HM Hasan Mahmud

HM Hasan Mahmud মানুষের মাঝে ভালো কিছু পৌছিয়ে দিতে লাইক দিয়ে পাশে থাকুন ধন্যবাদ 😍

31/07/2023

মু'আবিয়া ইবনু হায়দা (রা) বলেন, রাসূল (সা) বলেছেনঃ

তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের চক্ষু জাহান্নাম দেখবে না।
১. যারা আল্লাহর রাস্তায় পাহারা দেয়,
২. যারা আল্লাহর ভয়া কাঁদে,
যারা বেগানা নারীকে দেখে চক্ষু নীচু করে।

- [আত তারগীব হা/ ৪৭১৩]

23/07/2023

মুআয বিন জাবাল (রাঃ) থেকে বর্ণিতঃ

একদা আমি উফাইর নামক এক গাধার পিঠে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর পিছনে সওয়ার ছিলাম। তিনি বললেন, “হে মুআয! তুমি কি জান, বান্দার উপর আল্লাহর অধিকার এবং আল্লাহর উপর বান্দার অধিকার কী?” আমি বললাম, আল্লাহ ও তাঁর রসূল অধিক জানেন। তিনি বললেন, “বান্দার উপর আল্লাহর অধিকার হল এই যে, বান্দা একমাত্র তাঁরই ইবাদত করবে এবং তাঁর সাথে কোন কিছুকে শরীক করবে না। আর আল্লাহর উপর বান্দার অধিকার হল এই যে, তাঁর সাথে যে শরীক করে না তাকে আযাব দেবেন না।” (বুখারী ২৮৫৬ মুসলিম ১৫৩নং)

20/07/2023

- যে ব্যাক্তি কোরআন পড়ার সময় আটকে যায়! এবং কষ্ট করে তিলাওয়াত করে! তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব!-💌🌸
[সহীহ বুখারী:-৪৯৩৭]

20/07/2023

মানুষের মধ্যে সর্বাপেক্ষা অক্ষম
ঐ ব্যক্তি যে ব্যক্তি দোয়া করিতে অক্ষম,
অর্থাৎ দোয়া করে না..
হযরত মুহাম্মাদ সঃ🤍🌸

19/07/2023

وَلَسَوۡفَ یُعۡطِیۡکَ رَبُّکَ فَتَرۡضٰی

“অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এত দেবেন যে, তুমি খুশী হয়ে যাবে”🌸
(সূরা আদ-দোহা:৫

19/07/2023

❤️খাবার খাওয়ানো ইসলামি গুণ

অমর ইবনু খালিদ (রহঃ) ... আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) থেকে বর্ণনা করেন, এক ব্যাক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করল, ইসলামের কোন কাজটি উত্তম? তিনি বললেন, তুমি খাবার খাওয়াবে ও পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবে।❤️

19/07/2023
19/07/2023

যে ব্যাক্তি কখনো নিজের ভুল খুঁজে পায় না--!

তার চেয়ে ভয়ংকর মানুষ আর কেউ হতে পারে না!!

19/07/2023

দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন,
১/ ফজরের নামাজ,
২/ এশার নামাজ।
আল্লাহ তা'আলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তাওফিক দান করুক। আমিন 🤲

18/07/2023

পরহেজগার বন্ধু ছাড়া অন্য সকল বন্ধু কিয়ামতের দিন শত্রু হয়ে যাবে!
সূরাঃ আয্ যুখরুফ
আয়াতঃ৬৭।

18/07/2023

সৎ কর্মে যেমন টাকা কম, তেমনি সৎ লোকের বন্ধু কম !

18/07/2023

তাহাজ্জুদ পড়তে থাকুন। কাউকে পান আর না পান,
আল্লাহ্ কে ঠিকই পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

18/07/2023

যদি দোয়া করার সাথে সাথে আপনার দোয়া কবুল হয়ে যায়,
তাহলে মনে করবেন আল্লাহ ওনার প্রতি আপনার বিশ্বাস বাড়াতে চেয়েছেন।

যদি দেরিতে কবুল হয়, তাহলে বুঝে নিবেন
আল্লাহ আপনার ধৈর্য্য বাড়াতে চেয়েছেন।

আর যদি কবুল না হয় তবে মনে করবেন,
আপনার চাওয়া থেকে উত্তম কিছু আল্লাহ আপনাকে দেওয়ার পরিকল্পনা করেছেন ।

#সুবহানাল্লাহ !! #আলহামদুলিল্লাহ!!

18/07/2023

রাসূল (ﷺ) বলেনঃ-

জান্নাতি লোক হবে দুনিয়াতে দূর্বল, মাজলুম; আর জাহান্নামীরা হবে অবাধ্য ঝগড়াটে ও অহংকারী।

_|বুখারীঃ৬২০২|

18/07/2023

রাসূল (সাঃ) বলেছেন...
সবচেয়ে উত্তম দোয়া হলো "আলহামদুলিল্লাহ্"
[তিরমিজি --৩৩৮৩]

18/07/2023

আবূ হুরাইরাহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি ইচ্ছা করে আমার প্রতি মিথ্যারোপ করে সে যেন জাহান্নামে তার বাসস্থান নির্ধারণ করে নেয়।

সহীহ্ মুসলিম ৩

18/07/2023

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ কোন ব্যক্তির মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনে তাই বলে বেড়ায়।

সহীহ্ মুসলিম ৫

18/07/2023

“যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্য মহান আল্লাহই যথেষ্ট ।”
[সূরা ত্বলাক- ৩]

18/07/2023

সা’ঈদ ইব্‌নু যুবায়র (রহঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন একবার ‘আবদুল্লাহ ইব্‌নু ‘উমার (রাঃ) আমাদের নিকট আসলেন। আমরা আশা করেছিলাম যে, তিনি আমাদের একটি উওম হাদীস বর্ণনা করবেন। এক ব্যক্তি তাঁর দিকে আমাদের চেয়ে এগিয়ে বলল, হে আবূ ‘আবদুর রহমান! ফিত্‌নার সময় যুদ্ধ করা সম্পর্কে আমাদের কিছু বলুন। কেননা, আল্লাহ তা’আলা ইরশাদ করেছেনঃ "তাদের সঙ্গে যুদ্ধ কর, যতক্ষণ না ফিত্‌নার অবসান ঘটে" - (সূরাহ আল-বাক্কারাহ ২/১৯৩)। তখন তিনি বললেন, তোমার মা তোমার জন্য বিলাপ করুক। ফিত্‌না কাকে বলে জান কি? মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তো যুদ্ধ করতেন মুশরিকদের বিরুদ্ধে। কেননা, তাদের শিরকের মধ্যে থাকাটাই আসলে ফিত্‌না। কিন্তু তা তোমাদের রাজ্য নিয়ে লড়াইয়ের মত ছিল না।

সহিহ বুখারী, হাদিস নং ৭০৯৫

18/07/2023

"'রাসুল ﷺ বলেছেন,
নিশ্চয়ই সততা মানুষকে কল্যাণের পথে নিয়ে যায়।
আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়..!!
🍂 মুসলিম- ৬৫৩১ 🍂

🏐 নিজের ও অন্যের রোগমুক্তির দুআহযরত আয়েশা (রা) বলেন:“রাসূলুল্লাহ (ﷺ) অসুস্থ হলে তিনি মুআওয়িযাত সূরাগুলো (ইখলাস, ফালাক ও ...
24/01/2023

🏐 নিজের ও অন্যের রোগমুক্তির দুআ

হযরত আয়েশা (রা) বলেন:

“রাসূলুল্লাহ (ﷺ) অসুস্থ হলে তিনি মুআওয়িযাত সূরাগুলো (ইখলাস, ফালাক ও নাস) পাঠ করে নিজের দেহে ফুঁক দিতেন এবং নিজের হাত নিজ দেহে বুলাতেন।

দ্বিতীয় বর্ণনায়: তাঁর পরিবারের কেউ অসুস্থ হলে তিনি এ সূরাগুলো পাঠ করে তাকে ফুঁক দিতেন এবং নিজ হাত তার দেহে বুলাতেন।

রাসুল ﷺ এর ইন্তেকালের পূর্বে যখন অসুস্থ হলেন তখন আমি নিজে সূরাগুলো পড়ে তাঁকে ফুঁক দিতাম এবং তাঁর নিজের হাত দিয়ে তাঁর দেহ ‘মাসহ’ করতাম (বুলাতাম)।”

রেফারেন্স:
রাহে বেলায়াত - যিকর নং ২৩২

বুুখারী (৬৭-কিতাবুল মাগাযী, ৭৮-বাব মারাদিন্নাবিয়্যি ...)
৪/১৬১৪ (ভারতীয় ২/৬৩৯)মুসলিম
(৩৯-কিতাবুস সালাম, ২০-বাব রুকইয়াতুল মারীয...) ৪/১৭২৩
(ভারতীয় ২/২২২);ও সূরা ফালাক,

কতো বছর বাঁচবেন ? - ৭০ বছর? বড়জোর ৯০ না হয় ১০০ বছর! খুব লাকি হলে ১৫০ বছর ।এক বছরে ৩৬৫ দিন হয় ! প্রতিদিনে ৮৬৪০০ সেকেন্ড।খ...
27/12/2022

কতো বছর বাঁচবেন ?
- ৭০ বছর?
বড়জোর ৯০ না হয় ১০০ বছর!
খুব লাকি হলে ১৫০ বছর ।
এক বছরে ৩৬৫ দিন হয় ! প্রতিদিনে ৮৬৪০০ সেকেন্ড।
খুব বেশি সময় নিয়ে আসা হয়নি তো ।মৃত্যু খুব কাছেই এগিয়ে আসছে !
হঠাৎ করে হাতে জমে থাকা সব সেকেন্ড শেষ হয়ে আসবে একদিন।
তাই দুর্নীতি, জুলুম -অত্যাচার, খুনখারাবি, অর্থেরলোভে মিথ্যা বিচার, লেবাসে সাধু সেজে মিথ্যা বলে লাভ কি ?

অর্থ সম্পদ,গায়ের জোর, দাম্ভিকতা রেখে একদিন চলে যেতে হবে।
সেই অর্থের জন্য কতই না কষ্ট করতে হয়। সেই অর্থের জন্য নানান মিথ্যে অজুহাত দিতেও হয়।
ক্ষনিকের দুনিয়াতে ধোঁকাবাজি করে লাভেই কি যদি আখেরাতের পুঁজি না থাকে।
আল্লাহ তা,আলা যেন আমাদের সকলকে তাওবা করে ঈমানের সহিত মৃত্যুবরন করার তাওফিক দান করেন!
আমীন।

একবার ভাবুন তো এতগুলো যুবক যদি এভাবে একসাথে ফজরের নামজে একত্রিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতো...আমার আল্লাহ না জানি কত খুশি ...
19/12/2022

একবার ভাবুন তো এতগুলো যুবক যদি এভাবে একসাথে ফজরের নামজে একত্রিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতো...আমার আল্লাহ না জানি কত খুশি হতেন।

যখন গোল বলে চিৎকার করে তখন পুরো শহর কেঁপে ওঠে। এই যুবক গুলা যদি 'আল্লাহু আকবার' একামত দেয় না জানি আল্লাহর আরশ কেঁপে উঠতো। 🥺💔

হায় আল্লাহ! আমরা অভাগা জাতি আমাদের মাফ করুন!🤲🥺

শুধুমাত্র এই মুহুর্তটা দেখার জন্য গোটা একটা জেনারেশন অপেক্ষারত ছিলো!💙🇦🇷
18/12/2022

শুধুমাত্র এই মুহুর্তটা দেখার জন্য গোটা একটা জেনারেশন অপেক্ষারত ছিলো!💙🇦🇷

নামাজের গুরুত্ব সবাই বুঝে না,  শুধু তারাই বুঝে যাদের অন্তরে আল্লাহর রহমত রয়েছে😍
18/12/2022

নামাজের গুরুত্ব সবাই বুঝে না, শুধু তারাই বুঝে যাদের অন্তরে আল্লাহর রহমত রয়েছে😍

টানা একমাস রাত তিন'টা পর্যন্ত জেগে খেলা দেখা যুবক'টি, ৩০ বছরের জীবনে দুই রাকাত তাহাজ্জুদ পড়ার সৌভাগ্য পায়নি। _হায়! আফসোস...
17/12/2022

টানা একমাস রাত তিন'টা পর্যন্ত জেগে খেলা দেখা যুবক'টি, ৩০ বছরের জীবনে দুই রাকাত তাহাজ্জুদ পড়ার সৌভাগ্য পায়নি। _হায়! আফসোস-!!

ব্রাজিলের প্রতিশোধ নিয়ে নিলো আর্জেন্টিনা ☺️অবশেষে ফাইনাল 🇦🇷অভিনন্দন 🌹
14/12/2022

ব্রাজিলের প্রতিশোধ নিয়ে নিলো আর্জেন্টিনা ☺️
অবশেষে ফাইনাল 🇦🇷
অভিনন্দন 🌹

মসজিদের ফান্ডে লক্ষ লক্ষ টাকা জমা থাকে, অথচ ইমাম মোয়াজ্জিনের সম্মানজনক বেতন হয় না। একতলা থেকে দোতলা হয়, সৌন্দর্য সবকি...
12/12/2022

মসজিদের ফান্ডে লক্ষ লক্ষ টাকা জমা থাকে, অথচ ইমাম মোয়াজ্জিনের সম্মানজনক বেতন হয় না।
একতলা থেকে দোতলা হয়,
সৌন্দর্য সবকিছু হয় ।
কিন্তু ইমাম মুয়াজ্জিনের বেতন হয় না। আল্লাহ তাআলা সব মসজিদ মাদরাসা কর্তৃপক্ষকে বুঝার তৌফিক দান করুন আমীন।

হুজুরের লক্ষ টাকার চুক্তি ও ছোট বাচ্চাদের সারাদিনের ভোগান্তি‼️গত কয়েকদিন আগে বাসের সিটে বসে ছিলাম।হঠাৎ ফুটফুটে একটা ১০/১...
12/12/2022

হুজুরের লক্ষ টাকার চুক্তি ও ছোট বাচ্চাদের সারাদিনের ভোগান্তি‼️

গত কয়েকদিন আগে বাসের সিটে বসে ছিলাম।
হঠাৎ ফুটফুটে একটা ১০/১২ বছরের বাচ্চা এসে আমার হাতে ওয়াজের একটি হ্যান্ডবিল ধরিয়ে দিলো। বাচ্চাটা আকুতি ভরা কণ্ঠে বললো। আন্টি ১০টা টেহা দিন মাহফিল হইবো। পোষ্টারের বড়বড় বক্তাদের নাম দেখে চোখ যেন আমার ঝলমল করছিলো। কারন তাদের সম্পর্কে কম বেশি আমার জানা আছে তারা কেমন বাজেটের বক্তা। (এর মধ্যে দেখলাম হাফিজুর রহমান সিদ্দিকীর নামটাও)

বাচ্চাটিকে জিজ্ঞাসা করলাম। তোমার আব্বা কী করেন?
উত্তর দিলো, "আমার আব্বু মালয়শিয়াতে থাকেন।"
বুঝলাম ছেলেটি ভদ্র পরিবারের। বললাম, তোমাকে এখানে কালেশনে কে পাঠিয়েছে?
"বললো আমাদের মাদ্রাসা থেকে।" কত পেয়েছো সব মিলিয়ে?
বললো, "সকাল থেকে এখন পর্যন্ত ৩৭০ টাকা।"
বাচ্চাটির হাতে ১০০ টাকা ধরিয়ে বললাম। যাও বাবা সোজা মাদ্রাসায় চলে যাও। অনেক কালেকশন করেছো। যাবার সময় বাচ্চা তিনটাকে চল্লিশটা টাকা দিয়ে বললাম, আইসক্রিম খেতে খেতে যাবে।

লজ্জায় বাস ভর্তি মানুষের সামনে আমার মাথা নত হয়ে যাচ্ছিল।
কথিত এসব মোহতামিম আর মাদ্রাসার কমিটিকে, কে বলেছে মাহফিল করতে?
কে বলেছে ওয়াজের নামে এসব বাচ্চাদেরকে ভিক্ষাবৃত্তি শিখাতে?

কন্ঠাবাজ, কন্ট্রাকবাজ, গলাবাজ, শিশুবক্তা, অযোগ্য, এলেমহীন, সুরেলা বক্তাদের দিয়ে মাহফিল জমিয়ে বক্তাদের হাতে লক্ষ টাকার খাম ধরিয়ে নিজেকে ইসলামের সৈনিক মনে করে!

অনেক কিছু বলার ছিল, পড়তেও হয়তো আপনাদের বিরক্ত লাগবে তাই এইটুকই শেষ করলাম।
বন্ধ হোক এসব ভিক্ষাবৃত্তি।
বন্ধ হোক এসব অনৈতিকতা।

ওয়াজ-মাহফিল ও মাদ্রাসা-মক্তব পরিচালনার জন্য ছোট ছোট বাচ্চাদের দিয়ে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, ব্যস্ত সড়কের পাশে জীবনের ঝুঁকি নিয়ে অর্থ সংগ্রহ কিংবা সকাল থেকে সন্ধা পর্যন্ত প্রতিদিন প্রায় ১০/১২ কিলোমিটার হাঁটিয়ে অর্ধ পেটে কখনও বা খালি পেটে বাড়ি বাড়ি গিয়ে চাউল সংগ্রহ করতে পাঠানো বন্ধ হোক।
এই অপরাধের জন্য আয়োজকদের শিশুশ্রম বা শিশু নির্যাতন আইনের আওতায় নিয়ে আসা হোক।
অার, এই পুণ্য কাজের দায়িত্বটা যেনো আয়োজকেরাই পালন করে।

লেখাটি সংগৃহীত।

10/12/2022

বাংলাদেশের প্রিয় দলগুলোর মধ্যে একদল বাড়িতে, আরেকদল সেমিফাইনালে।
অভিনন্দন আর্জেন্টিনা।

09/12/2022

বিদায় ব্রাজিল, ২২শে আর কাপ নেওয়া হলো না🤭

১১ জন প্লেয়ারের নাম মুখস্ত -কিন্তু ১১ জন নবী বা সাহাবীর নাম বলতে পারবে না ধরলে...!! অথচ সে আবার মু'স'লি'ম...😔
04/12/2022

১১ জন প্লেয়ারের নাম মুখস্ত -
কিন্তু ১১ জন নবী বা সাহাবীর নাম বলতে পারবে না ধরলে...!!

অথচ সে আবার মু'স'লি'ম...😔

মসজিদ থেকে একটি মিষ্টি পেলে, সেটা না খেয়ে সন্তানের জন্য নিয়ে যাওয়া বাবা 🖤😍
03/12/2022

মসজিদ থেকে একটি মিষ্টি পেলে, সেটা না খেয়ে সন্তানের জন্য নিয়ে যাওয়া বাবা 🖤
😍

আপনি যখন খেলার উন্মাদনায় রাত ৩টায় চিল্লাচ্ছেন, ঠিক একই সময় কিছু যুবক আল্লাহর কদমে সেজদা রত অবস্থা কাঁদছেন.....পার্থক্য ট...
01/12/2022

আপনি যখন খেলার উন্মাদনায় রাত ৩টায় চিল্লাচ্ছেন, ঠিক একই সময় কিছু যুবক আল্লাহর কদমে সেজদা রত অবস্থা কাঁদছেন.....পার্থক্য টা এটাই.🙏
ফিরে আসো বেলা ফুরাবার আগে.💔

27/11/2022

নিশ্চয়ই (আল্লাহ তাআ'লা) তার সাথে,
শিরককারীকে ক্ষমা করেন না.
তাছাড়া যাকে ইচ্ছা তিনি ❝ক্ষমা❞ করে দেন💚
🌺🤲
[সূরা-নিসা,আয়াত-১১৬]

Address

Comilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when HM Hasan Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HM Hasan Mahmud:

Videos

Share

Category