31/01/2024
আপনার অদেখা কক্সবাজার (৩) !
কক্সবাজার শহর থেকে মাত্র ৩২ কিলোমিটার এবং মরিচ্যা হতে ৯.৭ কিলোমিটার দূরে থাকা ফাত্রাঝিরি, কামংজয় কিংবা মংজয় মাসা ঝর্ণার কথা ২/৩ বছর আগেও তেমন কেউ জানতো না । তবে বর্তমানে কক্সবাজারের ভ্রমণপিপাসু মানুষদের পদচারণা এই ঝিরিপথ ও ঝর্ণাতে লেগেই থাকে । অন্যান্য সময়ের তুলনায় বর্ষাকালে এই ঝর্ণা পরিপূর্ণ যৌবন লাভ করে বলে এই সময়টাতেই সবচাইতে বেশি মানুষের আনাগোনা হয় । এখানে ছোট-বড় সব মিলিয়ে প্রায় দশটির অধিক ঝর্ণা আছে । সীমান্তবর্তী এলাকা ও পাহাড়ি জনপদ হওয়ায় এমনও অনেক স্থান আছে, যেখানে মানুষের পদচিহ্ন আঁকা হয়নি ।
যেভাবে যাবেন - কক্সবাজার বাস টার্মিনাল হতে ৪০ টাকা বাস ভাড়া দিয়ে মরিচ্যা স্টেশনে নামবেন । সেখানে থেকে ইজিবাইক বা সিএনজি নিয়ে ২০ টাকা গাড়ি ভাড়া দিয়ে যেতে হবে বরইতলী ভাবনা কেন্দ্র । মূলত এখান থেকেই মূল ট্রেকিং শুরু । এই স্থান থেকে ঘন্টাখানেক ট্রেকিং করলে উপরোক্ত ঝর্ণাগুলোর দেখা মিলবে । একটি ঝর্ণা থেকে অন্য আরেকটি ঝর্ণার দূরত্ব কম হওয়ায় একদিনেই সবগুলো ঝর্ণা ঘুরে আসা যায় ।
কক্সবাজারের মানুষদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় ডেস্টিনেশন হলেও বেশিরভাগ মানুষ ; বিশেষ করে অন্যান্য জেলা থেকে ঘুরতে আসা পর্যটকদের কাছে এই স্থানটি এখনও অপরিচিত ।
ঝর্ণার অবিরাম স্রোতধারার এই মনোরম দৃশ্য উপভোগ করতে চাইলে একদিন সময় নিয়ে ঘুরে আসতে পারেন এখানে ।
• এই স্থানটিতে কক্সবাজার জেলা শহর থেকে যেতে হলেও, এই স্থানটি মূলত বান্দরবান জেলায় অবস্থিত ।
• বর্ষা মৌসুমে ভ্রমণ করায় সবচেয়ে উপযুক্ত সময় ।
• পর্যটকদের জন্য স্থানটি সম্পূর্ণ নিরাপদ ।
দেশটি আমাদের, দেশকে সুন্দর রাখার দায়িত্বও আমাদের । যেখানে-সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত রাখুন ।