02/01/2025
প্রিয় Wombo Combo বাসী,
প্রথমেই বলতে চাই আপনাদের জন্যই আমরা এভাবে চলতেছি। আপনারা আমাদের সাপোর্ট না দিলে আমরা সামনে এগোতে পারব না।
তাই আমরা চাই আপনারা সবসময় আমাদের পাশে থাকুন 🤝💖
আমাদের Wombo Combo এই ছোট পেইজটি চালু করার পর থেকেই আমাদের পিছনে অনেক অনেক পেইজ লেগে রয়েছে। তাদের নাম আমি এখানে উল্লেখ্য করব না। এক কথায় বলতে গেলে হিংসেমী। থাক সমস্যা নাই আমরা আমাদের মতো চলছি, ওনারা ওনাদের মতো চলছে তাতে আপত্তি নাই আমাদের কাছে কোনো পরামর্শ চাইলে আমরা যা জানি তা বলি তাতে আমাদের কোনো সমস্যা হয় না কিন্তু আমাদের Wombo Combo টিমের কোনো সদস্যকে বলবেন না যে তুদের পেইজ কখনও বড় হবে না। আসলে এই কথাটা আমাদের Wombo Combo টিমের সদস্যদের মনে লাগে। আমাদের Wombo combo টিমের সদস্যরা এত কষ্ট করে ভিডিও বানায় তাও আপনারা বলেন যে আমরা এগুতে পারব না। কথাটা মনে লাগে। আমরা অনেক আগে একটা পোস্টে বলছিলাম আমাদের নামে কোনো অভিযোগ থাকলে আমাদের Inbox এ এসে বলেন কিন্তু আপনারা তা না করে আমাদের সদস্যদের সরাসরি বলেন তা কিন্তু ঠিক না। আমাদের এখন অন্যতম কয়েকজন সদস্য নতুন আছে যারা এখনও ছোট ( কৌশিক,মুগ্ধ, ধ্রূব) তাদের সামনে এসব কিছু বইলেন না তাদের মনে কষ্ট যায়। তাদের উৎসাহ দেন,তারা এগিয়ে যাবে। আর একটা কথাই বলব সমালোচনাটা বন্ধ করেন।
আপনারা আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে গেলে আমরা নতুন বছরে নতুন ভাবে ফিরে আসতে সক্ষম হবো 💖🤝
এতক্ষণ আমাদের কথাগুলো পড়ার জন্য আপনাকে ধন্যবাদ 💖🤝
বি:দ্র: কেউ অযথা নিজের গায়ে নিয়েন না কথাটা 😊।
ইতি,
Wombo Combo এর সকল সদস্য 🥰