28/08/2024
রাজনীতির নেশায় বুদ হয়ে থাকা এই দেশের মানুষের কাছে কারো মৃত্যু যা আপাত দৃষ্টিতে আত্মহত্যা বলা হচ্ছে তা বড় কোনো সাড়া ফেলার কথা নয়। কিন্তু কখনও না দেখা এই মেয়েটার জন্য আমার অসম্ভব খারাপ লাগছে..
তার পরিচিত জনদের কাছ থেকে যতদুর তথ্য পাওয়া গেলো মেয়েটি ১২/১৩ হাজার টাকা বেতন পেত। সে টাকায় সে একা চলতো। আগষ্টের শেষ হতে চললেও জুলাই মাসের বেতন পাওয়া হয়নি তার। এক বড় ভাই লিখেছেন। গত রবিবারও ভালো একটা চাকরী দেয়ার অনুরোধ করেছিলো সে। সে বলেছিলো অসৎ উপায় কত সাংবাদিক বড়লোক হয়েছেন, কিন্তু তিনি সৎ উপায়েই বড়লোক হতে চান। বলেছিলেন ৭ দিন ধরে তিনি ভাত খাননি। এই কথোপোকথন দেখার পর মনে হয়েছে আমরা আসলে কেমন করে বাঁচি !!!! এই সময়ে এসে একথাও শুনতে হলো?
এমনই বেশীরভাগ সাংবাদিকের জীবন। এই দেশের মিডিয়া মালিকরা সাংবাদিকদের বেচে কত কি করেন কেবল সাংবাদিকদের দিকেই কেউ তাকায় নাই। এই দেশে সাংবাদিকের ১০০ সংগঠন । তারা কখনও রাস্তায় নেমে বলে নাই যারা অন্যের অধিকার আদায়ে কাজ করে তাদের অধিকারটা আগে আদায় করা দরকার। কেউ কখনও বলে নাই।
সাংবাদিকদের একটা অংশ শেষ হয়ে গেলো অতি টাকার লোভে .. আরেকটা অংশ শেষ হয়ে গেলো টাকার অভাবে...