাস্তা ইত্যাদির ব্যবহারেও ইউজ করা যায়!
স্টকে বাটার থাকলে আপনার প্রতিটা দিনই হেলদি হয়ে উঠবে বাটারের ছোয়ায়! লাগলে দ্রুত ইনবক্স করে দিন।

☎️ অর্ডার করতে আমাদের পেইজে ইনবক্স করতে পারেন অথবা ফোন করুনঃ 01306-468811 নাম্বারে।
✈️ প্রবাসে থেকে পরিবারের জন্য অর্ডার করতে whatsapp করুন-
https://wa.me/01306-468811

04/03/2024

হালাল অর্থ উপার্জন এত সহজ না। অনেক ত্যাগ স্বীকার করে, অধিক শ্রম দিয়ে, প্রচুর ধৈর্য ধরে অপেক্ষা করেই আনতে হয়।

29/02/2024

আমাদের চট্টগ্রামে জার্নি ❤️😁

26/02/2024
25/02/2024

আমাদের 2nd Vlog... বিয়ের খাওয়া দাওয়া কেমন হলো কমেন্টে জানাবেন 😀🧡

Address

Cox's Bazar
4700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shohag Forhad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Cox's Bazar

Show All