Irfan Sakib

Irfan Sakib The journey of a thousand miles begins with a single step..

আপনার অদেখা কক্সবাজার (৩) ! কক্সবাজার শহর থেকে মাত্র ৩২ কিলোমিটার এবং মরিচ্যা হতে ৯.৭ কিলোমিটার দূরে থাকা ফাত্রাঝিরি, কা...
31/01/2024

আপনার অদেখা কক্সবাজার (৩) !

কক্সবাজার শহর থেকে মাত্র ৩২ কিলোমিটার এবং মরিচ্যা হতে ৯.৭ কিলোমিটার দূরে থাকা ফাত্রাঝিরি, কামংজয় কিংবা মংজয় মাসা ঝর্ণার কথা ২/৩ বছর আগেও তেমন কেউ জানতো না । তবে বর্তমানে কক্সবাজারের ভ্রমণপিপাসু মানুষদের পদচারণা এই ঝিরিপথ ও ঝর্ণাতে লেগেই থাকে । অন্যান্য সময়ের তুলনায় বর্ষাকালে এই ঝর্ণা পরিপূর্ণ যৌবন লাভ করে বলে এই সময়টাতেই সবচাইতে বেশি মানুষের আনাগোনা হয় । এখানে ছোট-বড় সব মিলিয়ে প্রায় দশটির অধিক ঝর্ণা আছে ।‌ সীমান্তবর্তী এলাকা ও পাহাড়ি জনপদ হওয়ায় এমনও অনেক স্থান আছে, যেখানে মানুষের পদচিহ্ন আঁকা হয়নি ।

যেভাবে যাবেন - কক্সবাজার বাস টার্মিনাল হতে ৪০ টাকা বাস ভাড়া দিয়ে মরিচ্যা স্টেশনে নামবেন । সেখানে থেকে ইজিবাইক বা সিএনজি নিয়ে ২০ টাকা গাড়ি ভাড়া দিয়ে যেতে হবে বরইতলী ভাবনা কেন্দ্র । মূলত এখান থেকেই মূল ট্রেকিং শুরু । এই স্থান থেকে ঘন্টাখানেক ট্রেকিং করলে উপরোক্ত ঝর্ণাগুলোর দেখা মিলবে । একটি ঝর্ণা থেকে অন্য আরেকটি ঝর্ণার দূরত্ব কম হওয়ায় একদিনেই সবগুলো ঝর্ণা ঘুরে আসা যায় ।

কক্সবাজারের মানুষদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় ডেস্টিনেশন হলেও বেশিরভাগ মানুষ ; বিশেষ করে অন্যান্য জেলা থেকে ঘুরতে আসা পর্যটকদের কাছে এই স্থানটি এখনও অপরিচিত ।

ঝর্ণার অবিরাম স্রোতধারার এই মনোরম দৃশ্য উপভোগ করতে চাইলে একদিন সময় নিয়ে ঘুরে আসতে পারেন এখানে ।

• এই স্থানটিতে কক্সবাজার জেলা শহর থেকে যেতে হলেও, এই স্থানটি মূলত বান্দরবান জেলায় অবস্থিত ।
• বর্ষা মৌসুমে ভ্রমণ করায় সবচেয়ে উপযুক্ত সময় ।
• পর্যটকদের জন্য স্থানটি সম্পূর্ণ নিরাপদ ।

দেশটি আমাদের, দেশকে সুন্দর রাখার দায়িত্বও আমাদের । যেখানে-সেখানে ময়লা‌ আবর্জনা ফেলা থেকে বিরত রাখুন ।

Ramu Railway Station 🚂Cox's Bazar 🖤
28/01/2024

Ramu Railway Station 🚂
Cox's Bazar 🖤

03/12/2023

Cox's Bazar Express 🚆

Keep calm and winter on 🏜️📍 Khurushkul, Cox's Bazar
28/11/2023

Keep calm and winter on 🏜️

📍 Khurushkul, Cox's Bazar

ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ থেকে 🎫  কক্সবাজার এক্সপ্রেস 🚆
23/11/2023

ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ থেকে 🎫

কক্সবাজার এক্সপ্রেস 🚆

আপনার অদেখা কক্সবাজার (২) ! দূর দূরান্ত থেকে মানুষ কক্সবাজারে ছুটে আসে যান্ত্রিকতা থেকে দূরে সরে নিজের মতো করে সমুদ্র সৈ...
18/11/2023

আপনার অদেখা কক্সবাজার (২) !

দূর দূরান্ত থেকে মানুষ কক্সবাজারে ছুটে আসে যান্ত্রিকতা থেকে দূরে সরে নিজের মতো করে সমুদ্র সৈকতের সৌন্দর্য্য উপভোগ করতে । তবে কক্সবাজার সমুদ্র সৈকত এমন একটি জায়গা, যেখানে সময়ভেদে হাজার থেকে লক্ষাধিক মানুষের সমাগম হয় । তাই যারা নির্জনে সমুদ্র উপভোগ করতে চান, তাদের জন্য ব্যাপারটা প্রায় দুঃসাধ্য ।

অনেকেই আছেন কোলাহলহীন নিশ্চুপ সৈকতে বসে সাগরের তীব্র গর্জন শুনতে চান । প্রচণ্ড আক্রোশে আছড়ে পড়া ঢেউয়ের সঙ্গে কথা বলতে চান আনমনে । সমুদ্রের বালিয়াড়িতে শুয়ে তারা গুনতে গুনতে জোৎস্না দেখতে চান । যা কক্সবাজার সমুদ্র সৈকতে খুব একটা সম্ভবপর না ।

কিন্তু যাদের সমুদ্র কিংবা সমুদ্রের আশপাশ এভাবে দেখতে ভালো লাগে, তাদের জন্য অন্যতম বিকল্প 'সোনাদিয়া দ্বীপ' । অপরূপ সৌন্দর্যের আধার এ দ্বীপ কক্সবাজার শহর থেকে ৭ কিলোমিটার উত্তর পশ্চিমের দূরে সাগর গর্ভে অবস্থিত । কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে ডান‌পাশে তাকালে অদূরেই দেখা মিলবে এই দ্বীপের । এই দ্বীপটির আয়তন প্রায় ৯ বর্গকিলোমিটার ।

এখানকার ম্যানগ্রোভ বন এবং উপকূলীয় বনভূমি, সাগরের গাঢ় নীল পানি, কেয়া বন, লাল কাঁকড়া, বিভিন্ন প্রকারের সামুদ্রিক পাখি পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ ।

কক্সবাজার থেকে এই দ্বীপের দূরত্ব অল্প হওয়ায় সারা বছরই মানুষের যাতায়াত থাকে । BIWTA Jetty থেকে ট্রলার কিংবা স্পিডবোটের মাধ্যমে মহেশখালী হয়ে অথবা সরাসরি এই দ্বীপে যাওয়া যায় খুব সহজেই ।

বর্তমানে পর্যটকদের কথা চিন্তা করে গত কয়েকবছরে স্থানীয়দের তত্ত্বাবধায়নে বেশকিছু ক্যাম্পিং জোন গড়ে উঠেছে এই দ্বীপে । যেখানে খাওয়া-দাওয়া ও রাতে ক্যাম্পিং করে থাকার ব্যবস্থা আছে । তুলনামূলকভাবে যা অন্যান্য দ্বীপের চেয়ে বাজেট ফ্রেন্ডলি । মাত্র ১৫০০-২০০০ টাকা (সবকিছু ইনক্লুডেড) খরচে ২ দিন‌ ১ রাত ঘুরে আসতে পারেন অনায়াসে ।

এই দ্বীপের স্থানীয়দের বসতি ক্যাম্পিং জোন থেকে বেশ দূরে হওয়ায় কোলাহল নিয়ে কোন চিন্তা নেই ; মানুষের দেখা মিলবে খুব অল্পই । তাছাড়া নির্দিষ্ট ক্যাম্পিং জোনে থাকলে নিরাপত্তা নিয়েও কোন শঙ্কা নেই । তবুও গ্রুপ আকারে গেলে সেটাই ভালো আমার মতে ।

বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার আসলে এই দ্বীপটি যেন আপনার ভ্রমণ তালিকার শীর্ষে থাকে । নিঃসন্দেহে আপনার মনে প্রশান্তি যোগাবে এই দ্বীপ ।

নিচে কিছু ছবি যোগ করছি, যা আপনাদের এই দ্বীপ ভ্রমণে উৎসাহ যোগাবে ।

চলবে..

আপনার অদেখা কক্সবাজার (১) !সাধারণত কক্সবাজারে যারা বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে, তাদের বেশিরভাগই নির্দিষ্ট কিছু জায়গা ...
15/11/2023

আপনার অদেখা কক্সবাজার (১) !

সাধারণত কক্সবাজারে যারা বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে, তাদের বেশিরভাগই নির্দিষ্ট কিছু জায়গা ছাড়া তেমন কোথাও যায় না । এই যেমন লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, কলাতলী বীচ, মেরিন ড্রাইভের চলতি পথে থাকা সালসা বীচ, হিমছড়ি, ইনানী ও খুব বেশি হলে পাটুয়ার টেক সী বীচ পর্যন্ত মানুষজনকে যেতে দেখা যায় । তবে কক্সবাজার মেরিন ড্রাইভের আসল সৌন্দর্য্য শুরু হয় ঠিক এর পর থেকেই । অর্থাৎ মানুষ যেখানে শেষ করে, ঠিক সেখান থেকেই শুরু ।

পাটুয়ার টেক থেকে বাংলাদেশের সর্ব দক্ষিণের ইউনিয়ন সাবরাং পর্যন্ত ৪৯ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও নয়নাভিরাম দৃশ্য জুড়ানো । একপাশে পাথুরে সাগর ও অন্য পাশে সুউচ্চ পাহাড় পুরো পথ জুড়ে ।

কক্সবাজারের সাগরের জল যতটা ঘোলাটে, ঠিক ততটাই নীল ও স্বচ্ছ জলরাশি এদিকটায় । এমনও অনেক স্থান আছে, যেখানে চোখের পলক ফেলানো দায় ।

কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে - পর্যটক অনেক দূরের কথা, স্থানীয় অনেক মানুষই (টেকনাফ উপজেলার মানুষ ছাড়া) এই রাস্তা কিংবা জায়গা সম্পর্কে খুব একটা ভালো ভাবে জানে না । কারণ কম-বেশি সবারই ধারণা পুরো পথটা একই রকম । তাছাড়া দীর্ঘ পথ ও সময়সাপেক্ষ বলে অনেকে এই ভ্রমণটা এড়িয়ে যায় ‌। তাই মানুষের আসা-যাওয়া কম । লোকাল সিএনজি বা বাসে করে এই জায়গাতে যাওয়া যায় । তবে সবচেয়ে ভালো ব্যক্তি উদ্যোগে গাড়ি রিজার্ভ করে যাওয়া ।

বর্তমানে সাবরাংয়ের জিরো পয়েন্টে ট্যুরিজম পার্ক স্থাপন করা হচ্ছে । যেখানে ইকো-ট্যুরিজম, মেরিন এ্যকুয়ারিয়াম ও সি-ক্রুজ, বিদেশি পর্যটকদের জন্য বিশেষ সংরক্ষিত এলাকা, সেন্টমার্টিনে ভ্রমণের বিশেষ ব্যবস্থা, ভাসমান জেটি, শিশু পার্ক, ইকো-কটেজ, ওশেনেরিয়াম, আন্ডার ওয়াটার রেস্টুরেন্ট, ভাসমান রেস্টুরেন্টসহ নানা রকমের বিনোদনের সুবিধা থাকবে (নির্মাণাধীন) ।

এখান থেকে খুব সহজেই শাহপরীর দ্বীপ যাওয়া যায় । যাদের নৌকা ভ্রমণ করতে ভালো লাগে, তারা বাড়তি আনন্দ যোগ করতে ঐ দ্বীপ থেকে ঘুরে আসতে পারেন । তাছাড়া টেকনাফ জেটি বা নাফ-মিয়ানমার ভিউ পয়েন্ট থেকে নাফ নদীর সৌন্দর্য্য উপভোগ করতে পারবেন । এখান থেকে পার্শ্ববর্তী দেশ মায়ানমার দেখা যায় বেশ ভালো ভাবেই ।

সবচেয়ে ভালো ব্যাপার, এই স্থানগুলোতে একদিনে ঘুরে আসা যায় । দিনের বেলায় নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই । তবে সন্ধ্যার পর চলাচল না করায় শ্রেয় । সীমান্তবর্তী উপজেলা হওয়ায় রাস্তায় বেশকিছু চেকপোস্ট আছে । তাই সাথে জাতীয় পরিচয়পত্র রাখলে ভালো ।

তাই একজন ভ্রমণ পিপাসু মানুষ হিসেব অনুরোধ থাকবে, পরবর্তী সময়ে কক্সবাজার আসলে অবশ্যই সঠিক পরিকল্পনা ও সময় নিয়ে আসবেন । যেন কোন কিছু মিস না হয়ে যায় । আর এই জায়গাগুলোতে অবশ্যই ভিজিট করবেন ; নয়তো আপনার কক্সবাজার ট্যুর অপূর্ণ থেকে যাবে নিঃসন্দেহে ।

নিচে কিছু ছবি যোগ করছি, যেন আপনাদের সিদ্ধান্ত নিতে সহজ হয় ।

চলবে..

13/11/2023
📍 Teknaf, Cox's Bazar
01/11/2023

📍 Teknaf, Cox's Bazar

এক মুঠো বিকেল ও এক কাপ চা‌ ☕
29/09/2023

এক মুঠো বিকেল ও এক কাপ চা‌ ☕

Tranquillity 🌅
22/08/2023

Tranquillity 🌅

In the world of photography, you get to share a captured moment with other people ❤️
19/08/2023

In the world of photography, you get to share a captured moment with other people ❤️

Every breath we take, every step we make, can be filled with peace, joy and serenity 🌴
29/07/2023

Every breath we take, every step we make, can be filled with peace, joy and serenity 🌴

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Irfan Sakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Video Creators in Cox's Bazar

Show All