MKnewscox

MKnewscox সত্যের সন্ধানে,দুর্নীতি বিরুদ্ধে,দেশ এবং জাতির পক্ষে,অসহায় ও গরিব দুঃখী মেহনতি মানুষের কথা বলি।

14/05/2023

📢📢📢 ঘূর্ণিঝড় মোখার থাবা থেকে বাঁচার জন্য যারা আশ্রয়ন কেন্দ্রে এসেছে, খুরুশকুলের চেয়ারম্যান জনাব মোঃ শাহজাহান ছিদ্দিকীর কিছু শুকনা খাবার বিতরণ ........

13/05/2023

ঘূর্ণিঝড় (মোখা) আঘাত হানার আগে খুরুশকুল ইউনিয়নের জনসাধারণ উদ্দেশ্যে যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে........

13/05/2023

📢📢📢 ঘূর্ণিঝড় মোখা কক্সবাজারে আশংকা বেড়ে যাওয়াই খুরুশকুলের চেয়ারম্যান জনাব মোঃ শাহজাহান ছিদ্দিকী সবাইকে অবগত করতেছেন প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে....এস্থান রাখাইনপাড়া এলাকায় ৩ নং ওয়ার্ডে।

21/04/2023

প্রধানমন্ত্রীর ঈদ মোবারক

07/03/2023

মাওলানা শফি উল্লাহ (রহ:) আদর্শ নূরানী মাদ্রাসা শুভ উদ্বোধন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত, শিক্ষা অনুরাগী জন নন্দিত জননেতা জনাব মোঃ শাহজাহান ছিদ্দিকী।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন
---------------------------------------------
মাওলানা মুফতি এমদাদ উল্লাহ হাসান।
আরো উপস্থিত ছিলেন।
--------------*---------------
জনাব নাছির উদ্দিন চৌধুরী,(মেম্বার)

স্থানঃ মনুপাড়া, খুরুশকুল, কক্সবাজার সদর। কক্সবাজার ।

৯/১২ জন লোকের অভিযোগের ভিত্তিতে সরজমিনে পরিদর্শন করেন , চেয়ারম্যান জনাব মোঃ শাহজাহান ছিদ্দকী।স্থানঃ আশ্রয়ন প্রকল্প (বনা...
02/03/2023

৯/১২ জন লোকের অভিযোগের ভিত্তিতে সরজমিনে পরিদর্শন করেন , চেয়ারম্যান জনাব মোঃ শাহজাহান ছিদ্দকী।
স্থানঃ আশ্রয়ন প্রকল্প (বনা কাটা ) খুরুশকুল।

26/02/2023

marriage food -
স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে শিশু সুরক্ষায় স্থানীয় পর্যায়ে বাজেট প্রণয়নে এ্যাডভোকেসী মিটিং
****************************
তারিখ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ইং
স্থান:জেলা পরিষদ হল রুম, কক্সবাজার

17/02/2023

খুরুশকুল টাইমবাজার সীরাতুন্নবী (সঃ) মাহফিল কমিটির উদ্যেগে ২দিন ব্যাপী ৪৫ তম সীরাতুন্নবী (সঃ) মাহফিল ২০২৩শে, ২য় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- #জনাব শাহিনুল হক (মার্শাল)* চেয়ারম্যান,কক্সবাজার জেলা পরিষদ।
আরো উপস্থিত ছিলেন-
খুরুশকুল ইউনিয়ন পরিষদের মান্যবর চেয়ারম্যান জননন্দিত জননেতা জনাব মোঃ শাহজাহান সিদ্দিকী।

15/02/2023

খুরুশকুল টাইমবাজার সীরাতুন্নবী (সঃ) মাহফিল কমিটির উদ্যেগে ৪৫ তম সীরাতুন্নবী (সঃ) মাহফিল ২০২৩শে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুরুশকুল ইউনিয়ন পরিষদের মান্যবর চেয়ারম্যান জননন্দিত জননেতা জনাব মোঃ শাহজাহান সিদ্দিকী।

04/02/2023

বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জননেতা আলহাজ্ব হাছান মাহমুদ এমপি মহোদয় রামু ষ্টেডিয়ামে বঙ্গবন্ধু উৎসবে আঞ্চলিক ভাষায় বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি মহোদয় ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমান খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জনাব মোঃ শাহজাহান ছিদ্দিকী সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের।

29/01/2023

সুরের ১০দিন গৃহস্থের ১দিন ।
--------------------------------------
কক্সবাজার অন্তরগত বাংলা বাজার ও পাশ্ববর্তী এলাকার ১০টি অটো (টমটম) গাড়ি চুরি করা এক যুবককে হাতেনাতে ধরেছে স্হানীয়রা.!

22/01/2023

খুরুশকুল উত্তর হিন্দু পাড়া সার্বজনীন মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে ৩৬তম মোহতীয় ধর্মসভা ও মহানামযজ্ঞ অনুষ্ঠানে,
প্রধান অতিথির বক্তব্য রাখেনঃ খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননন্দিত জননেতা জনাব মোঃ শাহজাহান সিদ্দিকী।

12/01/2023

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার গরিব দুঃখী সীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। কক্সবাজার সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,নারী কোটের পিপি,এডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমান(রেজা)।উপস্থিত ছিলেন খুরুশকুল ইউনিয়ন পরিষদের জননন্দিত জননেতা প্রধানমন্ত্রীর বিশেষ আস্থাভাজন জনাব মোঃ শাহজাহান সিদ্দিকী চেয়ারম্যান।আরো উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলার ছাত্রলীগের সাবে সভাপতি বর্তমান বাংলাদেশ ছাত্রলীগের সদস্য তামজিদ রিজওয়ান (পাশা)।উপস্থিত ছিলেন খুরুশকুলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

11/01/2023

USAID কর্মশালাঃ ব্যক্তি পাচার ও বাল্যবিয়ে প্রতিরোধ ও দমনে জাতীয় কর্মপরিকল্পনা যথাযথ বাস্তবায়ন উপলক্ষে টেকনাফ উপজেলায় স্বাগত বক্তব্য দেন zonneveld Chief of Party FSTIP Activity, উদ্ধোধনী বক্তব্য রাখেন
Md. Kamruzzaman
UNO, Teknaf Upazila, Cox's Bazar,
দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন,খুরুশকুল ইউনিয়ন পরিষদের জননন্দিত জননেতা জনাব মোঃ শাহজাহান সিদ্দিকী চেয়ারম্যান। আরো উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলার বাইচ চেয়ারম্যান তাহেরা আক্তার লিলি। উপস্থিত টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউপি সদস্য বিন্দ।

10/01/2023

১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শহীদ দৌলত ময়দানে। সদর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ রেজাউর রহমান খুরুশকুল আওয়ামীলীগ সভাপতি ও খুরুশকুল ইঊনিয়ন চেয়ারম্যান জননেতা মোঃ শাহজাহান ছিদ্দিকীর নেতৃত্বে আলোচনা সভায় যোগদান।

10/01/2023

খুরুশকুল ইউনিয়ন পরিষদের মাঠে রোজ সোমবার ০৯/০১/২০২৩ ইংরেজি তারিখ টিসিবির মালামাল বিতরন কালে ---উপস্থিত খুরুশকুল ইউনিয়ন পরিষদের মান্যবর চেয়ারম্যান, জননন্দিত জননেতা জনাব মোঃ শাহজাহান সিদ্দিকী।

Address


Alerts

Be the first to know and let us send you an email when MKnewscox posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share