Md Jabed Hossain

Md Jabed Hossain লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো বাটনে ক্লিক করে সবাইকে পাশে থাকার অনুরোধ রইলো।

With Md Jabed Hossain – I'm on a streak! I've been a top fan for 6 months in a row. 🎉
12/03/2025

With Md Jabed Hossain – I'm on a streak! I've been a top fan for 6 months in a row. 🎉

27/01/2025

আগামি নির্বাচন বিএনপি'র জন্য একটি যুদ্ধক্ষেত্র! সুতরাং প্রতিপক্ষকে হালকাভাবে নিলে চলবে না।

27/01/2025

সাত কলেজের শিক্ষকরা পড়াবেন, আর প্রশ্ন প্রণয়ন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়। এমন যদি হয় সে প্রশ্নে সাত কলেজের শিক্ষার্থীরা পাশ করবেন কি না। যাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পড়াবেন বুয়েট যদি প্রশ্ন করে সেই প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাল করবেন কি না। এটা কি হয় নাকি যে, ঢাবি শিক্ষকরা পড়াবেন, ঢাবিয়ানদের প্রশ্ন করবেন সাত কলেজের শিক্ষকরা।

এ রকম একটি বৈষম্যের পরিস্থিতি বিরাজ করছিল ঢাবি সাত কলেজের মাঝে।

এমন তো হয় না, ঢাবি শিক্ষকরা সাত কলেজে বদলি হন, আবার সাত কলেজের শিক্ষকরা ঢাবিত ক্লাস নেন।তাহলে যেটা আছে, শুধু প্রশাসনিক নিয়ন্ত্রণ। এখন কেমন তা জানি না কয়েক বছর আগে দেখেছি , ইচ্ছা কৃতভাবে ফেল করে দেয়া, নাম্বার কম পাইয়ে দেয়া।
শিক্ষা ও জ্ঞানের কোন শেয়ারিং না থাকলেও এখানে শুধুই প্রশাসনিক নিয়ন্ত্রণ আমি দেখতে পেয়েছি , আমার কাছে এটা মনে হয়, এখানে সাত কলেজ ঢাবি সম্পর্ক দাসত্বের স্বরুপ হয়ে আছে।

এটার পর আসি আন্দোলন সংগ্রামের দিকে , আন্দোলন সংগ্রামে সাত কলেজের শিক্ষার্থীদের ভাল অবস্থান থাকা শর্তেও আন্দোলনের নিয়ন্ত্রণ বা নেতৃত্বের পদ পদবী কোরাম করে ঢাবির হাতে রাখা হয়। আমরা যখন নানা আন্দোলন এ জড়িয়ে পড়ি, একটা প্রবণতা কাজ করত ঢাবিয়ানদের মাঝে যে, তাদের বাহিরে তারা নেতৃত্ব যেতে দেবে না বা বাহিরের কারো অংশীদ্বারীত্ব রাখতে দেবে না।

এগুলো ধীরে ধীর একটা ক্ষোভের জায়গা তৈরী করে। যেমন ছাত্র উপদেষ্টাদের সবাই কোরাম করে ঢাবি হতে। অন্য উপদেষ্টারাও ঢাবি থেকেই বেশি। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অবদান কত বড় ছিল, সেখানে তাদের কোন অংশীদ্বারীত্ব নাই।

এগুলো একটা বড় ক্ষোভের জায়গা তৈরী করেছে।

আবার ৭ কলেজের শিক্ষার্থীরা ঢাবি অধিভুক্ত হবার পর নিজেদের ঢাবি শিক্ষার্থী হিসাবে পরিচয় দেয় এটা ঢাবি শিক্ষার্থীরা মেনে নিতে পারেন না। কারন টিউশনি সহ নানা বিষয়ে এর একটা প্রভাব আছে।

এর আগে বহুবার ঢাবিয়ান ৭ কলেজ পাল্টা পাল্টি কর্মসূচি করেছে। ঢাবিয়ানরাও চেয়েছে অধিভুক্তি বাতিল করা হোক। কদিন আগে যে তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয় দাবি করে আন্দোলন করল তা কিন্তু এই বৈষম্যের ন্যারেটিভ হতেই সংগঠিত হয়।

এই জায়গা হতে আমার মত হল, সাত কলেজ দেশের অন্য কলেজগুলোর মত সাধারণ কোন কলেজ না। এগুলোকে কিছুটা শায়ত্বশাসিত একটা ব্যাবস্থাপনা দেয়া যায় কি না তা ভাবতে হবে। বা এগুলোর বড় ক্যাম্পাসগুলোকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রুপ দেয়া যায় কি না। ছোট গুলোকে ঢাবি অধিভুক্ত করে রাখা যেতে পারে অথবা নতুন কোন বন্দবস্ত করতে পারে।

সংকলিত

26/01/2025

রাজনীতির সবচে অপ্রিয় মানুষটিকে ভালবাসি। মির্জা ফখরুল, দ্যা পাওয়ারফুল।

বিএনপির রাজনীতির সবচে পরিচ্ছন্ন পুরুষ ভারতীয় সহানুভূতিশীল বা ভারতপন্থি হিসেবে চিত্রায়নের কোন চেষ্টা হলে আমি একাই লড়ে যাব, কারণ আমি মির্জাকে চিনি ২০০৮ সাল থেকে। আমি বিএনপি করি না, তবে বাংলাদেশের একমাত্র মধ্যপন্থার লেজেটিমেট দল, বিএনপি কে যিনি মাঠে থেকে ধরে রেখেছেন স্বৈরাচারকে বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে গত ১৭ বছর , তার/তাদের পাশে থাকাটাই বড় নৈতিক অবস্থান মনে করি।আমি নিরপেক্ষ নোই কোনও কালেই ছিলাম না। নিরপেক্ষ থাকলে হাসিনার বিপক্ষে দেড় দশক ধরে কথা বলতাম না। আমি গণতন্ত্র ও বাংলাদেশের পক্ষে।

এক সময় আওয়ামীলীগে ভাঁড় বুদ্ধিজীবীরা বলত , বিএনপি মুসলিম লিগ হয়ে বিলীন হয়ে যাবে। মির্জা ফকরুলদের কারণে বিএনপি এখনও সদর্পে রাজত্ব করছে মানুষের মনজগতে। দলের মহাসচিব আসবে যাবে এটা নতুন বিষয় নয়, কিন্তু আপদ্মস্তক বাংলাদেশি একজন কে ভারত প্রেমী হিসেবে চিত্রায়িত করার যে কোন হীন চেষ্টা করার আগে মির্জা সাহেব সম্পর্কে উপাত্ত গুলো মাথায় রাখবেন দয়া করে।

- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একমাত্র নেতা যিনি ২০১৮ সালে জনগণের ভোটে এমপি নির্বাচিত হওয়ার পরেও পাতানো সংসদে যাননি
- উনি সেই রাজনিতিক যিনি বাবার জমি বিক্রি করে রাজনীতি করেন। যার বিরুদ্ধে ১/১১ সরকার তন্নতন্ন করে খুঁজেও এক টাকার দুর্নীতির অভিযোগ আনতে পারেনি অথচ তিনি বিএনপি সরকারের একজন মন্ত্রী ছিলেন।

- উনি সেই রাজনিতিক যিনি দলের ক্রান্তিলগ্নে দলের হাল ধরে দলকে ভাঙ্গনের মুখে পড়তে দেননি, অথচ মান্নান ভূইয়ারা অল্প দিনের মধ্যে নেত্রীকে মাইনাস করে আরেকটা বিএনপি সৃষ্টি করেতে চেয়েছিলেন।

- উনি সেই রাজনিতিক যার বিরুদ্ধে একটা কমিটি বাণিজ্যের অভিযোগ আনতে পারবেন না।

- উনি সেই রাজনিতিক যিনি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় ১১ বার জেলে গিয়েছেন। উনার বিরুদ্ধে শতাধিক মামলা দেয়া হয়েছিলো, শত প্রলোভনে সরকার সর্বশেষ আমি-ডামির নির্বাচনে উনাকে রাজি করাতে পারেনি,

নতুন বিপ্লবীরা /ইমপ্ল্যান্ট বিএনপি ভেগ ধরে থাকা জামাতিরা , উনাকে কথায় কথায় ক্ষমতা লোভী বলে, উনি নির্বাচনের কথা বললে সহ্য হয় না, খুব সহজে দালাল তকমা দিয়ে দেয়া হয়, একবার ভাবুন তো এসব কথা যে বলেন বিগত ১৭-১৮ বছরে কি এমন ত্যাগ করেছেন আপনি? কয়টা মামলার আসামি হয়েছেন? কত বার জেলে গিয়েছেন? এতগুলো মামলা এতবার জেল জুলুমের শিকার হলে কোন দেশে পাড়ি দিতেন জানা আছে কি? অথচ উনি উনার পড়ন্ত বয়সে এসেও জেল জুলুম অত্যাচার সহ্য করে অবিচল দাঁড়িয়ে আছেন।

অপ্রিয় মির্জা ফকরুলের পাশে থাকাই , বাংলাদেশের পক্ষে থাকা।
হিসাব পরিষ্কার। আমরা আগামী দিনে বাংলাদেশে মধ্যপন্থার সরকার চাই , মির্জা ফকরুলরা আমাদের হয়েই মাঠে যুদ্ধ করছেন, প্রতিনিয়ত অপ্রিয় কথা গুলি বলে যাচ্ছেন।

মির্জা ফখরুল, দ্যা পাওয়ারফুল।

26/01/2025

শুনলাম হাসনাত নাকি হালকার উপর ঝাপসা উত্তম মধ্যম খাইছে সাত বোনের কাছ থেকে!
ঘটনা কি সত্যি নাকি?

26/01/2025

দুদিন আগে জামাত নেতা ডা: তাহের বলেছিলেন,
"সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালক্ষেপণ জনগণ মেনে নিবে না! "

তাহেরের ছবি সহ সেই নিউজে একজন মন্তব্য করছেন...

~ হায়রে মীর্জা ফখরুল এখন মুখে নকল দাঁড়ি লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করা শুরু করেছেন! এমন কথা জামাতের কেউ বলতেই পারে না।
জামাতের ব্যাপারে জানতে হলে আপনাদের আরো অনেক স্টাডি করতে হবে!😁😃

23/10/2024

ছাত্রলীগের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
জয় বাংলা, জঙ্গিলীগ সামলা।
#সন্ত্রাসীলীগ #ছাত্রলীগ #জঙ্গিলীগ

23/10/2024

চুপ্পুকে আজকের মধ্যেই অপসারণ করা হতে পারে।

21/09/2024

মূসাপুর ক্লোজার পূনঃনির্মান ও চর এলাহীতে নদী ভাঙ্গন রোধে ক্রসড্যাম বাঁধ নির্মানের দাবিতে ঢাকা প্রেসক্লাবের সামনে আজকের মানববন্ধন।

20/09/2024

পাহাড়ও আমাদের, সমতলও আমাদের। আমাদের পরিচয় একটাই আমরা সবাই বাংলাদেশী।সমতলে যেমন সেনাবাহিনী থাকে, তেমনি পাহাড়েও থাকবে। যেইদিন পাহাড়িরা নিজেদেরকে বাংলাদেশী হিসাবে ভাববে সেইদিন থেকে পাহাড়ে দেখবেন আর কোন ঝামেলা নাই। আর যদি সবসময় নিজেরা আলাদা দেশ করার পরিকল্পনা করেন তবে এই সমস্যার সমাধান কখনোই হবে না।

'জুমল্যান্ড' করার পরিকল্পনা থেকে বের হয়ে যতদিন না বাংলাদেশেই আসছেন, ততদিন অব্ধি পাহাড়ের এই সমস্যার সমাধান হবে না।

পাহাড় বা সমতল সবই এক। উভয় জায়গার একটাই পরিচয় সেটা হচ্ছে বাংলাদেশ, আর বাংলাদেশের এক ইঞ্চি মাটিও কাউকে ছাড় দেয়া হবে না।
পাহাড়ে শান্তি ফিরিয়ে আনার জন্য আগের সেনাবাহিনীর ক্যাম্পগুলো পুনরায় চালু করা হোক।

https://www.facebook.com/Jabed.K.Jilani?mibextid=ZbWKwL

বিঃ দ্রঃ নিয়মিত আপডেট পেতে আমার পেজটি ফলো করুন।
Md Jabed Hossain

সংগৃহিত

20/09/2024

উচিত অনুচিতের হিসাব হয় মানবতা দিয়ে। পৃথিবীর বুকে এমন কোন ঘটনা নাই যার ফলে জুলুম করা ন্যায্য হয়ে যেতে পারে!!!

এই যে ঘটনাটা ছুপালীগেরা সাধারণ শিক্ষার্থী সাইজা করল আর করাইলো! কেউ কিছু বলছিলেন শুরুতে???
বলবেন কি করে! খারিজি রাজনীতি দেখতে দেখতে আপনারাও সেটাই শিখছেন শুধু!

যখন জোর করে ব্যক্তিগত শত্রুতার কারণে শিক্ষক অসম্মান হলো, যখন মাজার ভাঙা হলো, যখন অধিকারের নামে যাচ্ছেতাই করা হলো তখন কেউ কিচ্ছু বলে নাই, দুটো দুঃখপ্রকাশও ছিল না, না ছিল সরাসরি কোন কাজে অংশগ্রহণ!!

এখন দেখেন পরিণতি!!

সাবেক খুনি আর তস্য সাবেক খুনিরা একে অপরকে সাধারণ ক্ষমা ধরিয়ে দিয়ে মিলেজুড়ে ভাই ভাই হয়ে গেছে!! সবাই নাকি সাধারণ শিক্ষার্থী!!

ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ চলাফেরা অবশ্যই পরিস্থিতি বিবেচনায় অসুবিধা, অনেক বড় অসুবিধাই!!

তাই বলে তার এমন সমাধান!!

বোকাসোকাগুলো বলল, চায়ের দোকান তুলে দিতে হবে! যেন চা খেতেই আসে লোকে!
আবার বলল, সোহরাওয়ার্দীর গেট বন্ধ করতে হবে! তারপর মোবাইল কোর্ট, কার্জন বন্ধ, গলায় ঝুলানো আইডি কার্ড!!!

আপাতদৃষ্টিতে মাখোমাখো এই উপায় গুলো কি কোন সমাধান দিতে পেরেছে??

ক্যাম্পাসে পড়াশোনার পরিবেশ ফিরায়ে আনতে হবে, কিন্তু তথাকথিত সাধারণ শিক্ষার্থী সাইজা বসা কোন কালপ্রিটরে সেই দায়িত্ব দিয়েন না!!

টিএসসির মেট্রো স্টেশন সীমিতকরণ, আর শাহবাগ-শহিদ মিনার-হাইকোর্ট এরিয়ায় গেট তৈরি বহিরাগত প্রাইভেট কার আর বাসের চলাচল বন্ধ না করলে জীবনেও এই বাইপাস পার্ক ঠিক হবে না।

উল্টাপাল্টা কবিরাজি ওষুধে রোগ সারাতে গেলে শরীরের মধ্যের রোগ আরও বাড়ে!

যেমনটা আমরা দেখলাম!

মেরে ফেলার আগে ভাত খাইয়ে একটা নিরস্ত্র, নিরীহ, ভারসাম্যহীন মানুষকে আবরার ফাহাদ স্টাইলে আপনাদের চোখের সামনে মেরে দিল লীগের সাবেক কুকুরগুলো!

সংগৃহীত

Shout out to my newest followers! Excited to have you onboard! Joy Jihad, Ak Imran, Abdul Aziz
20/09/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Joy Jihad, Ak Imran, Abdul Aziz

With Md Jabed Hossain – I just got recognised as one of their top fans! 🎉
20/09/2024

With Md Jabed Hossain – I just got recognised as one of their top fans! 🎉

Address

Companiganj
3811

Alerts

Be the first to know and let us send you an email when Md Jabed Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Jabed Hossain:

Videos

Share