30/08/2021
নামঃ- রাকিব ।
ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল,,
লক ডাউনে ঢাকা থেকে বাড়িতে যেতে পারেনি,, তাই লকডাউন খোলাতে বাড়িতে যাওয়ার সুযোগ হয় তার,,,
অনলাইনে টিকিট কিনতে না পারায়,, তার দরজার পাশে জায়গা হয়,, এসি কামরার বাহিরে বসে ছিলো সে,
দরজা খুলে বের হয়ে দরজা বন্ধ করার সময় সে বললো, "ভাই দরজাডা লাগাইন না জে, বাতাসডা অনেক মজা লাগতাছে "
বেশি কিছু না বলে তাকে আমার সাথে ভিতরে গিয়ে বসতে বললাম,, কারন আমি এমনিতেই ছবি তোলা ভিডিও করা তেই ব্যস্ত ছিলাম, বসা আর হয় না সিটে,,তখন সে ভাবলো হয়তো তার থেকে টাকা নিবো বা টিকিট কিনতে হবে তার,,,, তাই সে বললো, ভাই টিকিট কিনে কেমনে জানি না, টেকা নাই লগে ওত,
তাকে বললাম টাকা লাগবে না তুমি এমনি তেই বসো,, টিটি আসলে আমায় ডাক দিও,,,ভয়ে ভয়ে বসলো সে,,, নামার সময় সে বললো,, ভাই আপনের মোবাইল নাম্বার ডা কাগজে লেইক্কা দেইন,, বাড়িত গিয়া কল দেম,,,,, ব্যাগ গুলাও ট্রেন থেকে নামিয়ে গাড়ি পর্যন্ত দিয়ে আসলো,
,যাওয়ার আগে তার একটা কথা ভালো লাগলো,, " ভাই আমি ৪ বছরে কোনো দিন ট্রেনে সিডে বইয়া যাইতে পারি নাই,,আপনের কারণে আরামে যাইতাম পারছি ভাই,, বাড়িত গিয়া আমনের কথা কইবাম আমি,, আপনে আমরার বাড়িত আইবেন কিন্ত ভাই, দাওয়াত রইলো,, আল্লাহ আপনেরে আরো বেশি বেশি দেউক।
জিবনে চলার পথে আমরা কত কিছু শিখি,,, কাউকে সব কিছু দিয়েও তাদের মন পাওয়া যায় না,, কৃতজ্ঞতা তো দুরে থাক,, আর কাউকে অল্প কিছু দিয়েও খুশি করা যায়,।
©সংগৃহীত