Crush & Confessions Of C.P.I

Crush & Confessions Of  C.P.I শুধুমাত্র কু.প.ই কেম্পাস অন্তর্ভুক্ত কনফেশন পেইজ শেয়ার করে থাকে!

Following the RULES:-

Crush & Confession of C.P.I পেইজে আপনাদের স্বাগতম।
পেইজের কিছু রুলস রয়েছে,সেগুলো তুলে ধরা হলঃ-

১.কনফেশন পাঠানোর সময় ক্রাসের নাম,,কলেজ (শুধুমাত্র কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এর ভিতর সীমাবদ্ধ) ইত্যাদির সম্পূর্ণ তথ্য দিবেন।তথ্য না জানলে ভুল তথ্য দিবেন না,এতে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে।আর কনফেশন অবশ্যই পেইজের ইনবক্সে পাঠাবেন।টাইমলাইনে নয়।

২.কনফেশন অবশ্যই রিয়েল আইডি থেকে দ

িতে হবে।ফেইক আইডির কোনো পোস্ট গ্রহনযোগ্য না।।নতুন আইডি,এটা অন্য আইডি,সিকিউরিটি প্রবলেম তাই রিয়েল আইডি থেকে দিতে পারছি না এগুলা বলে লাভ নেই,পোস্ট করা হবে না।

৩.কনফেশন কারীর নাম সম্পূর্ণ গোপন থাকবে।তাই কেউ জিজ্ঞাস করবেন না কে অমুক পোস্ট করছে।নাম প্রকাশ কখনো হবে না।সেই ভরসা রাখতে পারলেই মেসেজ দিবেন।

৪.এডমিন দের নাম জানতে চাইবেন না অথবা তাদের সম্পর্কে কোনো তথ্য জানতে চাইবেন না।সময় হলে আমরাই জানাবো।

৫.কনফেশনে পরিচিত কারো নাম আসলে তাকে মেনশন করতে পারেন,শেয়ার করতে পারেন।তাহলেই পেইজ এর সার্থকতা রক্ষা হবে।

৬.কমেন্ট করুন,মজা করুন কিন্তু কোনো পারসোনাল হ্যারাসমেন্ট করবেন না।বাজে কমেন্টের কারণে ব্যান করা হতে পারে।

৭.কনফেশন নিয়ে সমস্যা থাকলে এডমিন কে জানাবেন,এর জন্য এডমিন সর্বদা সাহায্যে প্রস্তুত।

৮.ছবি দিয়ে কনফেশন দেওয়া যাবে,এতে অন্যের প্রাইভেসি নষ্ট যেন না হয়।

৯. প্রতিদিন সর্বোচ্চ একটি কনফেশন পোষ্ট করা হবে, সুতরাং অযথা কেও কনফেশন পাঠিয়ে আপনাদের সময় অনুযায়ী পোষ্ট করার জন্য বার বার মেসেস করবেন না।

কনফেশন দিলে সেটা সময়মত পোস্ট করা হবে,এর জন্য বারেবারে মেসেজ দিয়ে বলতে হবে না।আমরাই সময়মত পোস্ট করে দিব।কিন্তু যদি দেখেন পোস্ট করা হয় নি তাহলে আমাদের জানাবেন।

১০.ফেইক আইডি থেকে পোস্ট,ছেলে হয়ে ছেলের নামে অথবা মেয়ে হয়ে মেয়ের নামে পোস্ট করলে বা পোস্ট করার জন্য অনুরোধ করলে তা গ্রহন যোগ্য হবে না।আর বেশি জোরাজুরি করলে আমরা সেই মেসেজের স্ক্রিনসট নিয়ে পেইজে আপ্লোড দিয়ে দিব,তখন নিজেই বুঝবেন ঠেলা।

অবশেষে একটা কথা,পেইজটি সম্পূর্ণ মজার জন্য,এটাকে মজা হিসেবেই নিন।বিনোদনকে কলুষিত করবেন না।
ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য!

confession :135From : unknown To      : princessপ্রিয় রাজকন্যা, আশাকরি ভালো আছো। তোমাকে শচীন মেলায় দেখেছি। তোমার এক বা...
10/11/2024

confession :135
From : unknown
To : princess
প্রিয় রাজকন্যা, আশাকরি ভালো আছো। তোমাকে শচীন মেলায় দেখেছি। তোমার এক বান্ধবীর সাথে দেখলাম। প্রথম দেখাতেই তোমার প্রতি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলাম। তুমি হয়তো আমার দিকে তাকিয়ে মনোমুগ্ধকর হাঁসি দিয়েছিলে। তারপর আবার তোমার বান্ধবীদের নিয়ে ব্যস্ত হয়ে গেলে। আর আমি শুধু চেয়েই রইলাম তোমার চলে যাওয়া। তোমার চোখের মায়ায় পড়ে গেলাম।
মেঘলা আকাশ ঝিমায় এসে
তোর দীঘল চুলের ছায়ায়,
আমার ঘুম ঘুম চোখ জেগে ওঠে
তোর কাজল চোখের মায়ায়।❤️

পরিশেষে একটা কথা বলতে চাই
চেয়ে চেয়ে থাকি..
তোমায় শুধু দেখি
বলো কি আছে তোমার মাঝে..!
ভালো থাকো প্রিয়সী।

08/09/2024

সকল পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফাতে একত্রিত হওয়ার আহবান জানাচ্ছি পলিটেকনিক এর সকল গ্রুপ ও পেজ এর পক্ষ থেকে।

19/05/2024

⚫শোক সংবাদ⚫

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এর ইলেকট্রিক্যাল টেকনোলজির ১ম পর্বের ছাত্র ❝রিমন❞ আজ বিকেলে ব*জ্র*পা*তে পতিত হয়ে ই*ন্তে*কা*ল করেছে।

© Crush & Confessions Of C.P.I

17/03/2024

মিডট্রাম পরীক্ষায় মনে হয় সাদা কাগজ জমা দেয়া ছাড়া উপায় নেই💔🥲

134From:🥰To:Ema Mojumder 😍আমি কখনো এসব কনফেশন দেই নি তাই জানিনা কিভাবে লিখতে হয়।আজই প্রথম😔একটা মানুষ অন্য  একটা মানুষ কে...
19/01/2024

134
From:🥰
To:Ema Mojumder 😍
আমি কখনো এসব কনফেশন দেই নি তাই জানিনা কিভাবে লিখতে হয়।আজই প্রথম😔
একটা মানুষ অন্য একটা মানুষ কে নিয়ে কনফেশন দেয় ব্যাপারটা অদ্ভুদ না🤔আমার আপনাকে আগে থেকেই ভালো লাগে। আপনি যেদিন ফার্স্ট আমাদের ক্লাসে বিপিং এ আসেন। অনেক বড় ভাইরা আসছিল আপনার সাথে। সবাই একদম মাথা গরম করে কলেজের বিভিন্ন নিয়ম রুলস এর কথা বলছিল,,, কিন্তু আপনি ঠান্ডা মাথার কথাগুলো কত সুন্দরভাবে বোঝার ছিলেন🥰 ঐদিন আমি আপনার প্রতি মুগ্ধ হই 😱 কিন্তু এখন মনে হচ্ছে ভালো লাগা টা আস্তে আস্তে বেড়ে চলছে❤️অনেক মিস করি আপনাকে😭আপনার প্রতি অন্যরকম কিছু অনুভূতি কাজ করে😍 লাস্ট বেশ কিছুদিন ধরে আপনাকে বেশি বেশিই মনে পড়ছে,,,মেসেঞ্জারে নক করি বাট আপনার কোনো রেসপন্স পাই না😎 সামনে গিয়ে মাঝে মধ্যে কথা বলতে ইচ্ছে হয়, কিন্তু ভয়ে কথা বলতে পারি না। কেন পারি না জানি না😇আপনি এতো হাসি খুশি মানুষ তাও কেমন জানি একটা ভয় কাজ করে😥 আপনার একটা বিষয় খুব বেশি চোখে পড়ে আপনাকে হাসি মুখ ছাড়া দেখা যায়নি কখনো,,,,আপনি অনেক ভালো মন এর মানুষ 😍 আপনার কাজ গুলো সব চেয়ে বেশি মুগ্ধ করে আমায়😱 আমি জানি যে কথাগুলো আপনাকে কখনো সামনাসামনি বলতে পারবো না। আমতলায় যখন বসে থাকেন দূর থেকে আমি আপনাকে সবসময় দেখি।সবার সাথে হাসি মুখে কথা বলেন এই জিনিস টা অনেক ভালো লাগে আমার কাছে। আপনার কাছে কোনো ডিপার্টমেন্টের ছোট ভাই বোনদের হিসাব নেই সবাইকে একই রকম ভালোবাসেন🥰সেই যে ডিপার্টমেন্টের হোক না কেন,,,আপনাকে নিয়ে বলতে গেলে কখনো শেষ হবার নয়🤫কারণ আপনার অবদান আমার কোনো দিনও দিতে পারবো না 🙏তাই কিছু বলবো না আজকে আর🤫

আমি ২০-২১ সেশন এর,,,, আমাদেরকে কখনো ভুলে যাইন না 😌

আপনার কাছে একটা ট্রিট পাই। কলেজ থেকে যাওয়ার আগে দিয়ে যাইন😎

ভালো লাগে আপনাকে অনেক
❤️💖

আপনি আমার আইডল 🙏
ভালো থাকবেন সবসময়,,,আপনার প্রতি দোয়া ও শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো 🧡

ইতি
আপনার খুব কাছের মানুষ😍

১৩৩From: Apnar ochena kew🙂To: Alex Salman Farshi (Cumilla Polytechnic Institute) এই যে মিষ্টার, আপনার তো দেখি অনেক ভাব.....
16/09/2023

১৩৩
From: Apnar ochena kew🙂
To: Alex Salman Farshi
(Cumilla Polytechnic Institute)
এই যে মিষ্টার, আপনার তো দেখি অনেক ভাব..আপনাকে অনেক কথা বলার আছে, ভয়ে বলতে পারিনা, তাই এখানেই বলে দিলাম,আপনাকে ভালো লাগা আপনার গানের কন্ঠ শুনে😊, একদিন আপনি ক্লাসে বসে গান গাইতেছিলেন, আমি তখন প্রথম শুনি কন্ঠ টা, তখন ও মুখ দেখিনি আপনার, আপনি গান গাইতেছিলেন কাজল কালো দুটি চোখে এই গানটা, আমি পরে আপনাকে দেখেছি, আপনার আইডি টা নিয়ে রিকুয়েষ্ট দিয়েছি, কিন্তু আপনি একসেপ্ট করেন নাই🥲, কেনো করেন নাই জানিনা, আমি আপনার বিষয়ে অনেক খোজ নিয়েছি, দেখে মনে হয়েছে আপনাকে ভালোবাসা যায়, তাই আপনাকে না জানিয়ে থাকতে পারলাম না😔, আপনার জীবনে হয়তো কেউ ছিলো কিন্তু কি হয়েছে জানতে চাইনা, আপনার অতীত আমি ভুলিয়ে দিতে চাই, আশা করবো আমাকে আপনার ভালোবাসার সুযোগ টা দিবেন🙂, অপেক্ষায় থাকবো আপনার...
আমি এক সন্ধ্যা তারা, বেসেছি তোমায় ভালো, তুমি তো দুঃখ বিলাস, আমি কাজল কালো🥰,
ভালো থাকবেন,
ইতি আপনার অচেনা কেউ

১৩২From:জানাতে চাই না😊To:রাজীব স্যার🥰এই ক্ষুদ্র জীবনে এমন কিছু মানুষের সংস্পর্শে এসেছি, যাদের সংস্পর্শে না এলে হয়তো এই জ...
19/04/2023

১৩২
From:জানাতে চাই না😊
To:রাজীব স্যার🥰
এই ক্ষুদ্র জীবনে এমন কিছু মানুষের সংস্পর্শে এসেছি, যাদের সংস্পর্শে না এলে হয়তো এই জীবন অপূর্ণ থেকে যেতো।এমন ই একটি ব্যক্তিত্ব রাজীব স্যার🖤
কোচিং-এ ১ম দিন থেকে যে স্যারকে সবচেয়ে বেশি ভালো লাগতো, তিনি হলেন সকলের প্রিয় রাজীব স্যার🥰
এই ভালোলাগা তৈরী হওয়ার পিছনে রয়েছে কিছু কারন।১ম ক্লাসে স্যার আমাদের ম্যাথ করাচ্ছিলেন। সহজ, সরল, প্রানচঞ্চল ভাষায় প্রত্যেকটা ম্যাথ বুঝিয়ে দিলেন।যাদের বুঝতে সমস্যা হচ্ছিল,তাদেরকে বারবার বুঝিয়ে দিচ্ছিলেন। স্যারের সাথে পরিচিত হওয়ার আজ ১বছর হলো।students দের সাথেও যে এতটা আন্তরিক হওয়া যায়,স্যারকে না দেখলে বুঝতে পারতাম না।কখনো স্যারকে কোনো আবদার করে নিরাশ হইনি।কিছু student পরীক্ষার ১দিন আগে এসে বলতো বই শেষ করে দিতে।১দিনেই বই শেষ করার জন্য খাতা কলম নিয়ে বসে যান।আপ্রান চেষ্টা করেন যেন প্রত্যেকটা student ভালো result করে।কোচিং ক্লাসের বাইরেও স্যার student দেরকে extra Care করেন।শুধু Offline এ না Online এ ও স্যার ভীষণ ভাবে Help করেন।আমি কোনো problem solve করতে না পারলে সাথে সাথে রাজীব স্যারের কথা মাথায় আসে। স্যারকে knock করি।আর Answer ও পেয়ে যাই😊। স্যারের জনপ্রিয়তা দেখে অনেকেই জেলাস ফিল করে😅but তাতে কি? স্যারের মুখে সব সময় একটা নূরানী হাসি থাকে🥰যা দেখে সহজেই সবাই Crush খায়😍।আমিও খাইছি😁।

11/02/2023

Boys, be careful!⚠️🐸
Fact: 14th February👉🫶

১৩১From: 👰to: Faysal al Mahmud Antor কেমন আছো তুমি৷ আশা করি ভালো আছো৷ তোমাকে প্রথম দেখচিলাম কুমিল্লা সিটি কলেজ এর সামনে,...
10/02/2023

১৩১
From: 👰
to: Faysal al Mahmud Antor

কেমন আছো তুমি৷ আশা করি ভালো আছো৷ তোমাকে প্রথম দেখচিলাম কুমিল্লা সিটি কলেজ এর সামনে, তখন থেকে ভালো লেগে গেছে তোমাকে৷ তোমার চোখ তোমার হাসি খুব সুন্দর বলে ও বুঝাতে পারবো না,, তোমার তাকানোর স্টাইলটা এত সুন্দর যে আমি পুরাই ফিদা হয়ে গেলাম, খুব ভালো লাগলো তোমায়, পলিটেকনিক ছুটি হওয়ার পর তোমাকে খালি একটা নজর দেখার জন্য ঘন্টার পর ঘন্টা দোকানে সামনে বসে থাকতাম, তোমার আইড়িটা অনেক কস্ট করে মেনেজ করলাম৷ মেচেজ দিছি সিন করো নাই, রিপ্লাই ও দাও নাই৷ ভালো থাকো সব সময়.💖

ইতি
তোমাকে ভালো লাগার মানুষটা 💔🥲

130নামঃ  SAIMON HASAN SHUVO (FB name  🥺)কলেজঃ Comilla  Polytechnic Institute কিভাবে শুরু করবো জানিনা 😪কারণ আমি আগে কখনো ...
23/09/2022

130
নামঃ SAIMON HASAN SHUVO (FB name 🥺)
কলেজঃ Comilla Polytechnic Institute
কিভাবে শুরু করবো জানিনা 😪কারণ আমি আগে কখনো কনফেশন লিখি নাই...🤒 আপনাকে প্রথম যেদিন কোটবাড়ি শালবন বিহার দেখেছি সেদিনই আপনার প্রেমে পড়েছি। সেই রকম ভাবে বলার কখনো সুযোগ হয় নাই।কারন আপনি যেখানে পড়েন সেখানে আমি পড়িনা । এক বড় ভাইয়া থেকে আপনার সম্পর্কে জানলাম। আমি কুমিল্লা হাইস্কুলে পড়ি
একদিন আমার ফ্রেন্ডের সাথে আমি আপনাদের কলেজে গিয়েছিলাম আর যেই দিন‌ই কলেজ থেকে বাইর হওয়ার পর আপনাকে ধরতে পারিনা, এমন লম্বুর লম্বু 🥴 লম্বা লম্বা পা দিয়া হাইটা যানগা ধরতেও পারিনা 😪
আর এই যে লম্বু! একটু লম্বা হওয়ায় ভাব দেখাইয়েন না বেশি 😴লম্বা হইছেন তো কীছে, আমিও কম সুন্দরী না। আর যাই হোক মন থেকে অনেক ভালোবাসি আপনাকে🥰 আমি আর আপনার পিছনে এমন করে আর দৌড়াইতে পারবোনা
আপনি পারলে খুঁজে নিয়েন আমায় 😷

ইতিঃ আপনাকে ধরতে না পারা আপনাকে মায়ের ছোটবউ 🥰(cz লম্বু পা দিয়া যায় গা) ‌🥲
এই ছবি টা অনেক সুন্দর🥰🥰

129To :Piyash 7-1-ET-Aহাই! পিয়াস !😊জানি এখন ব্যস্ত সময় পার করছো, তোমার ডিপ্লোমা লাইফের শেষ সময়ে এসে গেছো, ব্যস্ততা তো থা...
11/09/2022

129
To :
Piyash
7-1-ET-A

হাই! পিয়াস !😊

জানি এখন ব্যস্ত সময় পার করছো, তোমার ডিপ্লোমা লাইফের শেষ সময়ে এসে গেছো, ব্যস্ততা তো থাকবেই।

তোমার কি মনে পড়ে, পরীক্ষার হলে তুমি আমার থেকে কলম চেয়ে নিয়েছিলে, তুমি তো সেদিন শুধু আমার কলম নেও নি, সাথে আমার মন ও নিয়ে গেছো।

অবশ্য কলম টি ফেরত দিয়েছিলে তবে, সেইদিনের দেওয়া কলমটি আমি আজ-ও তোমার স্মৃতিতে যত্ন করে রেখেছি🥰

সেই থেকে তোমাকে চোখে চোখে রেখেছি, তোমার ও পড়েছিলো আমার দিকে কিন্ত তুমি না দেখার বাহানা করে গেছ
এই লম্বা সময়ে একটাই আফসোস কখনো তোমার সাথে মুখ ফুটে কথা বলার সাহস টা হয় নি অামার, আশায় ছিলাম তোমার মুখ ফুটবে বলে, দিন শেষে আশাহত-ই হলাম, তবু ও যাওয়ার আগে আমার মনের কথাটা জেনে যাও,
🥰 I Love You পিয়াস 🥰

খুজে নিও আমাকে🥰

মেকানিক্যাল ডিপার্টমেন্ট এর কেউ💞

128From : কেউ একজন 👀To: Bushra SultanaInstitute: Chittagong polytechnic Institute Hey Bushra tumak ami deksi first time ...
12/08/2022

128
From : কেউ একজন 👀
To: Bushra Sultana
Institute: Chittagong polytechnic Institute
Hey Bushra tumak ami deksi first time jokon mechanical department a borti hote asco👀.kotha bolar sahos chilo na amr tarpor aste aste college suru holo tarpor tumr sathe kotha bola,,kokono bhujte di ni amr moner feelings😌ami j mone mone tumak chai ata ami bole bhujate parbo na...aj ami confession ar modde diye tumak bolte chai 🙂
ভালোবাসবো তোমায় ❤️🌸

তোমার জন্য আমার ভালোবাসা কখনো লিখে বা ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু এই গান টা আমার ফিলিংস অনেকখানি প্রকাশ করে।এক তরফা ভালোবেসেই যাবো..।
"ডাকবেনা তুমি আমায় জানি কোনোদিন...তবু প্রার্থনা তোমার জন্য হবেনা মলিন"
ভালো থাকিও। ভালোবাসি❤️

127To: Sunil AkashHi Crush 🥰ভয়ে ভয়ে Confession দিলাম 😐 জানিনা কী বলে বর্ণনা দিবো তোমার,,  তোমার সাথে আমার দীর্ঘদিন Fb তে...
03/04/2022

127
To: Sunil Akash

Hi Crush 🥰
ভয়ে ভয়ে Confession দিলাম 😐 জানিনা কী বলে বর্ণনা দিবো তোমার,, তোমার সাথে আমার দীর্ঘদিন Fb তে এড আছে 🙂 But আমি কখনো তোমাকে সামনে থেকে দেখি নাই,, হঠাৎ একদিন আমতলায় দেখি বৃহস্পতিবার সকাল তখন বেলা ১১ঃ ০০ টা বাজে। তোমার সাথে আরো দুইটা ছেলে ছিলো, অনেক বন্ধু বলছে তুমি নাকি ভিডিও বানাও 🥰 তোমাকে খুব ভালো লাগছে আমার 🖤 এরপর অনেক বার তোমাকে কলেজে দেখছি 🖤 যতবার দেখছি ততবার ই ভালো লাগছে 🥰 বাচ্চাদের মতে মুখ আর বাচ্চাদের মতো স্বভাব পাগল করে দেওয়ার ক্ষমতা রাখে😌 তোমার খোজ নিলাম অনেক বন্ধুু বললো তুমি মোটিভেশান দাও কেউ প্রপোজ করলে। তাই আর বলেনি কিছু মাশাল্লাহ খুব ভালো মোটিভেশান দেও তুমি 🥰 আজকে আবার তোমাকে কম্পিউটার ডিপার্টমেন্ট এর সামনে দেখছি অনেক কিউট লাগছে তোমাকে 🙈 তোমার নামের মতোই তুমি কিউরেটর ডিব্বা 🥰 আর এটাও জানি তুমি খুব ভালো গান গাইতে পারো।🖤 না বলে FB থেকে পিকটা নিলাম সরি 😐 তোমাকে খুব ভালো লাগে জানি এটা বলেও কোনো লাভ নাই তাও বললাম 😐 জানি তুমি রিলেশন করো তাও যদি সম্ভব হয় দেখো। 🥺

ভালো থাকো 🖤🥀

126কেমন অাছেন অাপনিNayeem Farabi অাসলে কনফেশন অামাকে দিয়ে লেখা হয়না কিভাবে লেখে তাও সঠিক জানা নেই..তাই ভূল হলে মাপ করবেন...
02/04/2022

126
কেমন অাছেন অাপনি

Nayeem Farabi

অাসলে কনফেশন অামাকে দিয়ে লেখা হয়না কিভাবে লেখে তাও সঠিক জানা নেই..তাই ভূল হলে মাপ করবেন

সেই ১ম সেমিস্টার থেকে অাপনাকে চিনা কিন্তুু ঐভাবে অাপনার সাথে কথা বলা হয়ে ওঠে নাই বিশেষ কারন হল অাপনি রাজনৈতিক রিলেটেড ও এই এলাকার স্থানীয় হওয়ায় ভয়টা একটু বেশি কাজ করত অাপনার সাথে এড রয়েছি ভিন্ন নামে হাই হ্যালো ছাড়া কোন কথা বলার সাহস হয়ে ওঠে নাই....ঐদিন কলেজে দেখলাম পাঞ্জাবি পরে অাসছেন ভালই লাগছিল কয়েকবার সামনে পরছি তাও লক্ষ্য করেন্নি...অার হে ঐদিন অাপনার সানগ্লাস টা পরে গিয়েছিল ঐটা অামার কাছে অাছে যোগাযোগ করে নিয়ে যাইয়েন.অাপনাকে ভাল লাগার কারণটা জানা নেই তাও ভাল লাগে..সব সময় অাপনার সুস্থতা ও সাফল্য কামনা করি লুকিয়ে ছবি তুলার জন্য দুঃখীত.. ভাল থাকবেন অাল্লাহ হাফেজ

ইতি জান্নাত

125From:👰To:jahid Hasan Fahim আমি কখনো এসব কনফেশন দেই নি তাই জানিনা কিভাবে লিখতে হয়।আজই প্রথম। একটা মেয়ে একটা ছেলেকে নিয়...
23/03/2022

125
From:👰
To:jahid Hasan Fahim
আমি কখনো এসব কনফেশন দেই নি তাই জানিনা কিভাবে লিখতে হয়।আজই প্রথম।
একটা মেয়ে একটা ছেলেকে নিয়ে কনফেশন দেয় ব্যাপারটা অদ্ভুদ না?..আমার আপনাকে আগে থেকেই ভালো লাগে। কিন্তু এখন মনে হচ্ছে ভালো লাগা টা আস্তে আস্তে তার থেকেও বেশি কিছু হয়ে গেছে।অন্যরকম কিছু অনুভূতি কাজ করে আপনাকে নিয়ে। লাস্ট বেশ কিছুদিন ধরে আপনাকে বেশি বেশিই মনে পড়ছে,একটু বেশিই ভাবছি আপনার কথা। সামনে গিয়ে মাঝে মধ্যে কথা বলতে ইচ্ছে হয়, কিন্তু ভয়ে কথা বলতে পারি না। আমি আপনার সাথে কোন রিলেশন বা প্রপোজ করার জন্য এসব জানায় নি। আমার মনে হওয়া গুলো শুধু জানালাম আপনাকে। আমি জানি যে কথাগুলো আপনাকে কখনো সামনাসামনি বলতে পারবো না। আমতলায় যখন বসে থাকে দূর থেকে আমি আপনাকে সবসময় দেখি।সবার সাথে হাসি মুখে কথা বলেন এই জিনিস টা অনেক ভালো লাগে আমার কাছে।আর আপনার হাসিটা অনেক সুন্দর।

ভালো লাগে আপনাকে😊
❤️💖
ভালো থাকবেন সবসময়

ইতি
অজানা কেউ🥺

124From:👰To: Sakib Ahmed FarabiDepartment: জানা নেই।লাইব্রেরীতে পড়তেছিলাম, হঠাৎ করে আপনার আগমন। আনমনে আপনাকে দেখতে ছিলা...
22/03/2022

124
From:👰
To: Sakib Ahmed Farabi
Department: জানা নেই।

লাইব্রেরীতে পড়তেছিলাম, হঠাৎ করে আপনার আগমন। আনমনে আপনাকে দেখতে ছিলাম, ভালো লেগে যায় আপনাকে।
হাসলে যে আপনার গালে টোল পড়ে এটা আরো বেশি ভালো লেগেছে।😇
তারপর মনে মনে আপনাকে খোঁজ করতে ছিলাম।
হঠাৎ করে একদিন আপনাকে ফেসবুকে পেয়ে গেলাম। কেন জানি নক দিতে ভয় করছে।
তাই এখনও দূর থেকে দেখে যাচ্ছি, মাঝে মাঝে ঘুরে আসি আপনার ফেসবুকে।

আর হ্যাঁ শোনেন, চুলগুলো ছোট করছেন কেন?
হাবলাদের মতো চলবেন না।

ভালো লাগে আপনাকে।...🙈

ইতি
আপনার জুনিয়র

123Dear Shawon Kemon acho? Asha kori valo e acho🖤 cz tomake joto bar e dekheci totobar e tomar mokh e shei misti hashi j...
18/03/2022

123
Dear Shawon

Kemon acho? Asha kori valo e acho🖤 cz tomake joto bar e dekheci totobar e tomar mokh e shei misti hashi jar karone mone hoy na tmi kokhono kostee thako🥰 Tomake ami shei 1st semester theke follow kori but tomake ekhono shamne ashe bolar shahos hoy nai je tomake ami koto ta love kori 💔 Jei din e tomake bolbo vabi oidin e tmr shate tmr friend ra thake 🙃 Tmr moto chele ami cpi te aj porjonto ektao dekhe nai😇 Ar hea tmr jei habit ta amr shob chey valo lage oita hoitese tmi karo shate attitude dekhao na ☺️ Shobar shate free mind e kotha bolo 🥰 Shob shomoy Amon e thakba bojco?
Ar shuno Onk valobashi tomake❣️🥰

Address

Cumilla
3503

Alerts

Be the first to know and let us send you an email when Crush & Confessions Of C.P.I posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share