ᎯᏰᎲᖇ'Ꭶ ࿐

ᎯᏰᎲᖇ'Ꭶ ࿐ অসাধারন কিছু করার লক্ষে...

07/04/2024

মাত্র খেতে বসলাম! পাশের রুম থেকে শুনি মা বাবাকে বলছে "ছেলে খাচ্ছে, এখন কিছু করবে না, খাওয়া শেষ হোক পরে!

এখন আমার কি করা উচিৎ🙂

30/03/2024

একটি সুপারশপে কিছু গ্রোসারি আইটেম কিনে, বিল পে করার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলাম। আমার সামনে একটা স্কুল/কলেজ পড়ুয়া মেয়ে। ইউনিফর্ম পরাই ছিল, কিন্তু ড্রেসটা আমি চিনতে পারিনি।
মেয়েটা তার পছন্দের কারও জন্য একটা শার্ট কিনেছে। ভাইয়ের জন্য হতে পারে, প্রেমিকের জন্যও হতে পারে।
কাউন্টারে গিয়ে টাকা দেয়ার সময় সে কাঁধের ব্যাগটা থেকে একটা বই বের করল। তারপর বইয়ের ভেতর থেকে খুঁজে-খুঁজে বের করতে শুরু করল একটার পর একটা নোট। পাঁচ, দশ, বিশ, পঞ্চাশ টাকার সব নোট; একটাও এক'শ, দু'শ কিংবা পাঁচ'শ টাকার নোট নেই। কতদিন ধরে সে এসব জমিয়েছে, কে জানে!
কিন্তু সবগুলো মিলিয়েও শেষরক্ষা হলো না। দেড়'শ টাকা কম পড়ল তার। শার্টটার মুদ্রিত মূল্য ছিল ১২০০ টাকা।
অন্য বইগুলোর ভেতরেও তন্নতন্ন করে খুঁজে দেখল মেয়েটা; কিন্তু আর কোনো টাকার হদিস পাওয়া গেল না।
ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়ল মেয়েটা; কী করবে, ঠিক বুঝে উঠতে পারছে না। এদিকে পেছনে লম্বা লাইন; মানুষজন অসহিষ্ণু হয়ে উঠেছে।
বাধ্য হয়েই ম্যানেজার তাঁকে লাইন থেকে সরে দাঁড়াতে বলল। মেয়েটিও বাধ্য মানুষের মতো তাঁর পরামর্শ মেনে নিল। কিন্তু শার্টটাকে আগের জায়গায় রাখতে গেল না সে। কাউন্টারের পাশে দাঁড়িয়েই ব্যাগ হাতড়ে হন্যে হয়ে বাকি টাকার হিসেবটা মেলানোর চেষ্টা করল। চোখ দুটো ততক্ষণে টলোমলো হয়ে উঠেছে। যেন যে-কোনো মুহূর্তে টুপ করে ঝরে পড়বে দু'ফোঁটা অভিমানের মুক্তো।
আমার এত্ত মায়া হলো!
আহা কৈশোর…
আহা ভালোবাসা…
নিজের বিল পে করার সময় সেলসম্যানকে নিচুস্বরে জানালাম, মেয়েটির বাকি টাকাটা আমি দিয়ে দিচ্ছি। সে যেন মেয়েটিকে বলে যে, শার্টটিতে ছাড় চলছে, আগে কোনো কারণে সেটা তাঁর নজর এড়িয়ে গেছে।
ভদ্রলোক আমাকে সাহায্য করলেন। মেয়েটিকে ঠিক সেভাবেই তথ্যটা জানালেন।
কথাটা শোনার পর মেয়েটির মুখে যে স্বর্গীয় হাসিটা ফুটে উঠল, তার মূল্য মাত্র দেড়'শ টাকা তো নয়ই; নির্ঘাত কয়েক বিলিয়ন ডলারের কম হবে না।
আবেগের টুকরোটা বুকে আঁকড়ে ধরে সে পাখির পালকের মতো এগিয়ে গেল কাউন্টারের দিকে।

আমি জানি না, ওই শার্টটা কার গায়ে চড়বে। জানি না, ওই মানুষটা কখনও জানবে কি না যে, এই পোশাকটার সুতোর বুননে ঠিক কতখানি মায়া জড়িয়ে আছে।
শুধু জানি, এমন ভালোবাসা চাক্ষুষ করার জন্য কেবল একটা মানব জন্ম যথেষ্ট নয়।
আমাকে সামুদ্রিক কচ্ছপ না বানিয়ে মানুষ করে পৃথিবীতে পাঠানোর জন্য আমি স্রষ্টার প্রতি কৃতজ্ঞ।

© তৌফির হাসান উর রাকিব

28/03/2024

কেউ অবহেলা করলে তার প্রতি কোন অভিযোগ না রেখে নিরবে তাকে ভুলে যান ।
এটাই সবচেয়ে বড় প্রতিশোধ....

29/02/2024

রোজা আসছে পরিবারের সবাই একসাথে ইফতার করবে আর আমি তো প্রবাসী 😐

20/02/2024

আজ ভালোবাসি কাল ভুলে যাবো, এমন ভালোবাসি না, তোমাকে ভালোবাসি মানে মৃত্যু আগ পর্যন্ত ভালোবাসবো..🖇🤍💫

19/02/2024

“রাগ করে শোয়া যেতে পারে,কিন্তু রাগ করে ঘুমানো যায় না।বিছানায় পড়ে ছটপট করার মত শাস্তি আর নাই।”

18/02/2024

ইচ্ছা করে তোমাকে বলি 'কতোটা চাই তোমাকে! তোমাকে ছাড়া কতোটা খালি খালি লাগে সেটা তোমাকে জানাই!'
ইচ্ছে করে তোমাকে বলি 'কি দরকার ছিলো এইভাবে প্রেমে ফেলার? ঘুম কেড়ে নেওয়ার? কি দরকার ছিলো?'
ইচ্ছে করে তোমাকে বলি 'সকাল ভাল্লাগেনা তোমাকে ছাড়া! আমার সারা বিকাল খালি খালি লাগে তোমাকে ছাড়া!'
ইচ্ছে করে তোমাকে বলি 'অশান্তি কেনো লাগে তুমি কাছে না থাকলে? তোমাকে না পাইলে মেজাজ কেনো খারাপ হয়ে যায় আমার?'

আমার অনেক কিছু বলতে ইচ্ছে করে তোমাকে,তারপর মনে পড়ে 'কি লাভ বলে? দাম আছে কোনো?❤️

13/02/2024

বাটপারির মানসিকতা নিয়ে যারা চলে,,
দেখবেন তাদের জীবনে কোন শান্তি নেই।

😑😑😑
09/04/2023

😑😑😑

22/12/2022

Hi

05/06/2022

এই বিপুল পরিমাণ হাইড্রোজেন পারঅক্সাইড (H₂O₂) রাখার অনুমতি কি কারও পাওয়ার কথা?

03/06/2022

আর্জেন্টিনা সবসময়ই বাজে আর দূর্বল দলের সাথে ট্রফি জিতে,
গত কোপা আমেরিকার ফাইনালেও এমন হয়েছিলো!'

😆

🙄😁
01/06/2022

🙄😁

30/05/2022

সাদ্দাম বলেছেন, 'ক্যাম্পাসে শিক্ষার্থীদের গিটার বাজবে', যাদের গিটার নাই তারা কী বাজাবে?

সবার হিসাব মিলে, আমার হিসাব মিলে না 😐😞
29/05/2022

সবার হিসাব মিলে, আমার হিসাব মিলে না 😐😞

29/05/2022

রুমমেট তার গার্লফ্রেন্ডকে এসাইনমেন্ট করতে দিসে....

তার গার্লফ্রেন্ড আবার অইটা দিসে তার জাস্টফ্রেন্ডরে.....

অই জাস্টফ্রেন্ড আবার তার গার্লফ্রেন্ডরে দিসে.....

অই গার্লফ্রেন্ড দিসে তার জাস্টফ্রেন্ডরে....

বেলাশেষে দেখা গেল আমার রুমমেটের এসাইনমেন্ট ঘুরে ফিরে আবার তার কাছেই এসে পড়সে।

#কিএক্টাবস্থা

😷😷😷

26/05/2022
দ্রব্যমূল্যের দাম বেড়েই গেলো!জ্বালানি গ্যাসের দাম বেড়েই গেলো!সিলেটে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েই গেলো!নিম্ন ও মধ্যবিত...
21/05/2022

দ্রব্যমূল্যের দাম বেড়েই গেলো!
জ্বালানি গ্যাসের দাম বেড়েই গেলো!
সিলেটে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েই গেলো!
নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের জীবনে চরম দুর্ভোগ নেমেই গেলো।

কিন্তু এদের মুখে ঠিকই হাসি লেগে আছে,,অন্য দলের সমালোচনা লেগেই আছে,,দেশের মানুষ খাক নাহয় মরে যাক তাদের কি তারা হাসবেই বলে প্রতিজ্ঞা করেই নিয়েছে ...

তারমানে গত বারেরমত হবে না🤔
21/05/2022

তারমানে গত বারেরমত হবে না🤔

এই মুভির দর্শক 🤐
21/05/2022

এই মুভির দর্শক 🤐

21/05/2022

শিক্ষকরা হলো প্রেমিকার মতো। উনারা ১ঘন্টা দেরি করে আসলেও সমস্যা নেই। ছাত্ররা ৫ মিনিট দেরিতে আসলেই যত সমস্যা 😒

আমার কপিলা কই? 🤔😜
21/05/2022

আমার কপিলা কই? 🤔😜

আসলেই....
19/05/2022

আসলেই....

🤭🤭🤭
19/05/2022

🤭🤭🤭

19/05/2022

আপনি কিন্তু জেনে অবাক হবেন যে!!

পদ্মা সেতু দিয়ে হেটে যেতে কোন টোল লাগবে না

19/05/2022

নোয়াখালীরর পোলাপান এত পদ্মাসেতু পদ্মাসেতু করে ক্যান ???
তারাই কি প্রথম পদ্মাসেতু করে নোয়াখালী আসবে???

19/05/2022

তাদের কথাবার্তা শুনলে মনে হয়, পদ্মা সেতু আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি

Address

Companiganj

Telephone

+8801844455525

Website

Alerts

Be the first to know and let us send you an email when ᎯᏰᎲᖇ'Ꭶ ࿐ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ᎯᏰᎲᖇ'Ꭶ ࿐:

Share

Category