Tazul Islam

Tazul Islam If you want to be a online adda stay with Tazul islam fan page please like and share the page.

বড় দলকে হারানোর মজার অপেক্ষায় তাইজুলরা
01/12/2023

বড় দলকে হারানোর মজার অপেক্ষায় তাইজুলরা

উইকেট পাওয়ার পর তাইজুলের উল্লাস দরজায় কড়া নাড়ছে জয়। নিউজিল্যান্ড দলকে প্রতিদিন তো টেস্টে হারানোর সুযোগ আসে না। ম...

29/11/2023

সাকিবকে নিয়ে এবার মাশরাফির ছোট ভাইয়ের স্ট্যাটাস! সাকিব আল হাসান মাগুরা-১ আসন থেকে নৌকার টিকিট পেয়েছেন সাকিব আল হা....

03/07/2023

ঈদের দিন সকাল থেকেই দেশের ২৮টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হচ্ছে ‘সুড়ঙ্গ’।
#সুড়ঙ্গ

সামান্য ২০ টাকার খুশিতেই যখন রানী মহারানীর মত খুশিতে আত্নহারা #মেয়ে  #রাজকন্যা
03/07/2023

সামান্য ২০ টাকার খুশিতেই যখন রানী মহারানীর মত খুশিতে আত্নহারা
#মেয়ে #রাজকন্যা

02/06/2023
24/04/2023
13/04/2023
11/04/2023
31/03/2023

ম্যাচে আজ প্রথম বারের মত মাটন বিরিয়ানি রান্না করলাম,,You are biriyani Lover? #বিরিয়ানি

29/03/2023

রোজা: মনোদৈহিক পরিবর্তনের একটি উৎকৃষ্ট মাধ্যম।

বছর ঘুরে আবার শুরু হয়েছে আত্মশুদ্ধির মাস পবিত্র রমজান মাস।রহমত, মাগফেরাত ও নাজাতের সওগাত নিয়ে এই মাস আমাদের মাঝে আসে। এই শিক্ষাটা হযরত মুহাম্মদ (সাঃ) প্রবর্তিত শিক্ষা যিনি মহান আল্লাহ রাব্বুল আলামীনের সাথে যোগাযোগের মাধ্যমে এই পরিশুদ্ধ বিধিবিধান গুলো প্রবর্তন করেছিলেন। ব্যাক্তির আত্মশুদ্ধির মাধ্যমে পরিবার ও সমাজ শুদ্ধ হয়ে কিভাবে রাষ্ট্র এবং বিশ্ব সভ্যতা আলোকিত, শান্তিময় হতে পারে সে বিবেচনা থেকেই রোজার প্রবর্তন হয়েছে। এই মহিমান্বিত মাসেই নাজেল হয়েছিল বিশ্বের অনবদ্য বিস্ময় মহাগ্রন্থ আল কোরআন। যে আল কোরআন কেয়ামত পর্যন্ত জ্ঞানের আলো বিকিরণ করে যাবে। এমন কোন কাল এমন কোন সময় আসবেনা যে সময় বা কালে কোরআনের আবেদন থাকবে না। সেই পবিত্র কোরআন দয়াল রাসুলের (সাঃ) কাছে প্রেরণের জন্যে এই মাসকেই নির্ধারণ করেছিলেন রাব্বুল আলামীন। প্রশ্ন আসতে পারে সূর্যোদয়ের পূর্বে সেহরির মাধ্যমে সূর্যাস্ত পর্যন্ত উপবাস থাকার মধ্যে রহমত, মাগফেরাত আর নাজাতের কি সম্পর্ক থাকতে পারে? এখানে মহান রাব্বুল আলামীনের কৌশল কি?
আসলে মানুষের প্রতি আরোপিত সমস্ত ইবাদতের যাবতীয় কল্যাণ মানুষের জন্যেই। সৃষ্টির সেরা মানুষ যাতে মানবিক হয়, শান্ত হয়, কল্যানকামী হয় সর্বোপরি ষড়রিপুর শৃঙ্খল থেকে মুক্ত হয়ে নিজের ভেতর মহান প্রতিপালকের অস্তিত্ব অনুধাবন করতে পারে সেই জন্যেই এই রোজার বিধান।
উপবাসের কৌশল হচ্ছে একটি মনোদৈহিক ব্যাপার। সারা বছর ধরে মন ও দৈহিক ভাবে যে অভ্যাসের বৃত্তে আমরা আবদ্ধ থাকি তাঁর শৃঙ্খল ভাঙার জন্যে উপবাসের প্রয়োজনীয়তা অপরিসীম। মানব জাতিকে শ্রেষ্ঠত্বের মর্যাদায় আসীন করে সৃষ্টি করেছেন দয়াময় আল্লাহ রাব্বুল আলামীন। কিন্তু আমরা মানবজাতি পার্থিব মায়ামোহে আচ্ছন্ন হয়ে প্রভুর দয়া ভুলে থাকি, ভুলে যায়। এই পার্থিব মায়া মোহের বেড়াজাল থেকে মানবজাতিকে উদ্ধার করার জন্যে প্রত্যেক যুগে উনার প্রিয় বন্ধুদেরকে প্রেরণ করে থাকেন। প্রেরিত বন্ধুদের মাধ্যমেই যুগে যুগে উনার বিধিবিধান গুলো সাধারণ মানুষদেরকে জানিয়ে থাকেন।
পবিত্র কুরআনে এরশাদ হয়েছে-

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

অর্থাৎ: "হে মু'মিনগণ! তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হল, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, যাতে তোমরা মুত্তাকী হতে পার।"
আল বাকারা,আয়াত ১৮৩।

প্রত্যেক বিষয়ের জাহের ও বাতেন আছে। জাহের হচ্ছে প্রকাশ্য আর বাতেন হচ্ছে অন্তর্নিহিত। সকল ইবাদতেরও জাহের বাতেন আছে। রোজারও তেমন জাহের বাতেন আছে। রোজার জাহের হচ্ছে সাধারণ ভাবে উপবাস পালন করা যা ধর্মের নামে সামাজিক কর্ম হিসেবে স্বীকৃতি আদায় করে। আর রোজার হাকীকত বা বাতেন হচ্ছে ব্যাক্তির চারিত্রিক পরিবর্তন সাধনের মাধ্যম। উপবাস মনোদৈহিক ভাবে এতটাই প্রভাব রাখে যে মানুষ কাম, ক্রোধ, লোভ, মোহ,মদ, মাৎষর্য, ঘৃণা, অহংকার, বিরক্তি ইত্যাদি নেতিবাচক অবস্থান থেকে নিজের উত্তোরণ ঘটিয়ে প্রভুর নিকট আত্মসমর্পণ করতে পারে। এই হাকীকতটাই রোজার মূল উদ্দেশ্য। আমাদের প্রত্যেকের উচিত হাকীকত অনুধাবন করে এই পবিত্র মাসটা অতিবাহিত করা।

সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সাঃ) এর অনেক বানী মোবারক রয়েছে রোজার ব্যাপারে। তিনি বলছেন চারিত্রিক বৈশিষ্ট্যে ইতিবাচক পরিবর্তন ছাড়া শুধুমাত্র উপবাস থাকার কোন অর্থ নেই।যেমন হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণিত একটি হাদিসে তিনি বলেছেনঃ

"যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তাঁর এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহ্‌র কোন প্রয়োজন নেই।"
-সহিহ বুখারী:১৯০৩।

আসুন আমরা সকলে রোজার প্রকৃত মাহাত্ম্য অনুধাবন করে এই পবিত্র মাসটি অতিবাহিত করি। আমরা চেষ্টা করলেই আমাদের মহান মালিক উনার দয়ার হাত মোবারক প্রসারিত করবেন।এতে আমাদের সুদৃঢ় ইচ্ছাশক্তিই যথেষ্ট।
দয়াময় মালিক আমাদের সহায় হোক। আমিন।

28/03/2023
23/03/2023

ইতিহাসে প্রথমবারের মতো পবিত্রতম মাস রমজান উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পশ্চিম প্রা....

ভূতের বাড়ী,,
22/03/2023

ভূতের বাড়ী,,

"ভেঙে পড়ো না, নিরাশ হইও না, আল্লাহর সাহায্য আসবেই - এটা আল্লাহর ওয়াদা। জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটে      [সূরা-বা...
21/03/2023

"ভেঙে পড়ো না, নিরাশ হইও না, আল্লাহর সাহায্য আসবেই - এটা আল্লাহর ওয়াদা। জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটে

[সূরা-বাকারা-২১৪]

21/03/2023

বৃষ্টি দিনে,, চৌরাস্তা টু চৌমুহনী নোয়াখালী

ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখীর ঝড়।তোরা সব জয়ধ্বনি কর!অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল! বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে টি-...
12/03/2023

ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখীর ঝড়।
তোরা সব জয়ধ্বনি কর!

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল! বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে টি-টুয়েন্টি সিরিজ নিজেদের নামে করে নেয়ার জন্য

27/02/2023
আমার দুনিয়া
21/02/2023

আমার দুনিয়া

06/02/2023
 #বাবার_রাজকন্যা #
19/01/2023

#বাবার_রাজকন্যা #

হুজুরের লক্ষ টাকার চুক্তি বাচ্চাদের সারাদিনের ভোগান্তি। গত কয়েকদিন আগে বাসের সিটে বসে ছিলাম।হঠাৎ ফুটফুটে একটা ১০/১২ বছরে...
12/12/2022

হুজুরের লক্ষ টাকার চুক্তি বাচ্চাদের সারাদিনের ভোগান্তি।

গত কয়েকদিন আগে বাসের সিটে বসে ছিলাম।
হঠাৎ ফুটফুটে একটা ১০/১২ বছরের বাচ্চা এসে আমার হাতে ওয়াজের একটি হ্যান্ডবিল ধরিয়ে দিলো। বাচ্চাটা আকুতি ভরা কণ্ঠে বললো। কাকা ১০টা টেহা দিন মাহফিল হইবো। পোষ্টারের বড়বড় বক্তাদের নাম দেখে চোখ যেন আমার ঝলমল করছিলো। কারন তাদের সম্পর্কে কম বেশি আমার জানা আছে তারা কেমন বাজেটের বক্তা। (এর মধ্যে দেখলাম হাফিজুর রহমান সিদ্দিকীর নামটাও)

বাচ্চাটিকে জিজ্ঞাসা করলাম। তোমার আব্বা কী করেন? উত্তর দিলো, "আমার আব্বু কাতারে থাকেন।" বুঝলাম ছেলেটি ভদ্র পরিবারের। বললাম, তোমাকে এখানে কালেশনে কে পাঠিয়েছে--? "বললো আমাদের মাদ্রাসা থেকে।" কত পেয়েছো সব মিলিয়ে--? বললো,
"সকাল থেকে এখন পর্যন্ত ৩৭০ টাকা।"

কথিত এসব মোহতামিম আর মাদ্রাসার কমিটিকে,
কে বলেছে মাহফিল করতে--?
কে বলেছে ওয়াজের নামে এসব বাচ্চাদেরকে ভিক্ষাবৃত্তি শিখাতে--?

সুরেলা বক্তাদের দিয়ে মাহফিল জমিয়ে বক্তাদের হাতে লক্ষ টাকার খাম ধরিয়ে নিজেকে ইসলামের সৈনিক মনে করে!

অনেক কিছু বলার ছিল, পড়তেও হয়তো আপনাদের বিরক্ত লাগবে তাই এইটুকই শেষ করলাম।
বন্ধ হোক এসব ভিক্ষাবৃত্তি।
বন্ধ হোক এসব অনৈতিকতা।

সত্যের সন্ধানে
Public

আসিফ আকবর বলেন,  একজন ব্রাজিলিয়ান সাপোর্টার হিসেবে সবসময়ের মতো আমার প্রথম সিদ্ধান্ত কোনো আর্জেন্টাইন সাপোর্টারের সাথে তর...
18/11/2022

আসিফ আকবর বলেন, একজন ব্রাজিলিয়ান সাপোর্টার হিসেবে সবসময়ের মতো আমার প্রথম সিদ্ধান্ত কোনো আর্জেন্টাইন সাপোর্টারের সাথে তর্ক করবো না।

"এদেশের পোলাপাইন ছ্যাকা খেয়ে হাত কাটে, বিড়ি খায়;আত্নহত্যা করে আর ইলন মাস্ক টুইটার কিনে এক্স এর একাউন্ট ডিলেট করে দেয়...
10/11/2022

"এদেশের পোলাপাইন ছ্যাকা খেয়ে হাত কাটে, বিড়ি খায়;আত্নহত্যা করে আর ইলন মাস্ক টুইটার কিনে এক্স এর একাউন্ট ডিলেট করে দেয় " 😀

তাত্ত্বিকভাবে পৃথিবীর সবচেয়ে নিখুত চেহারার অধিকারী এম্বার। জনি ডেপের স্ত্রী থাকাকালীন এলন মাস্কের গার্লফ্রেন্ডও ছিলেন 😉

টুইটার কিনেই এম্বার হার্ডের টুইটার একাউন্ট হাওয়া করে দিলেন এলন মাস্ক। 😆

এলন মাস্ককে খুবই ইন্টারেস্টিং আর রহস্যময় লাগে
তোমরা প্রতিশোধ নিতে শেখো । 😎

কখনো যদি আপনার ঘরের সমস্যা সমাধানের জন্য বাহিরের মানুষের ( তৃতীয় পক্ষ) প্রয়োজন হয় তখনই বুঝে নিবেন আপনার পরিবারটা আর পরিব...
07/11/2022

কখনো যদি আপনার ঘরের সমস্যা সমাধানের জন্য বাহিরের মানুষের ( তৃতীয় পক্ষ) প্রয়োজন হয় তখনই বুঝে নিবেন আপনার পরিবারটা আর পরিবার নেই, শেষ হয়ে গেছে।😥

কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই!কোথায় গেল লাঙ্গল জোয়াল কোথায় গেল মই।কোথায় গেল গরুর গাড়ি কোথায় গরুর হালকোথায় ...
07/11/2022

কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই!
কোথায় গেল লাঙ্গল জোয়াল কোথায় গেল মই।
কোথায় গেল গরুর গাড়ি কোথায় গরুর হাল
কোথায় গেল রংবেরঙের ডিঙি নায়ের পাল।
কোথায় গেল মাটির কলস
সেই কলসির জল
ঘরের শোভা রঙিন শিখা কোথায় গেল বল!
শকুনরা সব কোথায় গেল কোথায় গেল কাক
কোথায় গেল শিয়াল মামার হুক্কাহুয়া ডাক।
কোথায় গেল শিল আর পাটা পাটার ভাটা ঝাল
কোথায় গেল কাঠের ঢেকি ঢেকির ছাঁটা চাল।
কোথায় গেল পালকি চলার হুনহুনাহুন সুর
ঠেলার গাড়ি হারিয়ে গেল হায়রে কত দূর।
কোথায় গেল রাত্রি জেগে চিঠি লেখার দিন
কোথায় গেল হারিকেন আর কোথায় কেরোসিন।
কোথায় গেল গরুর টানা আঁখ মারানোর কল
কোথায় গেল গ্রামের বাড়ির বাংলা ঘরের ছল।
বিয়েবাড়ির গীতের আসর কোথায় গেল ভাই
কলাপাতায় আহার করার মেজবানিটাও নাই।
কোথায় গেল কাঁচের চুড়ি রেশমী ফিতার সাজ
কোথায় গেল হায় রুমালের সুতার কারুকাজ।
কোথায় গেল মাটির কূপের মিষ্টি স্বাদের জল
কোথায় গেল ডাল মারানোর শিলার যাঁতাকল।
কোথায় গেল কুলুর বলদ বন্ধ যাহার চোখ
কোথায় গেল হুক্কা তামাক হুক্কা টানার লোক।
হারানো সুর খুঁজতে গিয়ে সবচেয়ে ব্যথা পাই
যখন দেখি কোরআন শিখার মক্তব ও আর নাই।
শিরোনাম:- হারানো দিনের স্মৃতি
লেখায় :-ফেরদৌস আহমেদ
ছবি :-প্রিয়াংকা হোসেনের।
এটা নব্বই দশকের বিয়ের অনুষ্ঠানের ছবি।

06/08/2022

দেশের উন্নয়নের গণজোয়ার তেলের উপর ভাসতেছে,,,!!

সেই প্রাইমারী স্কুলের লেংটা কালের বন্ধুদের আজো মনে পড়ে,,
25/07/2022

সেই প্রাইমারী স্কুলের লেংটা কালের বন্ধুদের আজো মনে পড়ে,,

14/02/2022

বিপদের সময় যারা পাশে থাকে তারাই শুভাকাংঙ্খী
সুসময়ে যারা পাশে থাকে তারা সুবিধাবাদী

উন্নয়নের উর্দ্ধগতি দেখার কেউ নেই,, #লাগামহীন_দ্রব্যমূল্য
13/02/2022

উন্নয়নের উর্দ্ধগতি দেখার কেউ নেই,,
#লাগামহীন_দ্রব্যমূল্য

Address

Cumilla
Comilla
3500

Telephone

+8801862781472

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tazul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tazul Islam:

Videos

Share

Category

Nearby media companies