Muhammad Sahin

Muhammad Sahin sahin

25/04/2024

নিজের মতনই মন মানসিকতার আর বুঝার মানুষের বড্ড অভাব

25/04/2024

জীবনে একটু মানসিক শান্তি প্রয়োজন

23/04/2024

বাকি জীবনটা শূন্যতাই কেটে যাক,
তবুও কারোর প্রতি মায়া না জন্মক🫠

23/04/2024

মন খারাপের অসহ্য যন্ত্রণায় চোখের কোনায় নেমে আসা দুফোঁটা জল, অবহেলায় পাওয়া সবার পরিচিত যন্ত্রণার অনূভুতি, বুকের বাম পাশের চিনচিনে ব্যথা, এসবের স্বাদ এতো ঘৃণ্য উপভোগ্য যে বেচে থাকার আকাঙ্ক্ষারা সব মৃত্যুর দরজায় কড়া নাড়তে শুরু করে💔

22/04/2024

কেউ যখন আমার কাছে দুঃখ বলতে আসে তখন ধরে নিই আমি ভাগ্যবতী। আমি তার বিশ্বাসের জায়গায় আছি বলেই সে এই অসাধ্য সাধনের চেষ্টা চালাচ্ছে। আমি দুঃখ শুনতে পারার ক্ষমতাকে সৌভাগ্য বলি। যা সবার থাকে না!

তাই কিছু পারি বা না পারি কেউ দুঃখ বলতে আসলে চুপচাপ তার দুঃখ শুনে যাই। পারলে পাশে থাকার একটু ভরসা দিই কারণ মানুষ দুঃখের সময়ে উপদেশ না, যত্নমাখা ভরসা চায়।

22/04/2024

তপ্ত মরুর বুকে আমাকে গৃহহীন করে তুমি যে অহংকারের প্রাসাদ গড়েছো, অভিশাপ দিচ্ছি তোমার ওই প্রাসাদ একদিন ভেঙে চুরমার হবে।
তুমিও একদিন মুসাফির হবে আর ক্লান্ত পায়ে আমার কাছেই ফিরে আসবে।
অভিসম্পাতেও তোমাকে চাই হে যাযাবর✨

22/04/2024

যখন ঠিক করি যে আরেকবার সাধলেই রাজি হয়ে যাবো, ঠিক তখনি মানুষ সাধাসাধি বন্ধ করে দেয়।😐

22/04/2024

হে জীবন দু-দন্ড জিরিয়ে নাও,
আমি নিশ্চিত তুমিও ক্লান্ত হয়ে গেছো আমাকে কাঁদাতে কাঁদাতে।

22/04/2024

সেই কোনো কথা নেই মুখে,শুধু চুপচাপ বসে থাকা, কেটে গেছে মুগ্ধতা বেড়ে চলার সময়। বলা শেষ পুরাতন মানুষের গল্প! প্রতারণার ফাঁদ! নির্ঘুম রাতের সাথে যুদ্ধ শেষে বেঁচে থাকা দীর্ঘশ্বাসের আত্মকাহিনী!

22/04/2024

যে পাখি প্রকৃতির প্রেমে মুগ্ধ হয়না, সে উড়ে যেতে চায় লোকালয়ে। ঘর ছেড়ে নতুন ঘরে উড়ে যাওয়ার ইচ্ছেদের শেকল পরাতে নেই। আমি যেহেতু তোমার প্রথম প্রেম নই, তাই ইচ্ছে হলেই ডানা ঝাপটাতে পারো মহাকাশে! উড়ে যাও! মুগ্ধতাহীনতায় অনিচ্ছার শেকল পায়ে জড়িয়ে আটকে থাকতে নেই!

কিছু সময় ইচ্ছে করে 🦋কারো গল্পের অবহেলিত পাএ না হয়ে নিজেকে নির্লিপ্ত ঘোষণা করা অনেক শ্রেয়🦋🦋🦋
22/04/2024

কিছু সময় ইচ্ছে করে 🦋
কারো গল্পের অবহেলিত পাএ না হয়ে নিজেকে নির্লিপ্ত ঘোষণা করা অনেক শ্রেয়🦋🦋🦋

22/04/2024

ইচ্ছার বিরুদ্ধে কখনো যায়নি,,
ইচ্ছে গুলো তুমার কাছে প্রকাশ করে ও আমি ব্যার্থ🦋😥

22/04/2024

কেবল দুই দিনের কারো জীবনের গোপন কবিতার অবাধ্য শব্দ হয়েই আর লাভ কি

22/04/2024

মানুষ কেবল ছেড়ে যেতেই আসে💔

22/04/2024

জীবনের ইচ্ছা আকাঙ্ক্ষা বলতে আর কিছু নেই💔

"হে আল্লাহ ,মানুষের হৃদপিন্ড থেকে বলছি।বেঁচে থাকা নিষিদ্ধ করো,নয়তো ভালোবাসাকে ছোঁয়াচে করে দাও।প্রেমের মৃত্যু হোকঅথবা ব্য...
22/04/2024

"হে আল্লাহ ,
মানুষের হৃদপিন্ড থেকে বলছি।
বেঁচে থাকা নিষিদ্ধ করো,
নয়তো ভালোবাসাকে ছোঁয়াচে করে দাও।

প্রেমের মৃত্যু হোক
অথবা ব্যাধির মত সংক্রামিত হোক
হৃদয় থেকে হৃদয়ে🥀🦋🦋৷

Address

Cox’s Bazar
Cox's Bazar
4700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Sahin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share